Showing posts with label 41st BCS. Show all posts
Showing posts with label 41st BCS. Show all posts

BCS Written Preparation in a Short Time - স্বল্প সময়ের মধ্যে বিসিএস লিখিত প্রস্তুতি

 BCS Written Preparation in a Short Time - স্বল্প সময়ের মধ্যে বিসিএস লিখিত প্রস্তুতি

সংক্ষিপ্ত সময়ে Written প্রস্তুতি--

১ম পর্ব>>

১.ইংরেজি-- ইংরেজিতে মুখস্থ পড়ার মত কিছুই নাই। শুধু নিয়মিত বাংলা 2 English, English 2 বাংলা অনুবাদ প্র্যাকটিস করুন। বাজারে এরকম বিভিন্ন বই পাওয়া যায়, যেগুলোতে পত্রিকার এডিটোরিয়াল অনুবাদ আছে। 

এছাড়া ইংরেজিতে পড়ার মত আর কিছু নাই, বাকি সব ফ্রি হ্যান্ড। গ্রামারের কিছু রুলস দেখে নিতে পারেন। প্রশ্নের উত্তর কেমন লিখবেন সে সম্পর্কে ধারণা পেতে পুরানো কোন গাইড নিতে পারেন, নতুন লাগবে না।

২. বাংলা--এখানে পড়ার মতো আছে 60 নাম্বার। ৩০ সাহিত্য +৩০ ব্যাকরণ। বাকিসব ফ্রি হ্যান্ড লেখা।

সাহিত্য আর ব্যাকরণের জন্য এসিওরেনস বা অন্য যেকোনো একটা গাইড নিতে পারেন। পুরানো হলেও চলবে। আর সাহিত্য সমালোচনার (১৫) জন্য নেটে সার্চ দিয়ে বুক রিভিউ পড়ে নিতে পারেন। এক্ষেত্রে ২/৩ দিনে প্রায় ৫০ টা বুক রিভিউ হয়ে যাবে।

৩.গণিত -- গত দু এক বছর আগের নবম দশম গণিত আর উচ্চতর গণিতের গাইড কিনে নিন। গাইডে যেসব অংক করা আছে সেগুলো করে নিন। সাথে অষ্টম শ্রেণীর পাটীগণিতও লাগবে। সৃজনশীল অংক না, মূল অংকগুলো। এখানের সব অধ্যায় না, যেসব পরীক্ষায় অধ্যায় আছে শুধু সেসব। আর পারলে এইচএইসির সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ আর স্থানাংক, সরলরেখা, বহুপদীর সহজ গণিতগুলো দেখতে পারেন। 

মানসিক দক্ষতার জন্য কোন একটা পুরানো গাইড দেখতে পারেন, আইডিয়া হবে। এখানে মুখস্থ করার কিছু নাই।

★২য় পর্ব অর্থাৎ বিজ্ঞান,  বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়াবলী আগামীদিন দেয়া হবে।

★ বিসিএস সিলেবাস নেটে এভেলেইবল আছে। সার্চ দিয়ে ডাউনলোড করে নিন, সিলেবাস দেখে পড়ুন।

41st BCS written preparation book list - ৪১ তম বিসিএস লিখিত প্রস্তুতিঃ বুকলিস্ট

 ৪১ তম বিসিএস লিখিত প্রস্তুতিঃ বুকলিস্ট

বাংলাঃ

১। প্রফেসরস/অ্যাসিওরেন্স বাংলা গাইড

২। শীকর গ্রন্থ সমালোচনা- মোহসীনা নাজিলা

৩। ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ

(সাহিত্য অংশ প্রিলি বই থেকেই রিভাইজ দিবেন+সময় পেলে লাল নীল দীপাবলী পড়ে নিবেন)

ইংরেজিঃ

১। অ্যাসিওরেন্স ইংরেজি গাইড (সহজ ভাষার জন্য মিলারস)

২। ডেইলি স্টার অনুবাদ চর্চা প্রতিদিন

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ

১। ওরাকল গাণিতিক যুক্তি

২। ওরাকল মানসিক দক্ষতা

৩। সাধারন ও উচ্চতর গণিত (নবম-দশম)

৪। বিচ্ছিন্ন গণিত (একাদশ-দ্বাদশ) (সেট, সম্ভাব্যতা, বিন্যাস-সমাবেশ অংশের জন্য)

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিঃ

১। ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি গাইড

২। সাধারণ বিজ্ঞান- নবম-দশম শ্রেণি (পদার্থ,রসায়ন ও জীববিজ্ঞান বইয়ের সুনির্দিষ্ট অধ্যায় থেকে চিত্রগুলো দেখে নিতে পারেন)

৩। আইসিটি (একাদশ-দ্বাদশ)

বাংলাদেশ বিষয়াবলীঃ

১। প্রফেসরস/অ্যাসিওরেন্স বাংলাদেশ বিষয়াবলী গাইড

২। বাংলাদেশ সংবিধান- আরিফ খান (ব্যাখ্যাসহ)

৩। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১ এবং ২০২১-২২ (এটি জুন মাসে বাজারে পাবেন)

৪। বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম) ও পৌরনীতি (একাদশ-দ্বাদশ) দেখতে পারেন।

আন্তর্জাতিক বিষয়াবলীঃ

১। প্রফেসরস/অ্যাসিওরেন্স আন্তর্জাতিক বিষয়াবলী গাইড

২। আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি- শাহ্‌ মোঃ আব্দুল হাই (তারেক শামসুর রহমান স্যারের বইগুলোও দেখতে পারেন)

আজ (২ এপ্রিল) নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬টি বিষয়ের লিখিত বইয়ের মধ্যে ওরাকল প্রকাশনীর ৪ টি বই (বাংলাদেশ-আন্তর্জাতিক ছাড়া), অ্যাসিওরেন্স প্রকাশনীর ৩ টি বই (ইংরেজী,গণিত ও বিজ্ঞান) বাজারে এসেছে। প্রফেসরস ও অন্যান্য প্রকাশনী দ্রুতই বাজারে আসবে বলে আশা করছি। এছাড়াও ৪১ তম বিসিএসে অগ্রদূত, ইনসেপশন সহ অনেক প্রকাশনীর বই প্রথম বারের মতো বাজারে আসতে যাচ্ছে দেখলাম। বাজারে আসার পর নতুন প্রকাশনীর বই সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বই যেটিই কিনুন, নীলক্ষেতে বা জেলার লাইব্রেরীতে সময় নিয়ে সব প্রকাশনীর বই সময় নিয়ে ঘাটাঘাটি করে তারপর কিনবেন (নীলক্ষেত গেলে ভীড় এড়ানোর জন্য শুক্র-শনি ছাড়া অন্যদিন সকালবেলা যাবেন)। 

© রবিউল আলম লুইপা

41st BCS written preparation instruction - ৪১ এ কাট মার্ক যাই হোক লিখিত প্রস্তুতি নিন।

৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দশনা 

৪১ এ কাট মার্ক যাই হোক লিখিত প্রস্তুতি নিন।  

বাংলাঃ

পার্ট-১

গ্রামার- ৯-১০ম শ্রেনীর গ্রামার বইটা ভালো ভাবে পড়ুন। এই পার্ট বিগত প্রশ্ন ও গাইড বই থেকেই ভালো মার্ক পাওয়া সম্ভব।

ভাবসম্প্রসারণ ও সারমর্ম - পরীক্ষার আগে আগে কিছু প্রাকটিস করুন।

বাংলা ভাষা ও সাহিত্যের উপর প্রশ্নত্তর  –লাল নীল দীপাবলি, সৌমিত্র শেখর এর বই থেকে বিভিন্ন ধরনের গ্রন্থের ছোট পরিসরে বিষয় বস্তু পড়ে ফেলুন। শীকর নামক একটা নীল রংয়ের গ্রন্থ সমালোচনার বই আছে, লেখক মনে নেই। এটা খুবই কার্যকরি হবে আশা করা যায়।

পার্ট-২

১। অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) (১৫)- প্রতিদিন অনুশীলনের কোন বিলল্প নেই।

২। কাল্পনিক সংলাপ (১৫)- নিজে থেকে লেখা যাবে।

৩। পত্রলিখন (১৫)- সম্পাদক বরাবর লেখার জন্য একটা কমন ফরমেট তৈরী করে নিন

৪। গ্রন্থ সমালোচনা (১৫)-একটা গ্রামীণ জীবন কেন্দ্রিক (হাজার বছর ধরে), একটা নদী বা জেলে জীবন (পদ্মা নদীর মাঝি), ভাষা আন্দোলন কেন্দ্রিক (আরেক ফাল্গুন), মহান স্বাধীনতা কেন্দ্রিক, জাতির জনক বঙ্গবন্ধুর ৩ টা বই সম্পর্কে, একটা রবীন্দ্র নাথের, কাজী নজরুল ইসলামের তথা এই রিলেটেড কিছু সহজ ও নিজের সুবিধামত বইয়ের বিষয়বস্তু ঠিক করে নিন। 

৫। রচনা(৪০)- বাংলাদেশ বিষয়াবলী দিয়ে কভার হয়ে যাবে।  

ইংরেজিঃ 

যাদের ইংরেজি ভালো তাদের কিছুই পড়ার নেই শুধু একটু প্যাটার্ণ দেখিলেই হয়ে যায়, আর যাদের অবস্থা আমার মতো তাদের প্রতিনিয়ত প্রাকটিস করতে হবে। ইচ্ছার বিপরীদে হলেও প্রাকটিস করতে হবে। 

রেগুলার ১ টা বাংলা থেকে ইংরেজি আর একটা ইংরেজি থেকে বাংলা ট্রান্সেলেশন করুন।-২৫+২৫+১৫=৬৫ মার্কস

Letter to Editorial এর জন্য একটা কমন ফরমেট লিখে ফেলুন। 

শব্দ দিয়ে বাক্য রচনা- শব্দের অর্থ জানা না থাকলে সেটিকে প্যাসেজে মার্ক করুন, কি ধরনের অর্থ হয়ে পারে নিজে রিয়ালাইজ করে বাক্য রচনা করে ফেলুন। ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করুণ।

রচনা(৫০)- বাংলাদেশ বিষয়াবলী দিয়ে কভার হয়ে যাবে।  

গনিতঃ

ম্যাথের বেসিক খুব দূর্বল হলে ৯-১০ এর বই সিলেবাসের সাথে সমঞ্জস্য রেখে প্র্যাকটিস শুরু করে দিন। কিছু হায়ার-ম্যাথ আসে ইদানিং। নিজের সর্বোচ্চ পরিমান প্রস্তুতি নিন। খুব কঠিন আসলে খুব সামান্য সংখ্যক পরীক্ষার্থী ছাড়া অনেকেই পারবে না, এটা বিশ্বাস রাখুন।

নিয়মিত মানসিক দক্ষতা অধ্যায় ধরে ধরে আগান। 

বিজ্ঞান- 

ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন বেশি আসে, তাছাড়াও সিলেবাস ধরে ধরে ৯ম-১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান বই পড়বেন। যেমন- আলো, শব্দ, চৌম্বুকত্ব ইত্যাদি। পাশা-পাশি গাইড বই। 

কম্পিঊটার ও তথ্য প্রযুক্তি-

১। একাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তি বোর্ড বই- মুজিবুর রহমান+ যে কোন লিখিত গাইড বই। 

বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর দেওয়াটাই মূখ্য চ্যালেঞ্জ। ছোট ছোট অসংখ্য প্রশ্ন।

আন্তর্জাতিক-

শর্ট প্রশ্ন- 

অনেক গুলা টপিক আছে সিলেবাস এ, যতটুকু সম্ভব সব বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা রাখতে হবে, যেন কিছু লেখা যায়। এবং সম্ভব হলে তাদের ২-১ টা সংজ্ঞা মনে রাখতে হবে। ইদানিং সিলেবাস বহির্ভুত শর্ট প্রশ্ন আসে। যাই আসুক লিখে আসতেই হবে।

অ্যানালাইটিকাল প্রশ্ন- ৬০ মার্ক

এখানে কিছু সাম্প্রতিক বৈশ্বিক বিষয়ে আপনার ডিপ নলেজ দরকার। যেমন- সার্ক, জাতিসংঘ সহ অন্যান্য ঊল্লেখ্যযোগ্য সংস্থার বিবরণ সাথে বাংলাদেশ এর ভূমিকা, বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশ-মিয়ানমার ইস্যু, চীন- আমেরিকা-ভারত, সিরিয়া ইস্যু, ফিলিস্তান-ইসরাইল সম্পর্ক, মিডিল ইস্ট নিয়ে বিস্তর আলোচলা, ২ কোরিয়ার সম্পর্ক তাতে বাংলাদেশের প্রভাব, ১ম-২য় বিশ্বযুদ্ধ, এইসকল বিষয়ে ইউটিউবএ অনেক ভালো ভালো ভিডিও আছে। নোট করে করে পড়তে পারেন। 

