Showing posts with label বিশ্ব সাহিত্য. Show all posts
Showing posts with label বিশ্ব সাহিত্য. Show all posts

যে প্রশ্নের উত্তর দিতে গেলে দ্বিধায় পড়তে হয়-

যে প্রশ্নের উত্তর দিতে গেলে দ্বিধায় পড়তে হয়- 
==================================
✓ভারতবর্ষের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট।- ১৭৮০.
✓বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা - দিকদর্শন ১৮১৮.
✓বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা =সমাচার দর্পণ১৮১৮.
✓বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা =সংবাদ প্রভাকর১৮৩১.

একটি অনুপ্রেরণার গল্পঃ



একটি অনুপ্রেরণার গল্পঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মাহাথির বিন মোহাম্মদ এর বুকে তীব্র ব্যথা হলে দ্রুত
তাকে কুয়ালালামপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। পরীক্ষা করে ধরা পড়লো ধমনীতে চর্বি জমে ব্লক হয়ে গেছে।
এই জন্য এনজিওপ্লাস্টি করতে হবে,
কিন্তু এনজিওপ্লাস্টি করার সুবিধা মালয়েশিয়াতে তেমন ভাল ছিল না। ডাক্তাররা তাকে পাশের দেশ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু মাহাথির মোহাম্মদ বেঁকে বসলেন।
ডাক্তারদের বললেন, "কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশে চিকিৎসা নিতে যায়, এর অর্থই হলো তার নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা একদমই ভালো না।
এটা তার ব্যর্থতা।
বিদেশে গিয়ে আমি চিকিৎসা করাতে পারলেও আমার জনগণের তো সে সামর্থ নেই।
আপনারা বলুন কতদিনের ভিতর উন্নত এনজিওপ্লাস্টির
প্রযুক্তি দেশে আনতে পারবেন?"
ডাক্তাররা অনেকবার তাকে বুঝালেন।
কিন্তু মাহাথির মোহাম্মদ তাঁর সিদ্ধান্তে অটল।
উপায়ন্তর না দেখে মালয়েশিয়ার চিকিৎসকরাই করলেন তার হার্ট বাইপাস সার্জারী। সুস্থ হলেন তিনি।
এই ঘটনার তিন বছর পর... ১৯৯২ সালেই মাহাথির মোহাম্মদ এর চেষ্টায় স্থাপিত
হয়েছিলো ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট অব মালয়েশিয়া।
আরো দুই বার হার্ট এটাক হয়েছিল তার।
প্রতিবারই তিনি চিকিৎসা নিয়েছিলেন তার নিজের প্রতিষ্ঠিত হার্ট ইনস্টিটিউটে।

আমরা কেন পারিনা?
কেন আমাদের পাশের দেশে দোঁড়াতে হয়?
কেন আমাদের এত অর্থের অপচয় হয়?
আমরাও পাড়ি কিন্তু আমাদের বিশ্বাস আজ তলানিতে পড়েছে। আমাদের ইচ্ছা আজ মরে গেছে।
বিত্তবানদের একটু মাথা ব্যাথা হলেও দেশের বাহিরে যায় চিকিৎসার জন্য।
আর গরীবদের ক্যান্সার হলেও ডাক্তার নাই , চিকিৎসা হয় না ।
আসুন না সত্যিই একটি সোনার বাংলা গড়ে তুলি।
একটিবার আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করি।

