Showing posts with label প্রশ্ন-সমাধান. Show all posts
Showing posts with label প্রশ্ন-সমাধান. Show all posts

ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)

ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে - ৫০টি
৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো - ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৪২। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৪৩। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
৪৪। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
৪৫। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৪৬। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
৪৭। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
৪৮। বিভক্তি কত টি? = ৭টি ।
৪৯। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
৫০। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
৫১। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
৫২। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
৫৩। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
৫৪। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ।
৫৫। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।
৫৬। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
৫৭। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।
৫৮। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
৫৯। নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
৬০। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)
৬১ । যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
৬২। অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
৬৩। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত
৬৪। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।
৬৫। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
৬৬। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা
৬৭। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? = ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক,পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখ বাচক ।
৬৮। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার? = ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
৬৯। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয়? = ২ প্রকার । সকর্মক, অকর্মক ।
৭০। সর্বনাম কত প্রকার? ১০ প্রকার
৭১। উক্তি কত প্রকার? ২ প্রকার (প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি)
৭২। বিশেষণ পদ কত প্রকার? ২ প্রকার
৭৩। ভাব বিশেষণ কত প্রকার? ৪ প্রকার (ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ)
৭৪। বাচ্য কত প্রকার? ৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য)
৭৫। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ২০ টি
# বাংলা_ব্যাকরণের_মৌলিক_কিছু_প্রশ্ন
১। ভাষার মূল উপকরণ বাক্য।
২। ভাষার মূল উপাদান ধ্বনি।
৩। ভাষার মৌলিক উপাদান শব্দ।
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/মৌলিক উপাদান শব্দ।
৫। ধ্বনিকেশব্দের ক্ষুদ্রতম একক বলা হয়।
৬। শব্দকে বাক্যের প্রাণ বলা হয় ।
৭। উপসর্গ পদের আগে বসে, আর প্রত্যয় পদের পরে বসে ।
৮। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৯। যে ৪টি উপসর্গ বাংলা, তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে আ, সু, নি , বি।
১০। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১১। বিভক্তিহীন নাম শব্দ বলে প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১২। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে ।
১৩। ক্রিয়াপদের মূলকে ধাতু বলে ।
১৪। বাক্যে অপরিহার্য ক্রিয়াপদ ।
১৫। সন্ধির সুবিধা ২টি ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৬। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত, ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৭। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই ।
১৮। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৯। সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
২০। সমাস ভাষাকে সংক্ষেপ করে ।
২১। সমাসের রীতি সংস্কৃত থেকে আগত।
২২। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে আগত।
২৩। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ কে উপধা বলে ।
২৪। সমন্ধ পদ, তারিখ লিখতে, ঠিকানা লিখতে পদের পর কমা বসাতে হয়।
২৫। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে "ওয়ারলেস অপারেটর" পদের প্রশ্ন-সমাধান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে "ওয়ারলেস অপারেটর" পদের প্রশ্ন-সমাধান
১। 'ক্ষ' কোন কোন অক্ষরের যুক্তরূপ?
— ক+ষ
২। চেটে খাওয়া যায় যা-
— লেহ্য
৩। 'রত্নাকর' সন্ধিবিচ্ছেদ -
— রত্ন + আকর
৪। সংশয় শব্দটির বিপরীত শব্দ-
— প্রত্যয়
৫। কোন বানানটি শুদ্ধ?
— পাষাণ
৬। কোনটি বিশেষণ বাচক শব্দ?
— জীবনী
৭।'অপমান' শব্দটির অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
— বিপরীত
৮। প্রত্যয়গতভাবে শুদ্ধ শব্দ কোনটি?
— উৎকর্ষ
৯। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
— প্রাকৃত
১০। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাব বাচক বিশেষ্য বুঝায়?
— আই
১১। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?
— ১০ টি
১২। 'আবোল তাবোল' কার রচনা?
— সুকুমার রায়
১৩। 'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
— নীর
১৪। 'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ কি?
— মোসাহেব
১৫। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
— আসক্তি
১৬। নিচের কোনটি শুদ্ধ নয়?
— সবগুলো ( অহিংস-সহিংস, প্রসন্ন-বিষন্ন, দোষী-নির্দোষ, নিষ্পাপ-পাপিনী)
১৭। কোনটি বাগধারা বুঝায়?
