তৎসম , অর্ধতৎসম, তদ্ভব, বিদেশী ও দেশি শব্দগুলো মনে রাখার সহজ পদ্ধতিঃ-

★তৎসম শব্দ★
---------------------------------------------
"হস্ত" এ যদি থাকে "শক্তি"
"চন্দ্র" "সূর্য" "নক্ষত্র" করবে "ভক্তি"।
"ভবনের" "পত্র" "ধর্ম",
"লাভ" "ক্ষতি" "মনুষ্য" "পর্বত" এর "কর্ম"।
"সন্ধায়" করো না "ভোজন" "শয়ন" "গমন"।
---------------------------------------------
★ অর্ধতৎসম শব্দ ★
---------------------------------------------
"গিন্নী" "মাগগী" "জ্যোছনা" "কুৎসিত" "গতর" এ "বোষ্টম" এর বাড়ীতে "নেমন্তন" খেতে যান।
"পুরুত" ও "কেষ্ট" "খিদে" পেয়ে "আদা" খান।
---------------------------------------------
★তদ্ভব শব্দ ★
---------------------------------------------
"আখি" "আজ" করেছে "কাজ",
"মৌ" পরেছে "বিয়ে" র "সাজ"।
"বৌমা" এনেছে "মাছ" "ভাত"।
"মাথা" য় "হাত" ''কান" এ "দাত",
"চাঁদ" 'সই" করা "তদ্ভব" এর "কাজ"।
---------------------------------------------
★ পর্তুগিজ শব্দ ★
---------------------------------------------
"পর্তুগাল" এর "পাদ্রী" সাহেব "চাবি" দিয়ে "গীর্জা" খুলল,
তিনি ১ "বালতি" "আটা" "আনারস" "আলপিন" "পেঁপে" "পেঁয়ারা" "পাউরুটি" "আচার" "সাগু" ও "সালসা" "আলমারি" তে রেখে দিলো।
"বিন্তি" "সাবান" ও "তোয়ালে" নিয়ে "কামরা" য় ঢুকলো। সে ঝর্না ছাড়িয়া তার "কামিজ" এর "বোতাম'' ও "ফিতা" খুলিতে লাগলো। এমন সময় "আতা" "জানালা" য় "টোকা" মারিল।
"কেরানী" ও "আয়া" "বারান্দা" র। ''কেদারা" য় বসে ফালতু মস্করা করে একটি গান গাইলো:-
স্বামী আর "ইস্তিরি"
"পেরেক" মারে "মিস্ত্রি"।
---------------------------------------------
★ তুর্কি শব্দ ★
---------------------------------------------
"বিবি" "বেগম" "কোর্মা" খায়,
"বাবা" "বাহাদুর" দেশ চালায়।
"দারোগা" "বাবু" তাকিয়ে দেখে,
"গালিচা" য় "কুলি" র "লাশ"।
"চাকু" হাতে "বাবুর্চি" তাই দেখে হতবাক।
---------------------------------------------
★ দেশি শব্দ ★
-------------------------------------------
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা,চুলা, কুলা, ডাব, ডিংগা,টং ,মাচা ইত্যাদি।

বিদেশী শব্দ সহজে মনে রাখুন

টেকনিক-১.
জাপানি শব্দঃ
ছন্দ>>> জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে।
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে, হারিকেন, রিক্সা, হাসনাহেনা, প্যাগোডা,
সুনামি,সামপান, হারিকিরি )

টেকনিক.২.
ছন্দ>>>গুজরাটি শব্দঃ
গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে।
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।)

টেকনিক-৩.
এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে।
তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।

টেকনিক-৪.
ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না।
ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন, ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা, ক্যাফে, ডিপো

টেকনিক-৫.
ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন
ও টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে।
ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা, তাস, তুরুপ

যেভাবে নিবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিঃ

প্রিলিমিনারি পরীক্ষা হবে কয়েকটি বিষয়ের উপর। বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। মোট ১০০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। অর্থাৎ দুইটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।

আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। তাই প্রস্তুতি নিতে হবে ভালভাবে। কোন অবহেলা করা যাবেনা। কারন আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে আর একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত।

