এক থেকে একশ (1-100) পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হল:

১-১০০ পর্যন্ত লিখতে 
০ আসে >>> ১১বার 
১ আসে >>>২১বার 
বাকিসব আসে>২০বার
এক থেকে একশ (1-100) পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হল:
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,5
9,61,67,71,73,79,83,89,97,,= 25 টি ।
টেকনিক "
" 44-22-32-23-21"
মনে রাখার সহজ উপায়.....৪-৪২২-৩২২-৩২১

★2.3.5.7 =(1-10) =4
★11.13.17.19=(10-20) =4
★23.29 =(20-30) =2
★31.37. =(30-40) =2
★41.43.47 =(40-50) =3
★53.59. =(50-60) =2
★61.67. =(60-70) =2
★71.73.79. =(70-80) =3
★83.89 =(80-90) =2
★97 =(90-100) =1
১-১০০ এর মৌলিক সংখ্যার যোগফল -১০৬০
১-১০০ এর মধ্যকার সংখ্যার যোগফল -৫০৫০
=================
বিসিএস সহ বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষায় এগুলো আসে কিন্তু কনফিউশনে ফেলে দেয় , তাই ভালো করে দেখে রাখা ভালো।
.
১.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন
__ লর্ড কর্নওয়ালিস
২.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন
__লর্ড কর্নওয়ালিস
৩. সূর্যাস্ত আইন চালু হয়
__লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
__লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক
__ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন
__লর্ড বেন্টিঙ্ক
৭ উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব
বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন
__লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর
__লর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর
-- স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
--লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
__লর্ড মাউন্টব্যাটেন।
১২.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন
-- লর্ড কার্জন
১৩,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন
--লর্ড হার্ডিঞ্জ
১৪..অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন--
-- শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন--
--- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৬.১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন
-- খাজা নাজিম উদ্দিন

No comments:

Post a Comment