বাংলা ব্যাকরণের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রতিদিন পড়তে সাথে থাকুন। #টপিকসঃ ব্যাকরণের আলোচ্য বিষয় #পর্ব__০১

বাংলা ব্যাকরণের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
প্রতিদিন পড়তে সাথে থাকুন।
#টপিকসঃ ব্যাকরণের আলোচ্য বিষয় #পর্ব__০১
০১| প্রত্যেক ভাষায়ই কতটি মৌলিক শাখা আছে?
®___৪টি(ধ্বনিতত্ত্ব,শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব)
০২| বাংলা ভাষায় আনুষাঙ্গিক আরও ২টি শাখার নাম কী?
®___অভিধান(Laxicography)
®___ছন্দ ও অলঙ্কার।
০৩| 'সন্ধি'ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®___ধ্বনিতত্ত্বে।
০৪| 'বাগধারা'ছেদ চিহ্ন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®___বাক্যতত্ত্বে।
০৫| ক্রিয়ারকাল,ক্রিয়ার কাল,ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®___রূপতত্ত্বে
০৬| 'শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্বের' অপর নাম কী?
®___শব্দতত্বের --রূপতত্ত্ব
®___বাক্যতত্ত্বের'---পদক্রম
০৭| ব্যাকরণের মূল ভিত্তি বলা হয় কোনটি কে?
®___ভাষা কে।
০৮| ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?
®___ভাষাকে বর্ণনা বা বিশেষভাবে বিশ্লেষণ করতে নির্দেশ করে।
০৯| ব্যাকরণের উচ্চতম পর্যায়ে কোন মৌলিক শাখা আলোচিত হয়?
®___অর্থতত্ত্বে।
১০| শব্দের ও বাক্যের অর্থের বিচার করা হয় ব্যাকরণের কোন অংশে?
®___অর্থতত্ত্বে।
১১| "ষ-ত্ব বিধি বা ণ-ত্ব বিধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®___ধ্বনিতত্ত্বে।
১২| বাক্যগঠন ও পদবিন্যাস আলোচনা করা হয় কোন শাখায়?
®___বাক্যতত্ত্বে।
®___By Ramjan
১৩| 'কারক ও বচন'ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®___শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে।
১৪| 'বিপরীত শব্দ'কোন অংশে আলোচিত হয়?
®___অর্থতত্ত্বে।
১৫| পদ,প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®___শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে।
১৬| বর্ণের বিন্যাস ও ধ্বনিসংযোগ ব্যাকরণের অংশে আলোচিত হয়?
®___ধ্বনিতত্ত্বে।
১৭| 'মূখ্যার্থ ও গৌনার্থ ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?
®___অর্থতত্ত্বে।
১৮| শব্দের ক্ষুদ্রাংশকে কি বলে?
®___রূপ বলে।
১৯| 'শব্দ,শব্দরূপ,শব্দদ্বৈত' আলোচিত হয়?
®___রূপতত্ত্বে।
২০| পদের স্থান বা ক্রম,পদের রূপ পরিবর্তন' হয়___?
®___বাক্যতত্ত্বে
২১| 'অনুসর্গ,উপসর্গ'ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়?
®___শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে।
২২| 'Phonolgy' এর বাংলা পারিভাষিক অর্থ কী?
®___ধ্বনিতত্ত্ব।
২৩| 'Morphology'এর বাংলা অর্থ?
®___শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব।
২৪| পুরুষ,লিঙ্গ,বাচ্য ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®___শব্দতত্ত্বে।
২৫| 'Semantics' শব্দের বাংলা পারিভাষিক অর্থ কী?
®___অর্থতত্ত্ব।

No comments:

Post a Comment