কি কি পড়বেন ও কিভাবে পড়বেন-
বাংলাঃ
প্রথমেই আসি বাংলা নিয়ে। বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে।

সাহিত্য অংশ থেকেও অনেক প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে। ছদ্মনাম, পত্রিকার নাম, সম্পাদকের নাম পড়তে হবে। এই সব গুলো বিষয় যে কোন গাইডে গুছিয়ে দেওয়া আছে। সেখান থেকে পড়তে পারেন।

ইংরেজিঃ
ইংরেজি অংশে অনেকেই দূর্বল থাকে। তবে এটা কঠিন কিছু না। ইংরেজি গ্রামারের Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction- থেকে প্রশ্ন আসে। Advance Learners by Chowdhury and Hossain বা অন্য যে কোন গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকস গুলো উদাহরণসহ পড়ুন। মুখস্থ করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym। ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন ও পড়তে হবে। ২০১৫-১৯ সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন।

গণিত :
এই অংশে মার্কস পাওয়া তুলনামূলক ভাবে সহজ। প্রতিদিন ২-৩ ঘণ্টা গণিত প্রাকটিস করা দরকার। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্রাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই যেমন অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে। এছাড়া যে কোন গাইড বইয়ের গণিত অংশটুকু ভাল ভাবে করলেই হবে।

সাধারণ জ্ঞানঃ
বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে।

আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে।

সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট এ্যাফেয়ার্স অবশ্যই পড়বেন।

কম্পিউটার ও আইসিটি থেকেও প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয় গুলো ভালভাবে আয়ত্ব করবেন।

বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটার এর জন্য ২০১৫-১৯ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুলো ভালভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন।

এইভাবে পড়লে আশা করি আপনি সরকারি যে কোন চাকরির প্রিলিতে ভাল নম্বর পেয়ে প্রিলিমিনারি পাস করতে পারবেন। তবে আপনি চাইলে যিনি আরো ভাল জানেন বা নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন আপনাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে। ৩০ বছর যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত দৈনিক ৬-৮ ঘণ্টা করে পড়ালেখা করুন। পারলে আরো বেশি সময় দিন।

পড়ুন, পরিশ্রম করুন, প্রার্থনা করুন এবং পড়ুন। আপনি যদি ভালভাবে পড়েন সেটা কোন না কোন জবে ঠিকই কাজে লাগবে। পড়ালেখা কখনো বৃথা যায় না। কোন না কোন ভাবে এর সুফল আপনি পাবেনই। ভাল প্রস্তুতির মাধ্যমেই ভাল পরীক্ষা দেওয়া যায়। আর পরীক্ষা ভাল হলে জব হওয়াটা সহজ। যারা নেগেটিভ কথা বলবে তাদের থেকে দূরে থাকুন। ভাল থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

মোঃ হামিদ পারভেজ
সহকারী শিক্ষক (ইংরেজি)
৩৪ বিসিএস নন ক্যাডার
দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলা।
(৩ বার কলেজ নিবন্ধনে কোয়ালিফাইড)

কিছু কনফিউশন প্রশ্ন

যুক্তরাজ্যের উচ্চকক্ষে আসন সংখ্যা কত?
Mp3 তে আছে : 736
প্রফেসরস ডাইজেস্টে আছে : 740
Wikipedia তে আছে : 791
সঠিক উত্তর : ৭৯১
/
জেনে নিন সঠিক উত্তর
ক) ঢাকা কতবার রাজধানী হয়? @৫ বার(১৬১০, ১৬৬০,১৯০৫,১৯৪৭,১৯৭২)
খ) ঢাকা কয়বার বাংলার রাজধানী হয়? @৪ বার
গ) ঢাকা কতবার বাংলাদেশের রাজধানী হয়? @১ বার
ঘ) ঢাকা রাজধানীর মর্যাদা হারায় কতবার?@৩ বার (১৬৩৮,১৬৭০,১৯১২)
/
শুচিস্মিতা , সুস্মিতা নিয়ে যাদের কনফিউশন হয় তাদের জন্য
১. যে নারীর হাসি কুটিলতাবর্জিত= শুচিস্মিতা।
২. যে নারীর হাসি সুন্দর= সুস্মিতা
মনে রাখার সহজ উপায় হচ্ছে "সুন্দর "
"সু" আছে সুস্মিতাতে আছে 'সু'
আর ২ নম্বর মনে রাখলে ১ নম্বরটা এমনিতেই হয়ে যাবে
//
কিছু কনফিউশন প্রশ্ন
------------------------------
★ নীল বিদ্রোহের অবসান হয় - ১৮৬২ সালে ( ১৮৬০ সালে নয়)
★ সিল্ক রুটের দেশ - ইরান ( চীন নয়)
★ মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে বেশি - যুক্তরাষ্ট্র ( চীন নয়)
★ সর্বোচ্চ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে - চীন ( যুক্তরাষ্ট্র নয়)
★সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ - চীন ( যুক্তরাষ্ট্র নয়)
★ মাথাপিছু কার্বন নিঃসরণকারী দেশ - কাতার ( চীন বা যুক্তরাষ্ট্র নয়)

