সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হয়? উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে।

১। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হয়? উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে। 
২। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান কবে? উত্তরঃ ১৮৯৩ খ্রিস্টাব্দে। 
৩। আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় কবে? উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে। 
৪। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম হয়? উত্তরঃ ১৮৯৯ সালে। 
৫। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী হয়- উত্তরঃ ১৯০৫ সালে। 
৬। চর্যাপদ আবিষ্কৃত হয় কবে? উত্তরঃ ১৯০৭ সালে। 
৭। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? উত্তরঃ ১৯১১ সালে। 
৮। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়- উত্তরঃ ১২০৪ সালে। 
৯। ওয়াটার লুর যুদ্ধ হয়- উত্তরঃ ১৮১৫ খ্রিস্টাব্দে। 
১০। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণ করা হয় কত সালে? উত্তরঃ ১৮৩১ সালে। 
১১। কম্ববাসের আমেরিকা আবিষ্কার হয়- উত্তরঃ ১৪৯২। 
১২। ভাস্কো ডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার হয়- উত্তরঃ ১৪৯৮ সালে। 
১৩। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? উত্তরঃ ১৫২৬ সালে। 
১৪। পানি পথের ৩য় যুদ্ধ হয়? উত্তরঃ ১৭৬১ সালে। 
১৫। বক্সারের যুদ্ধ হয়- উত্তরঃ ১৭৬৪ সালে।