আন্তর্জাতিক বিয়য়ে ভালো করার জন্য ম্যাপের কোন বিকল্প নেই। ধিরে ধিরে ম্যাপ প্র্যাকটিস করবেন, যাতে ২ মিনিটের বেশি সময় নষ্ট না হয়। 

বাংলাদেশঃ

সংবিধানের অধিকাংশ ধারাই জানা লাগবে, সম্ভব হলে সব ধারা, তফসিল সাথে সংশোধনী। 

বাংলাদেশের ম্যাপ। সম্ভব হলেই ম্যাপ দিবেন।যেমন- মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নে আপনি একটি ম্যাপ দিন, সেক্টর গুলা মেনসন করুন।

কোটেশন- টপিক ধরে ধরে কোটেশন নেটে সার্স দিয়ে প্র্যাকটিস করুন। লিখে রাখুন। 

সকল প্রশ্নে সম্ভব হলেই ডাটা মাস্ট, সাথে ডাটার সোর্স দিবেন। অর্থনৈতিক সমীক্ষা সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েব সাইটে অনেক ডাটা থাকে বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাইডে।  

যেমন- নারী ক্ষমতায়ন নিয়ে বলি। কাজী নজরুল ইসলাম, লেপোলিয়ন সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক কোটেশন দিয়েছেন, তাই দিয়ে শুরু করুন, সংবিধানে নারীদের নিয়ে ধারা গুলা ঊল্লেখ্য করুন। নারী শিক্ষার অগ্রগতি, দেশের উচ্চপদস্থ পদে নারীদের ভূমিকা লিখুন। নারী দিবসের প্রতিপাদ্যটা লিখুন। আন্তর্জাতিক ভাবে নারীদের জন্য কি কি আইন আছে লিখুন। মূক কথা বইয়ের বাইরে গিয়ে ভিন্ন কিছু লিখুন। 

কোটেশন, ডাটা তে আবশ্যই নীল কালি ব্যবহার করবেন।

সময় খুব সীমিত, লিখা হিঊজ, কিভাবে সব লিখবেন সেটা আপনার দ্বায়িত্ব, আগেই প্লান করুণ, কত মার্কের জন্য কত সময় রাখবেন। 

পড়া বিশাল, কিন্তু টেকনিক ব্যবহার করে পড়লে কম পড়ে ভালো কিছু সম্ভব । তাছাড়া এত কম্পেটিশনে টিকতে গেলেতো আপনাকে একটু অন্য রকম ভাবে আপনার খাতাটা উপস্থাপন করাই লাগবে। বিশাল বিশাল গাইড বই পড়ে আসলে লাভ হয় না, পরীক্ষার হলে সবকিছু উপস্থিতভাবেই লিখতে হয়, তাই এই সব প্রস্তুতি থাকা ভালো। 

“Good Planning is the half way to success”

সৃষ্টিকর্তাকে স্মরণ করুণ, পিতা-মাতার সাথে কথা বলুন, টেকনিক্যাল ভাবে কঠোর পরিশ্রম করুণ, সফলতা আসবেই।

সবার জন্য শুভ কামনা। 

সৌমেন, বিসিএস_পুলিশ_৩৮ বিসিএস।

৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দশনা

৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দশনা 

৪১ এ কাট মার্ক যাই হোক লিখিত প্রস্তুতি নিন।  


বাংলাঃ

পার্ট-১

গ্রামার- ৯-১০ম শ্রেনীর গ্রামার বইটা ভালো ভাবে পড়ুন। এই পার্ট বিগত প্রশ্ন ও গাইড বই থেকেই ভালো মার্ক পাওয়া সম্ভব।

ভাবসম্প্রসারণ ও সারমর্ম - পরীক্ষার আগে আগে কিছু প্রাকটিস করুন।

বাংলা ভাষা ও সাহিত্যের উপর প্রশ্নত্তর  –লাল নীল দীপাবলি, সৌমিত্র শেখর এর বই থেকে বিভিন্ন ধরনের গ্রন্থের ছোট পরিসরে বিষয় বস্তু পড়ে ফেলুন। শীকর নামক একটা নীল রংয়ের গ্রন্থ সমালোচনার বই আছে, লেখক মনে নেই। এটা খুবই কার্যকরি হবে আশা করা যায়।

পার্ট-২

১। অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) (১৫)- প্রতিদিন অনুশীলনের কোন বিলল্প নেই।

২। কাল্পনিক সংলাপ (১৫)- নিজে থেকে লেখা যাবে।

৩। পত্রলিখন (১৫)- সম্পাদক বরাবর লেখার জন্য একটা কমন ফরমেট তৈরী করে নিন

৪। গ্রন্থ সমালোচনা (১৫)-একটা গ্রামীণ জীবন কেন্দ্রিক (হাজার বছর ধরে), একটা নদী বা জেলে জীবন (পদ্মা নদীর মাঝি), ভাষা আন্দোলন কেন্দ্রিক (আরেক ফাল্গুন), মহান স্বাধীনতা কেন্দ্রিক, জাতির জনক বঙ্গবন্ধুর ৩ টা বই সম্পর্কে, একটা রবীন্দ্র নাথের, কাজী নজরুল ইসলামের তথা এই রিলেটেড কিছু সহজ ও নিজের সুবিধামত বইয়ের বিষয়বস্তু ঠিক করে নিন। 

৫। রচনা(৪০)- বাংলাদেশ বিষয়াবলী দিয়ে কভার হয়ে যাবে।  


ইংরেজিঃ 

যাদের ইংরেজি ভালো তাদের কিছুই পড়ার নেই শুধু একটু প্যাটার্ণ দেখিলেই হয়ে যায়, আর যাদের অবস্থা আমার মতো তাদের প্রতিনিয়ত প্রাকটিস করতে হবে। ইচ্ছার বিপরীদে হলেও প্রাকটিস করতে হবে। 

রেগুলার ১ টা বাংলা থেকে ইংরেজি আর একটা ইংরেজি থেকে বাংলা ট্রান্সেলেশন করুন।-২৫+২৫+১৫=৬৫ মার্কস

Letter to Editorial এর জন্য একটা কমন ফরমেট লিখে ফেলুন। 

শব্দ দিয়ে বাক্য রচনা- শব্দের অর্থ জানা না থাকলে সেটিকে প্যাসেজে মার্ক করুন, কি ধরনের অর্থ হয়ে পারে নিজে রিয়ালাইজ করে বাক্য রচনা করে ফেলুন। ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করুণ।

রচনা(৫০)- বাংলাদেশ বিষয়াবলী দিয়ে কভার হয়ে যাবে।  


গনিতঃ

ম্যাথের বেসিক খুব দূর্বল হলে ৯-১০ এর বই সিলেবাসের সাথে সমঞ্জস্য রেখে প্র্যাকটিস শুরু করে দিন। কিছু হায়ার-ম্যাথ আসে ইদানিং। নিজের সর্বোচ্চ পরিমান প্রস্তুতি নিন। খুব কঠিন আসলে খুব সামান্য সংখ্যক পরীক্ষার্থী ছাড়া অনেকেই পারবে না, এটা বিশ্বাস রাখুন।


নিয়মিত মানসিক দক্ষতা অধ্যায় ধরে ধরে আগান। 


বিজ্ঞান- 

ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন বেশি আসে, তাছাড়াও সিলেবাস ধরে ধরে ৯ম-১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান বই পড়বেন। যেমন- আলো, শব্দ, চৌম্বুকত্ব ইত্যাদি। পাশা-পাশি গাইড বই। 

কম্পিঊটার ও তথ্য প্রযুক্তি-

১। একাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তি বোর্ড বই- মুজিবুর রহমান+ যে কোন লিখিত গাইড বই। 

বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর দেওয়াটাই মূখ্য চ্যালেঞ্জ। ছোট ছোট অসংখ্য প্রশ্ন।


আন্তর্জাতিক-

শর্ট প্রশ্ন- 

অনেক গুলা টপিক আছে সিলেবাস এ, যতটুকু সম্ভব সব বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা রাখতে হবে, যেন কিছু লেখা যায়। এবং সম্ভব হলে তাদের ২-১ টা সংজ্ঞা মনে রাখতে হবে। ইদানিং সিলেবাস বহির্ভুত শর্ট প্রশ্ন আসে। যাই আসুক লিখে আসতেই হবে।

অ্যানালাইটিকাল প্রশ্ন- ৬০ মার্ক

এখানে কিছু সাম্প্রতিক বৈশ্বিক বিষয়ে আপনার ডিপ নলেজ দরকার। যেমন- সার্ক, জাতিসংঘ সহ অন্যান্য ঊল্লেখ্যযোগ্য সংস্থার বিবরণ সাথে বাংলাদেশ এর ভূমিকা, বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশ-মিয়ানমার ইস্যু, চীন- আমেরিকা-ভারত, সিরিয়া ইস্যু, ফিলিস্তান-ইসরাইল সম্পর্ক, মিডিল ইস্ট নিয়ে বিস্তর আলোচলা, ২ কোরিয়ার সম্পর্ক তাতে বাংলাদেশের প্রভাব, ১ম-২য় বিশ্বযুদ্ধ, এইসকল বিষয়ে ইউটিউবএ অনেক ভালো ভালো ভিডিও আছে। নোট করে করে পড়তে পারেন। 


আন্তর্জাতিক বিয়য়ে ভালো করার জন্য ম্যাপের কোন বিকল্প নেই। ধিরে ধিরে ম্যাপ প্র্যাকটিস করবেন, যাতে ২ মিনিটের বেশি সময় নষ্ট না হয়। 


বাংলাদেশঃ

সংবিধানের অধিকাংশ ধারাই জানা লাগবে, সম্ভব হলে সব ধারা, তফসিল সাথে সংশোধনী। 

বাংলাদেশের ম্যাপ। সম্ভব হলেই ম্যাপ দিবেন।যেমন- মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নে আপনি একটি ম্যাপ দিন, সেক্টর গুলা মেনসন করুন।

কোটেশন- টপিক ধরে ধরে কোটেশন নেটে সার্স দিয়ে প্র্যাকটিস করুন। লিখে রাখুন। 

সকল প্রশ্নে সম্ভব হলেই ডাটা মাস্ট, সাথে ডাটার সোর্স দিবেন। অর্থনৈতিক সমীক্ষা সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েব সাইটে অনেক ডাটা থাকে বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাইডে।  


যেমন- নারী ক্ষমতায়ন নিয়ে বলি। কাজী নজরুল ইসলাম, লেপোলিয়ন সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক কোটেশন দিয়েছেন, তাই দিয়ে শুরু করুন, সংবিধানে নারীদের নিয়ে ধারা গুলা ঊল্লেখ্য করুন। নারী শিক্ষার অগ্রগতি, দেশের উচ্চপদস্থ পদে নারীদের ভূমিকা লিখুন। নারী দিবসের প্রতিপাদ্যটা লিখুন। আন্তর্জাতিক ভাবে নারীদের জন্য কি কি আইন আছে লিখুন। মূক কথা বইয়ের বাইরে গিয়ে ভিন্ন কিছু লিখুন। 

কোটেশন, ডাটা তে আবশ্যই নীল কালি ব্যবহার করবেন।

সময় খুব সীমিত, লিখা হিঊজ, কিভাবে সব লিখবেন সেটা আপনার দ্বায়িত্ব, আগেই প্লান করুণ, কত মার্কের জন্য কত সময় রাখবেন। 

পড়া বিশাল, কিন্তু টেকনিক ব্যবহার করে পড়লে কম পড়ে ভালো কিছু সম্ভব । তাছাড়া এত কম্পেটিশনে টিকতে গেলেতো আপনাকে একটু অন্য রকম ভাবে আপনার খাতাটা উপস্থাপন করাই লাগবে। বিশাল বিশাল গাইড বই পড়ে আসলে লাভ হয় না, পরীক্ষার হলে সবকিছু উপস্থিতভাবেই লিখতে হয়, তাই এই সব প্রস্তুতি থাকা ভালো। 

“Good Planning is the half way to success”

সৃষ্টিকর্তাকে স্মরণ করুণ, পিতা-মাতার সাথে কথা বলুন, টেকনিক্যাল ভাবে কঠোর পরিশ্রম করুণ, সফলতা আসবেই।

সবার জন্য শুভ কামনা। 


সৌমেন, বিসিএস_পুলিশ_৩৮ বিসিএস।

41st BCS Preli Preparation - ৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি

41st BCS Preli Preparation - ৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

যদি লাইগা যায় 

১.★আফ্রিকার কোন দেশে রাশিয়া সামরিক ঘাঁটি স্থাপনের ঘোষণা দিয়েছে? =সুদান। 


২.★পাকিস্তানের পঞ্চম ও বিশেষ প্রদেশের মর্যাদা পেয়েছে? =গিলগিৎ-বালতিস্তান।


৩.★'ওবামাকেয়ার ' স্বাস্থ্যবিলটি  কত সালের? =২০১০।


৪.★সন্ত্রাসবাদ সূচক -২০১৯ ও ২০২০ অনুসারে শীর্ষ দেশ? = আফগানিস্তান। 


৫.★Global Fire Power  এর  Military Strength Index এ তৃতীয় ও চতুর্থ শীর্ষ দেশ? = চীন ও ভারত। 