White House> ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন

1.White House> ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
2.White Hall>লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়
3.White Sea>এই সাগরে সারা বছর বরফাচ্ছাদিত থাকে বলে একে White Sea বা শ্বেত সাগর বলা হয়।
4.White lodge<>ইংল্যান্ডে অবস্থিত রাজা অষ্টম এ্যাডওয়াডের জন্মভূমি
5.White Paper>সরকারি বিবরণী যাকে শ্বেত পত্র নামে পরিচিত।
6.White Elephant>দামি কিন্তু কাজের নয়/ব্যয়সাপেক্ষ
7.White vitriol>৭ অনু পানিযু্ক্ত আদ্র জিংক সালফাটকে ভেট্রিওল বলে
8.White Water>is formed in a rapid, when a river's gradient increases enough to disturb its laminar flow and create turbulence, i.e. form a bubbly, or aerated and unstable current; the frothy water appears white.
9.White journalist> Ben White is a British journalist and activist who primarily writes about the Israel-Palestine conflict
10.White Sleep> A sleepless night
11.White County>> is a county located in the U.S. state of Arkansas.
12.সাদা হাতির দেশ>>থাইল্যান্ড
১৩.কোন দেশকে সাদা রাশিয়া বলা হয়? উঃবেলারুশ।
14.white gold>> চিংড়ি
15. White color crime >> refers to financially motivated nonviolent crime committed by business and government professionals. Within criminology, it was first defined by sociologist Edwin Sutherland in 1939 as "a crime committed by a person of respectability and high social status in the course of his occupation".

বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাল সমূহ

★ম্যাগনাকার্টা --- ১২১৫
★ঢাকা প্রথম রাজধানী --- ১৬১০
★গৌরবময় বিপ্লব --- ১৬৮৮
★পলাশীর যুদ্ধ --- ১৭৫৭
★চিরস্থায়ী বন্দোবস্ত --- ১৭৯৩
★ফরাসী বিপ্লব --- ১৭৮৯
★সিপাহী বিদ্রোহ --- ১৮৫৭
★কংগ্রেস প্রতিষ্ঠা --- ১৮৮৫
★বঙ্গভঙ্গ --- ১৯০৫
★মুসলিম লীগ --- ১৯০৬
★বঙ্গভঙ্গ রদ --- ১৯১১
★প্রথম বিশ্বযুদ্ধ --- ১৯১৪
★লক্ষ্মৌ চুক্তি --- ১৯১৬
★অক্টোবর বিপ্লব --- ১৯১৭
★শেখ মুজিবুর রহমানের জন্ম --- ১৯২০
★ঢাকা বিশ্ববিদ্যালয় --- ১৯২১
★সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা --- ১৯২২
★মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা --- ১৯২৬
★ভারত শাসন আইন --- ১৯৩৫
★দ্বিতীয় বিশ্বযুদ্ধ --- ১৯৩৯
★লাহোর প্রস্তাব --- ১৯৪০
★বিশ্বব্যাংক প্রতিষ্ঠা --- ১৯৪৪
★জাতীসংঘ প্রতিষ্ঠা --- ১৯৪৫
★ভারত স্বাধীনতা আইন --- ১৯৪৭
★আওয়ামী লীগ প্রতিষ্ঠা --- ১৯৪৯
★ভাষা আন্দোলন --- ১৯৫২
★যুক্তফ্রন্ট --- ১৯৫৪
★বাংলা একাডেমি প্রতিষ্ঠা --- ১৯৫৫
★পাকিস্তানের সংবিধান --- ১৯৫৬
★মৌলিক গণতন্ত্র --- ১৯৫৮
★ছাত্র আন্দোলন --- ১৯৬২
★ছয়দফা --- ১৯৬৬
★গণঅভ্যুথান --- ১৯৬৯
★সাধারন নির্বাচন --- ১৯৭০
★মহান মুক্তিযুদ্ধ --- ১৯৭১
★সার্ক প্রতিষ্ঠা --- ১৯৮৫
★WTO প্রতিষ্ঠা --- ১৯৯৫
★বখতিয়ার খলজির বাংলা বিজয় --- ১২০৪ সালে।
★ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা --- ১৪৫৯ সালে।
★কম্ববাসের আমেরিকা আবিষ্কার --- ১৪৯২ সাল।