এটি একটি সত্য ঘটনা

এটি একটি সত্য ঘটনা
কাল রাত ১০ টা ৪০ মিনিটে রাজধানীতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম, তো বেশ কয়েকজনকে অফার করলাম আমার নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, কিন্তু কাছে হওয়াতে কেওই রাজি হলোনা। হটাৎ একটা রিক্সার দিকে নজর গেল, দেখলাম ড্রাইভার নাই, একজন অতি বৃদ্ধলোক রিক্সা ধরে দাঁড়িয়ে আছেন, উনার কাছে প্রশ্ন করলাম, চাচা এই রিক্সার ড্রাইভার কোথায় বলতে পারেন? উনি অনেকটা ছোট বাচ্চাদের মত আদো আদো কন্ঠে বললেন, ""বাবা আমিই ড্রাইভার(!!) কোথায় যাবেন বলুন নামিয়ে দিয়ে আসি, (জায়গার নাম বলতেই) তবে হ্যা,ভাড়া ৫ টাকা বেশি দিতে হবে, আর জোরে চালাতে ধমক কিন্তু দিতে পারবেননা। আমি উনার দিকে তাকিয়ে রইলাম,, কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি, বৃদ্ধের চেহারা দেখে আর মুখের কথা শুনে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। শুধু এতটুকু বললাম, আচ্ছা দিবো চলুন, আপনি যে ভাবে
চালাতে পারেন সে ভাবেই চালান কিছু বলবোনা, বৃদ্ধলোক রিক্সা টান দিলেন, বুঝলাম বয়সের ভারে লোকটি কুঁজো হয়ে গেছে। উনি পাঁচ মিনিটের রাস্তা প্রায় ২০ মিনিট ধরে আসলেন, পথে অন্য রিক্সাওয়ালারা বৃদ্ধকে বিভিন্ন ভাষায় টিজ করতে লাগলো, কেও দাদা বলে কেও বা আবার বউ কয়টা বলে হট্রহাসিতে ফেটে পড়লো, আমি বেশ কয়েকজনকে ধমকও দিলাম। লক্ষ করলাম পথিমধ্যে
অনেকেই লোকটার দিকে তাকিয়ে আছে। যাই হওক, উনি আমার গন্তব্যে আসলেন, আমি রিক্সা থেকে নেমে উনাকে পাঁচশত টাকা দিয়ে বললাম চাচা এইনেন ভাড়া, উনি বললেন বাবা আমার কাছে ভাংতি হবেনা, আমি বললাম, আপনি পুরাটা রেখে দেন, বৃদ্ধের জবাব, আমি ভিক্ষা করিনা, কাজ করি আপনি নির্দিষ্ট মজুরি দেন, আমি হতভম্ব হয়ে বললাম, আমি আপনার রিক্সা ভাড়া বাবদ পাঁচশত টাকা দিলাম রাখেন, বৃদ্ধলোক নাচোড় বান্দা কিছুতেই নিবেনা!!!