৬.★২০২১ সালের ২৫-২৬ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত Climate Adaptation Summit (ভার্চুয়ালি)এর আয়োজক দেশ কোনটি? =নেদারল্যান্ডস। 


৭.★'ব্রেক্সিট' কর্যকর হয়?= ৩১ জানুয়ারি, ২০২০।


৮.★২০১৮ সালের সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএম প্রযুক্তিতে ভোট গ্রহণ হয়? = ৬টি।


৯.★'কাজী এন্ড কাজী 'চা বাগান কোন জেলায়? = পঞ্চগড় জেলায়।


১০.★ নৃ -তাত্ত্বিক ভাষা?  = ৪১টি।


🌍 J. A. Tumpa 🌍


💜For Upcoming BCS💜


১.★2020 সালের ৮ নভেম্বর তারিখে মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে অং সান সু চি,র নেতৃত্বাধীন   

NLD   কত শতাংশ আসনে জয়লাভ করে? =৮৩%।


২.★Institute for Economics & Peace -এর   'Global Peace Index -2020 ' অনুযায়ী  দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ?=ভুটান। 


৩.★Self Defence Force সেনাবাহিনী? =জাপান। 


৪.★বৈশ্বিক বায়ু পরিস্থিতি -২০২০অনুযায়ী দূষণে শীর্ষ দেশ? =বাংলাদেশ। 


৫.★বাংলাদেশ সরকারের ২০২০ সালের হিসেবে অতি দারিদ্র্যের হার? =১০.৫%।


৬.★ইকোনমিস্টের প্রতিবেদন  ২০১৯ ও ২০২০ অনুযায়ী,গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম? = ৮০(২০১৯)&৭৬(২০২০)।


৭.★বর্তমানে নারী মন্ত্রী কতজন? = ৫জন।


৮.★বাংলাদেশ ব্যাংকের গভর্নর 'ফজলে কবীর'কত বার গভর্নর হন?= ৩ বার।


৯.★২০২০ সালের ২০ মে বাংলাদেশ ও ভারত উপকূলে ঘূর্ণিঝড় আম্পানের গতিবেগ ছিল ঘন্টায়?= ১১২-১৮৬কি.মি।


১০.★বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আপেক্ষিক আর্দ্রতা?= বাড়ে।


💜 J. A. Tumpa  💜


★Most Important Computer★


★For Upcoming BCS★


   ১.★ Bluetooth  কিসের উদাহরণ? =PAN. 


  ২.★টেলিকনকারেন্সিং এর উদ্ভাবক কে?= মরি টারফ।


৩.★মোবাইল ফোনে কোন Mood   এ যোগাযোগ হয়?= Full Duplex.


৪.★রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বুঝায়? = পেশি।


৫.★নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ  ও সম্পাদনা করে?= Compiler.

 

৬.★Wi-MAX কোন ধরনের নেটওয়ার্ক? =MAN.


৭.★নিচের কোনটি IC  চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার? =MARK-I.


৮.★ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়?= 65536.


৯.★VIRUS এর নামকরণ করেন কে?= ফ্রেড কোহেন। 


১০.★আইসি  (IC) চিপস কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহারিত হয়? =৩য়।


💗 J. A. Tumpa   💗

BCS General knowledge 2021 - সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান)

 চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশ্ন

সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান) ওপর এই নমুনা প্রশ্নপত্রটি (এমসিকিউ) প্রস্তুত করেছেন মহাদেব কর্মকার

১। দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় কত তারিখে?


    ক) ২৬ জানুয়ারি ২০২১


    খ) ২৭ জানুয়ারি ২০২১


    গ) ২৮ জানুয়ারি ২০২১


    ঘ) ২৯ জানুয়ারি ২০২১

উত্তর: খ

২। দেশে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন কে?


    ক) রুনু ভেরোনিকা কস্তা


    খ) ডা. আহমেদ লুৎফুল মোবেন


    গ) অধ্যাপক ডা. নাসিমা সুলতান


    ঘ) এম ইমরান হামিদ

উত্তর : ক

৩। Transparency International 2020-এর প্রতিবেদন অনুযায়ী ‘সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—


    ক) ১০ম খ) ১২তম গ) ১৫তম ঘ) ১৮তম

উত্তর : খ

৪। সম্প্রতি তৃতীয় দেশ হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেছে কোন দেশ?


    ক) বাংলাদেশ   খ) শ্রীলঙ্কা


    গ) নেপাল     ঘ) ভুটান

উত্তর: ক

৫। মার্কিন ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?


    ক) এড্রিল হাইনেস খ) লিন্ডা থমাস গ্রিনফিল্ড গ) আলহান্দ্রো মায়োরকেস


    ঘ) জানেট ইয়েলেন

উত্তর ঘ

৬। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?


    ক) লয়েড অস্ট্রিন খ) কলিন পাওয়েল 


    গ) অ্যান্টনি ব্লেংকেন ঘ) জ্যাক সুলিভান

উত্তর; ক

৭। মার্কিন ইতিহাসে প্রথম কোন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন?


    ক) ডোনাল্ড ট্রাম্প খ) বিল ক্লিনটন


    গ) অ্যান্ড্রু জনসন ঘ) রিচার্ড নিক্সন

উত্তর ক

৮। দেশে করোনা টিকা নিতে কোন ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে?


    ক) বাংলাদেশ পোর্টাল খ) নিরাপদ


    গ) সুরক্ষা ঘ) করোনা

উত্তর : গ

৯। ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০’ পেয়েছেন কতজন?


    ক) ৮ জন     খ) ১০ জন


    গ) ১২ জন    ঘ) ১৫ জন

উত্তর : খ

১০। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে (২০২০) কবিতায় পুরস্কার পেয়েছেন—


    ক) ইমতিয়ার শামীম খ) মুহাম্মদ সামাদ 


    গ) রবিউল আলম ঘ) আনজীর লিটন

উত্তর : খ

১১। সম্প্রতি ভারতের পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন বাংলাদেশের—


    ক) সন্জীদা খাতুন খ) কাজী সাজ্জাদ আলী জহির গ) অধ্যাপক আনিসুজ্জামান


    ঘ) ‘ক ও খ’ উভয়ই

উত্তর ঘ

১২। WHO-এর মতে, বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী কোনটি?


    ক) মক্কা   খ) মদিনা


    গ) জেরুজালেম  ঘ) কোনোটিই নয়

উত্তর খ 

১৩। চা বোর্ডের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?


    ক) ১৬৪টি খ) ১৬৫টি গ) ১৬৬টি ঘ) ১৬৭টি

উত্তর : ঘ

১৪। সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি?


    ক) ৬৫১টি     খ) ৬৫২টি


    গ) ৬৫৩টি     ঘ) ৬৫৪টি

উত্তর খ

১৫। দেশের সর্বশেষ থানা দুটির নাম কী?


    ক) শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), হাতিরঝিল (ঢাকা) খ) ওসমানীনগর (সিলেট), মতিহার (রাজশাহী)


    গ) দৌলতপুর (খুলনা), কাউখালী (পিরোজপুর) ঘ) ভাসানচর (নোয়াখালী), ঈদগাঁও (কক্সবাজার)

উত্তর: ঘ

১৬। করোনার ভ্যাকসিন দিতে সারা দেশে কতটি টিম গঠন করা হয়েছে?


    ক) ৭২৫২টি    খ) ৭২৭৯টি


গ) ৭৩০১টি    ঘ) ৭৩৪৪টি

উত্তর: ঘ

১৭। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র ‘Bangabandhu Sheikh Mujibur Rahman Space Observatory Centre’ কোথায় নির্মিত হবে?


    ক) ফরিদপুর    খ) পটুয়াখালী


    গ) পঞ্চগড়     ঘ) কক্সবাজার

উত্তর: ক

১৮। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?


    ক) ৩৮টি খ) ৪০টি গ) ৪২টি ঘ) ৪৫টি

উত্তর: খ

১৯। সাকরাইন উৎসবের সঙ্গে বাংলা কোন মাসের শেষ দিন সম্পর্কিত?


    ক) কার্তিক খ) অগ্রহায়ণ গ) পৌষ ঘ) মাঘ

উত্তর গ

২০। কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে?


    ক) ২০২৪ সালে খ) ২০২৬ সালে


    গ) ২০২৮ সালে ঘ) ২০৩০ সালে

উত্তর খ

২১। অটেক্সার পরিসংখ্যান ২০২০ অনুযায়ী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?


    ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ

উত্তর; গ

২২। ‘নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না’—এই মর্মে হাইকোর্টের রায় কবে দেওয়া হয়?


    ক) ১০ জানুয়ারি ২০২১ 


    খ) ১২ জানুয়ারি ২০২১ 


    গ) ১৪ জানুয়ারি ২০২১


    ঘ) ১৭ জানুয়ারি ২০২১

উত্তর; ক

২৩। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোন সোশ্যাল মিডিয়া স্থায়ীভাবে নিষিদ্ধ করে?


    ক) ফেসবুক        খ) ইনস্টাগ্রাম


    গ) হোয়াটসঅ্যাপ     ঘ) টুইটার

উত্তর ঘ

২৪। সম্প্রতি জি-৭-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?


    ক) অ্যাঙ্গেলা মার্কেল খ) জাস্ট্রিন ট্রুডো


    গ) বরিস জনসন ঘ) জো বাইডেন

উত্তর গ

২৫। ঢাকার বিশদ পরিকল্পনার (ড্যাপ) প্রণেতা কে?


    ক) রাজউক খ) ঢাকা সিটি করপোরেশন


    গ) ডিআইটি    ঘ) এলজিআরডি


 উত্তর ক 


উত্তর মিলিয়ে নিন


১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. ক।

BCS job war 2021 - বিসিএস এক যাতনার নাম

বিসিএস এক যাতনার নাম


বিসিএস নামক কুরুক্ষেত্র যুদ্ধে যারা অবতীর্ণ হতে চান তারা কতগুলো বিষয় মাথায় রেখে যাত্রা শুরু করতে পারেন।


(১) দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার-- 


বিসিএস নামক সোনার হরিণ পাওয়ার পথটা কুসুমাস্তীর্ণ নয় বরং অনেক বেশি কণ্টকাকীর্ণ ও পিচ্ছিল। দুর্গম এই দীর্ঘ পথ পারি দেওয়ার জন্য আপনার ধৈর্য শক্তি থাকতে হবে।


(২) চেষ্টায় পুরস্কার--


বিসিএস সফলতা নিরন্তর চেষ্টার ফসল। আমি ২০১২ সাল থেকে চেষ্টা শুরু করেছিলাম আর ২০১৭ এসে সফল হয়। আমি ছোট-খাট চাকরি করেও আমার লক্ষ্যে অটুট ছিলাম। মধ্য যুগের লায়লী-মজনু কাব্যের কবি দৌলত উজির বাহরাম খান বলেছেন-


           ফুল বিনা বৃক্ষে যেন ফল না ধরে।

            কর্ম বিনা চেষ্টায় মানস না পুরে।।


(৩) কপালের লিখন না যায় খণ্ডন--


অনেকে দেখা যায় প্রথম বারেই বিসিএস হয়ে যায়। আবার অনেকে ৫-৬ বার দিয়েও হয় না। আমি ৩৩ ও ৩৪ এ প্রিলিতেও টিকি নাই। ৩৫ এ রিটেন ফেল। যদি আপনার কপালে বিসিএস থাকে সেটা আপনি পাবেনই।


(৪) আমার যত নালিশ বুঝে আমার বালিশ-


যখন আপনি ব্যর্থ হতে থাকবেন আপনাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। সবাই কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। আপনার বুকের মধ্যে শূন্যতার হাহাকার বন্দী পাখির মত পাখা ঝাপটাবে। যখন রাত গভীর হবে তখন অন্ধকার ঘরে নিজের বুক ভরা কষ্ট  অশ্রুর মাধ্যমে বিসর্জন দিবেন। আবার ভোরের আলোর মত নিজেকে চাঙ্গা করে নিবেন। হতাশা আসবে কিন্তু সেটাকে স্থায়ী হতে দিবেন না। অদম্য মানসিক শক্তি আপনাকে টিকিয়ে রাখবে। সময়ের সাথে সাথে সেটা অর্জন করার চেষ্টা করবেন।


বিশেষ দ্রষ্টব্যঃ- আমি ব্যর্থ হতে হতে সফল হওয়া একজন মানুষ। তাই যারা অতিরিক্ত মেধাবী তারা আমার কথাগুলো ধর্তব্যের মধ্যে আনবেন না।


আবদুল-আল-মামুন

৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা)

প্রভাষক, বাংলা,

সাতকানিয়া সরকারি কলেজ।

English Literature 41st BCS -2021

 41st BCS -2021

Sub: English Literature 

#Quotations:

Memory check :(11)

৪১ তম এবং ৪৩ তম বিসিএস এ মিনিমাম ১/২ টা কমন পাবে,, ইন্শা অাল্লাহ

..................................................................................