অডিটর_এক্সাম_প্রসঙ্গ

অডিটর_এক্সাম_প্রসঙ্গ­ঃ
১২ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া অডিটরের এক্সামের প্রিভিয়াস প্রশ্নের সফল ময়নাতদন্তের উপর থাকছে প্রশ্ন বিশ্লষণের খুঁটিনাটি।।
#নম্বর_বন্টনঃ
পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে যেখানে ৭০ টি প্রশ্নে ৭০ নম্বর থাকবে।।ভুল উত্তরে সম্ভবত(.২৫) কেটে নেয়া হবে।।
বাংলা---১৫
ইংরেজি---২০
সাধাঃ জ্ঞাণ---১৫
অংক----২০
#বাংলাঃ
বিগত বছরে যেভাবে প্রশ্ন হয়েছে
শব্দার্থ---৬টি
বানান---৪ টি
বাগধারা--২টি
সাহিত্য--২টি
বাক্য সংকোচন --- ১ টি
#ইংরেজীঃ
সিনোনিম--৫টি
পিন পয়েন্ট ইরর--২টি
শূন্যস্থান --১৩ টি( এই অংশটা পাঁমিশালি।শব্দার্থ,প­্রিপজিশান,ফ্রেজ সবকিছু মিলিয়ে)
#সাধারণ_জ্ঞানঃ
সাম্প্রতিক ---৩টি
মুদ্রা---১টি
গোয়েন্দা সংস্থা--১ টি
রাজধানী---১টি
শহর/নগর/নদী কোথায় অবস্থিত---৪টি
সংস্থা ---১টি
বাকি ২টা কমন টাইপ
#ম্যাথঃ
লাভ-ক্ষতি --৫টা
অনুপাত---৪টা
কাজ---২টা
ট্রেন--১টা
সময়--১টা
গড়--১টা
বয়স--১টা
পারসেন্টেজ ---৩/৪ টা
সংক্ষেপে এমন ছিল গতবারের প্রশ্নের ধরণ।।আশা করা যায় প্রশ্ন এমন প্যাটার্ণে হবে।।

