সাইবার নিরপত্তার জন্য যা করবেন সৌজন্যেঃ Bangladesh Police



সাইবার নিরপত্তার জন্য যা করবেন
সৌজন্যেঃ Bangladesh Police
১) অনলাইন সকল একাউন্ট থেকে ব্যবহার শেষে লগ আউট হতে হবে।
২) আপনার সাথে কোন নায়ক/নায়িকার মিল আছে,কিংবা ৩০ বছর পর আপনাকে কেমন দেখাবে এই জাতীয় লিংকে কখনোই ঢুকা যাবে না।
৩) আপনার ফেইসবুক বা মেইল পাসওয়ার্ড চায় এই ধরনের লিংকে কখনোই প্রবেশ করা যাবে না।
৪) অপরিচিত কোন মেইল বা লিংকে কোনক্রমেই প্রবেশ করা যাবে না।
৫) আপনার ফেইসবুকের টাইম-লাইনের সেটিংস ঠিক করতে হবে। যেখানে অন্য কেউ কিছু লিখে টাইমলাইনে যাতে না দিতে পারে,সেই ব্যবস্থা করতে হবে।
৬) মোবাইল,কম্পিউটার,বা মেইলের পার্সওয়ার্ড সর্বোচ্চ ৩ মাস ব্যবহার করবেন। এর মধ্যে অবশ্যই পরির্বতন করতে হবে।
৭) মোবাইল বা কম্পিউটারে কোন অন্তরঙ্গ ছবি রাখা যাবে না। এই ধরনের কাজ হতে বিরত থাকুন। কারন যে কোন সময় আপনার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারেকিংবা যে কোন সময় আপনার বন্ধু-বান্ধব আপনার কম্পিউটারে ঢুকে আপনার ছবি চুরি করে নিয়ে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে ব্ল্যাকমেইল করতে পারে।
8) কোনক্রমেই লোকেশন/অবস্থান জানিয়ে ছবি আপডেট দেওয়া যাবে না। যেমন-আমি সাক্ষী দিতে যাচ্ছি, আমি এখন ট্রেনে,বাসে ইত্যাদি।
৯) আপনার মোবাইল বা কম্পিউটারে কিংবা মেসেঞ্জারে কোন অপরিচিত নাম্বার হতে কোন মেইলবা ছবি আসলে তাহা কোনক্রমেই খোলা উচিত না।
১০) আপনি লটারীতে টাকা বা গাড়ী জিতেছেন কিংবা আমেরিকা ও ইউরোপ থেকে ফেইসবুক একাউন্ট হোল্ডার কোন ব্যক্তি যদি আপনাকে মেইল করে জানায় যেসে অনেক বড় লোকের মেয়ে তার কাছে অনেক ডলার আছে এরকম লোভনীয় কোন মেইলের ফাঁদে পড়া যাবে না।
১১) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনার অনলাইনের কোন তথ্য চায় যেমন-এনআইডি নাম্বার, মেইল একাউন্ট, জন্ম তারিখ, ব্যাংক একাউন্ট নাম্বার, রকেট নাম্বার, বিকাশ নাম্বার ইত্যাদি। তাহলে সেই ফোন বর্জন করতে হবে। অপরিচিত কাউকেই ব্যক্তিগত কোন তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
১২) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে যদি আপনাকে জানায় যে,সে ফোন কোম্পানীর কাষ্টমার কেয়ার সেন্টার হতে ফোন করেছে,তাদের সার্ভারের সমস্যার কারনে আপনার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে,এই ধরনের কোন তথ্য শুনে ফোন বন্ধ করা যাবে না।
১৩) কোন অপরিচিত নাম্বার হতে মিস কল আসলে তা ব্যাক করা যাবে না; এতে আপনার নাম্বার ক্লোন হতে পারে।
১৪) যেকোন সফট্ওয়ার বা এ্যাপস্ এ প্রবেশের সময় আপনার ব্যক্তিগত তথ্য বা এক্সেস চায়; সেখানে না প্রবেশ করাই শ্রেয়।
১৫) সকল একাউন্টে সব সময় শক্তিশালী পার্সওয়ার্ড, যেমন-সংখ্যা, Symbol ও অক্ষরের Mixed/Complexযুক্ত পার্সওয়ার্ড ব্যবহার করুন।

No comments:

Post a Comment