1.Who says"Man Proposes, but God disposes"?

a)Thomas Gray, b)Thomas Kempis ★,

c)William Blake,  d)William J.Long.

2."The road of excess leads to the palace of wisdom " quotes of...........

a)William Black★, b)Chamfort,

c)Albert Einstein,  d)Samuel Johnson. 


3."Sweet Helen " make me immoral with a kiss"

this line taken from the play.................

a)Romeo & Juliet,   b)Ceasar & Cleopatra, 

c)Doctor Faustus★, d)Antony & Cleopatra. 


4."What's in a name?That which We call a rose,

By any other name would smell as sweet "...

Who said this?

a)Juliet ★,   b)Romeo, 

c)Portia,      d)Rosalind.


5.Man's love is of man's life a thing apart," Tis women's whole existence "This is taken from the poem of........

a)P.B.Shelley,  b)Lord Byron★,

c)John Keats,  d)Edmund Spender, 


6.All the Perfumes of Arabia will not sweeten this little hand"..... Who said this?

a)Macbeth,  b)Lady Macbeth ★,

c)Macduff ,  d)Lady Macduff.


7." Where are the songs of spring? 

Aye, where are they? Think not of them, thou hast thy music too."...Who wrote this?

a)William Wordsworth,  b)Robert Browning, 

c)John Keats★,  d) S.T.Coleridge. 


8."The Old order Changeth,  yielding place to new"......This line is extracted from Tennyson's poem---

a)The Lotos -Eaters,  b)Tithonus,

c)Lockley Hall,   d)Morte D' Arthur★,


9."To be, or not to be,that is the question, "

----is a famous soliloquy from........

a)Macbeth,   b)King Lear, 

c)Othello,  d)Hamlet ★,


10."Alone, alone, all, all alone,

Alone on a wide, wide sea."

These lines occur in.....................

a)The Rime of the Ancient Mariner★,

b)Kubla Khan,

c)The Nightingale,  d)The Dungeon. 


11."For God's sake hold your tongue, and let me love" this line is written by.......

a)Emily Dickinson,  b)T.S.Eliot, 

c)Matthew Arnold, d)John Donne★,


12."Frailty !  thy name is woman"--is a famous dialogue from............ 

a)Christopher Marlowe,  b)John Webster, 

c)William Shakespeare★,  d)T.S.Eliot. 


13."Child is the father of Man'' is taken from the poem of......

a)W.Wordsworth ★, b)S.T.Coleridge, 

c)P.b.Shelley,             d)A.C.Swinburne. 


14."Man is a political animal "--who said this?

a)Dante,  b)Plato,

c)Aristotle ★,  d) Socrates. 


15.Who wrote the following lines:" All at once I saw /a crowd, a host of golden daffodils "?

a)Wordsworth ★, b)R.Herrick,

c)P.B.Shelley,          d)John Keats.


16." If winter comes, can spring be far behind "?

These lines were written by........

a)John Keats,    b)Robert Frost,

c)T.S. Eliot,       d)P.B.Shelley ★,


17." Justice delayed is Justice denied " was stated by---

a)Disraeli,   b)Emerson, 

c)Glastone★,  d)Shakespeare. 


18."Good face is the best letter of recommendations " was stated by:---

a)Queen Elizabeth★,  b)Indira Gandi,

c)Mother Teresa,          d)Robert Browning. 


19."A thing of beauty is a joy for ever" was stated by:---

a)John Keats★,  b)Robert Herrick,

c)Francis Becon,  d)Shelley. 


20."No man is above the law and no man is below it."   Who is the speaker this quote?

a)Franklin,   b)Dickens,

c)Douglas,    d)Roosevelt ★,


21.Who Quoted "Justice is truth in action"

a)William Penn,   b)Benjamin Disraeli ★,

c)Confucius,       d)William Burke.


22."Judges like Caesar's wife should be above suspicion "Who said?

a)Bowen LJ★,  b)Sir William Blackstone, 

c)Francis Bacon,  d)Lord Denning.


23.Who wrote the famous line " Our Sweetest songs are those that tell of saddest thought "?

a)P.B.Shelley ★,   b)Shakespeare, 

c)John Keats,  d)Robert Frost.


24." Heard melodies are sweet but those unheard are sweeter" is taken from......

a)Robert Frost,  b)William Wordsworth,

c)John Keats★,  d)P.B. Shelley. 


25."Patience is bitter  but its fruits is sweet" told by----

a)John Dryden ,   b)Rousseau★,

c)John Locke,       d)Geoffrey Chaucer 


26."I have a Dream" was told by----

a)D.H.Lawrence,   b)Mahatma Gandhi, 

c)Martin Luthar King Jr.★,  d)Bangabandhu. 


27."Etiquette is a fine tuning of education " who said this?

a)J.R.Tolkein,   b) Roosevelt. 

c)Shaikh Sadi,  d)Nadine Dahar★★,


28."The Smiles that win, the tints that glow"

---Who wrote this lines?

a)D.H.Lawrence,   b)Emily Dickinson, 

c)Lord Byron★,     d)William Shakespeare, 


29."All people dream,  but not Equally "

--- Who wrote this line?

a)Langston Hughes ★,  b)D.H.Lawrence, 

c)John Keats,    d)John Donne.


30."Life is a broken -Winged bird, that can't fly"

:This line has been taken from---

a)D.H.Lawrence,  b)Robert Herrick,

c)Langston Hughes ★,  d)H.W.Long fellow. 


31.Who wrote the famous line:"To err is Human,  to forgive is divine "?

a)Alexander Pope★,  b)P.B.Shelley, 

c)John Keats,    d)John Dryden.


32." All in the  Valley of-------/Road the --------hundred."

a)Death,  six★,    b)Life, six, 

c)death,  five.  d)Life, five.


33.The first line of the poem :The Charge of the  Light Brigade "by Alfred Tennyson:---

a)Half a legend,  half a legend,

b)Half a League onward, Onward,

c)Half a League,  half a League ★,

d) Half a League,  half a legend.


34." She walks in a beauty, like the nice "

The next line of the following verse" is ---

a)So soft, so calm, yet eloquent, 

b)Of Cloudless climes and starry skies★,

c)A heart whose love is innocent. 


35."How can the bird that is born for joy"

----What is the next line?

a)Sit in a cage & sing★,

b)But  drop his tender wing,

c)And forget the youthful spring, 

d)By sorrow  and care's dismay.

............................................................................

Eros Sultan Mahmud 

B.A.Hon's & M.A. English (NU)

43rd BCS English literature Preparation৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি

 ৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি 




41st BCS 

৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি 


41st BCS 

Sub:English literature 

Period :Romantic period.

Memory Check :05.

..............................................................................

1.Which is known as Romantic Period of English literature? 

a)1550-1558, b)1649-1660.

c)1798-1832★, d)1910-1936.


2.Pioneer of Romanticism is/are......

a)Wordsworth, b)S.T.Coleridge, 

c)both a & b★, d)none.


3."Lyrical Ballads " was published in the year.... 

a)1798★, b)1770, 

c)1779,     d)1775.


4.Most important feature of a romantic Poetry is......

a)Beauty,   b)Nature, 

c)Subjectivity ★, d)Imagination. 


5."The Prelude "is a work of.....

a)W.Wordsworth★, b)P.B.Shelley,

c)John Keats,  d)S.T.Coleridge. 


6.Who wrote " Biographia Literaria"?

a)A.Tennyson,  b)Alexander Pope,

c)S.T.Coleridge ★, d)John Keats.


7.Who wrote "The Talisman "?

a)O" Henry, b)R.L.Stevenson, 

c)Ernest Hemingway,  d)Sir William Scott★,


8.William wordsworth was a....... 

a)An American poet, b)an English poet★,

c)an Australian poet, d)a Duch poet.


9.Which writers belong to the Romantic period"?

a)Tennyson, b)Alexander pope,

c)John Dryden, d)S.T.Coleridge ★,


10.Who wrote the book"Ivanhoe"?

a)O"Henry, b)JohnKeats,

c)Wordsworth,  d)Sir William Scott★,


11.Who wrote the following lines:all at once I saw a crowd /a host of golden daffodils "?


a)Wordsworth ★, b)Robert Herrick,

C)Shelley,  d)JohnKeats.


12.In Professional life Scott was a..... 

a)Player,  b)Ckerk,

c)Lawyer★,  d)Teacher. 


13.Who is Known as "The poet of Nature "?

a)Lord Tennyson,  b)John Milton.

c)William Wordsworth★,  d)John Keats,


14.Who is called " The Death Haunted poet"?

a)Wordsworth,  b)John Keats★,

c)P.B.Shelley, d)Chinua Achebe.


15.Wordsworth was inspired by.....

a)the French Revolution ★, 

b)the American Revolution, 

C)The Russian Revolution, 

d)the Industrial Revolution. 


16."Written in March "is a poem composed by...

a)William Wordsworth★, b)John Keats,

c)P.B.Shelley,  d)H.G.Wells,


17.Who is called " Poet of Beauty "?

a)P.B.Shelley, b)Lord Byron,

c)John Keats★, d)Wordsworth.


18.Who wrote this famous line:" Our Sweetest songs are those that tell of saddest thoughts"?


a)P.B.Shelley★, b)Shakespeare, 

c)John Keats, d)Lord Byron.


19.John Keats is Primarily known as a poet of.....

a)Beauty ★, b)Nature, 

c)Love, d) Revolution. 


20.Who wrote the poem"Lucy"?

a)S.T.Coleridge,  b)P.B.Shelley,

c)William Wordsworth★, 

d)William Shakespeare, 


21."Ode on a Grecian Urn" who is the poet of the poem?

a)Wordsworth,  b)Shelley,

c)Shakespeare,  d)John Keats.★★,


22.Who wrote "#Corsica"?

a)John Keats,  b)Lord Byron,

c)P.BShelley, d)A.L.Barbauld.★★,


23."The Rime of the Ancient Mariner" is the best work of.......

a)James, b)S.T.Coleridge ★,

c)John Milton, d)John Keats.


24.Where do the lines occurs in?

"Alone, Alone, all, all alone,

Alone on a wide, wide sea"...

a)The Rime of Ancient Mariner★,

b)Kubla Khan,

C)The Nightingale, 

d)The Dungeon.


25.Who wrote " Ode to Autumn "?

a)Wordsworth,  b)P.B.Shelley.

c)John Keat★, d)Lord Byron.


26.Who wrote " Immortality Ode"?

a)William Wordsworth★, b)Shelley,

c)H.G.Wells.  d)P.B.Shelley. 


27."Child is the father of man"is taken from the poem of....... 

a)W.Wordsworth ★, b)H.G.Wells,

c)p.b.Shelley,  d)John keats.


28.Who was English Poet addicted to Opium"?

a)S.T.Coleridge ★, b)P.B.Shelley,

c)John Keats, d)S.Buck.


29.Who wrote "Patriotism "?

a)William Shakespeare,  b)William Wordsworth,

c)Sir Walter Scott ★, d)Robert Browning. 


30.When did Coleridge die"?

a)1830,  b)1932,

c)1833,   d)1834★,

31."A thing of beauty is a joy for ever" was stated by......

a)John Keats★, b)Robert Herrick,

c)Francis Bacon,  d)John Milton.


32.Who wrote"Ozymandias"?

a)P.B.Shelley★,  b) john Keats.

c)John Milton, d)H.G.wells.


33."Where are the songs of spring? 

Think not of them, thou hast thy music too" who wrote this?

a)William Wordsworth, b)Robert Browning, 

c)John Keats★, d)S.T.Coleridge. 


34.P.B.Shelley's 'Adonais' is an elegy on the death of.......

a)John Milton, b)S.T.Coleridge, 

c)John Keats★, d)Lord Byron.

35.Who is Known as "Man of medicine "?

a)P.B.Shelley,  b)John Keats★,

S.T.Coleridge,  d)Wordsworth,


36.Who wrote " Don Juan"?

a)Lord Byron★, b)P.B.Shelley,

c)John Keats,   d)John Milton.


37.Who is called"Poet of Sensuousness "?

a)P.B.Shelley,  b)Wordsworth,

c)John Keats★, d)Lord Byron.

38.John Keats belongs to......

a)18th Century,  b)19th Century ★,

c)20th Century,  d)17th Century. 


39.Who wrote " Ode to the West Wind"?

a)John Keats,  P.B.Shelley★,

c)S.T.Coleridge,  d)Wordsworth.


40.Who wrote "Beauty is Truth, Truth is beauty "?

a)John Keats★, b)P.B.Shelley,

c)Wordsworth,  d)Shakespeare,


41.Who wrote"Songs of Experience "?

a)John Keats, b)William Blake★,

c)John Donne,  d) Lord Byron.


42.Who wrote " The Solitary River"?

a)William Wordsworth★, b)S.T.Coleridge, 

c.John Bunyan, d)John Keats.


43.Who Wrote" Kubla Khan"?

a)Jane Austen, b)John Milton,

c)S.T.Coleridge ★, d)John Keats.


44.Who wrote "Pride & Prejudice "?

a)Jane Austen★, b)Stephane Hoking,

c)P.B.Shelley,. d)Charles Lamb.