বিশ্বের চুক্তি-সনদ সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

০১. বিশ্বের প্রথম লিখিত চুক্তি কোনটি?
উত্তর: মদিনা সনদ।
০২. ম্যাগনাকার্টা কী?
উত্তর: ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ।
০৩. ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৫ জুন ১২১৫।
০৪. যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?
উত্তর: ম্যাগনাকার্টা।
০৫. 'Void Contract' বলতে কি বোঝায়?
উত্তর: বাতিল চুক্তি।
০৬. ম্যাসট্রিচট কী?
উত্তর: একটি চুক্তির নাম।
০৭. Extradition Treaty কী?
উত্তর: অপরাধী প্রত্যর্পণ চুক্তি।
০৮. মাল্টি-ফাইবার চুক্তি কী?
উত্তর: দ্বিপাক্ষিক চুক্তি।
০৯. কার্টাগেনা প্রটোকল কী?
উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
১০. ১৭৮৩ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ৪টি।
১১. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত?
উত্তর: প্যারিস শান্তি চুক্তি (স্বাক্ষর ৩ সেপ্টেম্বর ১৭৮৩)।
১২. কবে নানকিং চুক্তি (হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা) স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ২৯ আগস্ট ১৮৪২ (কার্যকর ২৬ জুন ১৮৪৩)।
১৩. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত ‘বেলফোর ঘোষণা’ কখন দেয়া হয়েছিল?
উত্তর: ২ নভেম্বর ১৯১৭ সালে।
১৪. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ২৭ আগস্ট ১৯২৮ সালে।
১৫. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের পরিমার্জিত ও সম্প্রসারিত জেনেভা কনভেনশনসমূহ কি নামে অভিহিত?
উত্তর: চারটি রেডক্রস কনভেনশন নামে।
১৬. গ্যাট (GATT) চুক্তি কখন সম্পাদিত হয়?
উত্তর: ৩০ অক্টোবর ১৯৪৭ (কার্যকর ১ জানুয়ারি ১৯৪৮)।
১৭. জাতিসংঘের মানবাধিকার দলিল কবে পাস হয়?
উত্তর: ১০ ডিসেম্বর ১৯৪৮।
১৮. ওএএস (OAS) সনদ কোথায় এবং কখন গৃহীত হয়?
উত্তর: ১৯৪৮ সালে কলম্বিয়ায়।
১৯. ইতিহাসখ্যাত ‘পঞ্চশীল’ কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৯৫৪ সালে।
২০. ১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?
উত্তর: তাসখন্দ চুক্তি (১০ জানুয়ারি ১৯৬৬ সালে)।
২১. এনপিটি (NPT) চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১ জুলাই ১৯৬৮ সালে।
২২. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কী?
উত্তর: আলজিয়ার্স চুক্তি (১৯৭৫ সালে)।
২৩. হেলসিংকি ঘোষণাপত্র (Helsinki Declaration) কোন সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।
২৪. CSCE (Conference on security and Co-operation in Europe) চুক্তিতে (১৯৭৫) মোট কয়টি দেশ স্বাক্ষর করেছিল?
উত্তর: ৩৫টি।
২৫. সিডও কী?
উত্তর: নারী অধিকারের একটি দলিল।
২৬. UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women (CEDAW) কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮ ডিসেম্বর ১৯৭৯।
২৭. ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু কি ছিল?
উত্তর: পরিবেশ।
২৮. ‘আন্তর্জাতিক শিশু অধিকার’ সনদ কবে গৃহীত হয়?
উত্তর: ২০ নভেম্বর ১৯৮৯।
২৯. অসলো শান্তি চুক্তি কোন সালে সম্পাদিত হয়?
উত্তর: ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে।
৩০. হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৫ জানুয়ারি ১৯৯৭।
৩১. ‘কিয়োটো প্রটোকল’ কী?
উত্তর: গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি।
৩২. কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।
৩৩. আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি (International Criminal Court Treaty) কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৭ জুলাই ১৯৯৮।
৩৪. ‘উই রিভার’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৮ সালে।
৩৫. উত্তর আয়ারল্যান্ডে কবে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১০্ এপ্রিল ১৯৯৮।
৩৬. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: রোম চুক্তি।
৩৭. জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তির নাম কী?
উত্তর: Arms Trade Treaty.
৩৮. অস্ত্র বাণিজ্য চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদে কবে গৃহীত হয়?
উত্তর: ২ এপ্রিল ২০১৩।
৩৯. অস্ত্র বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
উত্তর: ৩ জুন ২০১৩ সালে।
৪০. অস্ত্র বাণিজ্য চুক্তিটি আইনে পরিণত হওয়ার জন্য কতটি দেশের অনুসমর্থন লাগবে?
উত্তর: ৫০টি।
৪১. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: সিটিবিটি (CTBT)।
৪২. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
উত্তর: ডেটন চুক্তি।
৪৩. ২০০৬ সালে কোথায় ‘গণতন্ত্র সনদ’ স্বাক্ষরিত হয়েছে?
উত্তর: লন্ডন।
৪৪. ভূমি আইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: অটোয়া (কানাডা)।
৪৫. আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত (ICC) চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: রোম (ইতালি)।
৪৬. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র (৬ মে ২০০২)।
৪৭. জাতিসংঘের সনদ (Charter) কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: সানফ্রান্সিসকো।
৪৮. কোন পাকিস্তানি প্রধানমন্ত্রী সিমলা চুক্তি স্বাক্ষর করেন?
উত্তর: জুলফিকার আলী ভুট্টো।
৪৯. প্যারিস চুক্তির পক্ষ ছিল কারা?
উত্তর: ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
৫০. প্যারিস চুক্তির ফলাফল কী?
উত্তর: আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুুদ্ধের পরিসমাপ্তি।

