#ইংরেজি সাহিত্য

#ইংরেজি সাহিত্য

● শেক্সপিয়র জন্মগ্রহণ করেন- ১৫৬৪ সালে।
● শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে।
● শেক্সপিয়র নাটক লিখেছেন- ৩৭ টি।
● ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হল- Beowulf.
● ইংরেজি গদ্যের জনক-John Wyclif.
● ইংরেজি উপন্যাসের জনক- Henry Fielding.
● T.S. Eliot কে তার বিখ্যাত কবিতা ‘The Waste Land’ এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিল।
● John Keats পেশাগতভাবে একজন ডাক্তার ছিলেন।
● William Wordsworth এর উপাধি হল- The Poet of Nature.
● John Keats এর উপাধি হল- The Poet of Beauty.
● John Milton এর উপাধি হল- English Epic Poet.
● George Orwell এর মূল নাম হল- Eric Arthur Blair
● George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.
● P.B. Shelley কে Oxford University থেকে বহিস্কার করা হয়েছিল।
● S.T. Coleridge আফিমে আসক্ত ছিল।
● Winston Churchill ছিলেন এমন একজন প্রধানমন্ত্রী যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
● Sydney William Porter এর pen name হল O’ Henry.
● T.S.Eliot তার তত্ত্ব ‘Objective Co- relative এর জন্য বিখ্যাত।
● Sigmund Freud তার তত্ত্ব ‘Psycho Analysis’ এর জন্য বিখ্যাত।
● James Joyce তার তত্ত্ব ‘Stream of Consciousness’এর জন্য বিখ্যাত।
● ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়- Lord Byron
● ইংরেজি কবিতার জনক- Geoffrey Chaucer
● জন কিটস মারা গিয়েছিলেন- যক্ষায়।
● Bertrand Russel হলেন একজন দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
● প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন- Samuel Johnson.

No comments:

Post a Comment