45.Who wrote" Ode to a Nightingale "?

a)P.B.Shelley,  b)John Keats★,

c)Lord Byron,  d)Walter Scott.


46.Who wrote " The Vision of Judgement "?

a)Lord Byron★, b)Wordsworth, 

c)John Keats,   d)John Bunyan.


47.Who wrote " Mansfield Park"?

a)Charles Dickens, b)Jane Austen★,

John Keats.  d)P.B.Shelley. 


48.Who wrote"The Essays of Elia"?

a)William Langlord, b)John Keats,

c)William Shakespeare,  d)Charles Lamb★,


49.Who wrote" Prometheus Unbound "?

a)Stephane King,  b)P.B.Shelley ★,

c)Dr.Johnson,   d)John Keats.

50.Who wrote"The Abbot"?

a)Shakespeare,  b)John Keats,

c)Sir Walter Scott ★, d)John Bunyan.

..........................................................................

Eros Sultan Mahmud 

B.A.Hon's & M.A.English 

Govt.Titumir College, Dhaka 1213. 

Period :Romantic period.

Memory Check :05.

..............................................................................

1.Which is known as Romantic Period of English literature? 

a)1550-1558, b)1649-1660.

c)1798-1832★, d)1910-1936.


2.Pioneer of Romanticism is/are......

a)Wordsworth, b)S.T.Coleridge, 

c)both a & b★, d)none.


3."Lyrical Ballads " was published in the year.... 

a)1798★, b)1770, 

c)1779,     d)1775.


4.Most important feature of a romantic Poetry is......

a)Beauty,   b)Nature, 

c)Subjectivity ★, d)Imagination. 


5."The Prelude "is a work of.....

a)W.Wordsworth★, b)P.B.Shelley,

c)John Keats,  d)S.T.Coleridge. 


6.Who wrote " Biographia Literaria"?

a)A.Tennyson,  b)Alexander Pope,

c)S.T.Coleridge ★, d)John Keats.


7.Who wrote "The Talisman "?

a)O" Henry, b)R.L.Stevenson, 

c)Ernest Hemingway,  d)Sir William Scott★,


8.William wordsworth was a....... 

a)An American poet, b)an English poet★,

c)an Australian poet, d)a Duch poet.


9.Which writers belong to the Romantic period"?

a)Tennyson, b)Alexander pope,

c)John Dryden, d)S.T.Coleridge ★,


10.Who wrote the book"Ivanhoe"?

a)O"Henry, b)JohnKeats,

c)Wordsworth,  d)Sir William Scott★,


11.Who wrote the following lines:all at once I saw a crowd /a host of golden daffodils "?


a)Wordsworth ★, b)Robert Herrick,

C)Shelley,  d)JohnKeats.


12.In Professional life Scott was a..... 

a)Player,  b)Ckerk,

c)Lawyer★,  d)Teacher. 


13.Who is Known as "The poet of Nature "?

a)Lord Tennyson,  b)John Milton.

c)William Wordsworth★,  d)John Keats,


14.Who is called " The Death Haunted poet"?

a)Wordsworth,  b)John Keats★,

c)P.B.Shelley, d)Chinua Achebe.


15.Wordsworth was inspired by.....

a)the French Revolution ★, 

b)the American Revolution, 

C)The Russian Revolution, 

d)the Industrial Revolution. 


16."Written in March "is a poem composed by...

a)William Wordsworth★, b)John Keats,

c)P.B.Shelley,  d)H.G.Wells,


17.Who is called " Poet of Beauty "?

a)P.B.Shelley, b)Lord Byron,

c)John Keats★, d)Wordsworth.


18.Who wrote this famous line:" Our Sweetest songs are those that tell of saddest thoughts"?


a)P.B.Shelley★, b)Shakespeare, 

c)John Keats, d)Lord Byron.


19.John Keats is Primarily known as a poet of.....

a)Beauty ★, b)Nature, 

c)Love, d) Revolution. 


20.Who wrote the poem"Lucy"?

a)S.T.Coleridge,  b)P.B.Shelley,

c)William Wordsworth★, 

d)William Shakespeare, 


21."Ode on a Grecian Urn" who is the poet of the poem?

a)Wordsworth,  b)Shelley,

c)Shakespeare,  d)John Keats.★★,


22.Who wrote "#Corsica"?

a)John Keats,  b)Lord Byron,

c)P.BShelley, d)A.L.Barbauld.★★,


23."The Rime of the Ancient Mariner" is the best work of.......

a)James, b)S.T.Coleridge ★,

c)John Milton, d)John Keats.


24.Where do the lines occurs in?

"Alone, Alone, all, all alone,

Alone on a wide, wide sea"...

a)The Rime of Ancient Mariner★,

b)Kubla Khan,

C)The Nightingale, 

d)The Dungeon.


25.Who wrote " Ode to Autumn "?

a)Wordsworth,  b)P.B.Shelley.

c)John Keat★, d)Lord Byron.


26.Who wrote " Immortality Ode"?

a)William Wordsworth★, b)Shelley,

c)H.G.Wells.  d)P.B.Shelley. 


27."Child is the father of man"is taken from the poem of....... 

a)W.Wordsworth ★, b)H.G.Wells,

c)p.b.Shelley,  d)John keats.


28.Who was English Poet addicted to Opium"?

a)S.T.Coleridge ★, b)P.B.Shelley,

c)John Keats, d)S.Buck.


29.Who wrote "Patriotism "?

a)William Shakespeare,  b)William Wordsworth,

c)Sir Walter Scott ★, d)Robert Browning. 


30.When did Coleridge die"?

a)1830,  b)1932,

c)1833,   d)1834★,

31."A thing of beauty is a joy for ever" was stated by......

a)John Keats★, b)Robert Herrick,

c)Francis Bacon,  d)John Milton.


32.Who wrote"Ozymandias"?

a)P.B.Shelley★,  b) john Keats.

c)John Milton, d)H.G.wells.


33."Where are the songs of spring? 

Think not of them, thou hast thy music too" who wrote this?

a)William Wordsworth, b)Robert Browning, 

c)John Keats★, d)S.T.Coleridge. 


34.P.B.Shelley's 'Adonais' is an elegy on the death of.......

a)John Milton, b)S.T.Coleridge, 

c)John Keats★, d)Lord Byron.

35.Who is Known as "Man of medicine "?

a)P.B.Shelley,  b)John Keats★,

S.T.Coleridge,  d)Wordsworth,


36.Who wrote " Don Juan"?

a)Lord Byron★, b)P.B.Shelley,

c)John Keats,   d)John Milton.


37.Who is called"Poet of Sensuousness "?

a)P.B.Shelley,  b)Wordsworth,

c)John Keats★, d)Lord Byron.

38.John Keats belongs to......

a)18th Century,  b)19th Century ★,

c)20th Century,  d)17th Century. 


39.Who wrote " Ode to the West Wind"?

a)John Keats,  P.B.Shelley★,

c)S.T.Coleridge,  d)Wordsworth.


40.Who wrote "Beauty is Truth, Truth is beauty "?

a)John Keats★, b)P.B.Shelley,

c)Wordsworth,  d)Shakespeare,


41.Who wrote"Songs of Experience "?

a)John Keats, b)William Blake★,

c)John Donne,  d) Lord Byron.


42.Who wrote " The Solitary River"?

a)William Wordsworth★, b)S.T.Coleridge, 

c.John Bunyan, d)John Keats.


43.Who Wrote" Kubla Khan"?

a)Jane Austen, b)John Milton,

c)S.T.Coleridge ★, d)John Keats.


44.Who wrote "Pride & Prejudice "?

a)Jane Austen★, b)Stephane Hoking,

c)P.B.Shelley,. d)Charles Lamb.


45.Who wrote" Ode to a Nightingale "?

a)P.B.Shelley,  b)John Keats★,

c)Lord Byron,  d)Walter Scott.


46.Who wrote " The Vision of Judgement "?

a)Lord Byron★, b)Wordsworth, 

c)John Keats,   d)John Bunyan.


47.Who wrote " Mansfield Park"?

a)Charles Dickens, b)Jane Austen★,

John Keats.  d)P.B.Shelley. 


48.Who wrote"The Essays of Elia"?

a)William Langlord, b)John Keats,

c)William Shakespeare,  d)Charles Lamb★,


49.Who wrote" Prometheus Unbound "?

a)Stephane King,  b)P.B.Shelley ★,

c)Dr.Johnson,   d)John Keats.

50.Who wrote"The Abbot"?

a)Shakespeare,  b)John Keats,

c)Sir Walter Scott ★, d)John Bunyan.

..........................................................................

Eros Sultan Mahmud 

B.A.Hon's & M.A.English 

Govt.Titumir College, Dhaka 1213.

Bcs Bangla Preli -বাংলা এক কথায় প্রকাশ

 ✅৪১ তম বিসিএস + বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রস্তুতি✅


বাংলা এক কথায় প্রকাশ।  যেকোন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য আশা করি এই গুলা যথেষ্ট হবে। এই বাহিরে খুব একটা আসে না। 


✅বাংলা এক কথায় প্রকাশ✅


৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে প্রাপ্ত কমন এক কথায় প্রকাশ: ৪৯টি

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

1 অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব।

2 অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ

3 অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।

4 অহংকার নেই যার নিরহংকার।

5 আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।

6 আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত ।

7 আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক

8 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা।

9 ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক।

10 ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়।

.

11 ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার আঁষটে।

12 উপকারীর অপকার করে যে কৃতঘ্ন।

13 উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ

14 উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ।

15 এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে।

16 কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ।

17 কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য।

18 চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ

19 জীবিত থেকেও যে মৃত জীবন্মৃত

20 তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী।

21 পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।

22 ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি।

.

23 যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ।

24 যা কষ্টে জয় করা যায় দুর্জয়।

25 যা কষ্টে লাভ করা যায় দুর্লভ।

26 যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর।

27 যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু।

28 যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতােষ্ণ।

29 যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান।

30 যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব।

31 যা পূর্বে দেখা যায় নি অদৃষ্টপূর্ব

32 যা পূর্বে শােনা যায় নি অশ্রুতপূর্ব

33 যা বলা হয় নি অনুক্ত

34 যা বলার যােগ্য নয় অকথ্য

35 যার অন্য উপায় নেই অনন্যোপায়।

36 যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি

37 যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাতকুলশীল

38 যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা, হৃতসর্বস্ব।

39 যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী।।

40 যে ক্রমাগত রােদন করছে রােরুদ্যমান।

41 যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসূ

42 যে নারীর সন্তান বাঁচে না মৃতবৎসা।

43 যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শ্বাপদসংকুল

44 যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই অবিসংবাদিত।

45 যে রব শুনে এসেছে রবাহুত

46 যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুড়ে

47 লাভ করার ইচ্ছা লিপ্সা।

48 সকলের জন্য প্রযােজ্য সর্বজনীন।

49 হনন করার ইচ্ছা জিঘাংসা

.

.

শুধু ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ থেকে প্রাপ্ত এক কথায় প্রকাশ: ৫১টি

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

1 অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ।

2 অনেকের মধ্যে একজন অন্যতম।

3 আকাশে বেড়ায় যে আকাশচারী, খেচর।

4 আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য।

5 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক।

6 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক।

7 একই মাতার উদরে জাত যে সহােদর।

8 দিনে যে একবার আহার করে একাহারী।

9 নদী মেখলা যে দেশের নদীমেখলা।

10 নষ্ট হওয়াই স্বভাব যার নশ্বর।

11 নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক।

12 বিদেশে থাকে যে প্রবাসী।।

13 বিশ্বজনের হিতকর বিশ্বজনীন।

14 মৃতের মতাে অবস্থা যার মুমূর্ষ।

15 যা অধ্যয়ন করা হয়েছে অধীত।

16 যা আঘাত পায়নি অনাহত।

17 যা উদিত হচ্ছে উদীয়মান।

18 যা কখনাে নষ্ট হয় না অবিনশ্বর।

19 যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, অচিন্ত্য।

20 যা জলে ও স্থলে চরে উভচর।

21 যা জলে চরে জলচর।

22 যা থলে চরে থলচর।

23 যা দমন করা কষ্টকর দুর্দমনীয়।

24 যা দমন করা যায় না অদম্য।

25 যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার।

26 যা বার বার দুলছে দোদুল্যমান।

27 যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্বলন্ধ।

28 যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী।

29 যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল।

30 যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্যসাধারণ।

31 যার আকার কুৎসিত কদাকার।

32 যার কোনাে উপায় নেই নিরুপায়।

33 যার কোনাে কিছু থেকেই ভয় নেই অকুতােভয়।

34 যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা।

35 যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত।

36 যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা।

37 যে গাছ কোনাে কাজে লাগে না আগাছা।

38 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না বনস্পতি।

39 যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাককন্ধ্যা।

40 যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা।

41 যে নারীর কোনাে সন্তান হয় না বন্ধ্যা।

42 যে পুরুষ বিয়ে করেছে কৃতদার।

43 যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন।

44 যে বাতু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু।

45 যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী।

46 যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী।

47 যে মেয়ের বিয়ে হয়নি অনুঢ়া।

48 যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর।

49 যে সকল অত্যাচারই সয়ে যায় সর্বংসহা।

50 শুভ ক্ষণে জন্ম যার ক্ষণজন্মা।

51 সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদৃগমন।

.