মধ্যযুগের সাহিত্যিক ও সাহিত্যকর্মঃ

★মধ্যযুগের আদি কবি--- বড়ু চণ্ডিদাস
★"শ্রীকৃষ্ণকীর্তন''' কাব্য রচনা করেন----বড়ু চন্ডীদাস
★বাংলাভাষার প্রথম মানবতাবাদী কবি-----চন্ডীদাস
★"পদাবলী "র প্রথম কবি------চন্ডীদাস
★সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই কথাটি বলেছেন-----চন্ডীদাস
★বিদ্যাপতি ছিলেন----মিথিলার কবি
★বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেন-----ব্রজবুলি
★বিদ্যাপতি মুলত+----বৈষ্ণব কবি
★বিদ্যাপতির শ্রেষ্ঠ রচনা-----রাধা -কৃষ্ণবিষয়ক পদ
★বাল্মীকির রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক------কৃত্তিবাস ওঝা
★বাংলা ভাষায় প্রথম "লাইলী-মজনু" কাব্য রচনা করেন-----দৌলত উজির বাহরাম খান
★"লাইলী-মজনু"কাব্যের মূল উৎস ----আরবি লোকগাথা
★প্রাচীনতম বাঙালি মুসলমান কবি-----শাহ মুহম্মদ সগীর
★শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য-----ইউসুফ জোলেখা
★মধ্যযুগের প্রথম মুসলমান কবি----শাহ মুহম্মদ সগীর
★"ইউসুফ-জোলেখা"কাব্যের উৎস-----বাইবেল ও কুরআান
★বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান------ইউসুফ জোলেখা
★বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি-----চন্দ্রাবতী
★চন্দ্রাবতীর পিতার নাম-----দ্বিজ বংশীদাস
★সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী হলেন-----চন্দ্রাবতী
★চন্দ্রাবতী রামায়ণ ছাড়াও রচনা করেন-----২টি কাব্য
★লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা -----দৌলত কাজী
★"সতী ময়না ও লোরচন্দ্রানী" কাব্যটির রচয়িতা -----দৌলত কাজী
★মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ----দৌলত কাজী

বিশ্ব সংস্থায় বাংলাদেশ

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশীদ চৌধুরী
বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে
বাংলাদেশে কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদস্য হয়? ১৯৯৫ সনে
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে? ২০০০
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্বব্যাংক
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? ২৯তম
বাংলাদেশ প্রথম কোন্ আমত্মর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ
বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ কখন লাভ করে? ১৮ এপ্রিল ১৯৭২
বাংলাদেশ কমনওয়েলথ -এর কততম সদস্য রাষ্ট্র? ৩২ তম
বাংলাদেশ আমত্মর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার সদস্য পদ লাভ করে? ১২ নভেম্বর ১৯৭৩
জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলায় বক্তৃতা করেন? ২৫ সেপ্টেম্বর১৯৭৪
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি- হুমায়ুন রশীদ চৌধুরী
সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপ
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৭ সেপ্টেম্বর ১৯৭৪(১৩৬ তম)

