আজকের BEPZA এর MCQ পরীক্ষার প্রশ্ন ও সমাধানঃ

আজকের BEPZA এর MCQ পরীক্ষার প্রশ্ন ও সমাধানঃ
.
বাংলা অংশ সমাধানঃ
১. বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি – সুকান্ত ভট্রাচার্য
.
২. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এর এককথায় প্রকাশ- ইতিহাসবেত্তা
.
৩. পৃথিবী এর সমার্থক শব্দ- বসুন্ধরা
.
৪. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাক্যটি কোন কালের উদাহরণ- পুরাঘটিত বর্তমান
.
৫. নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস – খাতা-পত্র
.
৬. নিচের কোনটি শুদ্ধ বানান – সুশীল
.
৭. গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ – নিতান্ত অলস
.
৮. কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ ঘোড়াকে চাবুক মার – করণে শুন্য
.
৯. খাতক এর বিপরীত কোনটি- মহাজন
.
১০. উচ্ছেদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ – উৎ+ছেদ
.
১১. বিপদ এবং দু:খ এক সময় আসে। এটি কোন বাক্যের উদাহরণ – যৌগিক
.
১২. রফতানি কোন ভাষার শব্দ – ফারসি শব্দ
.
১৩. আগুন এর সমার্থক শব্দ কোনটি – পাবক
.
১৪. সমাস নির্ণয় করুনঃ শতাব্দী – দিগু সমাস
.
১৫. যা আঘাত পায় নি এর সঠিক বাক্য সংকোচন – অনাহত
.
১৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮
১৭. নিচের কোনটি দন্তমূলীয় বর্ণ- শ
.
১৮. শুদ্ধ বাক্য কোনটি – একথা প্রমাণিত হয়েছে
এরকম তথ্য প্রতিদিন আপনার হোম পেজে পেতে এই পেজটিতে → বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি Like দিয়ে see fast করে রাখুন।
.
১৯. তিলোত্তমা সম্ভব কাব্য এর রচিয়তা কে – মাইকেল মধুসূদন
.
২০. বীরবল কোন কবির ছদ্মনাম – প্রমথ চৌধুরী
.
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
21. International Women’s Day is celebrated on – 8th March
.
22. Who invented genomics of Jute – Maksudul Alam
.
23. Where does Rakhaine tribe lives mainly in Bangladesh- Patuakhali
.
24. What are the full form of a.m & p.m – anti meridiem and post meridiem
.
25. OIC was established in- 1969
.
26. Where is the headquarter of Red Cross – Geneva
.
27. Who is the President of National assembly of Bangladesh- Speaker
.
28. Besides Bangladesh which country recognized Bangla as official language – Sierra Leon
.
29. Tanguar Haor – Sunamganj
.
30. Designer of national emblem – Qamrul hasa 31. Acu headquarter – Iran
.
32. SAARC country doesn’t have embassy – Maldives
.
33. largest district of Bangladesh – Rangamati
.
34. East London – South Africa
.
35. Bangabandhu Shilpa Nagari –
36. Beza has got approval – 88 ( govt 59+ private 29)
.
37. Highest number of test match – Mushfiqur
.
38. An approach to business integration – ERP
39. Birds with the largest wingspan – Albetros
.
40. Best goal keeper of 2018 – Curtois

Important One Word Substitutions

★ Important One Word Substitutions
1. One Who knows or sees everything – Omniscient (সর্বজ্ঞ)
2. One who eats human flesh – Cannibal (নরখাদক )
3. False statement about a person made to damage his reputation – Calumny ( অপবাদ ) 
4. One who sells sweets and pastries – Confectioner ( মিষ্টি বিক্রেতা )
5. One who doesn’t believe in Goodness of man—Cynic (হতাশাবাদী )
6. The house of gypsy – Caravan ( যাযাবরের নির্যাস )
7. A person in Charge of museum – Curator ( যাদুঘরের কর্মাধ্যক্ষ )
8. One Who deal in cattle - Drover ( পশু ব্যাবসায়ী )
9. One living at the same time with another –Contemporary / Coeval ( সমসাময়িক)
10. The lying place of wild beasts – Den ( বন্য পশুর আবাস)
11. One Who takes care of Building – Janitor ( দারোয়ান )
12. A places of discharge from the bowels – Lavatory ( শৌচাগার )
13. The memorial inscription on tomb – Epitaph ( সমাধি লিপি )
14. One who deals in wine -- Vinnter ( মদ ব্যবসায়ী )
15. A lady who remains unmarried – Spinster ( চিরকুমারী )
16. One who walks in sleep – Somnambulist ( স্বপ্নচারী )
17. One Who walks on ropes – Funambulist ( দরির উপর দিয়ে যে হাটে )
18. To run away with a lover in order to get married secretly – Elope ( ভাগিয়া যাওয়া )
19. A disbeliever in religion – Infidle ( অবিশ্বাসী )
20. A disbeliever in god – Atheist ( নাস্তিক )
21. One who deals it fish – Fishmonger ( মাছ ব্যবসায়ী )
22. A cluster of houses in a village is a continuous firearms – Hamlet ( ছোট গ্রাম )
23. One who always looks dark side of thing – Pessimist ( নৈরাশ্যবাদী )
24. A period of thousands years - - Millennium (শতাব্দী)
25. A paper written by hand--- Manuscript ( পান্ডুলিপি )
26. One who is very particular about Spending money – Parsimonious ( ব্যয়কুন্ঠ)
27. A place where money is coined – Mint ( টাকশাল)
28. One who carries burden for hire – Porter ( কুলী )
29. One Who speaks or writes in several languages – Polyglot ( বহু ভাষিক )
30. A house or Shade for a confined cow – Pen (খোয়ার )!

জব সলিউশন টেস্ট

জব সলিউশন টেস্ট
১.বাংলাদেশে "গ্রাম থিয়েটার" এর প্রবর্তক কে?
ক)মমতাজউদ্দীন আহমদ
খ)আব্দুল্লাহ আল মামুন
গ)সেলিম আল দীন★
ঘ)রামেন্দু মজুমদার
২.বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক)জনশ্রুতি
খ)অনমনীয়★
গ)খাসমহল
ঘ)তপোবন
৩.দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক)দ্বীপ+ আয়ন
খ)দ্বীপ+ অয়ন★
গ)দ্বিপ+ অনট
ঘ)দ্বীপ+ অনট
৪)গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ---
ক)সংসারী
খ)সঞ্চয়ী
গ)সংস্থিতি
ঘ)সন্ন্যাসী★
৫)"গাছ পাথর" বাগধারাটির অর্থ----
ক)ভূমিকা করা
খ)হিসাব- নিকাশ★
গ)অসম্ভব বস্তু
ঘ)বাড়াবাড়ি করা
৬) Choose The correctly spelt word:
ক)Volantory
খ)Voluntary★
গ)Voluntory
ঘ)Volantary
৭) To end in smoke----
ক) To create fire
খ) To go through suffering
গ)To come to nothing★
ঘ)To see fire
৮) Amicable means --
ক)Interesting
খ)Loving
গ)Affectionate
ঘ)Friendly★
৯)Julia has been ill----- Three months.
ক)since
খ)about
গ)in
ঘ)for★
১০)৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক)৪৫%
খ)৪৮.৫০%
গ)৫২.৭৫%
ঘ)৫৬.২৫%★
১১)পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর।আবার পিতা,মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর।পুত্রের বয়স----
ক)৯ বছর
খ)১৪ বছর
গ)১৫ বছর
ঘ)১৮ বছর★
১২)X+Y= 6 এবং XY= 8 হলে(X-Y)2 -এর মান কত?
ক)4★
খ)6
গ)8
ঘ)12
১৩)৯; ৩৬; ৮১; ১৪৪;........এর পরবর্তী সংখ্যা কত?
ক)১৬৯
খ)২২৫★
গ)২৫৬
ঘ)২৭২
১৪)একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
উত্তরঃ ১৬ গুণ
১৫)বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
ক)৪.৫ কিমি
খ)৪.৮ কিমি★
গ)৫.২কিমি
ঘ)৬.২ কিমি
১৬.নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ক)ট্রপিক অব ক্যপ্রিকন
খ)ট্রপিক অব ক্যানসার★
গ)ইকুয়েটর
ঘ)আর্কটিক সার্কেল
১৭.বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়----------
ক)২ ডিসেম্বর;১৯৯৭★
খ)৩ ডিসেম্বর;১৯৯৭
গ)২২ডিসেম্বর;১৯৯৭
ঘ)৩ জানুয়ারী,১৯৯৮
১৮."ব্লাক ক্যাট" কোন দেশের কমান্ডো বাহিনী?
ক)নেপাল
খ)ভারত★
গ)মিয়ানমার
ঘ)ইরান
১৯)কোথায় সাতার কাটা সহজ?
ক)পুকুরে
খ)বিলে
গ)নদীতে
ঘ)সাগরে★
২০.TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
ক) প্রোগ্রাম
খ)প্রোটোকল★
গ)প্রোগ্রামিং
ঘ)ফ্লোচার্ট
জব সলিউশন টেস্ট- ০২
প্রশ্নের উৎসঃ প্রাশিনি প্রশ্ন পূর্ণমানঃ২০
সময়ঃ ২০ মিনিট
১. বাক্য সংকোচনঃহাতির বাসস্থান
ক)গজগৃহ★
খ)হাতিগৃহ
গ)গুরুগৃহ
ঘ)খাদা
২.মহাপৃথিবী" কাব্যগ্রন্থ কার লেখা?
ক)ফররুখ আহমদ
খ)জীবনানন্দ দাশ★
গ)গোলাম মোস্তফা
ঘ)জসীমউদ্দিন
৩.কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক)আভাস
খ)অজানা★
গ)গরমিল
ঘ)বেমালুম
৪.কানপাতলা" অর্থ কী?
ক)অবিশ্বাসী
খ)বিশ্বাসপ্রবণ★
গ)বিশ্বাসী
ঘ)বিশ্বাসহীন
৫.জায়া ও পতি সমাস করলে কি হয়
ক)স্বামী-স্ত্রী
খ)পতি ওপত্নী
গ)দম্পতি★
ঘ)জায়া-পতি
৬.He pleases us"--- বাক্যটির passive form হবে---
ক) we were pleased with him
খ)we are pleased with him.★
গ) we were pleased by him.
ঘ)we will be pleased by him.
৭.A synonym for" mischievous" is---
ক)vicious★
খ)kind
গ)serious
ঘ)well- behaved
৮.কোন বাক্যটি শুদ্ধ?
ক)He copied the answer word by word
খ))He copied the answer word with word.
গ))He copied the answer word for word.★
ঘ))He copied the answer word in word.
৯.কোনটি শুদ্ধ বানান?
ক) catastrophe★
খ) cetastrophe
গ)catastropee
ঘ)catastrophee
১০.শতকরা বার্ষিক ১৫% সুদে ৮০০০ টাকার ৬ মাসের সুদ কত?
ক)৬০০ টাকা★
খ)৭০০ টাকা
গ)৮০০ টাকা
ঘ)৫০০ টাকা
১১.কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে।১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কতজন সৈন্য এসেছিল?
ক)১৭০ জন
খ)১৮০ জন★
গ)১৮৫ জন
ঘ)১৯০ জন
১২.১;১;২;৩;৫;৮; ধারাটির অষ্টম পদ কত?
ক)১৩
খ)১৬
গ)১৯
ঘ)২১★
১৩.a+b+c=9;ab+bc+ca=31 হলে;a2+b2+c2= কত?
ক)49
খ)39
গ)29
ঘ)19★
১৪.২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
ক)২০ ডিগ্রি
খ)২২.৫ ডিগ্রি★
গ)২৩ ডিগ্রি
ঘ)২৩.৫ ডিগ্রি
১৫.সতীদাহ প্রথা কবে রহিত হয়?
ক)১৮২৯★
খ)১৮১৯
গ)১৮৩৯
ঘ)১৮৪৯
১৬.বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
ক)চীন
খ)মালয়েশিয়া
গ)ইন্দোনেশিয়া★
ঘ)যুগোশ্লাভিয়া
১৭.নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
ক)১৮ মে ২০১২
খ)১৯ মে ২০১২★
গ)২১ মে ২০১২
ঘ)২২ মে ২০১২
১৮.হিমছড়ি" কোন শহরের নিকট অবস্থিত?
ক)বান্দরবান
খ)কক্সবাজার★
গ)রাঙ্গামাটি
ঘ)চট্রগ্রাম
১৯.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন------
ক)স্টালিন★
খ)লেনিন
গ)রুজভেল্ট
ঘ)হিটলার
২০.অর্কিড কি ধরনের উদ্ভিদ?
ক)মৃতজীবী
খ)মিথোজীবী
গ)পরাশ্রয়ী★
ঘ)কোনটিই নয়
জব সলিউশন টেস্ট-০৩
প্রশ্নের উৎসঃপ্রাশিনি প্রশ্ন পূর্ণমানঃ২০ সময়ঃ২০ মিনিট
১. All into line" idiom. টির অর্থ হচ্ছে---
ক) Disagree.
খ)Honest
গ)Brave
ঘ)Agree★
২.Abolish. শব্দের synonym হচ্ছে---
ক)Perform
খ)Create
গ)Cancel★
ঘ)Generate
৩.কোন বানানটি শুদ্ধ?
ক)Achievment
খ)Achivement
গ)Achievement ★
ঘ)Achevement
৪.you are not amenable---- reason.
ক) From
খ)To★
গ) of
ঘ)into
৫. The man said, "Good morning", my friends."
বাক্যটির indirect speech হবে---
ক)The man bade his friends good morning.
খ)The man wished his friends good morning.★
গ)The man had told his friends good morning.
ঘ)The man wishes his friends good morning.
৬.মৌমাছি' কোন সমাস?
ক)তৎপুরুষ
খ)অব্যয়ীভাব
গ)কর্মধারয়★
ঘ)দ্বিগু
৭.আবক্ষ জলে নেমে স্নান'"-- এককথায় কী হবে?
ক)স্নান
খ)প্রক্ষালন
গ)অবগাহন★
ঘ)পদধৌত
৮.কোনটি নদী শব্দের সমার্থক?
ক)জলধি
খ)পয়োধি
গ)জলধর
ঘ)শৈবলিনী★
৯.ওরা কদম আলী- নাটকটির রচয়িতা কে?
ক)মামুনুর রশীদ★
খ)জোবায়দা খানম
গ)ওবায়েদুল হক
ঘ)নারায়ণ গঙ্গোপাধ্যায়
১০.কোনটি শুদ্ধ বানান?
ক)অন্বেষণ★
খ)অন্বেষন
গ)অন্বেশন
ঘ)অশ্বেশণ
১১.দুইটি রাশির অনুপাত ৭ঃ১২।উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত?
ক)৪৯
খ)৫৪
গ)৫৬★
ঘ)৬০
১২.৯ জন ছাত্ররর বয়সের গড় ১৫ বছর।৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
ক)১৪ বছর★
খ)১৫ বছর
গ)১৬ বছর
ঘ)১৭ বছর
১৩.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মিমি হলে অতিভুজের মান কত?
ক)৫ মিমি★
খ)৬ সেমি
গ)৭সেমি
ঘ)৯ সেমি
১৪.১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
ক)৫০
খ)৪৯.৫
গ)৩৩
ঘ)২৫★
১৫.p এর মান কত হলে 4x2--px+9 একটি পূর্ণবর্গ হবে?
ক)12★
খ)16
গ)10
ঘ)9
১৬.বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
ক)নাটোর
খ)নওঁগা
গ)জয়পুরহাট
ঘ)চাপাইনবাবগঞ্জ★
১৭.বধ্যভুমি স্মৃতিসৌধ,রায়েরবাজার- এর নকশাবিদ কে ছিলেন?
ক)হামিদুর রহমান
খ)ফরিদউদ্দিন আহমেদ ও জামি আল সাফি★
গ)নিতুন কুন্ডু
ঘ)মৃণাল হক
১৮.১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক)নূরুল আমীন
খ)খাজা নাজিমউদ্দিন★
গ)মোহাম্মদ আলী
ঘ)লিয়াকত আলী খান
১৯.আলোর বর্ণ নির্ধারণ করে তার----
ক)বিস্তার
খ)গতিবেগ
গ)তরঙ্গদৈর্ঘ্য★
ঘ)কোনটিই নয়
২০.ব্যবিলনের শুন্য উদ্যান কে গড়ে তুলেছিল?
ক)নেবুচাদ নেজার★
খ)সাইরাস
গ)র্য্মজেজ
ঘ)দারিউস
জব সলিউশন টেস্ট--০৪
প্রশ্নের উৎসঃ২০১৭ সালের সকল প্রশ্নসমুহ
পূর্ণমানঃ২০
সময়ঃ২০ মিনিট
১."ক্ষমার যোগ্য" এর বাক্য সংকোচন---
ক)ক্ষমা
খ)ক্ষমাপ্রার্থী
গ)ক্ষমার্হ ★
ঘ)ক্ষমাপ্রদ
২."সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"--চরণটি কে রচনা করেছেন?
ক)আলাওল
খ)জ্ঞানদাস
গ)গোবিন্দদাস
ঘ)চন্ডীদাস★
৩.বাংলা ভাষায় আরবি থেকে আগত শব্দটি হচ্ছে--
ক)বেগম
খ)গোলাপ
গ)খবর★
ঘ)বাগান
৪.ঘর শব্দটির সমার্থক শব্দ---
ক)সদন★
খ)দহন
গ)আপণ
ঘ)রহণ
৫.শর্বরী" শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক)দিবস★
খ)সুন্দর
গ)শোভা
ঘ)শীতল
৬.গজল ডোবা বাধ" বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত?
ক)পদ্মা
খ)মেঘনা
গ)যমুনা
ঘ)তিস্তা★
৭.টাচস্ক্রীন মোবাইল ফোনের আবিষ্কারক কে?
ক)বিল গেটস
খ)স্টিভ জবস★
গ)চার্লস ব্যাবেজ
ঘ)জর্জ বুল
৮.এ্যাডামস পিক" কোথায় অবস্থিত?
ক)মরক্কোয়
খ)সৌদি আরব
গ)ভারতে
ঘ)শ্রীলংকায়★
৯.তেনজিং ও হিলারী কবে এভারেস্ট এর চূড়ায় পা রাখেন?
ক)১৯৫৩ সালের ২৯ মে★
খ)১৯৫৪ সালের ১৯ ডিসেম্বর
গ)১৯৫৩ সালের ১৯ এপ্রিল
ঘ)১৯৫৪ সালের ২২ ডিসেম্বর
১০.কত সালে "রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ " গঠিত হয়?
ক)১৯৪৮ সালে★
খ)১৯৫২ সালে
গ)১৯৪৯ সালে
ঘ)১৯৪৭ সালে
১১.নীলগিরি" পাহাড় কোথায় অবস্থতি?
ক)সিলেট
খ)বান্দরবান★
গ)রাঙ্গামাটি
ঘ)টেকনাফ
১২.The opposite word of "violence"----
ক)discord
খ)harmony★
গ)sympathy
ঘ)conflict
১৩. The drama "Macbeth" was written by---
ক)G.B. Shaw
খ.William Shakespeare★
গ)Ben johnson
১৪.Taher is annoyed ------ me.
ক)on
খ)with★
গ)against
ঘ)over
১৫.ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা?
ক)BTRC
খ)BRTC
গ)BRTA★
ঘ) BSTI
১৬.আট প্রহর " বাগধারাটির অর্থ কি?
ক)সারা দিনরাত★
খ)অবেলা
গ)দীর্ঘ সময়
ঘ)মধ্যদুপুর
১৭.৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
ক)৬ টি
খ)৮টি
গ)৯টি★
ঘ)১০টি
১৮.যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?
ক)n2
খ)3(n-1)+3
গ)2n+2
ঘ)2n+3★
১৯.৫ টাকায় ২টি দরে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
ক)৮ টি
খ)১০টি★
গ)১২টি
ঘ)১৪ টি
২০.মৌলিক সংখ্যার সেট কিরুপ হবে?
ক)সসীম
খ)অসীম★
গ)সংযোগ
ঘ)ছেদ
জব সলিউশন টেস্ট--০৫
প্রশ্নের উৎসঃ ২০১৬ সালের সকল প্রশ্ন পূর্ণমানঃ২০ সময়ঃ২০ মিনিট
১.শুদ্ধ বানান কোনটি?
ক)শ্রদ্ধাঞ্জলি★
খ)শ্রদ্ধাঞ্জলী
গ)শ্রদ্ধঞ্জলী
ঘ)শ্রদ্বাঞ্জলি
২.কিন্নর শব্দের সন্ধিবিচ্ছেদ হলো---
ক)কিম+নর★
খ)কিম+ণর
গ)কিৎ+নর
ঘ)কিদ্+ নর
৩.আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
ক)মিশর
খ)ইরান
গ)ইরাক
ঘ)সিরিয়া★
৪.উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক)দিনাজপুর
খ)ঢাকা
গ)নরসিংদী★
ঘ)কুমিল্লা
৫.মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
ক)১৫ ডিসেম্বর
খ)১৪ ডিসেম্বর
গ)১৫ আগস্ট
ঘ)১৭ এপ্রিল★
৬.নিচের কোনটি দ্বীপদেশ?
ক)আফগানিস্তান
খ)লিবিয়া
গ)শ্রীলংকা★
ঘ)নেপাল
৭.বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক)ধর্মীয় ঐক্য
খ)ভ্রাতৃত্ববোধ
গ)ঐক্য ও সংহতি★
ঘ)শৃঙ্খলাবোধ
৮.চর্যাপদ "কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক)সনাতন হিন্দু
খ)সহজিয়া বৌদ্ধ★
গ)জৈন
ঘ)হরিজ
৯.অজিন"হচ্ছে--
ক)সাপের খোলস
খ)হরিণের চামড়া★
গ)বাঘের চামড়া
ঘ)কোনোটিই নয়
১০.একাত্তের চিঠি কী?
ক)মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস
খ)মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যগ্রন্থ
গ)মুক্তিযোদ্ধাদের জীবনী গ্রন্থ
ঘ)মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন★
১১.Blue blood" means----
ক)Fresh blood
খ)Aristocratic birth★
গ)Scoundrel
ঘ)none
১২.What is The synonym of" competent "?.
ক)discrete
খ)capable★
গ)prodent
ঘ)Cautious
১৩.Antonym of "enormous ".
ক)tiny★
খ)soft
গ)weak
ঘ)fragile
১৪.which one is incorrect?
ক)It is quarter to eleven.★
খ))It is a quarter to eleven.
গ))It is a quarter of eleven.
ঘ))It is a quarter past eleven.
১৫.একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার।
এর চারিদিকে বেড়া দেওয়া আছে।বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক)120 মিটার
খ)160 মিটার
গ)180 মিটার★
ঘ) 220 মিটার
১৬.একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেমি হলে;
ঐ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
ক)রোড ২ a★
খ)2a
গ)a2
ঘ)2a2
১৭.কতগুলো ঘন্টা একসাথে বাজার পর ১০ সে.১৫ সে.২০সে.এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো।এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
ক)১মি.২০ সে.
খ)১মি.৩০ সে.
গ)৩মি.
ঘ)৫ মি.★
১৮.একজন বিক্রেতা একটি কলম ২০০ টাকায় বিক্রি করলে ২০%লোকসান হয়।যদি সে ১০% লাভ করতে চায়'তবে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে?
ক)২৫০
খ)২৭৫★
গ)৩০
ঘ)কোনোটিই নয়
১৯.৩;৭;১৫;৩১;৬৩...ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
ক)১৪৫
খ)১৩৫
গ)১২৭★
ঘ)১৩০
২০.মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে---
ক)DNA★
খ)RNA
গ)নিউক্লিয়াস
ঘ)সেন্ট্রোমিয়ার
জব সলিউশন টেস্ট--০৬
প্রশ্নের উৎসঃ২০১৪ এবং ২০১৫ সালের সকল প্রশ্নসমুহ
পূর্ণমানঃ২০
সময়ঃ২০ মিনিট
১."জুলমাত" শব্দের অর্থ কি?
ক.অন্ধকার ★
খ.অবিচার
গ.অনাচার
ঘ.অত্যাচার
২."শিউলী মালা"গল্পের লেখক কে?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর
খ.প্রভাতকুমার মুখোপাধ্যায়
গ.কাজী নজরুল ইসলাম ★
ঘ.প্রমথ চৌধুরী
৩.অর্থবাচকতা নেই--
ক.কারকের
খ.উপসর্গের ★
গ.অনুসর্গের
ঘ.ধাতুর
৪."রাজার দুয়ারে হাতি বাধা" দুয়ারে শব্দটি কোন কারক?
ক.করণ
খ.সম্প্রদান
গ.অপাদান
ঘ.অধিকরণ ★
৫.ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে--
ক.হীরক জয়ন্তী ★
খ.সূবর্ণ জয়ন্তী
গ.রজত জয়ন্তী
ঘ.প্লাটিনাম জয়ন্তী
৬.A drawing man------ straw.
ক. catches
খ.catches at.★
গ.catches for.
ঘ. catches after
৭.You should have a limit ------- your demands.
ক.To.
খ.On ★
গ.For
. ঘ.In
৮.The antonym of the word "delete" --- is
ক.Insert ★
খ. Aquit
গ. Contract
. ঘ.Overt
৯.Handy is the synonym of---
ক.Comportable
খ.Necessary
গ.Convenient ★
ঘ.useful ★
১০.বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
ক.হাতিয়া
খ.সেন্টমার্টিন
গ.ভোলা ★
ঘ. সোনাদিয়া
১১.বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক.গাজীপুর ★
খ.ফরিদপুর
গ.চাঁদপুর
ঘ.বরিশাল
১২.বাংলাদেশের দীর্ঘতম দিন--
ক.২১ জুন ★
খ.২২ জুন
গ.২৩ জুন
ঘ.১৯ জুন
১৩.সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি?
ক.মিথেন
খ.ইথেন
গ.প্রোপেন
ঘ.বিউটেন★
১৪.আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
ক.মক্কা
খ.মদিনা
গ.জেরুজালেম ★
ঘ.বাগদাদ
১৫.রেডক্রসের সদর দপ্তর কোথায়?
ক.জেনেভা ★
খ.প্যারিস
গ.নিউইয়র্ক
ঘ.লন্ডন
১৬.বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা বেতন পায়।পূর্বে তার বেতন কত ছিল?
ক.৭৫০০ টাকা
খ.৮৫০০ টাকা ★
গ.৯০০০টাকা
ঘ.৯২০০ টাকা
১৭.২৮ ডিগ্রি কোণের সম্পুরক কোণের পরিমাপ কত ডিগ্রি?
ক ৬২ ডিগ্রি
খ.১১৮ ডিগ্রি
গ.১৫২ ডিগ্রি ★
ঘ.৩৩২ ডিগ্রি
১৮.২ টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২.তবে বড় সংখ্যাটি কত?
ক.৩৬ ★
খ.৩৭
গ.৩৮
ঘ.৪০
১৯.যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে। তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
ক.৮ জন
খ.১০ জন
গ.৪ জন ★
ঘ.৬ জন
২০.৭২০ এর ৬.৫%=কত?
ক.৩৭
খ.৪৬.৮ ★
গ.৫৬.৪
ঘ.৪৯
জব সলিউশন টেস্ট--০৭
প্রশ্নের উৎসঃ২০১২ এবং ২০১৩ সালের সকল প্রশ্নসমুহ
পূর্ণমানঃ২০
সময়ঃ২০ মিনিট
১."দোযখের ওম" গল্পগ্রন্থটি কার রচনা?
ক.আখতারুজ্জামান ইলিয়াস★
খ.হাসান আজিজুল হক
গ.শওকত ওসমান
ঘ.হুমায়ুন আহমেদ
২."রত্নাকর" শব্দটির সন্ধি বিচ্ছেদ--
ক.রত্না+আকর
খ.রত্ন+আকর★
গ.রত্না+কর
ঘ.রত্ন+কর
৩.ব্যকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
ক.ধ্বনিতত্ত্ব
খ.অর্থতত্ত্ব
গ.বাক্যতত্ত্ব
ঘ.রুপতত্ত্ব★
৪."কূপমন্ডুক"--বাগধারাটি দ্বারা কি বোঝায়?
ক.সীমিত জ্ঞানের মানুষ★
খ.সাধারণ মানুষ
গ.বিশ্বাস প্রবণ
ঘ.অলস
৫."সূর্য"---এর প্রতিশব্দ----
ক.সুধাংশ
খ.শশাঙ্ক
গ.বিধু
ঘ.আদিত্য★
৬.what is the opposite meaning of"Striking "?
ক.Spectacular
খ. Excellent
গ. Exquisite
ঘ.Ordinary★
৭.Identify the correct spelling.
ক.Apropriate
খ.Appropriate ★
গ.Aproupriate
ঘ.Aappropriat
৮.The word" diabetic" is-------
ক.a noun
খ. an adjective
গ.both a noun and an adjective ★
ঘ. none
৯.He has been ill------Friday last.
ক.From
খ.in
গ.Since★
ঘ.with
১০.The antonym of "dormant" is---
ক.Horrible
খ. inactive
গ.Tragic
ঘ.Active ★
১১.কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?
ক.কৈবর্ত
খ.অশোক
গ.দিব্য★
ঘ.কানু কৈবর্ত
১২.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়---
ক.১৯৪৭ সালে
খ.১৯৪৮ সালে★
গ.১৯৫০ সালে
ঘ.১৯৫২ সালে
১৩.তিব্বতের মানস সরোবর হ্রদ হতে উৎপন্ন --
ক.সুরমা
খ.তিস্তা
গ.ব্রহ্মপুত্র★
ঘ.পদ্মা
১৪.স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়া নিউগিনি অধীনে ছিল---
ক.ব্রিটেনের
খ.ফ্রান্সের
গ.নিউজিল্যান্ডের
ঘ.অস্ট্রেলিয়ার★
১৫.বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক.নিউটন
খ.হকিংস
গ.হেনরিখ মার্জ
ঘ.জেমস ওয়াট★
১৬.একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে;এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং 2 মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
ক.12 মিটার★
খ.10মিটার
গ.9 মিটার
ঘ.16 মিটার
১৭.একটি রাশি অপর রাশির ৬৪% হলে,রাশি দু"টির অনুপাত কত?
ক.২০ঃ২৫
খ.১৬ঃ২৫★
গ.১৫ঃ২০
ঘ.২৫ঃ৩০
১৮.কোনো চতুর্ভুজে দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে-----
ক.রম্বস
খ.সামন্তরিক
গ.ট্রাপিজিয়াম★
ঘ.আয়তক্ষেত্র
১৯.৭ জন শ্রমিক ৭ দিনে ৭ টি রিকশা তৈরি করতে পারে।৫ জন শ্রমিকের ৫টি রিকশা তৈরি করতে কতদিন লাগবে?
ক.১ দিন
খ.৫ দিন
গ.৭ দিন★
ঘ.৩৫ দিন
২০.বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে; চালের দাম শতকরা কত কমেছে?
ক.২০%
খ.২৫%
গ.১৬.৬৬%★
ঘ.১৮.৬৬%
জব সলিউশন টেস্ট--০৮
প্রশ্নের উৎসঃ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সকল প্রশ্নসমুহ
পূর্ণমানঃ২০
সময়ঃ২০ মিনিট
১.সত্তরের দশকের একজন কবির নাম--
ক.আবুল হাসান
খ.রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ★
গ.আবু কায়সার
ঘ.মোহাম্মদ রফিক
২.অক্টোপাস" উপন্যাস কার রচনা?
ক.সৈয়দ শামসুল হক
খ.শওকত ওসমান
গ.শামসুর রহমান★
ঘ.সেলিনা হোসেন
৩."দাখিলা" শব্দের অর্থ---
ক.মাদ্রাসার পরীক্ষা
খ.দখলদার
গ.খাজনার রশিদ★
ঘ.অন্যের জমি দখল
৪.সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা---
ক.সংবর্ধনা
খ.অভিনন্দন
গ.প্রত্যুদগমন★
ঘ.কোনোটিই নয়
৫."খাস তালুকের প্রজা" প্রবাদটির অর্থ হলোঃ
ক.নিঃস্ব ব্যক্তি
খ.সৎ ব্যক্তি
গ.তোষামোদকারী
ঘ.খুব অনুগত ব্যক্তি★
৬.All at once" means---
ক.quickly
খ.slowly
গ.Suddenly★
ঘ.Grandually
৭.Choose the correct sentenceঃ
ক.He was hunged for murder
খ.He has been hunged for murder
গ.He was hanged for murder★
ঘ.He has been hanging for murder
৮. A la mode" means--
ক.according to the current fashion.★
খ.out of mood
গ.in the menu
ঘ.way of doing
৯.which word is opposite of" contraction"?
ক.Connection
খ.Expansion★
গ.opposite
ঘ.Shrinking
১০.He is jealous -------my fame.
ক.on
খ.for
গ.of★
ঘ.with
১১.সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদবিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয়---
ক.পূরক কোণ
খ.শিরঃকোণ★
গ.সন্নিহিত কোণ
ঘ.সম্পূরক কোণ
১২.একটি ধনাত্নক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়।সংখ্যাটি কত?
ক.১১
খ.১০★
গ.২০
ঘ.১৫
১৩.একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়।ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক.লাভ ১০ টাকা
খ.ক্ষতি ১০%
গ.লাভ ৬০ টাকা
ঘ.লাভ ১০%★
১৪.ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণ এর পরিমাণ কত ডিগ্রি?
ক.৩০ ডিগ্রি
খ.৬০ ডিগ্রি★
গ.৭০ ডিগ্রি
ঘ.৮০ ডিগ্রি
১৫.১০টি সংখ্যার যোগফল ৪০০।এদের প্রথম ৬টির গড় ৪০ এবং শেষ ৬ টির গড় ৩০।ষষ্ঠ সংখ্যাটি কত?
ক.২০
খ.৩০
গ.৪০
ঘ.কোনোটিই নয়★
১৬.জাতীয় সংসদের প্রতীক কি?
ক.চারিদিকে ধান গাছ বেষ্টিত নৌকা
খ.শাপলা★
গ.পাটগাছ
ঘ.কোনো প্রতীক নেই
১৭.১০ নং ডাউনিং স্ট্রীট কী?
ক.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন
খ.ফরাসী প্রেসিডেন্টের বাসভবন
গ.ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন★
ঘ.রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন
১৮.নিচের কোন নদীটিতে জোয়ার ভাঁটা হয় না?
ক.পদ্মা
খ.কর্ণফুলী
গ.নাফ
ঘ.গোমতী★
১৯.ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম--
ক.কান্দি
খ.নান্দি
গ.মান্দি★
ঘ.তান্দি
২০.ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
ক.ওয়ার্ডপ্রসেসিং
খ.প্রোগ্রামিং
গ.ডাটাবেস★
ঘ.কোনোটিই নয়
জব সলিউশন টেস্ট-০৯
পূর্ণমানঃ২০
সময়ঃ২০ মিনিট
১." রাজা উজির মারা" এর সঠিক অর্থ কি?
ক.রাজা উজিরকে মেরে ফেলা
খ.এদিক ওদিক বলা
গ.যা নয় তাই বলা
ঘ.লম্বা চওড়া কথা বলা★
২."অনুকরণ করার ইচ্ছা---
ক.অনুচিকীর্ষু
খ.অপচিকীর্ষা
গ.অনুচিকীর্ষা★
ঘ.উপচিকীর্ষু
৩.আধুনিক বাঙ্গালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃত---
ক.মীর মশাররফ হোসেন★
খ.ইসমাইল হোসেন সিরাজী
গ.গোলাম মোস্তফা
ঘ.মোজাম্মেল হক
৪.কোনটি নজরুলের রচনা?
ক.শিশু ভোলানাথ
খ.লীলাবতী
গ.চোখের চাতক★
ঘ.বালুচর
৫.বিদেশী শব্দ নয়--
ক.সাদা
খ.পানি
গ.রুমাল
ঘ.গঞ্জ★
৬.we are proud -------our nobel lauteate prof. Dr. Muhammad Yunus.
ক.To
খ.in
গ.on
ঘ. of★
৭.I hope to meet you---- in january.
ক.Sometimes
খ.Somewhat
গ.Something
ঘ.Sometime ★
৮.The Good earth" has been written by----
ক.Virginia wolf
খ.George Eluot
গ.Charles Dickens
ঘ. Pearl S. Buck★
৯.একটি মাছ ২৫% লাভে বিক্রি করা হলে উহার ক্রয়মুল্য ও বিক্রয়মুল্যের অনুপাত কত?
ক.৫ঃ৬
খ.৪ঃ৬
গ.৪ঃ৫★
ঘ.৪ঃ৩
১০.৪ টাকায় ১ টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রি করলে ২০% লাভ হবে?
ক.৫টি★
খ.৬টি
গ.৪টি
ঘ.৩টি
১১.কোন পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়,৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করে।উভয় বিষয়ে ফেল করে কত জন?
ক.১০ জন
খ.১৫ জন
গ.২৫ জন
ঘ.২০ জন★
১২.২০ থেকে ১০০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে?
ক.১৭টি★
খ.১৫টি
গ.১৩টি
ঘ.১১টি
১৩.৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ৩।ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
ক.৫০ লিটার
খ.৬০ লিটার
গ.৭০ লিটার
ঘ.৮০ লিটার★
১৪.বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় ---
ক.১৮৫৫
খ.১৮৬৫
গ.১৯৫৫★
ঘ.১৯৬৫
১৫.বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন?
ক.৩১
খ.৩২
গ.৩৩
ঘ.৩৪★
১৬.রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক.১৯৪৮
খ.১৯৫০
গ.১৯৫৩★
ঘ.১৯৫২
১৭.জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক.১৯৪৮
খ.১৯৫০
গ.১৯৫৪★
ঘ.১৯৫২
১৮.ভয় পেলে গায়ের রোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
ক.অ্যাডরেনালিন★
খ.থাইরক্সিন
গ.গ্লুকাগন
ঘ.ইনসুলিন
১৯.গ্যালভানাইজেশনের কাজে ব্যবহৃত হয় কোন ধাতু?
ক.জিংক★
খ.কপার
গ.সিলভার
ঘ.অ্যালুমিনিয়াম
২০.ঘানা এর প্রধান ভাষা কী?
ক.মেন্ডি
খ.স্প্যানিশ
গ.ইংরেজি
ঘ.হাউসা★

গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
★ ১ম জাতীয় সংসদ নির্বাচন= ৭ মার্চ ১৯৭৩
★ ১ম রাষ্ট্রপতি নির্বাচন= ৮ এপ্রিল ১৯৭৩
★ ১ম সিটি কর্পোরেশন নির্বাচন= ১৯৯৪
★ ১ম উপজেলা নির্বাচন= ১৯৮৫
★ ১ম পৌরসভা নির্বাচন= ১৯৭৩
★ ১ম ইউনিয়ন পরিষদ নির্বাচন= ১৯৭৩

ঢাকা হতে দেশের সব কয়টি জেলার দূরত্ব জেনে নিন।

ঢাকা হতে দেশের সব কয়টি 
জেলার দূরত্ব জেনে নিন। 
♻️১| নারায়ণগন্জ ------------ ১৭ কিঃমিঃ
♻️২| মুন্সি গন্জ --------------- ২৭ কিঃমিঃ
♻️৩| মানিক গন্জ ------------৬৪কিঃমিঃ
♻️৪| গাজীপুর ------------------৩৭ কিঃমিঃ
♻️৫| নরসিংদী ------------------৫২কিঃমিঃ
♻️৬| ময়মনসিংহ -------------১২২কিঃমিঃ
♻️৭| কিশোর গন্জ ------------১০২ কিঃমিঃ
♻️৮| নেত্রকোণা ----------------১৫৯কিঃমিঃ
♻️৯| টাংগাইল -----------------৯৮কিঃমিঃ
♻️১০| জামালপুর -------------১৮৭ কিঃমিঃ
♻️১১| শেরপুর -----------------২০৩ কিঃমিঃ
♻️১২| ফরিদপুর ---------------১৪৫ কিঃমিঃ
♻️১৩| মাদারীপুর ------------২২০কিঃমিঃ
♻️১৪| গোপালগন্জ ---------২৩২ কিঃমিঃ
♻️১৫| রাজবাড়ি-------------- ১৩৬কিঃমিঃ
♻️১৬| শরিয়তপুর -----------২৩৮ কিঃমিঃ
♻️১৭| চট্টগ্রাম -----------------২৬৪ কিঃমিঃ
♻️১৮| কক্সবাজার------------ ৪১৪ কিঃমিঃ
♻️১৯| নোয়াখালী ----------- ১৯১কিঃমিঃ
♻️২০| লক্ষীপুর ---------------২১৬ কিঃমিঃ
♻️২১| ফেনী -------------------১৫১ কিঃমিঃ
♻️২২| কুমিল্লা ----------------৯৭ কিঃমিঃ
♻️২৩| চাঁদপুর ----------------১৬৯ কিঃমিঃ
♻️২৪| ব্রাক্ষণবাড়ীয়া---------১২৭ কিঃমিঃ
♻️২৫| সিলেট----------------- ২৭৮কিঃমিঃ
♻️২৬| সুনামগন্জ---------- ৩৪৬কিঃমিঃ
♻️২৭| মৌলভীবাজার ----- ২১৪কিঃমিঃ
♻️২৮| হবিগন্জ-------------- ১৭৯কিঃমিঃ
♻️২৯| রাংগামাটি------------৩৪০কিঃমিঃ
♻️৩০| খাগড়াছড়ি------------২৭৫ কিঃমিঃ
♻️৩১| বান্দরবান--------------৩৩৮ কিঃমিঃ
♻️৩২| রাজশাহী---------------২৭২ কিঃমিঃ
♻️৩৩| নওগাঁ------------------ ২৮৩কিঃমিঃ
♻️৩৪| চাঁপাইনবাবগন্জ----৩২০ কিঃমিঃ
♻️৩৫| নাটোর----------------- ২২৩ কিঃমিঃ
♻️৩৬| পাবনা----------------- ১৬১কিঃমিঃ
♻️৩৭| সিরাজগন্জ---------- ১৪২ কিঃমিঃ
♻️৩৮| বগুড়া------------------ ২২৮কিঃমিঃ
♻️৩৯| জয়পুরহাট------------২৮০ কিঃমিঃ
♻️৪০| রংপুর------------------ ৩৩৫ কিঃমিঃ
♻️৪১| গাইবান্ধা---------------৩০১ কিঃমিঃ
♻️৪২| কুড়িগ্রাম---------------৩৯৪কিঃমিঃ
♻️৪৩| লালমনিরহাট-------৩৯০কিঃমিঃ
♻️৪৪| দিনাজপুর--------------৪১৪ কিঃমিঃ
♻️৪৫| নীলফামারী----------৩৯৬কিঃমিঃ
♻️৪৬| পঞ্চগড়----------------৪৯৪ কিঃমিঃ
♻️৪৭| ঠাকুরগাঁও-------------৪৫৯ কিঃমিঃ
♻️৪৮| খুলনা---------------- ৩৩৫ কিঃমিঃ
♻️৪৯| বাগেরহাট -----------৩৭০ কিঃমিঃ
♻️৫০| সাতক্ষীরা------------৩৪৩ কিঃমিঃ
♻️৫১| যশোর-----------------২৭৩ কিঃমিঃ
♻️৫২| মাগুড়া-----------------২০১ কিঃমিঃ
♻️৫৩| নড়াইল-------------- ৩০৭কিঃমিঃ
♻️৫৪| কুষ্টিয়া------------------২৭৭কিঃমিঃ
♻️৫৫| ঝিনাইদহ--------------২২৮ কিঃমিঃ
♻️৫৬ |চুয়াডাংগা-------------২৬৭ কিঃমিঃ
♻️৫৭| মেহেরপুর------------- ২৯৬ কিঃমিঃ
♻️৫৮| বরিশাল---------------২৭৭ কিঃমিঃ
♻️৫৯| ঝা্লকাটি-------------২৯০ কিঃমিঃ
♻️৬০| পিরোজপুর-----------৩০৪ কিঃমিঃ
♻️৬১| ভোলা------------------৩১৭কিঃমিঃ
♻️৬২| পটুয়াখালী------------৩১৯ কিঃমিঃ
♻️৬৩| বরগুনা----------------৩৬১ কিঃমিঃ
কমেন্ট করতে ভু্লবেনা কে
কত নাম্বরে আছেন...?

কারক ও বিভক্তি মনে রাখার কৌশল

★কারক ও বিভক্তি মনে রাখার কৌশল:
 
 কারক ৬ প্রকার: 
১. কর্তৃকারক;
২. কর্মকারক;
৩. করণকারক;
৪. সম্প্রদান কারক;
৫. অপাদান কারক; এবং
৬. অধিকরণ কারক।
................................................................
১।কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।
👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।

২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।

৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়।
👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।

৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি।
👊মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকের মত কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।

৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।

৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
👊মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়।

বিভক্তি মনে রাখার উপায়:

বাংলায় বিভক্তি সাত প্রকার।
প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক ।
চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।
পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ।
ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে।