Showing posts with label bcs general knowledge. Show all posts
Showing posts with label bcs general knowledge. Show all posts

সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হয়? উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে।

১। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হয়? উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে। 
২। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান কবে? উত্তরঃ ১৮৯৩ খ্রিস্টাব্দে। 
৩। আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় কবে? উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে। 
৪। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম হয়? উত্তরঃ ১৮৯৯ সালে। 
৫। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী হয়- উত্তরঃ ১৯০৫ সালে। 
৬। চর্যাপদ আবিষ্কৃত হয় কবে? উত্তরঃ ১৯০৭ সালে। 
৭। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? উত্তরঃ ১৯১১ সালে। 
৮। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়- উত্তরঃ ১২০৪ সালে। 
৯। ওয়াটার লুর যুদ্ধ হয়- উত্তরঃ ১৮১৫ খ্রিস্টাব্দে। 
১০। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণ করা হয় কত সালে? উত্তরঃ ১৮৩১ সালে। 
১১। কম্ববাসের আমেরিকা আবিষ্কার হয়- উত্তরঃ ১৪৯২। 
১২। ভাস্কো ডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার হয়- উত্তরঃ ১৪৯৮ সালে। 
১৩। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? উত্তরঃ ১৫২৬ সালে। 
১৪। পানি পথের ৩য় যুদ্ধ হয়? উত্তরঃ ১৭৬১ সালে। 
১৫। বক্সারের যুদ্ধ হয়- উত্তরঃ ১৭৬৪ সালে।

Update General Knowledge For Job Preparation - আপডেট তথ্য

Update General Knowledge For Job Preparation - আপডেট তথ্য 


১।বর্তমানে ধান উৎপাদনে শীর্ষ দেশ
- চীন (বাংলাদেশ- ৩য়)
চাল উৎপাদনে শীর্ষ দেশ- 
-চীন (বাংলাদেশ- ৪র্থ
চাল রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত
চাল আমদানিতে শীর্ষ দেশ- 
চীন (বাংলাদেশ - ২য়)


২। ষষ্ঠ আদমশুমারি হয় 
 ২৪-৩০ ডিসেম্বর, ২০২১।
স্বাধীন বাংলাদেশে 
প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে।
 ১৯৮১ সালে দ্বিতীয়, 
১৯৯১ সালে তৃতীয়, 
২০০১ সালে চতুর্থ এবং 
২০১১ সালে পঞ্চম জনশুমারী অনুষ্ঠিত হয়।


৩। দেশের নবনিযুক্ত (২৩ তম) প্রধান বিচারপতি হতে যাচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী।


৪। জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান।


৫। প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করেছে নাসার সৌরযান "পার্কার"।


৬। ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।
সূত্র : Centre for Economic & Business Research


21. Name of the robot sent by China to Mars?
Ans: Zhurong.

22. Which Arab country recognized diplomatic relations with Israel on 10th December 2021?
Ans: Morocco.

23. Which country invented the advanced military drone 'Akinci'?
Ans: Turkey.

24. First Muslim and first women chairperson of International Press Institute? 
Ans: Khadija Patel(South Africa)

25. Which country adopts checkbook diplomacy?
Ans: China.

26. Aramco Oil Company located-
Ans: Saudi Arabia.

27. Largest recipients of Foreign Direct Investment(FDI)? 
Ans: The United States.

28. Largest investor of FDI?
Ans: China.

29. Which country has invested the most in Bangladesh in 2020?
Ans: Netherlands. 

30. Which country performs the best progress towards achieving all 17 SDGs?
Ans: Finland.

31. Rank of Bangladesh to achieve all 17 SDGs?
Ans: 19th

32. Top recipient of foreign remittances?
Ans: India. ( Bangladesh=7th).

33. Bangladesh in global hunger index 2021?
Ans: 76th

34. Ranked top in Press Freedom Index?
Ans: Norway.

35. Bangladesh in national cyber Security index 2021?
Ans: 38th. ( lowest south Sudan)

36. Which country has the smallest gender gap according to the Gender gap index 2021?
Ans: Iceland ( Bangladesh 65).

37. Bangladesh in the Military Strength Ranking 2021?
Ans: 45th.

38. Largest garments manufacturer in the world?
Ans: China(Bangladesh 3rd).

39. Which country hosts the largest number of refugees?
Ans: Turkey.

40. Strongest passport in Henley Passport Index October 2021?
Ans: Japan & Singapore.

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২


১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

বঙ্গবন্ধ-২  স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।

২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।

৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।

৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।

৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ 'ন্যায়কণ্ঠ'।

৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।

৭.. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।

৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :

হাভিয়ের কাবরেরা (স্পেন)।

৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম 'রিহলা'। 

১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য 'আইসিটি পণ্য ও সেবা'। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো 'চামড়া ও চামড়াজাত দ্রব্য'।

১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম।

১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে - ২৪ তম।

১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।

১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম - স্ফুলিঙ্গ।

১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।

১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট "STAR" (The Smart Tissue Autonomous Robot)

১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ - শাহিন শাহ আফ্রিদি।

১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসান্তারা' (অবস্থান - বোর্নিও দ্বীপে)𑅁

২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১

২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভির' বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম - 'এমোরিভির ২০০

২২. ১ম বার 'Indian Ocean Rim Association' (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।

২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।

২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

২৫. 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।

২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য  চলচ্চিত্র - "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়।

পরিচালক 

- রেজওয়ান শাহরিয়ার।

২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর 

- ২০১৫-১৬

২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ

 - চীন।

২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে 'Fintech Ecosystem Development Corporation'.

৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।

৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২

১। রা‌শিয়া ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।

২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)---২৮ ফেব্রুয়ারি ২০২২।
৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
৪। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।
৫। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম--ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।
৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য
১০। 'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- ২ মার্চ ২০২২
১১। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর "গ্রামীণফোন"(৭ মার্চ ২০২২)।
১২। E-Sim=Embedded Subscriber Identity Module.
১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
১৪। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
১৭। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।
১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে - চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--মিশর
২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- সংযুক্ত আরব আমিরাত।
২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান - ১০৫ তম।
২৩। বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ ।
২৪। দুটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে - নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায়।
২৫। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।
২৬। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন - ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’
২৭। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ।
ইউক্রেনের মুদ্রা ---হ্রিভনিয়া
ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট-ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি
রা‌শিয়া ক‌বে এবং কোন দে‌শের কাছ থে‌কে ক্রি‌মিয়া দখল ক‌রে নেয়? - ২০১৪ সা‌লে ,ইউক্রে‌নের কাছ থে‌কে।
চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ---ইউক্রেন ও বেলারুশ সীমান্তে
কমলা বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয় = ইউক্রেনে (২০০৪ সালে)
ইউক্রেনের অবস্থান = পূর্ব ইউরোপ

স্বাধীনতা পুরস্কার-২০২২ #BCS #Bank_Job #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতি



🔺🔺এক নজরে “স্বাধীনতা পুরস্কার ২০২২”-

✅‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ পাচ্ছেন-১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।

#স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) এবং সিরাজুল হক (মরণোত্তর)।

#চিকিৎসাবিদ্যায়- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। 

#সাহিত্যে- মো. আমির হামজা (মরণোত্তর)।

#স্থাপত্যে- স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন (মরণোত্তর)। 

#গবেষণা ও প্রশিক্ষণে- ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ’।

 স্বাধীনতা পুরস্কার-২০২২ #BCS #Bank_Job #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতি:




#BCS #BANK #OTHER_Job চলুন আজ ইউক্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই।।

 #BCS #BANK #OTHER_Job

চলুন আজ ইউক্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই।।

বি.দ্রঃ-করোনা মহামারী ক্ষতিগ্রস্ততার জন্য চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি হোক - সকলেই ঐক্যবদ্ধ হোন।। 

_______________________________

১.ইউক্রেন শব্দটির অর্থ 'প্রান্ত-ভূমি' বা

'সীমান্তবর্তী অঞ্চল' (Border Region )

২.পূর্বতন সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ পশ্চিম

প্রান্তের একটি প্রজাতন্ত্র ছিল ইউক্রেন।

আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি

ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র

৩.ইউক্রেনের পর্বতমালার নাম লেখ

ইয়াল্টা।

৪.ইউক্রেনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

মাউন্ট গোভেরলা।

৫ ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলে?

ইউক্রেনকে।

৬.সাত সমুদ্রের বন্দর কাকে বলে?

>ওডেসাকে।

৭.পঞ্চ সাগরের বন্দর কাকে বলে?> মস্কো

কে।

৮.ইউক্রেনের প্রধান কৃষিজ ফসল কোনটি?>গম।

৯.কাকে চিনির ব্যাগ বলা হয়?>কিয়েভ

শহরকে।

১০.পৃথিবী বিখ্যাত ট্রাক্টর তৈরীর

কারখানা কোথায় আছে?

>ইউক্রেনের ভোলগাগার্ডে।

১১.ইউক্রেনের কোন অঞ্চল কয়লা খনির জন্য

বিখ্যাত?

>ডোনেৎস উপত্যকা।

১২.ইউক্রেনের শ্রেষ্ঠ বন্দর কোনটি

ওডেসা।

১৩.ইউক্রেনের রাজধানীর নাম কি

>কিয়েভ।

১৪.ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের কোন

দিকে অবস্থিত

>দক্ষিণ-পশ্চিমে।

১৫.ইউক্রেনের প্রধান ও দীর্ঘতম নদীর নাম

কি?

>নিপার।

১৬.ইউক্রেনের প্রধানতম সম্পত্তির নাম কি

>কয়লা।

১৭.ওডেসা বন্দরটি কোথায় অবস্থিত?

কৃষ্ণ সাগরের।

১৮.ইউক্রেনের উত্তর দিকে বেলারুশ

সীমান্তে যে জলাভূমি অবস্থিত সে গুলি

কি নামে পরিচিত?

প্রিপেট।

১৯.ইউক্রেনের প্রধান শিল্প কি?

লৌহ ইস্পাত শিল্প।

২০.কোন অঞ্চল সোভিয়েত শহরগুলির জননী

নামে খ্যাত ছিল?

>কিয়েভ।

২১.ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ; মানব উন্নয়ন

সূচকে এর অবস্থান বিশ্বে ৭৪তম

২২.১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক

সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে

স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেন৷

২৩.মোট সাতটি দেশ আর দুটি সাগরের সঙ্গে

সীমানা রয়েছে ইউক্রেনের৷

২৪.বাইরের বিশ্বের কাছে সবচেয়ে বেশি

পরিচিত ইউক্রেনীয় লেখক আন্দ্রেই কুরকোভ

২৫.জনসংখ্যা সাড়ে চার কোটির একটু বেশি৷

২৬.প্রেসিডেন্ট ঃ ভলোদিমির

জেলেনেস্কি

২৭.প্রধান ধর্মঃ খ্রিষ্টধর্ম

২৮.ইউক্রেনের আইনসভার নাম -ভেরখোভনা

রাদা

(Verkhovna Rada)

২৯.বর্তমান প্রধানমন্ত্রী ঃডেনিস

সিমিহাল

৩০.মূদ্রাঃ ইউক্রেনীয় হ্রিভনিয়া

৩১.দাপ্তরিক ভাষা : ইউক্রেনীয়।

জাতিগোষ্ঠী : ইউক্রেনীয় ৭৭.৮ শতাংশ, রুশ

১৭.৩ শতাংশ, অন্যান্য ৪.৯ শতাংশ।

বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাল এক সাথে

এই সাল কয়টা মুখস্ত করেন ২-৫ মার্ক সব সময় মানিব্যাগে বা ওয়ালেটে থাকবে আপনার । এবং শেয়ার করে রাখেন কারন #প্রাইমারী/#নিবন্ধন তে ৩ মার্ক কমন থাকবে। 

 বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাল এক সাথে

১. দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ

⇒ ১৭৬৫;

২. ছিয়াত্তরের মন্বন্তর

⇒ ১৭৭০;

৩. আমেরিকার স্বাধীনতা লাভ

⇒ ১৭৭৬ ;

৪. ফরাসি বিপ্লব

⇒ ১৭৮৯;

৫. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা

⇒ ১৮০০;

৬. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু

⇒ ১৮০১ ;

৭. ওয়াটার লুর যুদ্ধ

⇒ ১৮১৫ ;

৮. লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু

⇒ ১৮২৯;

৯. তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান

⇒ ১৮৩১;

১০. লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু

⇒ ১৮৫৩;

১১. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়

⇒ ১২০৪ সালে;

১২. ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা

⇒ ১৪৫৯;

১৩. কম্ববাসের আমেরিকা আবিষ্কার

⇒ ১৪৯২;

১৪. ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার

⇒ ১৪৯৮ ;

১৫. পানি পথের ১ম যুদ্ধ

⇒ ১৫২৬;

১৬. বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ

⇒ ১৫৫৬;

১৭. সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী

⇒ ১৬১০ ;

১৮. পলাশীর যুদ্ধ

⇒ ১৭৫৭ সালে;

১৯. পানি পথের ৩য় যুদ্ধ

⇒ ১৭৬১ ;

২০. বক্সারের যুদ্ধ

⇒ ১৭৬৪;

২১. লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ ⇒ ১৮৫৬;

২২. বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু

⇒ ১৮৫৭ সালে;

২৩. নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ

⇒ ১৮৬০;

২৪. রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু

– ১৮৬১ ;

২৫. বাংলাদেশে রেল চালু

⇒ ১৮৬২;

২৬. যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি

⇒ ১৮৬৩ ;

২৭. বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত

⇒ ১৮৬৫;

২৮. রোকেয়ার জন্ম

⇒ ১৮৮০;

২৯. পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান

⇒ ১৮৯৩ ;

৩০. আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু

⇒ ১৮৯৬ ;

৩১. কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম

⇒ ১৮৯৯ ;

৩২. নোবেল পুরস্কার দেওয়া শুরু

⇒ ১৯০১;

৩৩. বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী

⇒ ১৯০৫ সালে;

৩৪. মুসলীম লীগ প্রতিষ্ঠিত

⇒ ১৯০৬ সালে;

৩৫. চর্যাপদ আবিষ্কৃত

⇒ ১৯০৭ সালে;

৩৬. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত

⇒ ১৯০৯ সালে;

৩৭. গীতাঞ্জলি প্রকাশ

⇒ ১৯১০;

৩৮.বঙ্গভঙ্গ রদ

⇒ ১৯১১ সালে;

৩৯. টাইটানিকের ডোবা

⇒ ১৯১২ ;

৪০. গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু

⇒ ১৯১৩;

৪১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৪;

৪২. চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি ⇒ ১৯১৬;

৪৩. লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র)

⇒ ১৯১৭;

৪৪. প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ

⇒ ১৯১৮ ;

৪৫. লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড

⇒ ১৯১৯ ;

৪৬. বঙ্গবন্ধুর জন্ম

⇒ ১৯২০;

৪৭. কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন

⇒ ১৯২৩;

৪৮. মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা

⇒ ১৯২৬ ;

৪৯. শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ

⇒ ১৯২৭;

৫০. আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার

⇒ ১৯২৮ ;

৫১. বিশ্বকাপ ফুটবল শুরু

⇒ ১৯৩০ ;

৫২. ২য় বিশ্বযুদ্ধ শুরু

⇒ ১৯৩৯;

৫৩. শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন

⇒ ১৯৪০ সালে;

৫৪. রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ

⇒ ১৯৪১;

৫৫. পঞ্চাশের মন্বন্তর

⇒ ১৯৪৩ ( বাংলা ১৩৫০);

৫৬. বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে

⇒ ১৯৪৪ ;

৫৭. ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব ⇒ ১৯৪৫;

৫৮. ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু

⇒ ১৯৪৭ সালে;

৫৯. আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন

⇒ ১৯৪৮;

৬০. আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা ⇒ ১৯৪৯;

৬১. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা

⇒ ১৯৫০ ;

৬২. ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা

⇒১৯৫২ সালে;

৬৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম)

⇒ ১৯৫৩ ;

৬৪. যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি

⇒ ১৯৫৪;

৬৫. বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ ⇒ ১৯৫৫;

৬৬. মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান

⇒ ১৯৫৬;

৬৭. বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ ⇒ ১৯৫৭ ;

৬৮. পাকিস্তানে সামরিক অবস্থা জারি

⇒ ১৯৫৮ ;

৬৯. বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু

⇒ ১৯৬০;

৭০. শিক্ষা আন্দোলন- ১৯৬২ ;

৭১. বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন

⇒ ১৯৬১ ;

৭২. ছয়দফা পেশ

⇒ ১৯৬৬ সালে;

৭৩. আগরতলা মামলা

⇒ ১৯৬৮ সালে;

৭৪. গণঅভ্যুত্থান

⇒ ১৯৬৯ সালে;

৭৫. স্বাধীন বাংলাদেশ

⇒ ১৯৭১ সালে;

৭৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

⇒ ১৯৭২;

৭৭. ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি

⇒ ১৯৭২;

কালেক্টেড

২০২১ সালের বিভিন্ন সমীক্ষার আপডেট তথ্য

 ২০২১ সালের বিভিন্ন সমীক্ষার আপডেট তথ্য

—————————————————

১।মাথাপিছু আয়ে শীর্ষ দেশ : 

=লুক্সেমবার্গ (১,১৮,০০১ মা.ডলার)।

২।মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ : 

=বুরুন্ডি (৭৬০ মার্কিন ডলার)।

৩।সার্কভুক্ত রাষ্ট্রে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ : 

=মালদ্বীপ (১৯৬০৯ মার্কিন ডলার)

৪।মাথাপিছু আয়ে বাংলাদেশ বিশ্বে : 

=১৪০তম; সার্কে-৫ম।

৫।বিশ্বে বসবাসযোগ্য শীর্ষ শহর 

=অকল্যান্ড, নিউজিল্যান্ড।

৬।বিশ্বে বসবাসে শীর্ষ অযোগ্য শহর : 

দামেস্কো, সিরিয়া।

৭।বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান : =১৪০টি দেশের মধ্যে ১৩৭তম।

৮।টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ : 

ফিনল্যান্ড।

৯।টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ 

=মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

১০।টেকসই উন্নয়ন প্রতিবেদনে ঢাকার অবস্থান

 =১৬৫টি দেশের মধ্যে ১০৯তম।

১১।বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ 

=আইসল্যান্ড।

১২।বৈশ্বিক শান্তিসূচকে সর্বনিম্ন দেশ

 =আফগানিস্তান।

১৩।বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান 

=১৬৩টি দেশের মধ্যে ৯১ তম।

১৪।নিরাপদ পরিবেশে পোশাক উৎপাদনে শীর্ষ দেশ : 

=তাইওয়ান, ২য় বাংলাদেশ।

আজকের The Daily Star Vocabulary | 25-06-2021

আজকের The Daily Star  Vocabulary | 25-06-2021






1. looming = আসন্ন

2. monsoon = মৌসুমি বায়ু, মৌসুমি বায়ু

3. perceptive = বোধগম্য,অনুভবক্ষম

4. spontaneous = স্বতঃস্ফূর্ত,স্বাভাবিক

5. tirelessly = অক্লান্তভাবে,নিরলসভাবে

6. irreplaceable = অপূরণীয়

7. breed = বংশবৃদ্ধি করা,সন্তান,শাবক

8. strained = ছাঁকা

9. stagnant = নিশ্চল

10. menace = ভয়, আতঙ্ক (Scare, Fear)

11. entrenched = দুরূহ,পরীক্ষা দ্বারা সুরক্ষিত করা

12. brazen = নির্লজ্জ,বেহায়া

13. fluke = অপ্রত্যাশিত সাফল্য

14. anomalies = ব্যতিক্রমসমূহ

15. possession = অধিকার, দখল

16. audacity = অদম্য সাহস, স্পর্ধা

17. loopholes = সমস্যা

18. pleaded = আত্মসমর্থন করা, স্বপক্ষে

19. tangible = বাস্তব

20. compulsion = বাধ্যবাধকতা

21. charade = হেঁয়ালি

22. nightmares = দুঃস্বপ্ন

23. sicken = পীড়িত করান

24. stockpiles = মজুদ

25. pharmaceutical = ঔষধপ্রস্তুতের বিদ্যা সংক্রান্ত

26. dither = কাঁপা

27. worldview = বিশ্ব দৃষ্টিভঙ্গি

28. communal = সাম্প্রদায়িক

29. undermining = নষ্ট

30. irrefutable = অকাট্য

31. emboldens = উৎসাহিত করা বা সাহসী করা

32. intolerance = অসহিষ্ণুতা, অক্ষমা

33. temptations = প্রলোভন

34. alienated = বিচ্ছিন্ন

35. dreadful = বিরক্তিকর (Annoying)

36. altruism = উপকারসাধন,পরার্থবাদ,পরার্থপরতা

37. predicament = বিপজ্জনক অবস্থা, বিধেয়

38. ubiquitous = সর্বব্যাপী

39. procurement = সংগ্রহ,আসাদন

///

Mahade Hasan Sunny

জাতীয় সংবাদপত্র হতে গুরুত্বপূর্ণ তথ্য সংকলন

গতকালের জাতীয় সংবাদপত্র হতে গুরুত্বপূর্ণ তথ্য সংকলন ঃ





১।প্রথম টেস্ট বিশ্বকাপে(ICC World Test Championship)  চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড(দ্যা ব্লাকক্যাপস)(অধিনায়ক - কেন উইলিয়ামসন)

২।প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন-

 ওয়েস্ট ইন্ডিজ-১৯৭৫ সাল-( অধিনায়ক ক্লাইভ লয়েড)

৩।বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী 

৪।ম্যাক্যাফি' -অ্যান্টি ভাইরাসের নাম।

   ---নির্মাতা জন ম্যাক্যাফি 

৫।ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ- (IPCC)-জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ আন্তর্জাতিক সংগঠন। 

৬.বিবিসি- যুক্তরাজ্যের গণমাধ্যম

দ্য ইকোনমিস্ট--ব্রিটিশ সাময়িকী

৬।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

৭।আরএনএ(RNA)-রাইবোনিউক্লিক অ্যাসিড 

করোনার টিকা তৈরিতে RNA এর ব্যবহারে এটি এখন আলোচিত মলিকিউল।

৮।বাংলাদেশ কোভিড টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম-

- কোভ্যাক্স

৯।ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(৪৬ তম)

১০করোনার ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু ভারতের মধ্যপ্রদেশ

১১।এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) সদরদপ্তর ঃ ম্যানিলা,ফিলিপাইন

।।।।

সংগ্রহে-Md Tawhid

Places of ancient Bengal on the map - ** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **

Places of ancient Bengal on the map - ** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **




৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **


* বঙ্গ- কুষ্টিয়া, যশোর, নদীয়া, ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ।

* সমতট- কুমিল্লা ও নোয়াখালী।

* হরিকেল- পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট।

* গৌড়- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, মালদহ ও পশ্চিম দিনাজপুর।

* বরেন্দ্র- বগুড়া, পাবনা ও রাজশাহীর অংশবিশেষ।

* পুণ্ড্র- বগুড়া, রাজশাহী ও রংপুর-দিনাজপুর জেলার অংশ।

চন্দ্রদ্বীপ- বরিশাল (বাকলা, ইসলামপুর)।




41st BCS written preparation - ৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি

41st BCS written preparation - ৪১তম বিসিএস লিখিত  প্রস্তুতি 

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর এশিয়ায় এর সম্ভাব্য  প্রভাব সংক্ষেপে লিখুন 

(শুধু পয়েন্ট গুলোঃ বর্ণনা নিজের মতো)


১.যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ফলে তালেবানরা আবারো শক্তিশালী হয়ে পড়বে।আল কাদা, ISIS, এর মতো জঙ্গী সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে।


২.তালেবানরা সরকার গঠনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইবে, ফলে ক্ষমতাসীনদের সাথে বিবাদ বিরোধের মাধ্যমে আফগানিস্তানে পুনরায় গৃহযুদ্ধের সূচনা হতে পারে।


৩.সম্প্রতি রাশিয়ায়,রাশিয়ার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র,পাকিস্তান, আফগানিস্তানের এক বৈঠক হয়।বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আফগানিস্তানকে পুনর্গঠনের জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের আহবান জানান।আন্তর্জাতিক সম্প্রদায় বলতে এখানে চীন,ইরান,রাশিয়ার অংশগ্রহণই মুখ্য।সৈন্য প্রত্যাহার হোক বা না হোক,আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আর একচ্ছত্র প্রভাব থাকবে না বলে আশা করা হচ্ছে।


৪.ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার নামে সাধারণ মানুষের হয়রানি বৃদ্ধি পেতে পারে।


৫.আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ফলে পাকিস্তানে চীনের বলয় বৃদ্ধি পাবে।যার প্রভাব ভারতেও পরবে বলে ধারণা করা যাচ্ছে।


৬.আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হলে, দেশের নারীশিক্ষা এবং নারীউন্নয়ন আবারো তীব্রভাবে ব্যাহত হবে।


নোট : Robin Hasan

41st BCS written preparation - Indo-China Relations and Regional Geopolitics (Part 1) - ৪১তম রিটেন প্রস্তুতি ★★★★★★★ নরমে গরমে ভারত -চীন সম্পর্ক ও আঞ্চলিক ভূরাজনীতি (পর্ব ১)

 41st BCS written preparation - Indo-China Relations and Regional Geopolitics (Part 1) - ৪১তম রিটেন প্রস্তুতি ★★★★★★★ নরমে গরমে ভারত -চীন সম্পর্ক ও আঞ্চলিক ভূরাজনীতি (পর্ব ১)




অনেক বছর ধরেই সীমানা থেকে শুরু  করে ভূরাজনীতিতে চীন ভারত পরস্পরকে প্রতিপক্ষ হিসাবে দেখা যায়।  চীন অর্থনৈতিক আগ্রাসনকে  হাতিয়ার করে  কৌশলগত  অর্থনৈতিক সম্পর্কের  নামে দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার শুরু করেছে।তাতে ভারত মনে করে তার ক্ষমতা খর্ব হচ্ছে। কারণ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে তার একক আধিপত্য চায়।কিন্তু চীন ভূরাজনীতি ভালোভাবে প্রযোজনা করতে পারে।যেকোনো বিনিয়োগের জন্য চীন লেগে থাকে, ম্যাপের থেকে ভূরাজনীতিগত স্বার্থ চীনের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এ ক্ষেত্রে ভারত একরোখা এবং প্রতিবেশী দেশগুলোকে জনসংখ্যা কিংবা ম্যাপের ভিত্তিতে ভূরাজনীতিগত সক্ষমতা বিচার করে।যার ফলে তার করায়ত্ত আশ্রিত দেশগুলো কর্তৃত্বগত দখলের বাইরে চলে গেছে।


 দিন বদলিয়েছে ;সময়ের আবর্তে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের আগের মতো সুসম্পর্ক নেই।নেপাল ও শ্রীলঙ্কার চীন ঘেষা মনোভাব সাম্প্রতিক সময়ে স্পষ্ট পরিলক্ষিত হয়েছে।ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেপালের লিপুলেখ, লিম্পিয়াধুরা, কালাপানি নিয়ে নেপাল যে গত বছর নতুন ম্যাপ প্রকাশ করেছে তাতে চীনের ইন্ধন  রয়েছে। শুধু তাই নয় নেপালের জ্বালানি অবকাঠামোতে চীনের বিশাল বিনিয়োগ  রয়েছে।এমনকি নেপালের কমিউনিস্ট সরকার অনেকটা চীনের ছত্রছায়ায় চলে এসেছে। যার ফলে নেপালের রাজনৈতিক বিভিন্ন  ঘটনায় চীনের বিবৃতি শোনা যাচ্ছে। মূলত ২০১৫ সালের পর  নেপালের নতুন সংবিধান ঘোষণা ও ভারতের অবরোধ ও উপেক্ষা এ পথ সহজ করে দিয়েছে।শ্রীলঙ্কার মাহেন্দ্র রাজাপাকসের সাথে চীনের সম্পর্কের কথা কম বেশ সবারই জানা।ভুটানের ডোকলাম ইস্যুতে চীন ভুটানের পক্ষে  অবস্থান নিয়ে ভালোই শক্তিসাম্য প্রদর্শন করেছে।পাকিস্তানের গায়োদর প্রজেক্ট এর মাধ্যমে আঞ্চলিক  সম্পর্কগত প্রভাব বাড়বে।


নিঃসন্দেহে  ট্রাম্প শাসনামলে  আমেরিকার পাকিস্তানের প্রতি উদাসীনতা  পাকিস্তানকে চীনের প্রতি ঝুকতে বাধ্য করেছে।মিয়ানমারের রাখাইনেও চীনা বিভিন্ন হেভি প্রজেক্টে বিনিয়োগ রয়েছে।আশ্চর্যের বিষয় হলো সুচিকে এভাবে ক্ষমতাচু্্যত করে বন্দী করা নিয়ে চীন কড়া প্রতিক্রিয়া জানায়নি।বাংলাদেশেও এখন সবচেয়ে  বেশি বিনিয়োগ  চীনের।চীন অবকাঠামোতে যেভাবে কৌশলগত সম্পর্কের নামে বিনিয়োগ  করছে তাতে ভারত উদ্বেগ প্রকাশ করে বলছে বাংলাদেশ  যেনো চীনের ঋণ ফঁাদ কূটনীতি সম্পর্কে সর্তক থাকে।আরো বড়ো ধাক্কা লেগেছে সম্প্রীতি তিস্তা প্রকল্পে চীনা বিনিয়োগে। মূলত চীনের দক্ষিণ এশিয়ায় এমন ক্রমবর্ধমান বিস্তারকে ভারত খুব একটা ভালো চোখে দেখছে না।আঞ্চলিক  কিংবা আন্তর্জাতিক  রাজনীতিতে আসলে চিরস্থায়ী শত্রু কিংবা বন্ধু  বলে কেউ নেই।তাই দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কে তক্কে তক্কে অবস্থান থাকা ছাড়া স্বীয় স্বার্থ সংরক্ষণের বিকল্প উপায় নেই।দক্ষিণ এশিয়ায় এই দুই দেশের ভূরাজনৈতিক কৌশল ও প্রভাব আরো বাড়বে।উদ্দেশ্যগত ভাবে দুই বৃহৎ রাষ্ট্রের স্বার্থ এক ও অভিন্ন আর তা হলো কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।তবে এই খেলায় কে কতটুকু  প্রভাব বিস্তার করবে কিংবা ভারতকে সত্যিই চীন এভাবে ঘিরে ফেলবে তা সময়েই বলে দিবে।

ইমা হালিমা 

বিসিএস সাধারণ শিক্ষা (ইংরেজি) 

৩৮তম বিসিএস।