৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি - সাম্প্রতিক তথ্য

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
সাম্প্রতিক তথ্য
১) বাংলাদেশ ব্যাংকের গভর্নর - ফজলে কবির (১১তম)
১ii) প্রধান নির্বাচন ক‌মিশনার - ‌কেএম নুরুল হুদা (১২তম)
২) জাতীয় সংসদের স্পীকার - শিরিন শারমিন চৌধুরী (১৩তম)
৩) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি - মাসুদ বিন মোমেন (১৪তম)
৪) এ্যাটর্নি জেনা‌রেল - মাহবুবে আলম (১৫তম)
৫) প্রধান বিচারপতি -সৈয়দ মাহমুদ হোসেন (২২তম)
৬) ঢাবির ভিসি - ড. আখতারুজ্জামান (২৮ তম)
৭) বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ - ২১তম
৮) এন‌বিআ‌রের প্রধান - মোশারফ হো‌সেন।
++_____++

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রথম ঘটনাব‌লি:
১) প্রথম ও একমাত্র ডিজিটাল দ্বীপ- মহেশখালী
২) প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ - ব্র্যাক অন্বেষা
৩) প্রথম সাইবার সিটি- সিলেট
৪) প্রথম ডিজিটাল জেলা - যশোর
৫) প্রথম ই-বুক- একুশ ই-বুক
৬) প্রথম তৈরি যুদ্ধ জাহাজ - বানৌজা পদ্মা
৭) প্রথম সুপার কম্পিউটার - নয়ন।
++
বিভিন্ন সংস্থার বর্তমান প্রধান (মহাসচিব)
১) জাতিসংঘ - অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)
২) সার্ক - আমজাদ হোসেন বি সিয়াল (পাকিস্তান)
৩) ইউনেস্কো - আ‌ন্দ্রে আজু‌লে (ফ্রান্স)
৪) বিশ্বব্যাংক- কিম ইয়ং জিম, ১২ তম (দঃ কোরিয়া)
৫) ও,আই,সি- ইউসুফ আহম্মদ আল ওথাইমিন
৬) আসিয়ান- রাদ্রিগো দুতার্তে
৭) আসিয়ান (সেক্রেটারি জেনারেল) - লি লং মিন
৮) বিমসটেক - এম শহিদুল ইসলাম (প্রথম বাংলাদেশি মহাসচিব)
++_____++
বর্তমান রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী
১) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি- ডোনাল্ড ট্রাম্প (৪৫তম)
২) ফ্রান্সের প্রধানমন্ত্রী- ইমানুয়েল ম্যাঁখো
৩) ফিলিপাইনের রাষ্ট্রপতি - রাদ্রিগো দুতার্তে
৪) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী - মাহা‌থির মোহাম্মদ (বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক সরকারপ্রধান)
৫) চীনের রাষ্ট্রপতি - শি জিন পিং
৬) মিয়ানমারের রাষ্ট্রপতি - উইন মিন্ট
৭) নেপালের রাষ্ট্রপতি (নারী) - বিদ্যাদেবী ভান্ডারী - ২য় বা‌রের ম‌তো নির্বা‌চিত
৮) ভারতের রাষ্ট্রপতি- রামনাথ কোবিন্দ
৯) কানাডার প্রধানমন্ত্রী - জাস্টিন ট্রুডো

=========
সংকল‌নে:
Shariful Islam Alal
শ‌রিফুল_ইসলাম_আলাল
সমাজকল্যাণ, ঢাবি।

1 comment:

  1. সাম্প্রতিক তথ্য গুলি গুছিয়ে উপস্থাপন করার জন্যে ধন্যবাদ, ৪২তম স্পেশাল বিসিএস নিয়েও কিছু লিখবেন আশা করি।
    আমি বিসিএস পরিচিতি নিয়ে কিছু লিখছি ও প্রস্তুতি কিভাবে নেওয়া যাত তা নিয়ে https://www.doctorsgang.com/2020/11/Career-guidelines-after-mbbs-BCS-info .html?m=1

    ReplyDelete