.

সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১-৫০

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

১ (যে পুরুষ) পত্নী সহ বর্তমান সপত্নীক

২ (যে পুরুষ) স্ত্রীর বশীভূত স্ত্রৈণ

৩ অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান পিজরাপোল

৪ অকালে উৎপন্ন কুমড়া অকালকুষ্মাণ্ড

৫ অক্ষি পত্রের (চোখের পাতা) লােম অক্ষিপক্ষ্ম

৬ অক্ষিতে কাম যার (যে নারীর) কামাক্ষী

৭ অক্ষির অগােচরে পরোক্ষ

৮ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ

৯ অক্ষির সমীপে সমক্ষ

১০ অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের) সেঁজুতি

১১ অজ (ছাগল)কে গ্রাস করে যা অজগর

১২ অতিশয় ঘটা বা জাকজমক বড়ম্বর

১৩ অধর-প্রান্তের হাসি বক্রোষ্ঠিকামর

১৪ অনশনে মৃত্যু প্রায়

১৫ অনুকরণ করার ইচ্ছা অনুচিকীর্ষা

১৬ অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা

১৭ অন্তরে জল আছে এমন যে (নদী) অন্তঃসলিলা

১৮ অন্তরে যা ঈক্ষণ (দেখার) যােগ্য অন্তরিক্ষ

১৯ অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য জলপান

২০ অন্য গতি নাই যার অগত্যা

২১ অন্যের অপেক্ষা করতে হয় না যাকে অনপেক্ষ

২২ অন্যের মনােরঞ্জনের জন্য অসত্য ভাষণ উপচার

২৩ অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা

২৪ অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি উন্নাসিক।

২৫ অভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা অভ্রংলিহ

২৬ অরিকে দমন করে যে অরিন্দম।

২৭ অলঙ্কারের ধ্বনি শিঞ্জন।

২৮ অশ্বের ডাক হ্রেষা।

২৯ আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য ক্রন্দসী

৩০ আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী

৩১ আকাশে (খ-তে) ওড়ে যে বাজি খ-ধূপ

৩২ আকাশে (খ-তে) চরে যে খেচর / খচর

৩৩ আনন্দজনক ধ্বনি নন্দিঘোষ

৩৪ আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর হিংটিংছট

৩৫ আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য

৩৬ আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা বরাভয়।

৩৭ আশ্বিনমাসের পূর্ণিমা তিথি কোজাগর

৩৮ ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল বিসর্পী।

৩৯ ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ।

৪০ ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী ঐন্দ্রজালিক

৪১ ইন্দ্রের অশ্ব উচ্চৈঃশ্রবা।

৪২ ঈষৎ উষ্ণ কবোষ্ণ

৪৩ উচচানে অবস্থিত ক্ষদ্র কটির টঙ্গি

৪৪ উদক (জল) পানের ইচ্ছা উদন্যা

৪৫ উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা

৪৬ উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে উরগ (সর্প)

৪৭ ঋণ শােধের জন্য যে ঋণ করা হয় ঋণার্ণ

৪৮ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক

৪৯ এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা অধ্যাস।

৫০ একশত পঞ্চাশ বছর সার্ধশতবর্ষ

.

.

সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ৫১-১০০

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

৫১ ঐতিহাসিককালেরও আগের প্রাগৈতিহাসিক

৫২ কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়ােগ বুনি

৫৩ করার ইচ্ছা চিকীর্ষা।

৫৪ কাচের তৈরি বাড়ি শিশমহল।

৫৫ কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা

৫৬ কি করতে হবে তা বুঝতে না পারা কিংকর্তব্যবিমূঢ়

৫৭ কুকুরের ডাক বুক্কন

৫৮ কুমারীর পুত্র কানীনময়

৫৯ কোকিলের ডাক কুহু

৬০ কোনাে কিছু থেকেই যার ভয় নেই অকুতোভয়

৬১ ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা

৬২ ক্ষমার যােগ্য ক্ষমার্হ।

৬৩ ক্ষুদ্র অঙ্গ উপাঙ্গ

৬৪ ক্ষুদ্র কূপ পাতকুয়া।

৬৫ ক্ষুদ্র গাছ গাছড়া।

৬৬ ক্ষুদ্র গ্রাম পল্লিগ্রাম

৬৭ ক্ষুদ্র চিহ্ন বিন্দু

৬৮ ক্ষুদ্র জাতীয় বক বলাক।

৬৯ ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র নাকাড়া

৭০ ক্ষুদ্র তিীয় বকের শ্রেণি বলাকা

৭১ ক্ষুদ্র নদী সারণি

৭২ ক্ষুদ্র নাটক নাটিকা।

৭৩ ক্ষুদ্র নালা নালি।

৭৪ ক্ষুদ্র প্রলয় খণ্ডপ্রলয়

৭৫ ক্ষুদ্র প্রস্তরখণ্ড নুড়ি

৭৬ ক্ষুদ্র ফেঁড়া ফুসকুড়ি

৭৭ ক্ষুদ্র বা নিচু কাঠের আসন পিড়ি

৭৮ ক্ষুদ্র বাগান বাগিচা

৭৯ ক্ষুদ্র বিন্দু ফুটকি

৮০ ক্ষুদ্র মৃৎপাত্র ভঁড়

৮১ ক্ষুদ্র রথ রথার্ভক

৮২ ক্ষুদ্র রাজা রাজড়া

৮৩ ক্ষুদ্র লতা লতিকারুকার

৮৪ ক্ষুদ্র লেবু পাতিলেবু

৮৫ ক্ষুদ্র শিয়াল খেকশিয়াল

৮৬ ক্ষুদ্র হাঁস পাতিহাঁস

৮৭ ক্ষুদ্রকায় ঘােড়া টাটু

৮৮ গদ্যপদ্যময় কাব্য চম্পু

৮৯ গমন করার ইচ্ছা জিগমিষা

৯০ গম্ভীর ধ্বনি মন্দ্র।

৯১ গরুর খুরে চিহ্নিত স্থান গোষ্পদ

৯২ গুরু বাসগৃহ গুরুকুল।

৯৩ ঘরের অভাব হা-ঘর

৯৪ চতুরঙ্গ অষ্টপ্রহর (সারা দিন) ব্যবহার্য যা আটপৌরে

৯৫ চার অভ্রান্ত জ্ঞান প্রমা।

৯৬ চৈত্র মাসে উৎপন্ন ফসল চৈতালি

৯৭ চোখের কোণ অপাঙ্গ

৯৮ জয় করার ইচ্ছা জিগীষা

৯৯ জয়ের জন্য যে উৎসব জয়ন্তী

১০০ জলপানের জন্য দেয় অর্থ জলপানি (বৃত্তি)

.

.

সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১০১-১৫০

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

১০১ জলে ও স্থলে চরে যে উভচর।

১০২ জানবার ইচ্ছা জিজ্ঞাসা

১০৩ জ্বল জ্বল করছে যা জাজ্বল্যমান।

১০৪ জ্বলছে যে অর্চি (শিখা) জ্বলদর্চি

১০৫ ঠেঙিয়ে ডাকাতি করে যারা ঠ্যাঙারে।

১০৬ তুরিত গমন করতে পারে যে তুরগ (ঘোড়া)

১০৭ তৃণাচ্ছাদিত ভূমি শাল।

১০৮ ত্রাণ লাভ করার ইচ্ছা তিতীর্ষা

১০৯ দমন করা কষ্টকর যাকে দুর্দমনীয়

১১০ দমন করা যায় না যাকে অদম্য

১১১ দান করার ইচ্ছা দিৎসা

১১২ দিনের অপর ভাগ অপরাহু

১১৩ দিনের পূর্ব ভাগ পূর্বাহ

১১৪ দিনের মধ্য ভাগ মধ্যাহ্ন

১১৫ দিনের সায় (অবসান) ভাগ সায়াহ্ন

১১৬ দুয়ের মধ্যে একটি অন্যতর

১১৭ দেখবার ইচ্ছা দিদৃক্ষা

১১৮ দেখে চোখের আশা মেটে না যাকে অতৃপ্তদৃশ্য

১১৯ দ্বারে থাকে যে দৌবারিক।

১২০ ধনুকের ধ্বনি টঙ্কার

১২১ ধন্যবাদের যােগ্য ধন্যবাদাহ

১২২ ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন পরিব্রাজন

১২৩ ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ প্রব্রজ্যা

১২৪ ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে ধুরন্ধর

১২৫ নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর।

১২৬ নারীর কটিভূষণ রশনা।

১২৭ নারীর কোমরবেষ্টনিভূষণ মেখলা

১২৮ নারীর লীলাময়ী নৃত্য লাস্য

১২৯ নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল) নিদাঘ

১৩০ নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা

১৩১ নির্মাণ করার ইচ্ছা নির্মিসা

১৩২ নীল বর্ণ পদ্ম ইন্দির।

১৩৩ নূপুরের ধ্বনি নিকৃণ

১৩৪ ন্যায় শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক

১৩৫ পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব রজত জয়ন্তী

১৩৬ পঙক্তিতে বসার অনুপযুক্ত অপাঙতেয়

১৩৭ পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী

১৩৮ পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন

১৩৯ পত্নীর সাথে বর্তমান সপত্নীক

১৪০ পদ্মের উঁটা বা নাল মৃণাল।

১৪১ পদ্মের ঝাড় বা মৃণালসমূহ মৃণালিনী

১৪২ পদ্মের ন্যায় অক্ষি বা চোখ পুণ্ডরীকাক্ষ

১৪৩ পরকে (কোকিল শাবক) পালন করে যে পরভৃৎ (কাক)

১৪৪ পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যে পরভৃত (কোকিল)

১৪৫ পা দিয়ে যে চলে না পন্নগ (সর্প)।

১৪৬ পা ধােয়ার জল পাদ্য

১৪৭ পান করার ইচ্ছা পিপাসা

১৪৮ পিতৃগৃহবাসিনী চিরন্টী

১৪৯ পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন পুণ্যাহ।

১৫০ পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব

.

.

সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১৫ ---২০০

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

১৫১ পুরুষের কটিবন্ধ সরাসন

১৫২ পুরুষের কর্ণভূষণ বীরবৌলি

১৫৩ পূর্ব ও পরের অবস্থা পৌর্বাপর্যয়

১৫৪ পেঁচা বা উলুকের ডাক হ্যাকার

১৫৫ পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি

১৫৬ প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা

১৫৭ প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা

১৫৮ প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা

১৫৯ প্রশংসার যােগ্য প্রশংসাৰ্য

১৬০ প্রাণ ওষ্ঠাগত হবার মতাে অবস্থা লবেজান

১৬১ প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্পা

১৬২ প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।

১৬৩ ফুল হতে জাত ফুলেল

১৬৪ ফেলে দেবার যােগ্য ফেনায়ক

১৬৫ বড় ভাই থাকতে ছােট ভাইয়ের বিয়ে পরিবেদন।

১৬৬ বন্দুক বা তির ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত এ লক্ষ্য চাঁদমারি

১৬৭ বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা মাধুকরী/মধুকরী

১৬৮ বাঘের চর্ম কৃত্তি

১৬৯ বাতাসে (ক-তে) চরে যে কপােত

১৭০ বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার

১৭১ বাস করার ইচ্ছা বিবৎসা

১৭২ বিজয় লাভের ইচ্ছা বিজিগীষা

১৭৩ বিশেষ খ্যাতি আছে যার বিখ্যাত

১৭৪ বিহায়সে (আকাশ) বিচরণ করে যে বিহগ/বিহঙ্গ

১৭৫ বীরের গর্জন হুঙ্কার

১৭৬ বেঁচে থাকার ইচ্ছা জিজীবিষা।

১৭৭ ভােজন করার ইচ্ছা বুভুক্ষা

১৭৮ ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে ভুজগ/ভুজঙ্গ(স)

১৭৯ ভুলহীন ঋষি বাক্য আপ্তবাক্য

১৮০ ভ্রমরের শব্দ গুঞ্জন।

১৮১ ময়ূরের ডাক কেকা

১৮২ মশত বর্ণ পদ পৰীক

১৮৩ মাছিও প্রবেশ করে না যেখানে নির্মক্ষিক

১৮৪ মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন উপবৃত্ত

১৮৫ মাণের যােগ্য ঘেয়।

১৮৬ মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া অনুব্রজন

১৮৭ মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া প্রত্যুৎগমন

১৮৮ মায়া (ছল) জানে না যে অমায়িক

১৮৯ মাসের শেষ দিন সংক্রান্তি।

১৯০ মােরগের ডাক শকুনিবাদ

১৯১ মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন অভিসার

১৯২ মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা

১৯৩ মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়

১৯৪ যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য

১৯৫ যা অনুভব করা হচ্ছে অনুভূয়মান

১৯৬ যা অপনয়ন (দূর) করা কষ্টকর দূরপনেয়

১৯৭ যা অপনয়ন (দূর) করা যায় না অনপনেয়

১৯৮ যা অস্ত যাচ্ছে অস্তায়মান

১৯৯ যা আগুনে পােড়ে না অগ্নিসহ।

২০০ যা আঘাত পায় নি অনাহত

.

.

সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ:২০১-২৫০

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

২০১ যা আহুত (ডাকা) হয় নি অনাহুত

২০২ যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য।

২০৩ যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য।

২০৪ যা উপলব্ধি করা যাচ্ছে উপলভ্যমান

২০৫ যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষীয়মাণ।

২০৬ যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপসৃয়মাণ

২০৭ যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে ক্রমবিস্তাৰ্যমান

২০৮ যা ক্রয় করার যােগ্য ক্রেয়

২০৯ যা চিবিয়ে খাবার যােগ্য চর্ব

২১০ যা চুষে খাবার যােগ্য চোষ্য।

২১১ যা চেটে খাবার যােগ্য লেহ্য।

২১২ যা জল দেয় জলদ (মেঘ)

২১৩ যা ধারণ বা পােষণ করে ধর্ম।

২১৪ যা নিজের দ্বারা অর্জিত স্বােপার্জিত

২১৫ যা পান করার যােগ্য পেয়।

২১৬ যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান

২১৭ যা পুনঃ পুনঃ দুলছে দোদুল্যমান

২১৮ যা পূর্বে কখনাে হয় নি অভূতপূর্ব

২১৯ যা পূর্বে চিন্তা করা যায় নি অচিন্তিতপূর্ব

২২০ যা প্রকাশ করা হয় নি অব্যক্ত

২২১ যা প্রতিরােধ করা যায় না অপ্রতিরােধ্য।

২২২ যা প্রমাণ করা যায় না অপ্রমেয়

২২৩ যা বচন / বাক্যে প্রকাশযােগ্য নয় অনির্বচনীয়

২২৪ যা বলা হচ্ছে বক্ষ্যমাণ

২২৫ যা বহন করা হচ্ছে নীয়মান

২২৬ যা বিক্রয় করার যােগ্য বিক্রেয়

২২৭ যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ।

২২৮ যা মুছে ফেলা যায় না দুর্মোচ্য

২২৯ যা শল্য-ব্যথা দূরীকৃত করে বিশল্যকরণী

২৩০ যা সহজে জানা যায় না দুয়ে ।

২৩১ যার অর্থ নেই অর্থহীন

২৩২ যার ঈহা (চেষ্টা) নেই নিরীহ

২৩৩ যার কোনাে তিথি নেই অতিথি

২৩৪ যার চারদিকে স্থল হ্রদ

২৩৫ যার দাড়ি গোঁফ উঠে নি অজাতশত্রু

২৩৬ যার দুই দিক বা চার দিকে জল দ্বীপ

২৩৭ যার দুটি মাত্র দাঁত দ্বিরদ (হাতি)

২৩৮ যার দুবার জন্ম হয় দ্বিজ

২৩৯ যার দুহাত সমান চলে সব্যসাচী

২৪০ যার পুত্র নেই অপুত্রক

২৪১ যার পূর্বজন্মের কথা স্মরণ আছে জাতিস্মর

২৪২ যার বরাহের (শূকর) মতাে খুর বরাখুরে

২৪৩ যার বেশবাস সংবৃত নয় অসংবৃত

২৪৪ যার শুভ ক্ষণে জন্ম ক্ষণজন্মা

২৪৫ যিনি অতিশয় হিসাবি পাটোয়ারি

২৪৬ যুদ্ধ থেকে যে বীর পালায় না সংশপ্তক

২৪৭ যুদ্ধে স্থির থাকেন যিনি যুধিষ্ঠির

২৪৮ যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করে নি অকৃতদার

২৪৯ যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করেছে কৃতদার

২৫০ যে (পুরুষ) প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার পরিগ্রহ করেছে অধিবেত্তা

.

.

সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ২৫১-৩০০

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

২৫১ যে অগ্র-পশ্চাৎ চিন্তা না-করে কাজ করে অবিমৃশ্যকারী

২৫২ যে অন্য দিকে মন দেয় না অনন্যমনা

২৫৩ যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায় কুম্ভীলক

২৫৪ যে আকৃষ্ট হচ্ছে কৃষ্যমাণ

২৫৫ যে আপনাকে কৃতার্থ মনে করে কৃতার্থম্মন্য

২৫৬ যে আপনাকে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য

২৫৭ যে আপনাকে হত্যা করে আত্মঘাতী

২৫৮ যে আলােতে কুমুদ ফোটে কৌমুদী

২৫৯ যে গমন করে না নগ পাহাড়)

২৬০ যে গাঁজায় নেশা করে গেঁজেল

২৬১ যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না গােবশা।

২৬২ যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালােবাসে বারমুখাে ।

২৬৩ যে জমিতে দুবার ফসল হয় দো-ফসলি

২৬৪ যে জমিতে ফসল জন্মায় না ঊষর

২৬৫ যে তির নিক্ষেপে পটু তিরন্দাজ

২৬৬ যে দিন তিন তিথির মিলন ঘটে ত্র্যহস্পর্শ

২৬৭ যে নারী (বা গাভী) দুগ্ধবতী পয়স্বিনী

২৬৮ যে নারী অঘটন ঘটাতে পারদর্শী অঘটনঘটনপটিয়সী

২৬৯ যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা মহাশ্বেতা

২৭০ যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা পরভৃতা বা পরভৃতিকা

২৭১ যে নারী আনন্দ দান করে বিনােদিনী

২৭২ যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধ্যা

২৭৩ যে নারী কহলপ্রিয় খাপ্তানী

২৭৪ যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা চিত্রার্পিতা

২৭৫ যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না অঙ্গনা

২৭৬ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্যপূর্বা

২৭৭ যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা

২৭৮ যে নারী বার (সমূহ) গামিনী বারাঙ্গনা।

২৭৯ যে নারী বীর বীরাঙ্গনা

২৮০ যে নারী শিশুসন্তানসহ বিধবা বালপুত্রিকা

২৮১ যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা

২৮২ যে নারী সুন্দরী রামা

২৮৩ যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) অসূর্যম্পশ্যা

২৮৪ যে নারী স্বয়ং পতি বরণ করে স্বয়ংবরা

২৮৫ যে নারীর (মেয়ের বিয়ে হয় নি কুমারী

২৮৬ যে নারীর অসূয়া (হিংসা) নেই অনসূয়া

২৮৭ যে নারীর দুটি মাত্র পুত্র দ্বিপুত্রিকা।

২৮৮ যে নারীর নখ শূৰ্পের (কুলা) মত শূর্পণখা

২৮৯ যে নারীর পঞ্চ স্বামী পঞ্চভর্তকা

২৯০ যে নারীর বিয়ে হয় না অনূঢ়া(আইবুড়াে অর্থে)

২৯১ যে নারীর বিয়ে হয়েছে ঊঢ়া

২৯২ যে নারীর সতীন/শত্রু নেই নিঃসপ্ত

২৯৩ যে নারীর সন্তান হয় না বন্ধ্যা

২৯৪ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবােঢ়া।

২৯৫ যে নারীর সহবাসে মৃত্যু হয় বিষকন্যকা

২৯৬ যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাকে প্রােষিতভর্তৃকা

২৯৭ যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধ্রী

২৯৮ যে নারীর স্বামী ও পুত্র মৃত অবীরা

২৯৯ যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বা অধিবিন্না

৩০০ যে নারীর হাসি কুটিলতাবর্জিত শুচিস্মিতা

.

.

সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ৩০১-৩৭৬

ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ

৩০১ যে নারীর হাসি সুন্দর সুস্মিতা

৩০২ যে পরের গুণেও দোষ ধরে অসূয়ক

৩০৩ যে পুত্রের মাতা কুমারী কানীন

৩০৪ যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য

৩০৫ যে বিদ্যা লাভ করেছে কৃতবিদ্য

৩০৬ যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি

৩০৭ যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত

৩০৮ যে মেয়ের বয়স দশ বৎসর কন্যকা।

৩০৯ যে রূপ ইচ্ছা যদৃচ্ছা

৩১০ যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে মরণােত্তরজাতক

৩১১ যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় ঔষধি।

৩১২ যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে অন্ত্যজ

৩১৩ যে সর্বত্র গমন করে সর্বগ

৩১৪ যে সুপথ থেকে কুপথে যায় উন্মার্গগামী

৩১৫ যেখানে মৃতজন্তু ফেলা হয় ভাগাড় / উপশল্য

৩১৬ যে-শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে আটাসে

৩১৭ রক্ত বর্ণ পদ্ম কোকনদ

৩১৮ রমণের ইচ্ছা রিরংসা

৩১৯ রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক ক্রেঙ্কার

৩২০ রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক

৩২১ রাত্রির তিনভাগ একত্রে ত্রিযামা

৩২২ রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র

৩২৩ রাত্রির মধ্যভাগ মহানিশা

৩২৪ রাত্রির শেষভাগ পররাত্র

৩২৫ রাহ বা রাস্তায় ডাকাতি রাহাজানি

৩২৬ রােদে শুকোনাে আম আমশি

৩২৭ রেশম দিয়ে নির্মিত রেশমি

৩২৮ লবণ কম দেওয়া হয়েছে এমন আলুনি

৩২৯ লাফিয়ে চলে যে প্লবগ (ব্যাঙ/বানর)।

৩৩০ শত্রুকে জয় করেন যিনি পরঞ্জয় বা শত্রুজিৎ

৩৩১ শত্রুকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন ।

৩৩২ শােনামাত্র যার মনে থাকে শ্রুতিধর

৩৩৩ শুকনাে পাতার শব্দ মর্মর।

৩৩৪ ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী

৩৩৫ সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক সর্বজনীন

৩৩৬ সদ্য দোহনকৃত উষ্ণ দুধ ধাররাষ্ণ

৩৩৭ সব কিছু সহ্য করেন যিনি সর্বংসহা

৩৩৮ সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত আসমুদ্রহিমাচল

৩৩৯ সমুদ্রের ঢেউ ঊর্মি।

৩৪০ সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল

৩৪১ সরােবরে জন্যে যা সরােজ

৩৪২ সর্বত্র গমন করেন যিনি সর্বগ

৩৪৩ সাপের খােলস নিমোক বা কধুক

৩৪৪ সিংহের নাদ (ডাক) হুঙ্কার

৩৪৫ সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ অয়নাংশ

৩৪৬ সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সাবন

৩৪৭ সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল ব্রাহ্মমুহূর্ত

৩৪৮ সৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষা

৩৪৯ সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস নাই যার নাস্তিক

৩৫০ সেবা করার ইচ্ছা শুশ্রুষা

৩৫১ সৈনিকদলের বিশ্রাম শিবির স্কন্দাবার

৩৫২ স্তন্য পান করে যে স্তন্যপায়ী।

৩৫৩ স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না দেয়ালা

৩৫৪ স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে স্বৈরাচারী

৩৫৫ স্বাদ গ্রহণ করা হয়েছে এমন স্বাদিত

৩৫৬ স্বামীর চিতায় পুড়ে মরা সহমরণ

৩৫৭ স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) উপদা

৩৫৮ স্মরণের যােগ্য স্মরণাই

৩৫৯ হরিণের চর্ম অজিন

৩৬০ হরিণের চর্মের আসন অজিনাসন

৩৬১ হরেক রকম বলে যে হরবােলা

৩৬২ হস্ত, অশ্ব, রথ, পদাতিকের সমাহার চতুরঙ্গ

৩৬৩ হাতির ডাক বৃংহণ বা বৃংহিত

৩৬৪ হাতির পিঠে আরােহী বসার স্থান হাওদা

৩৬৫ হাতির শাবক (বাচ্চা) করভ

৩৬৬ হাতের কজি মণিবন্ধ

৩৬৭ হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত পাণি

৩৬৮ হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ প্রকোষ্ঠ

৩৬৯ হাতের চতুর্থ আঙুল অনামিকা।

৩৭০ হাতের তৃতীয় আঙুল মধ্যমা।

৩৭১ হাতের তেলাে বা তালু করতল।

৩৭২ হাতের দ্বিতীয় আঙুল তর্জনী।

৩৭৩ হাতের পঞ্চম আঙুল কনিষ্ঠা ।

৩৭৪ হাতের প্রথম আঙুল (বুড়াে আঙুল) অঙ্গুষ্ঠ

৩৭৫ হিত ইচ্ছা করে যে হিতৈষী

৩৭৬ হেমন্তকালে উৎপন্ন ফসল হৈমন্তিক


-------Edited By-------

  মাসুম ইবনে নূর

প্রিলি পাশের কিছু মানসিক প্রতিবন্ধকতা

 সামনে ৪১ প্রিলী পরীক্ষা, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি যখন প্রথম বিসিএস প্রিলি পড়াশোনা শুরু করি ২০১৬ সালে অনার্স ৪র্থ বর্ষে  থাকাকালীন তখন  থেকেই এই গ্রুপ থেকে বিভিন্ন ক্যাডার ভাইদের পরামর্শ অনুযায়ী পড়তাম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি- বিশ্ববিদ্যালয় বলেন,পরিচিত ভাইব্রাদার যারা থাকে তাদের কাছ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়া যায় তার থেকে ফেসবুকে বিভিন্ন ক্যাডার ভাই, বিভিন্ন ব্যাংকে কর্মরত ভাই, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভাইদের থেকে অনেক বেশি সাহায্য সহযোগিতা পেয়েছি।  আল্লাহর রহমতে,  সেইসব ভাইদের দেয়া পরামর্শ অনুযায়ী নিজের চেষ্টার দ্বারা দুটো ভাইভাতে উপস্থিত হয়ে দুটোতেই চাকরি পেয়েছি। জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি, ৩৮ তম বিসিএস এ কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হিসেবে আছি আল্লাহ তায়ালার রহমতে।


ফেসবুক বিভিন্ন গ্রুপ বিশেষত Zakir's BCS specials,  BCS: Our Goal, BCS Spotlight থেকে যতটুকু উপকৃত হয়েছি তার কিছুটা হলেও যদি ফেরত দিতে পারি, ১ জন হলেও যদি আমার দিকনির্দেশনা থেকে উপকৃত হয় তাহলে ভালো লাগবে। একেক মানুষের একেক ধরনের পড়াশুনার স্ট্রাটেজি থাকে তাই যার ভালো লাগবে সে গ্রহন করতে পারেন।


প্রিলি পাশের কিছু মানসিক প্রতিবন্ধকতা 


১. আমি প্রথমবার দিচ্ছি আমার মনে হয় হবেনা। অনেকে প্রস্তুতি ভালো হবার পরও প্রথম বিসিএস তাই সিরিআসলি নেয় না। তার পেছনে অন্যতম কারন কোচিং সেন্টার এর কিছু বড়ভাই, কিছু বিশিষ্ট বড় ভাই দের কাছ থেকে বিসিএস নিয়ে ভয় এর কথা শোনা।


২. গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হলো প্রশ্নবিশ্লেষন না করে গাইড বই এর একপাশ থেকে আরেক পাশ শেষ করা। এতে করে প্রয়োজনীয় বিষয়ের চেয়ে অপ্রয়োজনীয় বিষয় বেশি পড়া হয়ে যায় যার ফলশ্রুতিতে মাথা সিগনাল পায় সিলেবাস তো অনেক বড় আর সম্ভব না।তাই এ প্রতিবন্ধকতা দূর করতে কষ্ট করে হলেও ২-৩ দিন ব্যয় করে শুধু প্রশ্ন পড়া, ওই প্রশ্নটা গাইড বই এর কোন অংশ থেকে আসছে। সেটা কি টেক্সট বই এ পাওয়া যায় কিনা। গাইড থেকে এলেও একদম কমন নাকি গাইডের চিপা থেকে আসছে খোজ নেয়া


৩. দুই একটা কঠিন বিষয় না পেরে ভেংগে পড়া। বিশ্বাস করেন যারা ক্যাডার হচ্ছে, হয়েছে, সামনে হবে কেউ ই প্রিলির ২০০ নম্বরের বিষারদ নয়। আমার পরিচিত সফল সব ভাইকেই দেখেছি তারা এভারেজ ১৭০ নম্বরের প্রিপারেশন নিতেন। কঠিন বিষয়গুলো পড়ার সময়েই বাদ দিতে পারাটাও যোগ্যতা। আমি পড়ার সময় যেটা মনে রাখতে পারতাম না সেটা ভাবতাম এটা আসবে না,আর আসলেও এটা ছাড়া বাকিগুলো দিয়ে আমি প্রিলি টিকবো।


৪. যা গলা দিয়ে নামবে না সেটা ঠেলাঠেলি করে অসুস্থ হওয়া। ৫ নম্বরের কঠিন বিষয় আত্মস্থকরণ এ সময়, এনার্জি নষ্ট করা যা দ্বারা অনায়াসে অন্যবিষয়ে ১০ নম্বর দখলে নেয়া যেত। সময় এর গুরুত্ব বুঝতে ভুল করা। 


৫. কোন বিষয় পড়ার সময় সেটা দখল নিয়ে পরের টপিকে যাওয়া। যেকোন বিষয়ের যেকোন টপিক একদিনে একটানা ১০ বার পড়ার চেয়ে ১০ দিন অন্যবিষয়ের সাথে মিলিয়ে মিলিয়ে ১০ বার  পড়া বেশি কাজে দেয়। সব পড়াই ব্রেনে ঢোকানোর পাশাপাশি চোখে সেইভ করে রাখা, চোখে ভাসিয়ে রাখা যা কাজে দেয়।


৬. একটি বিষয় মনো পড়াশুনা করা। বাংলা ব্যাকরণ মানেই টানা ৩ দিন এটাই, পরের তিনদিন সাহিত্য এরকম। যেহেতু আমরা প্রিলিতে ২০০ মার্ক এর একটা জগাখিচুরি এক্সামে বসি তাই আমার ব্যক্তিগত অভিমত আগে থেকেই কয়েকটা বিষয় একসাথে কমপক্ষে ২ টি বিষয় একসাথে পড়াশোনা করা।


৭. ভবিষ্যৎ পরিকল্পনা না করে পড়াশোনা করা। পড়তেছি,  পড়া হচ্ছে বিষয়টা এমন না। আগামী ১ মাস,আগামী ২ মাস এর পড়ার নির্দিষ্ট রুটিন রাখা। পরীক্ষার আগের ১৫ দিন এর জন্য নিজের সাধ্য সময় অনুযায়ী উপযুক্ত রুটিন করে রিভিশন করা।


৮. প্রতিটা বিষয়ের জন্য কোন কোন বই পড়বো সেটা ফিক্সড করা। সম্ভব হলে  সাবজেক্ট অনুযায়ী টপিকগুলো খাতায় লিখে কোথা থেকে পড়বো সেটা ফিক্সড করা।  এটা প্রস্তুত করতে কিছুটা সময় লাগলেও প্রিলির আগেই ভাইটাল মুহুর্তে কোনটা কোথা থেকে পড়বো খুজতে গিয়ে মাথা গরম হবে না


৯. আশেপাশের পড়ুয়া মানুষ দেখে নিজেকে ছোট ভাবা। ভাই/ বোন আপনাকেই বলছি প্রতিবছর আপনার সাথে প্রিলি এক্সাম দেয় আগের রিটেনের ভাইয়ারা, আগের বিসিএসের এর ক্যাডার ভাইয়েরা, তারও আগের বিসিএস এ ক্যাডার চেঞ্জ  এর আশায় থাকা ভাইয়েরা। তাই আশেপাশের ওমুক তমুক ভাই এর প্রস্তুতি দেখে নিজেকে ছোট ভাবার কিছু নাই। আপনি যদি বুকে হাত রেখে বলতে পারেন যে আমি আমার সবটুকু দিয়ে টেকনিকালি পড়াশুনা করেছি ইন -শা -আল্লাহ আপনি সফল হবেন ই। সত্যিকারের পরিশ্রম করে কেউ কোন জব পায়নি সেটা আমি দেখিনি।


আমার প্রিলির প্রিপারেশন এর জন্য টপিক সিলেক্ট করে কয়েকটা বই থেকে পড়েছিলাম। আর টপিক সিলেকশন এর জন্য প্রচুর এনালাইসিস করতাম যা আমাকে সাহায্য করেছিলো প্রতিটা প্রিলি পাশ করতে। আমি প্রিলির আগে কোন কোচিং এ মডেল টেস্ট দেইনি তবে প্রচুর বাসায় টেস্ট দিতাম। প্রিলির দিন একটানা ১৪৮ টা দাগিয়েছিলাম, পরে আরও দশটার মতো দিয়েছিলাম। আমি নৈতিকতার জন্য আমার প্রস্তুতিতে ১ মিনিট ও ব্যয় করিনি। ফলে ১৯০ এ এক্সাম দেই। আমার ধারনা অনুযায়ী আমার প্রাপ্তনম্বর ছিল

বাংলা+ ইংরেজি(৬০/৭০)

ম্যাথ+ মানসিক(১৬/৩০)

বাংলাদেশ(১৮/৩০)

আন্তর্জাতিক ১৩/২০)

বিজ্ঞান+কম্পিউটার (২৩/৩০)

ভূগোল (৫/১০)

আর এর মাধ্যমেই একটি স্বপ্নের শুভ সূচনা হয়েছিলো। সামনে চেষ্টা করবো আমার ব্যক্তিগত অনুধাবন আপনাদের সাথে শেয়ার করতে। 

পরিশেষে,  কেউ ১ ঘন্টা/২ ঘন্টা চাকরির পরীক্ষায় হেরে যায়না, সে হেরে যায় তার আগে কয়েক মাসের প্রস্তুতির সময়।


শুভকামনা 

মোঃ নাসিব আহমেদ খান

৩৮ তম বিসিএস এ বিসিএস(কৃষি) ক্যাডারে সুপারিশপাপ্ত(১২ তম)

জনতা ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসারে কর্মরত

প্রিলিতে আপনি কেন ফেল করবেন - জেনে নিন



৪২তম ও ৪১তম প্রিলির ডেট  দিয়েছে পিএসসি।ডাক্তাদের জন্য এক মাস আর ৪১ এর প্রার্থীরা প্রায় দুই মাস পাচ্ছেন।

অনেক প্রার্থীর সাথে কথা বলে নিন্মলিখিত  কারণগুলো প্রিলিতে ব্যর্থ হওয়ার  স্পষ্ট  উল্লেখযোগ্য কারণ হিসেবে ধরা যায়।


১। সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা  না থাকা।

২।বিগত বছরের প্রশ্ন এনালাইসিস  না করা।

৩।ভালো করে রিভিশন না দেওয়া।

৪।শেষে ভালো করে পড়ব বলে মনস্হির করে পরে কূল কিনারা না পেয়ে হাল ছেড়ে দেওয়া।

৪।শেষ মুহূর্তে অপ্রাসঙ্গিক জিনিস ও মনে রাখার চেষ্টা। 

৫। এমসিকিউ দাগাতে কনফিউশান  থাকলে বাসায়/কোচিং এ  মডেল টেস্ট না দেওয়া।

৬।একবার প্রিলি পাস করার পর ওভার কনফিডেন্স কাজ করা।

৭।ইংরেজি  ও ম্যাথে কম জোর দিয়ে সাধারণ জ্ঞানে বেশী সময় দেওয়া।

৮।পরীক্ষার হলে ভয় /কনফিউশান কাজ করা;আন্দাজের উপর বেশী দাগানো।

৯।এক সপ্তাহে পাশ/একমাসে প্রিলি পাসের মতো মোটিভেশন বিশ্বাস করা।

১০।নিজের মেধা অনুযায়ী  পরিশ্রম  না করা।


অনেক বাঘা বাঘা প্রার্থীও প্রিলি ফেল করে। বিসিএস যাত্রায় প্রিলি আর ভাইভা আনসার্টেন।তাই নিজের ও সৃষ্টিকর্তার  উপর বিশ্বাস রাখুন ;অনুশীলন ও অধ্যাবসায় চালিয়ে যান।আলো আসবেই।

সকলের জন্য শুভকামনা।

BCS SYLLABUS Preliminary Written & Many Important Things - বিসিএস প্রিলিমিনারী ও লিখিত সিলেবাস ও বোড বই । গুগল ড্রাইভ ডাউনলোড লিংক

BCS SYLLABUS Preliminary Written & Many Important Things - বিসিএস প্রিলিমিনারী ও লিখিত সিলেবাস ও বোড বই । গুগল ড্রাইভ ডাউনলোড লিংক:



BCS SYLLABUS
Preliminary Syllabus -Download
Written Syllabus - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৬ষ্ঠ শ্রেণি)
১. গণিত- Download
২. বাংলা ব্যাকরণ ও নির্মিতি - Download
৩. বিজ্ঞান - Download
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৫. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৭ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - Download
২. গণিত - Download
৩. বিজ্ঞান - Download
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download
৫. English Grammar and Composition - Download
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৮ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - Download
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৩. English Grammar and Composition - Download
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download
৫. বিজ্ঞান - Download
৬. গণিত - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৯ম শ্রেণি)
১. বাংলা ভাষার ব্যাকরণ - Download
২. গণিত - Download
৩. English Grammar and Composition - Download
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৫. বিজ্ঞান - Download
৬. পদার্থবিজ্ঞান - Download
৬. রসায়ন - Download
৭. জীববিজ্ঞান - Download
৮. উচ্চতর গণিত - Download
৯. ভূগোল ও পরিবেশ - Download
১০. পৌরনীতি ও নাগরিকতা - Download
১১. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download

১২. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - Download