— শিরে সংক্রান্তি
১৮। 'জোড় ও জোর' শব্দের অর্থ যথাক্রমে-
— যুগল ও শক্তি
১৯। সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের সংবাদ?
— বিজ্ঞপ্তি
২০। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত?
— শেখ মুজিবুর রহমান
২১। Verb form of word beautiful?
— Beautify
২২। We saw him—-to school.
— going
২৩। Cattle শব্দটি কোন ধরনের Noun?
— Collective Noun
২৪। They came to Dhaka with a view to ---- a new place.
— Visiting
২৫। Louse শব্দটির plural form?
— Lice
২৬। The student always goes to school —–foot.
— on
২৭। My parents did not agree with —— my proposal.
— to
২৮। My friend gave me five books. In
this sentence adjective is?
— five
২৯। All his efforts ended —-smoke.
— in
৩০। I saw —- one eyed man.
— a
৩১। The police are looking— the case.
— into
৩২। The man (reach) the station before the train left.
— Had reached
৩৩। It has been raining —- morning. —since
৩৪। A horse runs fast. here fast?
— Adverb
৩৫। The snake ——by the boy.
— was killed
৩৬। ১০ থেকে ৬০ পর্যন্ত যেসকল মৌলিক
সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি
কত?
— ১০৭
৩৭। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
— ১১/১৪
৩৮। ০. ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের
বৃহত্তম সংখ্যার এবং ক্ষুদ্রতম সংখ্যার
বিয়োগফল কত?
— ২১৮৭
৩৯। কতগুলো ঘন্টা একসাথে বাজার ১০
সেঃ,১৫ সেঃ,২০ সেঃ, এবং ২৫ সেঃ পর পর
বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পর
বাজবে?
— ৫ মিনিট
৪০। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে
তেলের ব্যবহার শতকরা কত কমালে,
তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
— ২০%
৪১। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল
করলে পাশের হার কত?
— ৩০%
৪২। ১০০ টাকায় ২৫ টি লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০ টি বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
— ২৫%
৪৩। এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের
সমান?
— ৬.৪৫
৪৪। ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর
যোগফল কত?
— ৪৯৫০
৪৫। 2
৪৬। 1
৪৭। ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্য
বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-
— অর্ধেক
৪৮। দুটি সংখ্যার সমষ্টি পয়তাল্লিশ এবং উহাদের মধ্যে সমানুপাতিক 18 সংখ্যা দুটি কত?
— ৯ ও ৩৬
৪৯। 2^m+1 - 2^m =?
— 2m
৫০। x:y = 3:4 হয়, তবে 3y-x:2x+y = কত?
— ৯ : ১০
৫১। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
— ৬ ঘণ্টা
৫২। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
যে যন্ত্রের সাহায্যে তা হল
— লাউড স্পীকার
৫৩। ক্যান্সার চিকিৎসা যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল-
— গামা রে
৫৪। টিউব লাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম-
— নাইট্রোজেন
৫৫। কোন ধাতুটি চৌম্বক এ পরিণত হয়?
— তামা
৫৬। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
— ৪.৮ কিমি
৫৭। ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায়
অবস্থিত?
— তুরস্কে
৫৮। বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার কে?
— কামরুল হাসান
৫৯। বাংলাদেশের প্রথম রাষ্টপতির নাম-
— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬০। সার্কভুক্ত দেশ কয়টি?
— ৮ টি
৬১। মঙ্গোলিয়া দেশটি কোন মহাদেশে
অবস্থিত?
— এশিয়া
৬২। দহগ্রাম কোন জেলায় অবস্থিত?
— লালমনিরহাট
৬৩। বাংলাদেশের কোন অঞ্চলকে ১২
আউলিয়ার দেশ বলা হয়?
— চট্টগ্রাম
৬৪। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে
কয়টি সেক্টরে ভাগ করা হয়?
— ১১ টি
৬৫। নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার
সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
- IJO
৬৬। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর
কোথায় অবস্থিত?
- সোনারগাঁও
৬৭। ঈস্ট কি?
– ছত্রাক
৬৮। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়-
— ডিপথেরিয়া
৬৯। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার
নাম-
— কক্সবাজার
৭০। নিশীথ সূর্যের দেশ-
— নরওয়ে।