Showing posts with label General knowledge Bangladesh. Show all posts
Showing posts with label General knowledge Bangladesh. Show all posts

Update General Knowledge For Job Preparation - আপডেট তথ্য

Update General Knowledge For Job Preparation - আপডেট তথ্য 


১।বর্তমানে ধান উৎপাদনে শীর্ষ দেশ
- চীন (বাংলাদেশ- ৩য়)
চাল উৎপাদনে শীর্ষ দেশ- 
-চীন (বাংলাদেশ- ৪র্থ
চাল রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত
চাল আমদানিতে শীর্ষ দেশ- 
চীন (বাংলাদেশ - ২য়)


২। ষষ্ঠ আদমশুমারি হয় 
 ২৪-৩০ ডিসেম্বর, ২০২১।
স্বাধীন বাংলাদেশে 
প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে।
 ১৯৮১ সালে দ্বিতীয়, 
১৯৯১ সালে তৃতীয়, 
২০০১ সালে চতুর্থ এবং 
২০১১ সালে পঞ্চম জনশুমারী অনুষ্ঠিত হয়।


৩। দেশের নবনিযুক্ত (২৩ তম) প্রধান বিচারপতি হতে যাচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী।


৪। জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান।


৫। প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করেছে নাসার সৌরযান "পার্কার"।


৬। ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।
সূত্র : Centre for Economic & Business Research


21. Name of the robot sent by China to Mars?
Ans: Zhurong.

22. Which Arab country recognized diplomatic relations with Israel on 10th December 2021?
Ans: Morocco.

23. Which country invented the advanced military drone 'Akinci'?
Ans: Turkey.

24. First Muslim and first women chairperson of International Press Institute? 
Ans: Khadija Patel(South Africa)

25. Which country adopts checkbook diplomacy?
Ans: China.

26. Aramco Oil Company located-
Ans: Saudi Arabia.

27. Largest recipients of Foreign Direct Investment(FDI)? 
Ans: The United States.

28. Largest investor of FDI?
Ans: China.

29. Which country has invested the most in Bangladesh in 2020?
Ans: Netherlands. 

30. Which country performs the best progress towards achieving all 17 SDGs?
Ans: Finland.

31. Rank of Bangladesh to achieve all 17 SDGs?
Ans: 19th

32. Top recipient of foreign remittances?
Ans: India. ( Bangladesh=7th).

33. Bangladesh in global hunger index 2021?
Ans: 76th

34. Ranked top in Press Freedom Index?
Ans: Norway.

35. Bangladesh in national cyber Security index 2021?
Ans: 38th. ( lowest south Sudan)

36. Which country has the smallest gender gap according to the Gender gap index 2021?
Ans: Iceland ( Bangladesh 65).

37. Bangladesh in the Military Strength Ranking 2021?
Ans: 45th.

38. Largest garments manufacturer in the world?
Ans: China(Bangladesh 3rd).

39. Which country hosts the largest number of refugees?
Ans: Turkey.

40. Strongest passport in Henley Passport Index October 2021?
Ans: Japan & Singapore.

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা।

 🔺🔷বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা।  🔺🔷


##পুরস্কার পাচ্ছেন- মোট ১৫ জন গুণী ব্যক্তি (১১টি ক্যাটাগরিতে)।

✅পুরস্কার বিজয়ীরা হলেন-
#কবিতায়- আসাদ মান্নান ও বিমল গুহ।
#কথাসাহিত্যে- ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী।  
#প্রবন্ধ/গবেষণায়- হোসেন উদ্দীন হোসেন।  
#অনুবাদে- আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী। 
#নাটকে- সাধনা আহমেদ।  
#শিশুসাহিত্যে- রফিকুর রশিদ।  
#মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায়- পান্না কায়সার, 
#বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায়- হা-রুন-অর-রশিদ, 
#বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে- শুভাগত চৌধুরী।  
#আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে- সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো।  
#ফোকলোরে- আমিনুর রহমান সুলতান।

চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

  চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। 


১।বাংলা একাডেমির নতুন সভাপতি' হিসেবে নিয়োগ পেয়েছেন– একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক 'সেলিনা হোসেন'।

২।জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি' নির্বাচিত হয়েছেন– বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি 'রাবাব ফাতিমা'।
৩।২০২২ সালে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'একুশে পদক' পাচ্ছেন– '২৪ জন' বিশিষ্ট নাগরিক।
৪।দেশের ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে দূষিত জেলা- গাজীপুর, ২য়- ঢাকা, ৩য়- নারায়ণগঞ্জ।
সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা- মাদারীপুর।
৫।বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা : ২৫,২৮৪ মেগাওয়াট ।বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা : ১৫১টি | 
৬।বঙ্গবন্ধু স্যাটেলাইট-০২
নির্মাণ ও উৎক্ষেপণ করবে: গ্লাভকসমস (রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান)।
উৎক্ষেপণের সময়কাল: ২০২৩ সালে (সম্ভাব্য)।

Mujib Borsho Paragraph in Bangla - মুজিববর্ষ

Mujib Borsho Paragraph in Bangla - মুজিববর্ষ

বাংলাদেশ সরকার 2020-2021 সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 17 মার্চ, 2020 থেকে মুজিববর্ষ উদযাপিত হচ্ছে। এটি 26 মার্চ, 2021 তারিখে শেষ হবে। রাত 8:00 টায় দেশের বিভিন্ন স্থানে আতশবাজি দিয়ে উদযাপন শুরু হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তিনি তার ছোট বোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা "বাবা" কবিতা আবৃত্তি করেন।


ইউনেস্কো (জাতিসংঘ শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা) বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কারণে মুজিববর্ষের ঘোষণা গুরুত্বপূর্ণ। তাই বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনকে তুলে ধরাই মুজিববর্ষ উদযাপনের মূল উদ্দেশ্য। নিঃসন্দেহে মুজিববর্ষ উদযাপন বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। মুজিববর্ষের অংশ হিসেবে বাংলাদেশ সরকার অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের সকল গ্রামে বিদ্যুতায়ন, দারিদ্র্য বিমোচন, বাংলাদেশের প্রত্যন্ত কোণে আইসিটি সুবিধা নিশ্চিত করা ইত্যাদি। মুজিববর্ষে, মাদাম তুসো মিউজিয়ামের পাশাপাশি লন্ডনে জাতিসংঘের সদর দফতরে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়। এভাবে মুজিববর্ষ উদযাপন বাংলাদেশের তথা বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের জন্য ইতিহাসের অংশ হয়ে আছে।


==================

Mujib Borsho Paragraph

Mujib Borsho has been declared by the government marking the 100th anniversary of the birth of the Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He was born on 17 March 1920 in the Gopalganj Mohokuma. His father’s name was Sheikh Lutfur Rahman and mother’s name was Sayera Khatun. He was an intelligent boy from his childhood. He took his primary and secondary education in Gopalganj. After that, he got admitted to Kolkata Islamic College and achieved a B.A. degree in 1947. The country was then under British colonial rule and the oppressors were looting the resources of this country. He raised his voice against the oppression of the regime. In 1947, the Indian subcontinent was divided into two countries named as India and Pakistan. Our motherland was referred to as East Pakistan but it was far away from its west counterpart. After the division, this country was again being oppressed by the West Pakistani rulers. Sheikh Mujib protested to this and became the villain in the eye of West Pakistani oppressors. He had to face jail several times for serving his country’s purpose. Finally, the West Pakistani rules planned a genocide to stop the voice of this country. Though they conducted a general election in 1970, in which Bangabandhu Sheikh Mujibur Rahman achieve the majority vote but wasn’t been able to form the government. This also fired the cartridge among the people of East Pakistan. On 7 March 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman gave a speech in front of millions of people which encourage the people of East Pakistan to fight for their liberation. This was the turning point of the people’s eagerness for the ultimate independence from the West Pakistani oppressors. Bangladesh gained its victory after nine months of bloody war against the Pakistani Military Force. After the liberation of Bangladesh, Bangabandhu started his work to enrich Bangladesh in Finance and other aspects. But he wasn’t been able to perform his actions as he was murdered along with his family on 15 August 1975. This was one of the saddest incidents in the history of Bangladesh. But still, we remember him as the father of the nation and will be remembered forever. Govt has declared his 100th birth year as the Mujib Borsho and will be celebrated with the utmost respect. His life and struggle will always teach us to work for the betterment of the people of our country.


===================


Mujib Borsho Paragraph For JSC / PSC

100 Birth Year Celebration “Mujib Borsho” of Father of the Nation of Bangladesh, Bangabandhu Sheik Mujibur Rahman to be celebrated with due respect from March 17, 2022, to March 26, 2021, through yearlong various programmes nationally & globally. Bangabandhu Sheikh Mujibur Rahman was born at Tungipara in Gopalganj on March 17, 1920. He spearheaded the Bengalis’ liberation struggle and Bangladesh emerged as an independent country from Pakistan on the world map in 1971. Promoting the role of Bangabandhu at the grassroots level in Bangladesh’s independence struggle, the return anniversary of Bangabandhu, the founding anniversary of the Awami League, National Mourning Day and Jail Killing Day will be celebrated every year as well.  There are also plans to produce short films and documentaries to celebrate the birth anniversary and Mujib anniversary. UNESCO also made the decision unanimously to celebrate the “Mujib Borsho” together with Bangladesh.

==================================

Mujib Borsho Paragraph in Bangla - মুজিববর্ষ

The Government of Bangladesh has declared 2020-2021 as the Mujib Borsho. The announcement was made to celebrate the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. He was born on 17 March 1920 in Tungipara, Gopalganj. Mujib Borsho is being celebrated from March 17, 2020. It will end on March 26, 2021. The celebrations started at 8:00 pm with fireworks in different parts of the country. Bangabandhu's youngest daughter Sheikh Rehana gave a short speech on the occasion. He recited the poem "Baba" written by his younger sister, the Prime Minister of Bangladesh Sheikh Hasina.

UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) has announced the celebration of Mujib Borsho in Bangladesh as well as worldwide. Due to the role of Bangabandhu Sheikh Mujibur Rahman in achieving the independence of Bangladesh, the declaration of Mujib Borsho is important. Therefore, highlighting the eventful life of Bangabandhu is the main purpose of celebrating Mujib Borsho. Undoubtedly, the celebration of Mujib Borsho has brought many positive changes for Bangladesh. The Bangladesh government has undertaken many development projects as part of the Mujib Borsho. For example, electrification of all villages in Bangladesh, poverty alleviation, ensuring ICT facilities in remote corners of Bangladesh, etc. In the Mujib Borsho, steps were taken to place a sculpture of Bangabandhu at the Madame Tussauds Museum as well as at the United Nations Headquarters in London. Thus the celebration of Mujib Borsho has become a part of history for all the freedom-loving people of Bangladesh and the world.

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২


১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

বঙ্গবন্ধ-২  স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।

২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।

৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।

৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।

৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ 'ন্যায়কণ্ঠ'।

৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।

৭.. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।

৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :

হাভিয়ের কাবরেরা (স্পেন)।

৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম 'রিহলা'। 

১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য 'আইসিটি পণ্য ও সেবা'। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো 'চামড়া ও চামড়াজাত দ্রব্য'।

১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম।

১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে - ২৪ তম।

১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।

১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম - স্ফুলিঙ্গ।

১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।

১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট "STAR" (The Smart Tissue Autonomous Robot)

১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ - শাহিন শাহ আফ্রিদি।

১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসান্তারা' (অবস্থান - বোর্নিও দ্বীপে)𑅁

২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১

২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভির' বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম - 'এমোরিভির ২০০

২২. ১ম বার 'Indian Ocean Rim Association' (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।

২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।

২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

২৫. 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।

২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য  চলচ্চিত্র - "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়।

পরিচালক 

- রেজওয়ান শাহরিয়ার।

২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর 

- ২০১৫-১৬

২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ

 - চীন।

২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে 'Fintech Ecosystem Development Corporation'.

৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।

৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই

স্বাধীনতা পুরস্কার-২০২২ #BCS #Bank_Job #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতি



🔺🔺এক নজরে “স্বাধীনতা পুরস্কার ২০২২”-

✅‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ পাচ্ছেন-১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।

#স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) এবং সিরাজুল হক (মরণোত্তর)।

#চিকিৎসাবিদ্যায়- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। 

#সাহিত্যে- মো. আমির হামজা (মরণোত্তর)।

#স্থাপত্যে- স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন (মরণোত্তর)। 

#গবেষণা ও প্রশিক্ষণে- ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ’।

 স্বাধীনতা পুরস্কার-২০২২ #BCS #Bank_Job #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতি:




সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নোত্তরগুলো খুবই প্রয়োজন।

 সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নোত্তরগুলো খুবই প্রয়োজন।

১.বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?

উত্তরঃ দিনাজপুর।

২.ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?

উত্তরঃ ৩০টি।

৩.পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?

উত্তরঃ বান্দরবান।

৪.ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?

উত্তরঃ রাঙ্গামাটি।

৫.বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?

উত্তরঃ সিলেট।

৬.বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?

উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী।

৭.বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?

উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর।

৮.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?

উত্তরঃ ময়নসিংহ।

৯.মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ খুলনা।

১০.বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?

উত্তরঃ সুন্দরবন।

১১.তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া।

১২.বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।

১৩.চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?

উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে।

১৪.দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?

উত্তরঃ বারডেম।

১৫.‘মূসক’ দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ১০ জুলাই।

১৬.ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?

উত্তরঃ স্যার এ.এফ. রহমান।

১৭.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?

উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প।

১৮.পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

উত্তরঃ গোয়ালন্দ।

১৯.পদ্মার অপর নাম?

উত্তরঃ কীর্তিনাশা।

20. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

# পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।

#সংগৃহীত #govjobs #govt #BCS #is #IJC #bank #government #ISG #gk #imteyazsir #i

বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাল এক সাথে

এই সাল কয়টা মুখস্ত করেন ২-৫ মার্ক সব সময় মানিব্যাগে বা ওয়ালেটে থাকবে আপনার । এবং শেয়ার করে রাখেন কারন #প্রাইমারী/#নিবন্ধন তে ৩ মার্ক কমন থাকবে। 

 বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাল এক সাথে

১. দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ

⇒ ১৭৬৫;

২. ছিয়াত্তরের মন্বন্তর

⇒ ১৭৭০;

৩. আমেরিকার স্বাধীনতা লাভ

⇒ ১৭৭৬ ;

৪. ফরাসি বিপ্লব

⇒ ১৭৮৯;

৫. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা

⇒ ১৮০০;

৬. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু

⇒ ১৮০১ ;

৭. ওয়াটার লুর যুদ্ধ

⇒ ১৮১৫ ;

৮. লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু

⇒ ১৮২৯;

৯. তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান

⇒ ১৮৩১;

১০. লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু

⇒ ১৮৫৩;

১১. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়

⇒ ১২০৪ সালে;

১২. ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা

⇒ ১৪৫৯;

১৩. কম্ববাসের আমেরিকা আবিষ্কার

⇒ ১৪৯২;

১৪. ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার

⇒ ১৪৯৮ ;

১৫. পানি পথের ১ম যুদ্ধ

⇒ ১৫২৬;

১৬. বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ

⇒ ১৫৫৬;

১৭. সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী

⇒ ১৬১০ ;

১৮. পলাশীর যুদ্ধ

⇒ ১৭৫৭ সালে;

১৯. পানি পথের ৩য় যুদ্ধ

⇒ ১৭৬১ ;

২০. বক্সারের যুদ্ধ

⇒ ১৭৬৪;

২১. লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ ⇒ ১৮৫৬;

২২. বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু

⇒ ১৮৫৭ সালে;

২৩. নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ

⇒ ১৮৬০;

২৪. রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু

– ১৮৬১ ;

২৫. বাংলাদেশে রেল চালু

⇒ ১৮৬২;

২৬. যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি

⇒ ১৮৬৩ ;

২৭. বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত

⇒ ১৮৬৫;

২৮. রোকেয়ার জন্ম

⇒ ১৮৮০;

২৯. পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান

⇒ ১৮৯৩ ;

৩০. আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু

⇒ ১৮৯৬ ;

৩১. কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম

⇒ ১৮৯৯ ;

৩২. নোবেল পুরস্কার দেওয়া শুরু

⇒ ১৯০১;

৩৩. বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী

⇒ ১৯০৫ সালে;

৩৪. মুসলীম লীগ প্রতিষ্ঠিত

⇒ ১৯০৬ সালে;

৩৫. চর্যাপদ আবিষ্কৃত

⇒ ১৯০৭ সালে;

৩৬. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত

⇒ ১৯০৯ সালে;

৩৭. গীতাঞ্জলি প্রকাশ

⇒ ১৯১০;

৩৮.বঙ্গভঙ্গ রদ

⇒ ১৯১১ সালে;

৩৯. টাইটানিকের ডোবা

⇒ ১৯১২ ;

৪০. গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু

⇒ ১৯১৩;

৪১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ ⇒ ১৯১৪;

৪২. চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি ⇒ ১৯১৬;

৪৩. লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র)

⇒ ১৯১৭;

৪৪. প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ

⇒ ১৯১৮ ;

৪৫. লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড

⇒ ১৯১৯ ;

৪৬. বঙ্গবন্ধুর জন্ম

⇒ ১৯২০;

৪৭. কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন

⇒ ১৯২৩;

৪৮. মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা

⇒ ১৯২৬ ;

৪৯. শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ

⇒ ১৯২৭;

৫০. আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার

⇒ ১৯২৮ ;

৫১. বিশ্বকাপ ফুটবল শুরু

⇒ ১৯৩০ ;

৫২. ২য় বিশ্বযুদ্ধ শুরু

⇒ ১৯৩৯;

৫৩. শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন

⇒ ১৯৪০ সালে;

৫৪. রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ

⇒ ১৯৪১;

৫৫. পঞ্চাশের মন্বন্তর

⇒ ১৯৪৩ ( বাংলা ১৩৫০);

৫৬. বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে

⇒ ১৯৪৪ ;

৫৭. ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব ⇒ ১৯৪৫;

৫৮. ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু

⇒ ১৯৪৭ সালে;

৫৯. আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন

⇒ ১৯৪৮;

৬০. আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা ⇒ ১৯৪৯;

৬১. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা

⇒ ১৯৫০ ;

৬২. ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা

⇒১৯৫২ সালে;

৬৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম)

⇒ ১৯৫৩ ;

৬৪. যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি

⇒ ১৯৫৪;

৬৫. বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ ⇒ ১৯৫৫;

৬৬. মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান

⇒ ১৯৫৬;

৬৭. বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ ⇒ ১৯৫৭ ;

৬৮. পাকিস্তানে সামরিক অবস্থা জারি

⇒ ১৯৫৮ ;

৬৯. বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু

⇒ ১৯৬০;

৭০. শিক্ষা আন্দোলন- ১৯৬২ ;

৭১. বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন

⇒ ১৯৬১ ;

৭২. ছয়দফা পেশ

⇒ ১৯৬৬ সালে;

৭৩. আগরতলা মামলা

⇒ ১৯৬৮ সালে;

৭৪. গণঅভ্যুত্থান

⇒ ১৯৬৯ সালে;

৭৫. স্বাধীন বাংলাদেশ

⇒ ১৯৭১ সালে;

৭৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

⇒ ১৯৭২;

৭৭. ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি

⇒ ১৯৭২;

কালেক্টেড

Places of ancient Bengal on the map - ** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **

Places of ancient Bengal on the map - ** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **




৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

** মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ **


* বঙ্গ- কুষ্টিয়া, যশোর, নদীয়া, ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ।

* সমতট- কুমিল্লা ও নোয়াখালী।

* হরিকেল- পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট।

* গৌড়- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, মালদহ ও পশ্চিম দিনাজপুর।

* বরেন্দ্র- বগুড়া, পাবনা ও রাজশাহীর অংশবিশেষ।

* পুণ্ড্র- বগুড়া, রাজশাহী ও রংপুর-দিনাজপুর জেলার অংশ।

চন্দ্রদ্বীপ- বরিশাল (বাকলা, ইসলামপুর)।