Showing posts with label BCS Viva Experience. Show all posts
Showing posts with label BCS Viva Experience. Show all posts

Latest 40th BCS viva questions 2021 -৪০তম বিসিএস ভাইভা প্রশ্ন

 ৪০তম বিসিএস ভাইভা প্রশ্ন (১৬/০২/২০২১):

-------------------------------------------------------------

১.মন্ত্রীপরিষদ সচিবের কাজ বলেন।

২.প্রশাসন ক্যাডারের Hierarchy টা বলেন।

৩.UNO এর কাজ কী?

৪.প্রশাসনে কেন আসতে চাচ্ছেন?

৫.সাবজেক্ট এর সাথে ক্যাডারের মিল কোথায়?

৬.মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ কী কী কাজ করেন?

৭.ADB, World Bank, GDP, GNP সম্পর্কে বলেন? 

৮. ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদে সংসদ সদস্য কতজন ছিল?

৯.Blue Economy কী?

১০.Introduce yourself.

১১.বাংলাদেশে যে টেকসই উন্নয়ন হচ্ছে, তা কীভাবে বুঝছেন?

১২.বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে যে মন্তব্যগুলো করছে,সেগুলো বলেন।

১৩.সংবিধান কী?

১৪.ভিশন ২০২১ কী?

১৫.মধ্যম আয়ের দেশ বলতে কী বোঝেন?

১৬.আপনার Academic Background ইংরেজিতে বলেন।

১৭.নিজের নামের অর্থ বলেন।

১৮.মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেন।

১৯.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে বলেন। 

২০.Covid-19 সম্পর্কে বলেন। 

২১.বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার ইনডিকেটর গুলো বলেন।

২২.রোহিঙ্গা সমস্যার বিস্তারিত বলেন।

২৩.অন্যান্য।

মোটামুটি এই প্রশ্নগুলোই আজকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে। আজকে ছিল প্রেসিডেন্শিয়াল ভাইভা।  

#Collected

40th BCS Viva Experience 2021 -৪০ ভাইভা অভিজ্ঞতাঃ

৪০ ভাইভা অভিজ্ঞতাঃ

আমিঃ মোহাম্মদ ইয়াছিন 

এখন আছিঃ ৩৮ পরিবার পরিকল্পনা ক্যাডার 

আগে ছিলামঃ ৩৭ শিক্ষা ক্যাডার।

বোর্ডঃ জনাব মোহাম্মদ আবদুল মান্নান স্যার

তারিখঃ ১৭/০২/২০২১


দুইবার ক্যাডার হয়েছি তাই আমি প্রিপারেশন নিয়েই গেছি অনেক বকা খাইতে হবে। কিন্তু গিয়ে দেখি ধারণার বিপরীত। প্রবেশের পর

চেয়ারম্যান স্যারঃ you are Easin?

Me: yes sir

C: came from cumilla?

Me: yes sir

C: you are graduated from University of Chittagong. 

Me: yes sir.

C: what are you doing now?

Me: answer. (38 bcs)

External: কিন্তু এখানে দেখতেছি তুমি ৩৭ এ শিক্ষা ক্যাডারেও আছ।

আমিঃ জ্বি স্যার

চেঃ ও গুড তা এখন কি ইচ্ছা ফরেন ক্যাডার?

আমিঃ বললাম এডমিন।

চেঃ গুড এমবিশন থাকা ভাল।  

তা এডমিন এ আসতে চাও কেন? 

এখানে কি পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ আছে?

 ৭ মার্চ এর ভাষণ কেন এত বিখ্যাত? 

এর দাবি গুলো কি কি?

 (৪ টা বলার পর)  আর কি কি ছিল এখানে? 

শান্তি শৃঙ্খলা নিয়ে কি বলা ছিল? 

পিছনে একটা ছবি দেখিয়ে বললো এটা কে কি করেন?

(জাতিসংঘের ভাষণ বলার পর) এই রকম ভাষণ আর কোথায় দিয়েছেন?

 ( বললাম জানি না)।  বঙ্গবন্ধুকে নিয়ে কি কি বই পড়েছি? 

অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু একজন শিল্পীর সাথে গিয়েছিলেন কার সাথে কার কাছে কিভাবে গিয়েছিলেন? ওস্তাদ আলাউদ্দিন এর বাড়ি কোথায়?

 ১০ জানুয়ারীতে বঙ্গবন্ধু একটা কবিতা বলেছেন কি সেটা?  

এত কবি থাকতে উনার কবিতা কেন বলতে গেলেন? 

৭ মার্চের ভাষণ দেন?  

এটার নাম সোহরাওয়ার্দী উদ্যান কেন রাখলেন? 

এক্সটার্নালঃময়নামতি গিয়েছি কিনা? 

এটা কেন বিখ্যাত?

এই রকম বিহার আর কোথায় আছে?

বাংলাদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি আছে?


চেয়ারম্যান স্যার আরও কি কি বিহারের কথা জিজ্ঞেস করছে পারিনি।

আলহামদুলিল্লাহ বকা খাইনি এটা সান্ত্বনা। 

দোয়া প্রার্থী।

40th BCS Viva Preparation - ৪০ তম বিসিএস ভাইভা প্রস্তুতি

 40th BCS Viva Preparation -  ৪০ তম বিসিএস ভাইভা প্রস্তুতি


যারা রিটেনে পাস করবেন আশা রাখছেন, তারা একবার শেষ চেষ্টা করুন। একটা ভালো ভাইভা,বদলে দিতে পারে অনেক কিছু।


★আমার কাছে ভাইভাটা এক্সামের চেয়ে আরও বেশি কিছু। বিশেষ করে বি সি এস ভাইভা যা আপনার জীবন বদলে দিতে পারে!

তাই প্রিপারেশনটাও একটু ভালো করেই নেন। ভাবুন এটাই আপনার একমাত্র ভাইভা। কোন সেকেন্ড চান্স নেই। আপনাকে পারতেই হবে। হলে এবার নয়তো নয়।

★প্রথমেই নিজেকে জানুন।নিজেকে ভাঙ্গুন, বিশ্লেষণ করুন। নিজের দোষ গুলো, যা অন্যক বিরক্ত করে তা নিজেই খুঁজে বের করুন। সেসব দোষ গুলোকে দূরে ফেলে নিজেকে নতুন করে গড়ুন।

★কথা বলুন সহজ, সরল আর স্বাভাবিক ভাষায়। আপনাকে স্মার্ট হওয়ার দরকার নাই, কেবল সহজ আর স্বাভাবিক থাকুন।

★বাংলা আপনার নিজের ভাষা। তাই বাংলা উচ্চারণ শুদ্ধ হওয়া চাই। বিশেষ করে অল্প প্রাণ -মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ। অর্থাৎ প,ফ, ব,ভ,ড,ঢ, স,শ এসব যাতে সঠিক হয়। আর এটি একদিনে সম্ভব নয়। তাই এখন থেকে প্র্যাকটিস করুন।

★বসার ভঙ্গি থেকে শুরু করে মুখের অভিব্যক্তি সবই খেয়াল করুন। সহজ ও সোজা হয়ে বসার অভ্যাস করুন। যাতে নম্রতা ফুটে ওঠে। আই কন্টাক্ট ঠিক রাখুন।প্রশ্নকর্তার দিকে সুন্দর দৃষ্টি রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। 

★সব উত্তর জানা কোন নরম্যাল মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই কোন প্রশ্নের উত্তর না পারলেও স্বাভাবিক থাকুন। অনেক উত্তরই আপনি পারবেন না।

★★হয়তো কোন উত্তর আপনি পারেন না। এটাকে সহজে নিন।এবং সহজ ভাবেই বলুন, জানেন না। এটা আপনার প্রতিকূল অবস্থায় কতটুকু ঠিক থাকতে পারবেন, সেটার প্রকাশ। 


★হাসি মুখে পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন।

 ★ হতাশ বা নার্ভাস না হওয়ার চেষ্টা করুন।

★মুক্তিযুদ্ধের সম্পর্কে যত সম্ভব জানুন এবং ইতিবাচক ধারণা রাখুন। এটি কেবল ভাইভা নয়, একজন সচেতন নাগরিকের জন্যও অতীত জরুরি।