উনাকে বললাম, চাচা, আমি আপনার ছেলের মত নেন সমসস্যা নাই, উনি প্রশ্ন করলেন, তোমার বাবা মা বেঁচে আছে?? বললাম, আলহামদুলিল্লাহ্ আমার আব্বা আম্মা দুইজনই পরম মমতায় এখনো আগলে রেখেছেন আমাকে। বৃদ্ধের বয়স সহ নাম জানতে চাইলাম, বললেন নাম আদম আলী, বয়স ৮০ এর উপরে, তবে বুঝতে অসুবিধা হয়না বয়স অবশ্যই ৮০ এর বেশি হবে। উনাকে প্রশ্ন করলাম, আপনার ছেলে মেয়ে আছে? বৃদ্ধলোক উত্তর দিলেন, ""আমার চার ছেলে ও এক মেয়ে আছে"" শুনে অবাক হলাম, জানতে চাইলাম সন্তানদের ব্যাপারে।
বৃদ্ধলোক বলতে লাগলেন,""সবাই বিবাহিত, ছেলেদের ঘরে একেকজনের ৩/৪ করে সন্তান, সবাই ভাল উপার্জন করে, স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, স্বামি সি এন জি (অটু স্কুটার) চালক, আমি আর বুড়ি আলাদা থাকি, পাকিস্তান পিরিয়ডে ২৫ টাকা পণ দিয়ে বিয়ে করেছি আল্লাহর রহমতে আজো এক সাথে আছি""। জানতে চাইলাম, আপনার ছেলেরা আপনার বরণ-পোষন করেনা কেন? তাদের কাছে যাননা আপনি? বৃদ্ধের এক উত্তর,""তাদের সংসারে আমাদের কোন ঠাই নাই, আমাদের আল্লাহ্ আছেন""। কৌতুহল বশত জিজ্ঞেস করলাম, সন্তানরা আপনাদের
ভালবাসেনা, আপনি তাদের অভিসাপ দেননা? বৃদ্ধ আমার প্রতি রেগে গেলেন,""বললেন অভিসাপ দিবো কেন? আমরা মরার পর কবরে মাটিতো দিবে""। নিজেকে আর ধরে রাখা হলোনা আমার, বৃদ্ধ বুঝতে পেরে নিজের হাতে চোখের জল মুছে দিলেন, বললেন,""বাবা তোমার পিতা মাতা ধন্য, তোমাকে জন্ম দিয়ে,তোমার টাকাটা আমি নিবো একটু ভাল লাগলো আমার, একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আমাদের এই আবেগী দৃশ্য গুলো চলছিল, আর রেস্তোরাঁর মালিক ভিতরে বসে বসে সব লক্ষ করছিলেন, আমি বৃদ্ধলোকটিকে বিদায় দিবো এমন সময় তিনি আসলেন, এবং আমাদের দুইজনকেই পছন্দমত ফ্রী খাওয়ার অনুরোধ করলেন, আমি না খেলেও ৮০ বছরের বয়সী বৃদ্ধ আদম আলী মাছের বারকিউ দিয়ে খুব তৃপ্তি সহকারে নান রুটি খেলেন।
এই স্ট্যাটাস টি আমি আমার পাবলিসিটির জন্য করিনি, করেছি শুধুমাত্র ঐ সব বিবেকহীন পশুদের জন্য যারা ৮০ বছর বয়সী পিতাকে রাস্তায় ছেড়ে দেয় খাবার খুঁজতে এবং আমাদের মত লোকেরা যেন এ সমস্ত অসহায়দের অসম্মানিত না করেন।
পুরোটা যখন পড়েছেন একটা কমেন্ট করে জানাবেন
কেমন লাগলো আমার গল্পটা।
#সংগৃহীত
ভাল লাগলো তাই collect করলাম।।। ঐসব সন্তানদের ধিক্কার জানায় যারা বৃদ্ধ মা-বাবাকে বোঝা মনে করে অবহেলা করে।।ওরে হত ভাগা বাবা-মা তো জান্নাতের চাবি কাঠি।।।

