বারবার #প্রিলি_অসফল হচ্ছেন কেনো?

বারবার #প্রিলি_অসফল হচ্ছেন কেনো?
১. #গুরুত্বপূর্ণ_টপিক চিনেন না। প্রশ্ন ঘাঁটার অভ্যাস নাই।
২. #সবকিছুই পড়তে যান৷ সব মনে রাখতে চাওয়া পরীক্ষার জন্য ভালো নয়।
৩. না বুঝে #মুখস্তের অভ্যাস অাছে। তাই বেশিদিন মনে থাকছে না।
৪. #ডাইজেস্ট পড়ে পরীক্ষায় যাচ্ছেন। ডাইজেস্টে শুধু বিগত বছরের প্রশ্ন দেওয়া থাকে। টপিকের ডিটেইল থাকে না।
৫. বিষয়ের #গভীরে_যতটুকু_না জানলে ঐ বিষয়ের যেকোন প্রশ্ন পারবেন অতটুকু না পৌঁছেই কিছু গদবাঁধা প্রশ্ন পড়ে বারবার প্রিলি দিচ্ছেন।
৬. #কোচিং নির্ভর। বাসায় পড়ার সময় দিতে চান না৷
৭. সব প্রস্তুতিতেই #কনফিডেন্সের_অভাব
৮. পড়ার #কৌশলে_ত্রুটি। ফলে অনেক পড়েও কিছুই মনে থাকছে না।
উপরের একটিও যদি অাপনার সমস্যা হয়ে থাকে জেনে রাখুন অাপনি বারবারই ধাক্কা খাবেন৷ শুধরে নেবার এখনই সময়।
#একটা_গুরুত্বপূর্ণ_কথা,
ভাই, ডাইজেস্ট পড়ে বদহজম করতে যাবেন না। অনুরোধ রইলো। যা শিখবেন ব্যাসিক থেকে সলিড প্রস্তুতি নিবেন। সলিড নম্বর পাবেন।
৩৯ তম বিসিএস ভাইবা শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। ৪০তম বিসিএস #মার্চের_শেষ_সপ্তাহে হবে। এটা মাথায় রেখে প্রস্তুতি গোছাতে থাকুন।
#শুভকামনা_নিরন্তর 
ডাঃ মাসউদ জাহান
সিলেট মেডিকেল কলেজ

No comments:

Post a Comment