এক পোস্টেই সংবিধানের আদি-অন্তঃ

✿➢ সংবিধানের সংখ্যাসমূহঃ

✿➢১. মোট ভাগ - ১১টি
✿➢২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
✿➢৩.মোট তফসিল -৭ টি
✿➢৪.মূলনীতি - ৪ টি
✿➢৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
✿➢৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
✿➢৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
✿➢৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
✿➢৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
✿➢১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
✿➢১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
✿➢১২.সংসদ সদস্যের বয়স - ২৫ বছর
✿➢১৩.শিশুশ্রম নিষিদ্ধ - ১৪ বছরের নিচে
✿➢১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
✿➢১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
✿➢১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
✿➢১৭.সংসদ অধিবেশন বিরতি - ৬০ দিন
✿➢১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
✿➢১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
✿➢২০.অধ্যাদেশ কার্যকর - ৩০ দিন
……………
✿সংবিধান নিয়ে ১৫১টি প্রশ্নঃ
1. প্রশ্ন: যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
উত্তর: ৪৭
2.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: চতুর্থ
3.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর: তৃতীয় ভাগে
প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
উত্তর: ১১৭
4. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭
5. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: ১৫ তম
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে।
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
“বইওয়ালা বিসিএস সল্যুশন” এর সাথেই থাকুন।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?
উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উঃ- ৬০ জন।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উঃ- ২০তম।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উঃ- ১৪ তম।
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উঃ- ৩৫ বছর।
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ- ২৫ বছর।
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ- ২৫ বছর।
101. প্রশ্ন: সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের?
উত্তর: ৩
102. প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা কতটি?
উত্তর: ৫
103. প্রশ্ন: যুদ্ধাপরাধীর বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো--
উত্তর: ৪৭
104. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন” বলা আছে?
উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে
105. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
উত্তর: ৬ (২)
106. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
উত্তর: ২৮
107. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
108. প্রশ্ন: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
উত্তর: ডিসেম্বর ১৬, ১৯৭২
109. প্রশ্ন: বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উত্তর: দ্বাদশ
110. প্রশ্ন: চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর: মহিলাদের সংরক্ষিত আসন
111. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?
উত্তর: ৫৬ (২) ধারা
112. প্রশ্ন: 'অর্থ বিল' সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
উত্তর: ৮১ (১)
113. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্মকমিশন গঠিত হয়?
উত্তর: ১৩৭
114. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
উত্তর: জাতীয় সংসদ
115. প্রশ্ন: সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?
উত্তর: ৯৩ (১)
116. প্রশ্ন: 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তর: ৭
117. প্রশ্ন: সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?
উত্তর: ৭৭ নং অনুচ্ছেদে
118. প্রশ্ন: ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম -
উত্তর: House of Nation
119. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে
120. প্রশ্ন: সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায়?
উত্তর: এক-দশমাংশ
121. প্রশ্ন: সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে -
উত্তর: রাষ্ট্রের মৌলিক আইন
122. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ---- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"। শূন্যস্থানটি পূরণ কর।
উত্তর: জনগনের সেবা করিবার
123. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল?
উত্তর: ২৫ জানুয়ারি, ১৯৭৫
124. প্রশ্ন: জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় -
উত্তর: দ্বিতীয় সংশোধনীতে
125. প্রশ্ন: বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে' বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের -
উত্তর: ৪২ নং অনুচ্ছেদ
126. প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি -
উত্তর: সাংবিধানিক সংস্থা
127. প্রশ্ন: সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
উত্তর: ১১৮ নং অনুচ্ছেদে
128. প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়?
উত্তর: দ্বাদশ
129. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে?
উত্তর: ১১ টি
131. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ১৫২
132. প্রশ্ন: সংসদের 'বিশেষ অধিকার কমিটি' কোন ধরনের কমিটি?
উত্তর: সাংবিধানিক স্থায়ী কমিটি
133. প্রশ্ন: ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ১৯৮৮
134. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত (২০১৬) কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তর: ১৬
135. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি?
উত্তর: ৭ টি
137. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
উত্তর: ১৭ নং ধারা
138. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান
139. প্রশ্ন: বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
উত্তর: ৮ম
140. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য -
উত্তর: বেগম রাজিয়া বানু
141) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
142) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ- সংবিধান।
143) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
144) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উঃ- ভারত।
145) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ- আমেরিকা।
146. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
উত্তর: বাংলাদেশ সরকারী কর্মকমিশন
147. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
উত্তর: সুপ্রিমকোর্ট
148. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
উত্তর: ১২১ নং অনুচ্ছেদে
149. প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন -
উত্তর: দুই-তৃতীয়াংশ
150. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশী' বলিয়া পরিচিত হবেন?
উত্তর: ৬ (২)
151. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?
উত্তর: ২৮ (৪)