বাংলা ইংরেজি সাহিত্যের সাদৃশ্য:

বাংলা ইংরেজি সাহিত্যের সাদৃশ্য:
_______________________________
➊ বাংলা সাহিত্যের আদি কবি→লুইপা
➋ ইংরেজি সাহিত্যের আদি কবি→ক্যাডমন (Caedmon)
➊ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি→কাজী নজরুল ইসলাম
➋ ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি→লর্ড বাইরন(Lord Byron)
➊ বাংলা সাহিত্যের আদি নিদর্শন→চর্যাপদ।
➋ ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন→বিউলফ(Beowulf)
➊ বাংলা সাহিত্যের কবিদের কবি→নির্মলেন্দু গুণ
➋ ইংরেজি সাহিত্যের কবিদের কবি→এডমন্ড স্পেনসার(Edmund Spanser)।
➊ বাংলা সাহিত্যের দুংখবাদী কবি→যতীন্দ্রমোহন বাগচী
➋ ইংরেজি সাহিত্যের দুংখবাদী কবি→মেথিউ আরনল্ড
➊ বাংলাদেশের জাতীয় কবি→কাজী নজরুল ইসলাম
➋ ইংরেজিদের জাতীয় কবি→Shakespeare
➌ রাশিয়ার জাতীয় কবি→আরেকজান্ডার পুসকিন
➍ আমেরিকার জাতীয় কবি→Walt whitman, Robert Frost, Emity Dickinson(তিনজন)
➊ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য→মেঘনাদবধ কাব্য(মাইকেল মধুসূদন দত্ত)
➋ ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য→বেওউলফ(Beowulf)
➊ বাংলা গদ্যের জনক→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
➋ ইংরেজি গদ্যের জনক→জন ওয়াক্লিফ(John Wyclif)
➊ বাংলা সনেটের জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ ইংরেজি সনেটের জনক→স্যার থমাস ওয়াট(Sir Thomas wyatt)
➊ সনেটের জনক→ইতালীয় কবি পেত্রার্ক
➋ বাংলা ভাষায় ইতালীয় সনেটের প্রবর্তক→প্রমথ চৌধুরী
➊ বাংলা চলচিত্রের জনক→হীরালাল সেন
➋ বাংলাদেশের চলচিত্রের জনক→আব্দুল জব্বার খান
➊ বাংলা সাহিত্যের সমালোচনার কবি→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
➋ ইংরেজি সাহিত্যের সমালোচনার কবি→জন ড্রেডেন(John Dryden)
➊ বাংলা প্রবন্ধের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➋ ইংরেজি প্রবন্ধের জনক→ফ্রান্সিস বেকন(Francis Bacon)
➊ বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ ইংরেজি সাহিত্যে মহাকাব্যের জনক→উইলিয়াম কেরী(William Carey)
➊ বাংলা মহাকাব্যের কবি→হেমচন্দ্র(ব
াংলার মিল্টন)
➋ ইংরেজি মহাকাব্যের কবি→জন মিল্টন(John Milton)
➊ বাংলা দুঃখবাদী কবি→যতিন্দ্রনাথ সেনগুপ্ত
➋ ইংরেজি দুঃখবাদী কবি→ম্যাথিও আর্নল্ড(Matthew Arnold)
➊ বাংলা সাহিত্যের সভাকবি→সুভাস মুখোপ্যাধ্যায়
➋ ইংরেজি সাহিত্যের সভাকবি→ওয়ার্ড ওর্থ(Word Worth)
➊ বাংলা উপন্যাসের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➋ ইংরেজি উপন্যাসের জনক→হেনরি ফিল্ডিং(Henry Fielding)
➊ বাংলা কবিতার জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ বাংলা গীতি কবিতার জনক→বিহারীলাল চক্রবর্তী
➌ ইংরেজি কবিতার জনক→জিওফরি চাউচার(Geoffrey Chaucer)
➊ বাংলা ছোট গল্পের জনক→রবীন্দ্রনাথ ঠাকুর
➋ ইংরেজি ছোট গল্পের জনক→এডগার এলান পো
➊ বাংলা মুদ্রণ শিল্পের জনক→চার্লস উইলকিনস
➋ ইংরেজি মুদ্রণ শিল্পের জনক→উইলিয়াম কাক্সটন(William Caxton)
➊ বাংলা নাটকের জনক→দীনবন্ধু মিত্র
➋ ইংরেজি নাটকের জনক→শেক্সপিয়র
➊ আধুনিক বাংলা সাহিত্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত
➋ আধুনিক ইংরেজি সাহিত্যের জনক→জর্জ বার্নার্ড শ
➊ বাংলা সাহিত্যের Poet of Dramatic Monologue→জসীম উদ্দিন
➋ ইংরেজি সাহিত্যের Poet of Dramatic Monologue→রবার্ট ব্রওইং(Robert Browning)
➊ বাংলা সাহিত্যের কিশোর কবি→সুকান্ত ভট্টাচার্য
➋ ইংরেজি সাহিত্যের কিশোর কবি→জন কিটস(John keats)
➊ বাংলা সাহিত্যের স্কট বলা হয়→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➋ ইংরেজি সাহিত্যের স্কট বলা হয়→স্যার ওয়াল্টন স্কট(Sir Walton Scott)
➊ বাংলা সাহিত্যেরর প্রথম উপন্যাস→আলালের ঘরের দুলাল(প্যারিচাদ মিত্র)
➋ ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস→Pamela or The Virtue Rewarded (Samuel Richardson)
➊ বাংলা সাহিত্যের ব্যাঙ্গাত্বক উপন্যাসের রচয়িতা→প্রমথ চৌধুরি
➋ ইংরেজি সাহিত্যের ব্যাঙ্গাত্বক উপন্যাসের রচয়িতা→জনাথান সুইফট(Jonathan Swift)
➊ বাংলা সাহিত্যের প্রথম সার্থক শ্লোকগাঁথা→প্রভাবতী সম্মাষণ(ঈশ্বরচন
্দ্র বিদ্যাসাগর)
➋ ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক শ্লোকগাঁথা গ্রন্থ →Lycidas(John Milton)
➊ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন→নাথনিয়েল ব্রাসি হ্যালহেড
➋ ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন→উইলিয়াম কেরি(William Carey)
➊ সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন→চার্লস উইলকিনস
➋ বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন→পঞ্চানন কর্মকার।

বিশ্ব সাহিত্য সংস্কৃত জনকঃ

বিশ্ব সাহিত্য সংস্কৃত
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ সনেট – পেত্রাক
✬ সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
✬ যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
✬ রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
✬ চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
✬ বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
✬ আধুনিক নৃত্য – ইসাডেরা
✬ পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
✬ উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
✬ রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
✬ আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
✬ আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে