ইতিহাস_১মপত্র_একাদশ_দ্বাদশ_শ্রেণী

১। আবুল বরকতের পিতার নাম কী?
ক. আবুল হোসেন খ. আব্দুল লতিফ গ. মাহবুবুর রহমান ঘ. শামসুদ্দিন
সঠিক উত্তর: ঘ
২। মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. আব্দুর রব খ. জিয়াউর রহমান গ. এ কে খন্দকার ঘ. খালেদ মোশাররফ
সঠিক উত্তর: গ
৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য কী ছিল?
ক. শরণার্থী সমস্যা খ. রাজনৈতিক সমস্যা গ. শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ঘ. অর্থনৈতিক সমস্যা
সঠিক উত্তর: গ
৪। ভাষাশহিদ রফিক কীভাবে মারা যান?
ক. মাথায় গুলি লেগে খ. বুকে গুলি লেগে গ. পুলিশের নির্যাতনে ঘ. বোমার আঘাতে
সঠিক উত্তর: ক
৫। কলকাতারয় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৮৩৫ খ. ১৮৭৭ গ. ১৮৭৮ ঘ. ১৮৮৯
সঠিক উত্তর: ক
৬. কার নেতৃত্বে সর্বদলীয় ‘ছাত্রসংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
ক. জহরুল হকের খ. ধীরেন্দ্রনাথ দত্তের গ. শেখ মুজিবুর রহমানের ঘ. তোফায়েল আহমেদের
সঠিক উত্তর: ঘ
৭। মুসলিম লীগ কোথায় আত্মপ্রকাশ করে?
ক. কলকাতায় খ. রাজশাহীতে গ. চট্টগ্রামে ঘ. ঢাকায়
সঠিক উত্তর: ঘ
৮। কলকাতা অধিকারের পর সিরাজদ্দৌলা এর নাম কী রাখেন?
ক. মুর্শিদাবাদ খ. আলীনগর গ. আলীগড় ঘ. সিরাজনগর
সঠিক উত্তর: খ
৯। ১৫৮০ সালে পর্তুগিজ কোন দেশের অন্তর্ভুক্ত হয়?
ক. জাপান খ. জার্মানি গ. চীন ঘ. স্পেন
সঠিক উত্তর: ঘ
১০। ‘তাসখন্দ’ চুক্তির ফলাফল’?
ক. ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা খ. ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরোধ
গ. দুদেশের জানমালের নিরাপত্তা ঘ. মৃত্যুহার কমানো
সঠিক উত্তর: ক
১১। পূর্ব বাংলা হিসেবে পরিচিত ছিল কোন অংশ?
ক. ভারত খ. বাংলাদেশ গ. আফগানিস্তান ঘ. পাকিস্তান
সঠিক উত্তর: খ
১২। নবাব সিরাজউদ্দৌলা কত সালে বাংলা-বিহার-উড়িষ্যার নবাব হন?
ক. 1556 খ. 1656 গ. 1756 ঘ. 1765
সঠিক উত্তর: গ
১৩। লর্ড কার্জনের সময়কাল কোনটি?
ক. ১৮৯৯-১৯০৫ খ. ১৮৯৯-১৯০৬ গ. ১৯০০-১৯০৫ ঘ. ১৯০১-১৯০৬
সঠিক উত্তর: ক
১৪। ব্রিটিশ সরকার কত সালে সরাসলিভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন?
ক. ১৮৫৮ খ. ১৮৬১ গ. ১৮৬৭ ঘ. ১৮৭৭
সঠিক উত্তর: ক
১৫। উইলিয়াম বেন্টিঙ্ক কতটি দিকের সংস্কার করেন?
ক. ৩টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৭টি
সঠিক উত্তর: খ
১৬। সৈয়দ আহম্মদ কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?
ক. মুন্ডারিদের খ. ইহুদিদের গ. শিখদের ঘ. সুন্নিদের
সঠিক উত্তর: গ
১৭। ‘অপারেশন সার্চ লাইট’ এর মতো নীল নকশা তৈরি করা হয় কবে?
ক. ১৫ মার্চ ১৯৭১ খ. ১৯ মার্চ ১৯৭১ গ. ১৭ মার্চ ১৯৭১ ঘ. ২১ মার্চ ১৯৭১
সঠিক উত্তর: গ
১৮। সাইমন কমিশনকে কেন শ্বেতাঙ্গদের কমিশন বলা হয়েছে?
ক. এতে কোনো ওলন্দাজ না থাকায় খ. এতে কোনো ব্রিটিশ না থাকায়
গ. এতে কোনো ভারতীয় না থাকায় ঘ. এতে কোনো আইনজীবী না থাকায়
সঠিক উত্তর: গ
১৯। কোন মমতাজ বেগম বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়?
ক. নাটকে অনবদ্য অবদানের জন্য খ. মু্ক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য
গ. গণঅভ্যুত্থানে অবদান রাখার জন্য ঘ. ৫২-এর ভাষা আন্দোলনে অবদানের জন্য
সঠিক উত্তর: ঘ
২০। আন্তর্জাতিক সংগঠন ‘রেডক্রস’ প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৮৬০ খ. ১৮৬২ গ. ১৮৬৩ ঘ. ১৯৬৭
সঠিক উত্তর: গ
২১। টিপু সুলতানের বাবার নাম কী?
ক. হাফিজ খ. নিজাম উদ্দীপন গ. হায়দার আলী ঘ. সুজাউদ্দীন
সঠিক উত্তর: গ
২২। নিউইয়র্কে ‘Concert for Bangladesh’ কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৭ এপ্রিল ১৯৭১ খ. ১ মে ১৯৭১ গ. ১২ মে ১৯৭১ ঘ. ৭ জুন ১৯৭১
সঠিক উত্তর: খ
২৩। লর্ড ওয়েলেসলি কাদের বিরুদ্ধে যুদ্ধ করে?
ক. ফরাসিদের খ. ডাচদের গ. ইংরেজদের ঘ. দিনেমারদের
সঠিক উত্তর: গ
২৪। ভেটো শব্দের অর্থ কী?
ক. বাতিল করা খ. আমি ইহা মানি না গ. ভোট দেওয়া ঘ. অনুমোদন করা
সঠিক উত্তর: (খ)
২৫। ‘ছাত্রসংগ্রাম পরিষদ’ গঠিত হওযার কারণ কী?
ক. নেতৃত্ব দান খ. স্বায়ত্তশাসন গ. অধিকার আদায় ঘ. ভৌগোীল অধিকার আদায়
সঠিক উত্তর: ক
২৬। উইলিয়াম বেন্টিঙ্ক-এর সময় ভারতবর্ষে কোন ধরনের কাজ হয়?
ক. প্রশাসন দৃঢ় খ. রাজস্ব আয় বৃদ্ধি গ. অর্থনৈতিক উন্নয়ন ঘ. সংস্কারমূলক
সঠিক উত্তর: ঘ
২৭। মৌলিক গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?
ক. ইস্কাদার মীর্জা খ. আইয়ুব খান গ. মোহাম্মদ আলী জিন্নাহ ঘ. ইয়াহিয়া খান
সঠিক উত্তর: খ
২৮। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
ক. ১৫০০ খ. ১৬০০ গ. ১৬১০ ঘ. ১৭০০
সঠিক উত্তর: খ
২৯। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয়ভাগে বিভক্ত ছিল?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
সঠিক উত্তর: ক
৩০। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?
ক. ১০ ডিসেম্বর খ. ১২ ডিসেম্বর গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: গ
৩১। গান্ধীজী আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে?
ক. ১৯৩০ খ. ১৯৩৭ গ. ১৯৪৫ ঘ. ১৯৫৮
সঠিক উত্তর: ক
৩২। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল?
ক. ৫ নং খ. ৬ নং গ. ৭ নং ঘ. ৮ নং
সঠিক উত্তর: ঘ
৩৩। পাকিস্তানি সেনারা কবে যৌথ বাহিনীর নিকট আত্মসমার্পণ করে?
ক. ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর খ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর: ঘ
৩৪। ওয়ারেন হেস্টিংস বিচারের জন্য কোথায় আপিল নিয়ম বিভাগ প্রতিষ্ঠা করেন?
ক. আগ্রায় খ. লাহোরে গ. হায়দ্রাবাদে ঘ. কলকাতায়
সঠিক উত্তর: ঘ
৩৫। দ্বৈতশাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন কে?
ক. লর্ড ক্লাইভ খ. ওয়ারেন হেস্টিংস গ. লর্ড কার্জন ঘ. লর্ড কার্নওয়ালিস
সঠিক উত্তর: খ
৩৬। কোথায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের জায়গা করে দেওয়া হয়?
ক. বৈদ্যনাথতলায় খ. মুজিবনগরে গ. কলকাতা রেডিওর স্টেশনে ঘ. ঢাকায়
সঠিক উত্তর: গ
৩৭। কত বছর বয়স হলে বাঙালিরা ভোট দেওয়ার অধিকার লাভ করে?
ক. ১৮ বছর খ. ২১ বছর গ. ২২ বছর ঘ. ২৫ বছর
সঠিক উত্তর: ক
৩৮। জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন কে?
ক. হায়দার আলী খ. টিপু সুলতান গ. মুহম্মদ আলী ঘ. সুলতান মাহমুদ
সঠিক উত্তর: খ
৩৯। তমদ্দুন মজলিশের উদ্দেশ্যে ছিল কোনটি?
ক. খ্যাতি অর্জন করা খ. রাষ্ট্রভাষা হিসেবে বাংলার রূপায়ন গ. উর্দুভাষাকে নস্যাৎ করা ঘ. অর্থনৈতিক সমৃদ্ধি
সঠিক উত্তর: খ
৪০। মুক্তিযুদ্ধের সময় কবে ভারত বাংলাদেশকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর গ. ৮ ডিসেম্বর ঘ. ১৯ ডিসেম্বর
সঠিক উত্তর: ক
৪১। মুজিবনগর পূর্বে কোন জেলার অধীন ছিল?
ক. কালীগঞ্জ খ. কুষ্টিয়া গ. নড়াইল ঘ. চুয়াডাঙ্গা
সঠিক উত্তর: খ
৪২। ভিক্টোরিয়া ওকাম্পো কোন দেশের নাগরিক ছিলেন?
ক. চিলি খ. নাইজেরিয়া গ. আর্জেন্টিনা ঘ. জার্মানি
সঠিক উত্তর: গ
৪৩। জন চার্নক ১৬৯০ সালে কোথায় একটি নগর প্রতিষ্ঠা করেন?
ক. হরিহরপর খ. সুতানটি গ্রাম গ. ‘গোবিন্দপুর ঘ. সুরাটে
সঠিক উত্তর: খ
৪৪। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়?
ক. ১২ মার্চ ১৯৩৯ খ. ২০ মার্চ ১৯৩৯ গ. ২৩ মার্চ ১৯৪০ ঘ. ১ এপ্রিল ১৯৪০
সঠিক উত্তর: গ
৪৫। হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক?
ক. ব্রিটেন খ. আমেরিকা গ. অস্ট্রেলিয়া ঘ. আফ্রিকা
সঠিক উত্তর: গ
৪৬। তিতুমীর কার শিষ্যত্ব গ্রহণ করেন?
ক. আব্দুল ওহাবের খ. শরীয়তউল্লাহ্র গ. সৈয়দ আহম্মদের ঘ. সলিমুল্লাহ্র
সঠিক উত্তর: গ
৪৭। কত সালে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়?
ক. ১৯৯৬ খ. ১৯৯৮ গ. ২০০০ ঘ. ২০০২
সঠিক উত্তর: খ
৪৮। পূর্ব পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন কোনটি?
ক. ৬ দফা আন্দোলন খ. ১১ দফা আন্দোলন গ. ৫২-এর ভাষা আন্দোলন ঘ. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
সঠিক উত্তর: ঘ
৪৯। ‘স্মৃতির মিনার’ কবিতাটি কোন কবির?
ক. নির্মলেন্দু গুণ খ. হেলাল হাফিজ গ. আল মাহমুদ ঘ. আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর: ঘ
৫০। কে বঙ্গবন্ধুর স্বাধীনতা অনুবাদ করেন?
ক. জহুর আহমেদ চৌধুরী খ. এম. এ. হান্নান গ. হাসান হাফিজুর রহমান ঘ. তাজউদ্দীন আহমেদ
সঠিক উত্তর: খ
সংগ্রহে:
মোঃ তৌহিদুজ্জামান সোহেল
বিএ (সম্মান), এমএ (ইংরেজি)
ইসলামী বিশ্ববিদ্যালয়

No comments:

Post a Comment