★আপনার নিজের সাবজেক্টের কমন ও গুরুত্বপূর্ণ টার্ম গুলো ভালো করে জেনে রাখুন।

★কোন বিষয়ে আপনার মতামত জানতে চাইলে, পজিটিভ উত্তর দিন। যেমন :

আমি চেষ্টা করব বা আমি করতে চাই..... না বলে বলুন,

আমি পারবো, আমি করবো। আপনার কণ্ঠে যেন দৃঢ়তা থাকে।

★মেধা যাচাইয়ের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় আপনি পাস করেই এসেছেন। এটা আপনার মেধা নয়, সাথে ব্যাক্তিত্ব, মনোভাব, দৃঢ়তা, উপস্থিত বুদ্ধিমত্তা সহ সক্ষমতা দেখার পরীক্ষা।

★তাই Ettiqute & politeness ধরে রাখুন।

সর্বোপরি,

সাম্প্রতিক বিষয়,ক্যাডার চয়েজ, ক্যাডার চয়েজের কারণ, প্রথম তিনটা চয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা, নিজস্ব সাবজেক্টে ভালো জ্ঞান, ১ম ক্যাডার চয়েজের সাথে নিজ সাবজেক্টের সামঞ্জস্যতা  দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্বচ্ছ ও পজিটিভ ধারণা এবং সাথে ভদ্র, সহজ,সরল এবং স্বাভাবিক রেসপন্সই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

*উপর্যুক্ত বিষয়গুলো একদিনে আয়ত্ত করা সম্ভব নয়।

 তাই তা এখন থেকেই প্র্যাকটিস করুন। এসব বিষয় আপনার ভাইভা নয়ং বরং বাকী জীবনেও লাগবে। যা আপনাকে আরও ভালো ও যোগ্য করে তুলবে।

★প্র্যাকটিসের জন্য আমরা করতাম কি, বেশ কয়েক জন বন্ধু মিলে Mock Viva দিতাম। আর নিজেরাই আমাদের ভুল গুলো ধরতাম। এটা অনেক কার্যকরী। আত্ম বিশ্বাস বাড়ায়, সাহস যোগায়।


নিচের টপিকস গুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারেন :

*  Introduce Yourself

*About your own subject

*Consistence between your subject & 1st Choice

*Reason behind your 1st three choices.

*About your own village /City/Town/District

★★*About Recent Issue(Home & Abroad)

*About the Great Liberation War

*About The Father of the Nation.

* Constitution( Only Important Article)

*A brief history of Bangladesh (1940-2000)

২.

যাদের প্রথম পছন্দ প্রশাসন, তারা উপর্যুক্ত বিষয়ের পাশাপাশি নিচের বিষয় গুলোও দেখবেন :

*বাংলাদেশের লোক প্রশাসন, প্রশাসনের ক্রম বিকাশ এবং বর্তমান অবস্থা।

*সরকার, সরকারের বিভাগ

*ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতি, প্রশাসনের কেন্দ্রীকরন ও বিকেন্দ্রীকরণ।

*বিচার বিভাগের স্বাধীনতা

*সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ

*বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা

*যুদ্ধাপরাধীর বিচার

৩.

যাদের প্রথম পছন্দ পররাষ্ট্র, তারা ১ ও ২ নম্বর পয়েন্ট গুলোর পাশাপাশি নিম্নের টার্মগুলোও দেখতে পারেন :

*অান্তর্জাতিক রাজনীতির বর্তমান পরিস্থিতি

*আন্তর্জাতিক রাজনীতির গত ১০০ বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী (১৯০১--২০০০)

*নয়া বিশ্ব ব্যবস্থা

*বিশ্বায়ন

*পররাষ্ট্রনীতি ও কূটনীতি

* G-7   ভুক্ত দেশ সমূহের  তুলনামূলক রাজনীতি, সরকার ব্যবস্থা এবং অর্থনীতি (রাশিয়া সহ দেখুন)

*E-11  ভুক্ত দেশ গুলোর বর্তমান পরিস্থিতি

*উন্নত দেশ সমূহের বিশেষ করে Security Council এর সদস্য রাষ্ট্র (স্থায়ী) গুলোর সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনা, বাংলাদেশে ঐ সব রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক। (ভারত সহ দেখুন)

*পররাষ্ট্র মন্ত্রনালয়ের কার্যাবলী ও দায়িত্ব

★পররাষ্ট্র ছাড়া বাকি ক্যাডার যাদের প্রথম পছন্দ, তাদের ইংরেজিতে খুব একটা এক্সপার্ট হতে হয় না। তবে মোটামুটি সহজ এবং শুদ্ধ ভাবে বলতে পারলেই হবে।

★যাদের গলার স্বর খুব ক্ষীণ, তারা আরেকটু লাউড করুন। তবে খুব জোরে নয়।আয়নার সামনে দাড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। ফোনে রেকর্ড করে নিজেই শুনতে পারেন।


ভাইভা বোর্ডে প্রথম অনেক প্রশ্নের উত্তর না পারলেও, আমি শেষ প্রশ্ন পর্যন্ত স্বাভাবিক আর হাসিমুখে থাকব, আমি একটা ভালো ভাইভা দিবো। এ বিশ্বাসটুকু দারুণ কাজ করে। 

সবাই ভালো থাকুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন।


সৌজন্যেঃ

তাছলিমা শিরিন মুক্তা 

৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডার।।

40th BCS Viva Preparation Guidelines - ৪০তম বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা

৪০তম বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা

বিসিএস ভাইভা নিয়ে কিছু কথা

সোনিয়া মুন্নী

সহকারি পররাষ্ট্র সচিব

বিসিএস (পররাষ্ট্র), ৩৪তম বিসিএস ।

(শুরুর কথার পূর্ব কথা- অনেকেই ইনবক্সে ভাইভা সম্পর্কে জানতে চেয়েছেন। ব্যক্তিগতভাবে সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি দুঃখিত।অনেক আপুরা জানতে চেয়েছেন ভাইভার ড্রেস কোড সম্পর্কে।আমি ফেইসবুকে একজন ক্যাডারের কাছ থেকে বিসিএস এর গাইডলাইন পেয়েছিলাম।তাই নৈতিক দায়বদ্ধতা থেকেই আপনাদের অনেকের জিজ্ঞাসার উত্তর দেয়ার চেষ্টা করলাম এবং এখানে একান্তই আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে মতামত দিলাম।পররাষ্ট্র যাদের প্রথম পছন্দ তারা অনেকেই ভাইভা প্রস্তুতি বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন ,সম্ভব হলে আর একটি পোস্ট দিবো সে সম্পর্কিত।এখানে মৌখিক পরীক্ষা নিয়ে সব পরীক্ষার্থীর জন্য কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করলাম।)

- পরীক্ষার্থীকে প্রায় সব বোর্ডেই কমন কিছু প্রশ্ন করা হয়ে থাকে।যেমন-self introduction, academic background ,why first choice... etc...এগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে গেলে সুন্দরভাবে বলতে পারবেন।

- পছন্দক্রমের প্রথম ক্যাডার সম্পর্কে খুব ভালোভাবে জানুন।পরবর্তী দুটি ক্যাডার সম্পর্কেও স্পষ্ট ধারণা নিয়ে ভাইভা বোর্ডে যাবেন।এক্ষেত্রে পত্র-পত্রিকা,উইকিপিডিয়া বা ভালো ভাইভা গাইডের পাশাপাশি ক্যাডার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েরসাইটের সহায়তা নি্তে পারেন।যেমন-পররাষ্ট্র যাদের প্রথম পছন্দ তারা www.mofa.gov.bd কিংবা অ্যাডমিন যাদের প্রথম পছন্দ তারা www.mopa.gov.bd এর সহায়তা নিতে পারেন।

- জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক আলোচিত প্রত্যেকটি ইস্যু সম্পর্কে ভালো ধরনা রাখুন।আর সে জন্য প্রতিদিন কয়েকটি পত্রপত্রিকা পড়ুন। টিভি/রেডিওতে নিউজ দেখুন/শুনুন।

- বিগত বিসিএস এর ভাইভা গ্রুপে অনেক পরীক্ষার্থী ভাইভা অভিজ্ঞতা শেয়ার করেছেন যা গ্রুপগুলোতে এখনো আছে। প্রশ্নগুলো সংগ্রহ করে ধারণা নিন আপনার নিজের প্রথম পছন্দ যাদের প্রথম পছন্দ ছিল তাদেরকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে।কোন বোর্ডে কোন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সে সম্পর্কেও ধরনা পাবেন এইসব প্রশ্ন দেখে।সেইভাবে প্রস্তুতি নিন।

- ভাইভা শুরু হলে প্রতিদিন-ই অনেকে ভাইভার প্রশ্ন গ্রুপে শেয়ার করবেন। সেইসব প্রশ্ন সংগ্রহে রাখুন এবং যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা থাকবেনা সে উত্তরগুলো সেইদিন-ই শিখে নিন।

- ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালোভাবে প্রস্ততি নিয়ে ভাইভা বোর্ডে যাবেন।‘অসমাপ্ত আত্মজীবনী’ খুব ভালোভাবে পড়ুন যাতে এখান থেকে কোন প্রশ্ন করলে আপনি আটকে না যান।এছাড়া মুক্তিযুদ্ধবভিত্তিক দু/একটি উপন্যাস পড়ে যেতে পারেন।এক্ষেত্রে ‘জ্যোস্না ও জননীর গল্প’, ‘দেয়াল’, ‘১৯৭১’, ‘দুই সৈনিক’ কিংবা ‘নিষিদ্ধ লোবানে’র মত কোন বই পড়তে পারেন। মুক্তিযুদ্ধের উপর বাজারে ভালো ভাইভা গাইড আছে সেখান থেকেও প্রস্তুতি নিন।

- জেলা তথ্য বাতায়ন থেকে নিজ জেলা,বিভাগ সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়া উচিত।

- লিখিত পরীক্ষার জন্য সংবিধানের যেসব ধারা পড়েছেন তার সঙ্গে আপনার পছন্দের ক্যাডার সংশ্লিষ্ট ধারা জানতে হবে।পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা, তফসিল, সর্বশেষ অনুচ্ছেদ ,সবগুলো সংশোধনী সম্পর্কে সুস্পষ্ট ধারনা রাখুন ।

- বর্তমান সরকারের সাফল্য জেনে নিন।

- আপানি যে সাবজেক্টে অনার্স/মাস্টার্স করেছেন সে সাবজেক্টের বেসিক তো বটেই, সম্ভব হলে খুঁটিনাটি সব বিষয়ে ভালো ধারনা রাখুন।

- জেনারেল/বোথ ক্যাডারের ক্ষেত্রে বেশির ভাগ বোর্ডেই ইংরেজিতে ভাইভা নেয়া হয় কিংবা কিছু প্রশ্ন অন্তত ইংরেজিতে করা হয়।পররাষ্ট্র যাদের প্রথম পছন্দ তাদের মোটামুটি সবাইকেই ইংরেজিতেই ভাইভা দিতে হবে।আর ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য নিয়মিত প্রাকটিস এর কোন বিকল্প নেই । প্রতিদিন অন্তত আধা ঘন্টা ফ্রেন্ড/রুমমেট/ভাই/বোন বা যে কারো সঙ্গে ইংরেজিতে কথা বলুন।ভাইভাতে যেসব প্রশ্ন আপনি ফেস করতে পারেন সেই সব টপিক নিয়ে কথা বলুন।

ভাইভাতে অবশ্যই ফর্মাল ড্রেস পরে যাবেন। সাজপোশাক নয় বরং আপনার ভালো প্রস্তুতিই আপনাকে একটি আত্মবিশ্বাসী লুক এনে দিবে। মার্জিত পোশাক আপনার রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, যা শুরুতেই ভাইভা বোর্ডের সামনে আপনার একটি পজেটিভ ইমেজ তৈরি করবে।

- হালকা কালারের পোশাক নির্বাচন করুন।শীত না থাকলে ছেলেদের ব্লেজার পরা জরুরী না এবং টাই পরাও বাধ্যতামূলক নয় । মানে টাই ইচ্ছে না হলে পরবেন না।

- মেয়েরা শাড়ি বা সালোয়ার কামিজ যে কোনটাই পরতে পারেন ।তবে মেয়েদের শাড়িতে বেশি ফর্মাল এবং সুন্দর লাগে।ব্যক্তিগতভাবে আমি ভাইভাতে মেয়েদের জন্য শাড়িকেই বেটার অপশন মনে করি।অফ হোয়াইট/আকাশি/হালকা যে কোন কালারের নর্মাল সুতি শাড়ি পরতে পারেন।খুব ছোট হাতার ব্লাউজ পরবেন না। শাড়ির সঙ্গে অল্প উচ্চতার হিল জুতা পরুন।তবে যে জুতা নির্বাচন করবেন/কিনবেন আগেই দেখে নিন হাটার সময় শব্দ হয় কিনা।এমন কোন জুতা পরে যাবেননা যা পরলে হাটার সময় শব্দ হয়। ভাইভা বোর্ডে একদমই সাজগোজ করে যাবেন না।একহাতে ঘড়ি এবং অন্য হাতে চিকন চুড়ি বা ব্রেসলেট পরতে পারেন। নেইলপলিশ /লিপিস্টিক/টিপ দিবেন না।হালকা কাজল পরতে পারেন আর লিপ কালারের লিপজেল/লিপবাম ব্যবহার করতে পারেন।মাইল্ড বডিস্প্রে দিতে পারেন,পারফিউম না দেয়াই ভালো।কিছু ফেসিয়াল টিস্যু আর লিপজেল আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারেন,ভাইভা বোর্ডে সিরিয়াল শেষের দিকে থাকলে কাজে লাগবে।তবে টিসুপেপার বা লিপবাম অন্য কোন ক্যান্ডিডেট এর কাছে রেখে যাবেন,অবশ্যই বোর্ডে নিয়ে যাবেন না।

অনেক পড়াশুনা করার পরেও ভাইভা বোর্ডে অনেক বা সবগুলো প্রশ্নই আপনার প্রস্তুতির বাইরে থেকে পেতে পারেন। এতে নার্ভাস হবেন না।আপনার সারা জীবনের অর্জিত জ্ঞান সর্বোপরি কমনসেন্স ও উপস্থিত বুদ্ধি কাজে লাগান। ভাইভা দিতে গিয়ে কোন ভাবেই নার্ভাস হবেননা,মনে রাখবেন এই ভাইভা থেকে আপনার অনেক কিছু পাওয়ার থাকতে পারে হারানোর কিছুই নেই।তাই আত্মবিশ্বাসী হয়ে ভাইভা দিন।আর ভাইভা বোর্ডে কমন কয়েকটি বিষয়ে খেয়াল রাখবেন- -

- ভাইভা দিতে যখন রুমে প্রবেশ করবেন/ বের হবেন খেয়াল রাখবেন দরজা খোলা বা বন্ধ করার সময় যেন শব্দ না হয়।

-দরজা খুলে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করবেন ।তবে বোর্ডের কাছাকাছি দূরত্বে গিয়ে সালাম দিবেন।কারণ দূর থেকে সালাম ছুঁড়ে দেয়া কোন ভদ্রতা না আর বোর্ডের সন্মানিত মেম্বারগণ উচ্চস্বরে দূর হতে আপনার সালামের জবাব হয়তো দিবেন না ।

-আপনি বোর্ডের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বসতে বললে বসবেন। আর যদি আপনাকে বসতে না বলা হয় অবশ্যই দাঁড়িয়ে অপেক্ষা করবেন বসতে বলার জন্য।

-বোর্ডের সঙ্গে কোনভাবেই তর্কে জড়াবেন না। প্রয়োজনে অনুমতি নিয়ে নিজের যুক্তি তুলে ধরার চেষ্টা করুন কিন্তু কিছুতেই তর্কে যাবেন না।

-কোন বিতর্কিত বিষয়ে আপনার মতামত জানতে চাওয়া হলে অবশ্যই সরকার যেটি চায় আপনি সেটির পক্ষেই আপনার মত দিবেন।কারন আপনি সরকারের অংশ হওয়ার জন্য সকারের প্রতিনিধিদের সামনে কথা বলবেন।

-সরকারের নেতিবাচক কোনকিছু বলবেন না। পজেটিভ ওয়েতে এ ধরণের প্রশ্নের উত্তর দিবেন।আপনি অবশ্যই গ্লাসের অর্ধেক খালি দেখবেননা বরং অর্ধেক ভরা দেখবেন এবং বাকি অর্ধেক ভরার দায়িত্ব নিবেন (!)- এ ভাবেই আপনি দেশের উন্নয়ন বা সরকারের কোন কাজের বিষয়ে আপনার মতামত দেয়ার চেষ্টা করবেন।

-বোর্ডের সামনে ভয় পাবেন না কিন্তু বিনয়ী হবেন। বোর্ডের সন্মানিত মেম্বারগণ বয়সে আপনার পিতৃতুল্য এবং অনেক অভিজ্ঞ। তাই তাঁদের সামনে বিনয়ী হওয়া আপনার কর্তব্য।

সবকিছুর পরেও ভাইভা অনেকটা ভাগ্যের ব্যাপারও! কিন্তু তবুও মানুষই জয়ী হতে পারে, আমরা পেরেছি ,আপনিও পারবেন।আপনার জন্য শুভ কামনা।

Common Sense of Viva.- ৪১তম বিসিএস ভাইভা প্রস্তুতি

 ৪১তম বিসিএস ভাইভা প্রস্তুতি 

Common Sense of Viva: 

ভাইভার কিছু কমন বিষয় যেগুলো আপনি জানেন। আমি আবার মনে করিয়ে দিচ্ছিঃ 

(i) অনুমতি নিয়ে প্রবেশ করুন। সালাম দিয়ে, অনুমতি নিয়ে বসুন। 

(ii) স্মাইলিং ফেইস রাখা জরুরী। 

(iii) আই-কন্টাকঃ ভাইভা বোর্ডের সবার সাথে আই-কন্টাক বজায় রাখুন। ভাইভা বোর্ডে ৩/৪ জন থাকেন। একটি প্রশ্ন যিনি করবেন, উত্তরের সময় তাঁকে মূল ফোকাস দিয়ে সবার দিকে অন্তত একবার তাকান। বিসিএস ভাইভাসহ অনেক ভাইভাতেই একজন মনোবিজ্ঞানী থাকেন। উনি কিচ্ছু বলেন না। চুপচাপ বসে থাকেন। ওনাকে অবহেলা করবেন না। অবশ্যই ওনাকেও আই কন্টাকে রাখুন। 

(iv) পোশাকঃ মার্জিত কিন্তু নিজের জন্য কমফোর্টেবল পোশাক পড়ুন। সেটি স্যুট হতে পারে, শার্ট-প্যান্টের সাথে টাই, শাড়ি, সেলোয়ার-কামিজ যে কিছু হতে পারে। যেটা পড়লে আপনি নিজেকে একজন অফিসারসুলভ মনে করবেন, সেটাই পড়ুন। ৩৪-তম বিসিএসের ভাইভার আগে আমাকে এক পরীক্ষার্থী জিজ্ঞেস করল, ভাইয়া কোন টেইলার্স থেকে স্যুট বানাবো। সে ধরেই নিয়েছে, স্যুট তাঁকে পড়তেই হবে। আর টেইলার্সের খবর দিতে আমিই যোগ্য ব্যক্তি। কদিন পড়ে সে আবার খবর দিল, সে বারো হাজার টাকা দিয়ে এক বিখ্যাত টেইলার্স থেকে স্যুট বানিয়ে ফেলেছে। বেশ মজা লাগলো। কিন্তু ওর এপ্রোচটাকে অবশ্যই পজিটিভলি নিলাম। সে যেটা ঠিক মনে করেছে, সেটা করে ফেলেছে। পোশাকের জন্য এটাই সঠিক এপ্রোচ। 

(v) কোনমতেই argue করা বা তর্ক করা যাবে না। Interviewer যদি ভুলও বলে, তবে ভুলটা মেনে নিয়ে বিনয়ের সাথে নিজের টুকু যোগ করা যায়, তাঁর বেশি নয়। 

.

ভাইভার দিন সকালে কি করবেন? 

সকালেই ঐ দিনের ২/৩ টা খবরের কাগজে চোখ বুলিয়ে নিন। ঐ দিনের বাংলা তারিখ জেনে নিন। ঐ দিন কোন জাতীয় বা আন্তর্জাতিক কোন দিবস বা বিশেষ ঘটনা ঘটে থাকলে সেটার বিস্তারিত জানতে হবে। ওই সময় কোন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে ভ্রমণ করলে বা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রী কোথাও সফরে গেলে সেটা গুরুত্বপূর্ণ। 

.

প্রশ্ন কি ইংরেজীতে করবে? 

ভাইভাতে ২/১ টা প্রশ্ন ইংরেজিতে করে। আর যাদের ফরেন ফার্স্ট চয়েস, তাঁদের বেশিরভাগ প্রশ্নই ইংরেজীতে করতে পারে। বিদেশি ভাষায় সবারই সমস্যা থাকে। তাই এই সমস্যা নিয়া ভাবার দরকার নাই, ভাবুন এটা সবারই জন্য কম-বেশী একই। ইংরেজী বলার ভীতিটা যাদের বেশি, তাঁরা দুটি কাজ করতে পারেনঃ 

(i) কমন প্রশ্নগুলার ইংরেজী উত্তর নিজে নিজে বলে সেটি মোবাইলে রেকর্ড করুন। এরপর শুনুন। নিজেই বুঝবেন কিভাবে বললে আরও ভালো হতো। পরের বার রেকর্ডে অবশ্যই উন্নতি হবে। এ্যাঁ, আঁ, উঁ ...এসব বাদ দিয়ে ইংরেজী বাক্য স্মার্টলি শেষ করার জন্য এর চেয়ে ভালো টেকনিক আর নেই। 

(ii) কমন প্রশ্নগুলার ইংরেজী উত্তর প্রেমিক/প্রেমিকা/বন্ধুর কাছে বলতে পারেন। আফসোস, আমার প্রেমিকা সেই সময় কাছে আসলে, তাঁর সাথে কালিদাসও আসত – ‘মেঘদূত’ হাতে নিয়ে। তাই পরীক্ষার আলাপ পাত্তাই পেত না। আপনার তো সেই সমস্যা নেই। 

.

শেষ কথাঃ 

ফর গড সেক, আমি যেভাবে আমার কথাগুলো বললাম, সেভাবে আমার ভাইভার সময় কেউ আমাকে বলে নি। আর সেই সময় ফেইসবুকে পরামর্শ নেবার মত স্মার্ট আমি ছিলাম না। আমি বিসিএসের জন্য কোন কোচিং করি নি। ২/৩ টা কোচিং আমার নাম তাঁদের লিফলেটে ব্যবহার করেছে, কিন্তু তা ডাহা মিথ্যা। এই মিথ্যার জন্য অনেকে মাপ চেয়েছে, কিন্তু লিফলেটে নাম দেয়া বন্ধ করে নাই। যাই হোক, এসবের মানে – ভাইভা প্রিপারেশানে আপনার অবস্থা আমার থেকে ভাল। তো আপনি আজই কনিফিডেন্ট হয়ে যান। আজই আর হরিপদ কেরানী নয়, আকবর বাদশা হয়ে যান। তবে একজন বিনয়ী বাদশা। কনফিডেন্স আর বিনয় দিয়ে জয় করুন ভাইভা বোর্ডকে। শুভকামনা।

..........................

অগ্রজের অগ্রিম অভিনন্দন

// সুজন দেবনাথ (অব্যয় অনিন্দ্য)

BCS Viva অথবা যে কোন Viva তে স্যুট পরবেন না কি পরবেন না??? - বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা

 বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা 


BCS Viva অথবা যে কোন Viva তে স্যুট পরবেন না কি পরবেন না??? 


এটা খুবই কমন একটা প্রশ্ন। 


উত্তরঃ 

ভাইভাতে একজন পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান, বুদ্ধিমত্তা, ইত্যাদি যেরকম পরখ হয় তেমনি আচার আচরণ, মূল্যবোধ, রুচিবোধ ইত্যাদিও মূল্যায়ন করা হয়ে থাকে। Subjective/Objective Judgement এর সাথে psychological judgement ও থাকে।  


পরীক্ষক আপনার সবকিছু যাচাই করে আপনাকে উনাদের ভাবনার ফ্রেমের মধ্যে রাখবেন এবং দেখবেন আপনি ঐ ফ্রেমের জন্য ফিট কী না? 

ফিট হলে আপনি পাশ করবেন নয়তো ফেল। 


পোশাক-পরিচ্ছদ মানুষের রুচিবোধের পরিচায়ক। তাই চাকরির ভাইভাতে মানানসই পোশাক পরে যাওয়া ভালো রুচিবোধের প্রকাশ।  


পেশাগত চাহিদা এবং শারীরিক/বাহ্যিক অবয়বের সাথে মানানসই পোশাক-পরিচ্ছদ ভাইভা বোর্ডে আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে


***মনে রাখবেন "আগে দর্শনধারী, পরে গুণ বিচারী***


স্যুট পরা বলতে একই রংএর ব্লেজার ও প্যান্টস পরা কে বুঝায় শুধু ব্লেজারকে স্যুট বলে না। 


যেসব কারণে- BCS viva তে স্যুট পরে যাওয়া উচিত।


১। আপনার পোশাক আপনার রুচিবোধের পরিচায়ক। সিভিল সার্ভিস এর মত একটা গুরুত্বপূর্ণ চাকরির ভাইভাতে আপনার নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রকে গুরুত্ব দিতে হবে। পোশাক পরিচ্ছদও অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ Non-verbal communication এর জন্য appearance অনেক ক্ষেত্রে বিশেষ অর্থ বহন করে। ভাইভাতেও non-verbal communication ও মূল্যায়ন করা হয়। 


২। সুন্দর, শালীন, মানানসই পোশাক আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। একজন স্যুট পরা ব্যক্তি তার appearance নিয়ে আত্মবিশ্বাসী থাকবে এটাই স্বাভাবিক। 


৩। BCS এর ভাইভাতে স্যুট পরার বাধ্যবাধকতা নেই। তবে গরম লাগবে, এখন গ্রীষ্মকাল, স্যাররা এটা ভাববে/সেটা বলবে  ইত্যাদি বলে স্যুট না পরে যাওয়ার মিথ থেকে দুরে থাকবেন। 

PSC তে যে রুমে আপনি ভাইভা দিবেন সেখানে AC আছে। আর খুব বেশি গরম লাগলে ব্লেজার খুলে হাতে রাখবেন। ভাইভা রুমে প্রবেশ করার আগে পরে নিবেন। 


৪। স্যুট না পরার জন্য আপনি হয়তো ফেল করবেন না তবে স্যুট পরার জন্য আপনি একটু বেশি নম্বর পেলেও পেতে পারেন। ভাইভাতে holistic approach এ মার্কিং হয়। তাই সবদিক বিবেচনা করেই আপনাকে নম্বর দেওয়া হবে। 


৫। ঢাকার এলিফ্যান্ট রোডে ১৫০০-২৫০০ টাকায়ও স্যুট পাওয়া যায়। অথবা কারো কাছ থেকে ধার করে নেন। তবে খেয়াল রাখবেন যেন সেটি মানানসই হয় (বড়/ছোট না হয়)


৬। স্যুট অবশ্যই dark কালারের হবে (Jet Black, Navy Blue, Blue Black, Dark Ash)। তবে কালো/নীল রং নিরাপদ। 


৭। যে কোন হালকা রং (Light Color)এর শার্ট পরতে পারেন। সাদা/আকাশি নীল নিরাপদ পছন্দ. 


৮। স্যুটের সাথে লং টাই পরতে হবে। টাই হবে “হ্যাপি টাই”। Plain/Stripe/dotted ডিজাইনের dark কালারের টাই পরা উচিত। তবে কালো টাই না পরাই ভালো। কালো রং শোকের প্রতীক। নীল/মেরুন/গাঢ় লাল/গাঢ় বেগুনী ইত্যাদি পরা নিরাপদ। টাই পরার সময় শার্টের কালারের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। 

পকেট স্কয়ার, Tie Pin ইত্যাদি না রাখলেও চলে। 


স্যুট পরা না পরা একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে মাঝে মাঝে ব্যক্তিগত ব্যাপারগুলোকে ভিন্ন আঙ্গিকে দেখতে হয়। আর স্যুট পরলে অবশ্যই ভালো করে পরতে হবে। 


With Best Regards

Mahbub 


Md. Mahbubul Islam 

Assistant Commissioner & Executive Magistrate 

Merit-57, 38th BCS Examination

BCS SYLLABUS Preliminary Written & Many Important Things - বিসিএস প্রিলিমিনারী ও লিখিত সিলেবাস ও বোড বই । গুগল ড্রাইভ ডাউনলোড লিংক

BCS SYLLABUS Preliminary Written & Many Important Things - বিসিএস প্রিলিমিনারী ও লিখিত সিলেবাস ও বোড বই । গুগল ড্রাইভ ডাউনলোড লিংক:



BCS SYLLABUS
Preliminary Syllabus -Download
Written Syllabus - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৬ষ্ঠ শ্রেণি)
১. গণিত- Download
২. বাংলা ব্যাকরণ ও নির্মিতি - Download
৩. বিজ্ঞান - Download
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৫. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৭ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - Download
২. গণিত - Download
৩. বিজ্ঞান - Download
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download
৫. English Grammar and Composition - Download
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৮ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - Download
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৩. English Grammar and Composition - Download
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download
৫. বিজ্ঞান - Download
৬. গণিত - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৯ম শ্রেণি)
১. বাংলা ভাষার ব্যাকরণ - Download
২. গণিত - Download
৩. English Grammar and Composition - Download
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৫. বিজ্ঞান - Download
৬. পদার্থবিজ্ঞান - Download
৬. রসায়ন - Download
৭. জীববিজ্ঞান - Download
৮. উচ্চতর গণিত - Download
৯. ভূগোল ও পরিবেশ - Download
১০. পৌরনীতি ও নাগরিকতা - Download
১১. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download

১২. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - Download

BCS Viva Experience and BCS Viva Preparation

বোর্ডঃ নুরজাহান বেগম ( NDC) sir
সাবজেক্টঃ Disaster Management
সিরিয়ালঃ ৬th( out of ১৪)
টাইমঃ খেয়াল করি নাই।
চয়েস লিস্টঃ প্রশাসন, পুলিশ, আনসার
Myself: স্যার, আসতে পারি?
Chairman: আসো।
রুমের মাঝখানে এসে সালাম দিয়েছিলাম। ডেস্কের সামনে আসলে বসতে বললেন, ধন্যবাদ স্যার বলে বসলাম।
Chairman: তোমার হাইট কত?
Myself: ৫ ফুট ১০ ইঞ্চি
Chairman: পুলিশ ফার্স্ট চয়েস?
Myself: না স্যার
Chairman: ফার্স্ট চয়েস কি?
Myself: স্যার, প্রশাসন
Chairman: কোন সাবজেক্ট এ পড়েছো?
Myself: দুর্যোগ ব্যবস্থাপনা
Chairman: বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল। বাংলাদেশ সরকার কি এমন করেছে যে রোল মডেল বলা হল? তুমি ইন জেনারেল বলবা।
Myself: উত্তর দিলাম অনেক ডিটেইলস। এরপর chairman স্যার External 1 স্যারকে প্রশ্ন করতে বললেন।
এখানে বলেছিলাম বাংলাদেশ ২০১০-২০১৫ সালের জন্য National Disaster Management Plan করেছিল যা মেয়াদ শেষে আবার ২০১৬-২০২০ সালের জন্য নতুন করে করা হয়।
External 1: এই যে আবার নতুন করে করা হল, আগের টা থেকে বর্তমান টার পার্থক্য কি কি? সংস্কার গুলা বল।
Myself: উত্তর দিলাম।
External 1: আমার একটা বোকামির কথা বলবো যেটা আমি একবার বন্যার্তদের দেখতে গিয়ে করেছিলাম। সেটার পর আমার প্রশ্নের উত্তর দেবা। আমি সেখানের মেয়েদের কাছে প্রশ্ন করেছিলাম, তোমরা টয়লেটে কোথাও যাও!! একথা শুনে ওরা একটু হতচকিত হয়েছিল। আমিও বুঝেছিলাম এভাবে বলা ঠিক হয় নাই। তুমি আমার জায়গাতে থাকলে এদের জন্য কি করতে??
Myself: উত্তর দিলাম কিন্তু এটা নিয়ে আরো তিনটা প্রশ্ন করেছে। উত্তর মন মত হয় নাই।
External 2: Digital Bangladesh কি?
Myself: উত্তর দিলাম।
External 2: এর সাথে আর একটা বিষয় আছে সেটা বল।
Myself: Sorry sir, আর কিছু মাথায় আসছে না।
External 2: সময় ও শ্রম সাশ্রয় হয় এটাও বলবা।
Myself: Thank U sir
External 2: One stop Service কি?
Myself: উত্তর দিলাম।
External 2: SDG পড়েছো?
Myself: জ্বি স্যার, একাডেমিকে ছিল।
External 2: দুই নাম্বার গোল কোনটি?
Myself: উত্তর দিলাম।
External 1: বর্তমানে একজন নাগরিকের জানা দরকার এমন ৩ টা আইনের নাম বল।
Myself: উত্তর দিলাম
External 2: what is Vision 2021?
Myself: উত্তর দিলাম।
External 2: LDC থেকে বের হওয়ার স্বীকৃতি কবে পেল বাংলাদেশ?
Myself: উত্তর দিলাম
External 2: শর্ত গুলো কি কি ছিল?
Myself: ডিটেইলস বলেছি। খুব খুশি হয়েছেন।।
External 2: এটা কি absolute নাকি Temporary ঘোষণা?
Myself: উত্তর দিলাম টাইম ফ্রেম সহ।
Chairman: তোমার রেজাল্ট তো দেখি খুবই ভাল। টিচার হওয়ার চেষ্টা কর নাই?
Myself: জ্বি স্যার, চেষ্টা করেছি কিন্তু authority যাদের যোগ্য মনে করেছে তাদের নিয়োগ দিয়েছে। আমি আমার যোগ্যতার প্রামাণ দিতে পারি নাই হয়তো।
Chairman: তোমার রেজাল্ট কি হাইয়েস্ট ছিল?
Myself: জ্বি স্যার, এটা শুধু আমার অনুষদের না আমার বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা রেজাল্ট ছিল।
Chairman: কি হয়েছিল বল তো একটু।
Myself: কারো উপর দোষ না চাপিয়ে বলার চেষ্টা করেছি।
Chairman: আমাকে থামিয়ে দিয়ে বলেছে, বুঝেছি বুঝেছি, কবে যে এই কালচার চেঞ্জ হবে। এটাই কি ফার্স্ট বিসিএস ছিল।
Myself: মাস্টার্স শেষ করে ঢাকায় এসে এটাই পড়াশুনা করে দিয়েছি। এর আগেও এটেন্ড করেছি।
Chairman: কোচিং করেছিলা?
Myself: জ্বি স্যার, নিজেকে যাচাইয়ের জন্য কোচিং এ পরীক্ষা দিয়েছি।
Chairman: External 1 এর দিকে তাকিয়ে- স্যার, ওকে কি ছেড়ে দেব? নাকি কিছু জিজ্ঞেস করবেন?
External 1: জিব্রালটার কি?
Myself: প্রণালী এবং দ্বীপ দুটোই বলেছি ডিটেইলস।
External 1: জিব্রালটারের সাথে একজন মুসলিম সেনাপতির নাম জড়ানো। বলতে পারবে?
Myself: সেনাপতি তারিকের নাম বলেছিলাম। ধারনার উপরে। হয়েছে কিনা জানিনা। স্যার হ্যা বা না কিছু বলে নাই।
Chairman: এবার External 2 এর দিকে তাকিয়ে, স্যার ছেড়ে দেব? নাকি কিছু জিজ্ঞেস করবেন!
External 2: ইবনে সিনা কে? মানব সভ্যতায় তার অবদান কি?
Myself: উত্তর দিলাম। বইয়ের খন্ড বলেছি ১৩ টি। এটা মনে হয় ভুল হয়েছে। ১২ টি হতে পারে।
Chairman: বাসাও পটুয়াখালী, পড়েছও পটুয়াখালী। হলে ছিল?
Myself : জ্বি স্যার। ফার্স্ট সেমিস্টার থেকেই হলে থেকেছি।
Chairman: বাবা কি করেন?
Myself: উত্তর দিলাম।
Chairman: তোমরা ক ভাই বোন, ইংরেজিতে বল।
Myself: উত্তর দিলাম।
Chairman: এবার তুমি আসো।
Myself: External 2 স্যারের কাছ থেকে পেপার্স গুলো নিয়ে সালাম দিয়ে বের হয়েছি। উনি chairman স্যারের কাছ থেকে আমার সার্টিফিকেট গুলো নিয়ে দেখছিলেন।

প্রেসিডেন্সিয়াল ভাইভা বোর্ড-এর (29.07.2019-30.07.2019) সকল ভাইভা অভিজ্ঞতা (সমাধানসহ) একত্রে দেয়া হলো। Link

--------------------------------------------------------------------------------------------
বোর্ডঃ প্রফেসর ডাঃ শাহ আবদুল লতিফ
সিরিয়াল ঃ ০৭
সময় ঃ ০৫ মিনিট
ফার্স্ট চয়েসঃ পররাষ্ট্র।
স্যার আইপড এ অ্যালার্ম সেট করে ভাইভা নেন।নির্দিষ্ট সময় পর অ্যালার্ম বেজে উঠে। স্যার ক্যাডার ভিত্তিক Questionnaire তৈরি করে রাখেন। He is very much sincere about his duties and ofcourse he is damn smart in this field.
#শুরু
Me: May I come in, sir?
চে: আসো।
Me: কাছে গিয়ে সালাম দিলাম।ডকুমেন্টস চাইলো, দেওয়ার পর বসতে বললো।বসলাম।
চে: নাম কি?
Me: বললাম।
চে: ওহ। আমরা দেখতে পাচ্ছি আপনি তো ক্যাডার সার্ভিস এ চাকরি করছেন।
Me: জী, স্যার। ( ৩৫ তম বিসিএস এ শিক্ষা ক্যাডার এ সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম)
চে: কোন subject এ আছেন?
মে: মার্কেটিং। বললাম যে, স্যার আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদে কর্মরত আছি। আগের চাকরী ছেড়ে দিয়েছি।
এক্স-১: কেন ছাড়লেন?
Me: answered.
চে: এডুকেশন ক্যাডার, তারপর বাংলাদেশ ব্যাংক, এখন আবার এখানে... definitely your first choice is foreign affairs?
Me: Yes, sir.
চে: অবশ্য তোমার সেই rights আছে। Well, tell me which state and which PM first introduce the term 'Citizen charter'?
Me: answered.(Uk বললাম, PM এর নাম পারি নাই)
চে: ফরেন এ ভাইভা দিবা, বাফার স্টেট পারবা..বলো, Buffer stock কী?
Me: answered.
চে: warrant of precedence কী?
Me: answered.
ex-1: রোহিঙ্গারা কারা?ওরা বাংলাদেশের নাকি মায়ানমারের?
Me: answered
এক্স-1: কিন্তু ওদের ভাষা এর সাথে চিটাগাং এর ভাষা এক।ওরা বাঙালি।
Me: আমি ইতিহাস টেনে যুক্তিসহ বলার পর (they seems to be satisfied)
এক্স-২: laughing stock কী?
চে:একটা ছবি হাতে দিলেন।বললেন এটার Unique characterstics কী?
Me: ছবিটি ছিলো জাতির পিতা অফিস এ বসে কিছু একটা সাইন করছেন।।পাশে একজন দাঁড়িয়ে ছিলেন। বললাম ও এটাই....স্যার হাসলেন..( বের হওয়ার পর মনে হলো দাঁড়িয়ে থাকা লোকটা ড: কামাল হোসেন হতে পারেন। মানে হতে পারে জাতির পিতা সংবিধানে সই করছেন..)
Me: sorry বলে দিলাম।
এক্স-২: বাংলাদেশের কূটনৈতিক হিসেবে দেশের জন্য কিভাবে foreign aid and FDI আনবা?
Me: answered ( marketing সেন্স থেকে বিভিন্ন promotion tools and pull and push strategy এর কথা বললাম।
এক্স -২: যেসব দেশের সাথে বৈরি সম্পর্ক তাদের সাথে কিভাবে কেন এবং কিভাবে সম্পর্ক রক্ষা করবে?
Me: Lord Pamarstone এর বিখ্যাত উক্তি দিয়েয়ে শুরু করলাম..In the Field of diplomacy, we have no eternal allies andd we have no eternal enemies.. Rather our interest are etternal..(Pakistan এর উদাহরণ দিলাম). আর কিভাবে এর উত্তর SWOT Analysis and Relationship Building এর ভিত্তিতে দিলাম।
অ্যালার্ম বেজে উঠলো। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, Zahid you time is over...
আমি সবাইকে ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে চলে এলাম।
------------------------------------------------------------------------------------

বোর্ডঃ মো. হামিদুল হক
সিরিয়াল ঃ ২ 
সময় ঃ ১০-১৫ মিনিট যথাসম্ভব
ক্যাডার চয়েসঃ ফরেন, পুলিশ, এডমিন
সাথে একজন ম্যাডাম ও অন্য একজন স্যার ছিলেন।
#শুরু
সালাম দিয়ে ঢুকলাম।
প্রথমেই, একটা রবীন্দ্র সংগীত গাইতে বলল। বসতেও বলেনি তখনো, থতমত খেয়ে গেছিলাম। তাও ২ টা কলি গাইলাম
পরেই
একটা নজরুলের কবিতা বলো?
একটা নাটকের ডায়লগ বলো? ( পারি নাই)
একটা মুভির ডায়লগ বলো?
এরপর বসতে বলল।
এরপরের প্রশ্নাবলী সিরিয়ালি বলছি
১) নিজের পরিচয় দাও?
---উত্তর বাংলায় বলছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ের কথা শুনে ( বুয়েট) একটা ঝাড়ি দিলো, আগের জন ও ইঞ্জিনিয়ার ছিল,লেদার ইঞ্জিনিয়ারিং। পরে আমার ডিপার্টমেন্ট এর কথা শুনে( নেভাল আর্কিটেকচার) পাশে বসা ম্যাডাম আমাকে বাঁচিয়ে দিলেন। ম্যাডাম শিপিং মিনিস্ট্রিতে ছিলেন নাকি আগে। ম্যাডামের কাছে কৃতজ্ঞ আমি।
এরপর ম্যাডামই প্রশ্ন করলেন।
২) পাকিস্তানের প্রেসিডেন্ট এর কাছে তোমাকে ও তোমার দেশকে তুলে ধরো। এমন ভাবে তুলে ধরবা যাতে ডিপ্লোমেটিক একটা ভাব থাকে, ডিরেক্ট তাদের দোষারোপ করতে পারবা না?
এটা ইংরেজিতে ছিল, ঘোলাই ফেলছি। ডিপ্লোমেটিক ওয়েতে পারি নাই এন্সার দিতে। ম্যাডাম একটু মনোক্ষুণ্ণ হলেন মনে হয়।
৩) সরকারী চাকুরীতে কর্মরত ব্যক্তিদের কেন কর্মচারী বলা হয়?
-- সবাই জানেন এটার উত্তর, তাই বললাম না।
আবার বোর্ডের চেয়ারম্যান
৪) সন্ত্রাস সম্পর্কিত ৫ টি গুজব বলো?
--আমি সন্ত্রাস শব্দটা লক্ষ্য করিনি, ভুলে ডেঙ্গু জ্বরের কথাও বলে দিছি। পরে সরি বলছি।
পাশের অন্য স্যার।
৫) তোমার এলাকার বিখ্যাত একজন ব্যক্তির নাম বলো?
--বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বলছিলাম।
৬) উনি কিভাবে নিহত হলেন ডিটেলস বলো?
-- বললাম
আবার বোর্ড চেয়ারম্যান
৭) রবীন্দ্রনাথ এর সাথে একজন নারীর প্রণয় ছিল, তার নাম কি?
-- বলছিলাম যে স্যার প্রণয় ছিল কিনা জানি না তবে একজনকে উনি একটা কবিতার বই উৎসর্গ করেছিলেন।
৮) কি নাম উনার?
-- ভিক্টোরিয়া ওকেম্পা
৯) উনি কোথাকার?
-- আর্জেন্টিনা
ওকে তুমি আসতে পারো।
বি দ্রঃ আরো কয়েকটা প্রশ্ন করেছিল। এই মুহুর্তে মনে পড়ছে না। এই গ্রুপ থেকে অনেক হেল্প পাইছে। ধন্যবাদ সবাইকে।
আমার সারাংশঃ বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল, আমার সামনেই উনারা গল্পগুজব করছিল। আমি ৩/৪ মিনিট বসে কেবল শুনেছিই কেবল। ম্যাডাম তার শিপিং মিনিস্ট্রির কাহিনী শেয়ার করে আমাকে বাঁচিয়ে দিছে।
সবাই দোয়া করবেন 😊
#এডিটেড
- মুজিবনগর সরকারের ক্যাবিনেট সেক্রেটারি কে ছিল?
উ ঃ এইচ টি ইমাম
- উনি কি বেঁচে আছে?
উ ঃ জ্বি
এখন উনি কি করেন?
উ ঃ প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা
------------------------------------------------------------------------------------

৩৮ তম বিসিএস, ৩১/০৭/২০১৯
বোর্ড: প্রফেসর হামিদুল হক স্যার
বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিষয়: আন্তর্জাতিক সম্পর্ক
জেলা: নেত্রকোনা
পছন্দ: প্রশাসন, পুলিশ, কর
সময়: ২০-২৫ মিনিট প্রায় ( সকল প্রশ্ন বাংলায় ছিল)
১. বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি?
২. প্রক্টরের নাম কি? (স্যার কিছুটা কনফিউজড, পরে পূর্বের প্রক্টরের নাম বলার পর ক্লিয়ার হলেন)
৩. প্রিয় খাবার
৪. কি করতে ভালো লাগে ( উত্তর শুনে এক্স ম্যাম হাসি দিয়ে বলেলেন ভাটি এলাকার ছেলে তো)
৫. নিজেকে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি ভেবে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে সারা বিশ্বের নিকট আকুল আবেদন জানাতে হবে। সময় ৩ মিনিটি। স্যার আমাকে ৫ মিনিট বলতে দিলেন।
৬. জাতির পিতাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে কোন সেনা অফিসার এগিয়ে এসেছিলেন?
৭. COP বলতে কি বুঝেন?
৮. এখানে নেতৃত্ব স্থানীয় কারা ছিলেন?
৯. আর কি আছে COP নিয়ে?
১০. সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে?
১১. সম্মেলনটির শহরের নাম বলুন?
১২. এমন একজন জেনারেলের নাম বলুন যিনি স্বাধীনতা বিরোধী কাজ করেছেন এবং সংবিধান লঙ্গন করেছেন?
১৩. উত্তরের স্বপক্ষে যুক্তি দেখান?
১৪. ভাটি এলাকার মানুষ, কি কি মাছ পাওয়া যায়?
১৫. আপনি কি কি মাছ ধরেছেন? হাওর এলাকার কিছু বড় মাছের নাম এবং কিছু ছোট মাছের নাম বলুন।
১৬. উপজেলা শহর থেকে বাড়ি কত কিলোমিটার দূরে?
১৭. এক বিএনপি নেতা ও সাবেক প্রতি মন্ত্রীর নাম বললেন। তাকে চিনি কি না? তার বাড়ি কোথায়? কখনো গিয়েছি কি না?
১৮. আরও একটি জায়গার নাম বললেন আমার এলাকার। উপজেলা শহর থেকে তার দূরত্ব জানতে চাইলেন।
১৯. আপনি DC. বন্যা সমস্যা মোকাবেলায় কিভাবে পদক্ষেপ নিবেন?
২০. প্রতিটা ধাপ একে একে বলুন।
ধন্যাবাদ, এবার আসুন।
বাহিরে আসার পর আবার ডেকে পাঠালেন ভেতরে
২১. ব্রিসবেন কোথায়?
২২. অস্ট্রেলিয়ার কিছু শহরের নাম বলুন?
২৩. আপনারা কয় ভাই বোন? আপনি নিশ্চিত বড়?
২৪. আপনার গ্রাজুয়েশন কমপ্লিট?
চেয়ারম্যান বাকি দুজনের দিকে তাকালেন, বললেন আর কিছু বলবেন কি উনাকে?
ওকে, ঠিক আছে ধন্যবাদ....
--------------------------------------------------------------------------

38 বিসিএস ভাইভা,,,,
চেয়ারম্যান: মো: শাহজাহান আলী মোল্লা
প্রথম পছন্দ পুলিশ,,,ভাইভা সিরিয়াল ৭(১২)
#আসসালামু আলাইকুম,,,স্যার,,, আসতে পারি???
চেয়ারম্যান কি কাজে যেনো ব্যস্ত ছিলো,,, তাই আবার বললাম স্যার,, আসতে পারি???
চে.: ও হ্যাঁ আসুন,,,,, বসুন
# ধন্যবাদ স্যার,,,(thank you বলি না ভয়ে,,, যদি আবার ইংলিশে প্রশ্ন করা শুরু করে দেয়😝😝😝)
চে.: আপনার সর্বশেষ ইনস্টিটিউশন কোনটা ছিলো???
# ঢাকা বিশ্ববিদ্যালয়
চে.: কোন বিষয়ে পড়াশুনা করেছেন??
# ফিজিক্স
চে.: ও,,, ফিজিক্স তো ভালো সাবজেক্ট,,,, আপনার প্রথম,, দ্বিতীয়,,, তৃতীয় পছন্দ কি????
#স্যার,, পুলিশ,,, অ্যাডমিন,,,, আনসার
চে.: পুলিশ,, অ্যাডমিন,,, আনসার,, সব তো দেখি ক্ষমতার ছড়াছড়ি,,,,, আচ্ছা যাই হোক,, আপনি অ্যাডমিন কে প্রথম পছন্দ না দিয়ে পুলিশ কেনো পছন্দ দিলেন??? পুলিশ এতো পছন্দ করার কারণ কি?????
আমাকে না বিষয়টা পাশের এক্সটার্নাল স্যার কে দেখিয়ে বললেন উনাকে বুঝায় বলেন,,,,,
#স্যার,,,** পুলিশ এর কাজের অনেক বৈচিত্রতা আছে যা আমাকে আকৃষ্ট করেছে,,,, জেনারেল পুলিশিং,,, এসবি,,ডিবি,,সিআইডি,,, industrial পুলিশ,,,,ট্যুরিজম পুলিশ,,,, রেলওয়ে পুলিশ,,, হাইওয়ে পুলিশ,,,,এই ভাবে টানা কতগুলো বলে দিলাম,,,,
** বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বা ২০৪১ বাস্তবায়নের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশের কোনো বিকল্প নাই,,, আমি পুলিশে যোগদান করে এই বিষয়ে ভূমিকা রাখতে চাই,,,
** বাংলাদেশ ক্রমে উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে,,, সেক্ষেত্রে আমাদের কে বৈশ্বিক প্রতিযোগিতায়
নামতে হবে,, আমাদের বহিঃ শত্রু সংখ্যাও বাড়বে,,,, সেই বহিঃ শক্তি যদি ভিজিবল কোনো অ্যাটাক করে হয়তো আমরা তা মোকাবিলা করতে সক্ষম,,, কিন্তু অদুর ভবিষ্যতে যদি ইনভিজিবল কোনো আক্রমণ এর শিকার হই??? আমাদের পুলিশ বাহিনী কি সেই আক্রমণ প্রতিহত করতে সক্ষম???? আমি পুলিশে ঢুকে এমন একটা ডিপার্টমেন্ট তৈরিতে ভূমিকা রাখতে চাই,,, আর সেই ডিপার্টমেন্টের প্রধান হয়ে বাংলাদেশের অগ্রগতিকে মসৃণতা দিতে চাই,,,,,
চে.: হ্যাঁ,,, পুলিশ অনেক বড় প্রতিষ্ঠান,,, পুলিশের কাজের অনেক বৈচিত্রতা আছে,,,
১ম এক্সটার্নাল: পুলিশ + অ্যাডমিন নিয়া বেশ কিছু কথা বলে বললো রুল অফ ল কি???
#রুল অফ ল একটু একটু পারতাম,,, কিন্তু যেইভাবে পেচায় বলছে আমি আর ঝুঁকি নিলাম না,,,, বললাম সরি স্যার,,, স্যার বললো আচ্ছা সমস্যা নাই,,,,, ফিজিক্সে পড়ে পুলিশ হলে কি সুবিধা পাবেন???
# স্যার ,,,, পুলিশে বিভিন্ন রকমের অস্ত্র ব্যবহার করতে হয়,,, ফিজিক্সের ছাত্র হিসেবে সেই সব অস্ত্রের সাথে আমি খুব দ্রুত নিজেকে কোপ আপ করতে পারবো,,,, কারণ আমি যদি জানি একটা মেশিন কিভাবে কাজ করে তবে সেটা চালানো আমার জন্য খুব সহজ হবে,,,,
১ম এক্সটার্নাল: মেশিন কিভাবে কাজ করে ঐটা তো মেকানিক্যাল এ যারা পড়ে তারা বলতে পারবে????
#স্যার,,, মেকানিকাল ও ফিজিক্স এর একটা পার্ট,,,,
১ ম এক্সটার্নাল: আচ্ছা বলুন পুলিশ কিসের মাধ্যমে কাজ করে???
#স্যার,, পুলিশ আইন১৮৬১,,, পিআরবি ১৯৪৩,,, বলতেই বললো
১ম এক্সটার্নাল: আচ্ছা বলুন তো পি আর বি অনুসারে এসপি ও ডিসির কাজ সম্পর্ক কি????
#স্যার,, পিআরবি১৯৪৩ এর ১৫ ধারা মতে,,
এসপি ,, ডিসি এর সকল বৈধ আদেশ পালন করবেন,,, তবে কোনো বিষয়ে যদি সমস্যা হয় তবে এসপি তার ঊর্ধ্বতন কর্মকর্তা(ডিআইজি) কে অবহিত করবেন,,, তিনি মন্ত্রণালয়ে বিষয়টা জানাবেন এবং সরকার ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে,,,,
চে.: আচ্ছা পিআরবি অনুসারে পুলিশ অফিসার এর কাজ কি???
#স্যার,,, পি আর বি এর ১১৮ ধারায় পুলিশ অফিসারের কাজের কথা স্পষ্ট ভাবে বলা আছে,,,, পুলিশ অফিসারের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা ও জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা,,, এছাড়াও পুলিশ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত কার্যকর ও পালন করবে,,,, তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করবে,,,, বলতেই
২ য় এক্সটার্নাল: বলুন তো চুরি আর ডাকাতি কি????
# স্যার,, ডাকাতি সাধারণত ৫ বা ততোধিক ব্যক্তির মাধ্যমে ভুক্তভুগির সম্মুখে সংঘটিত হয়,,,, আর চুরি কম সংখ্যক মানুষ অজ্ঞাতে করে,,,
২ য় এক্সটার্নাল: ছোট্ট একটা জিনিষ মিসিং করছেন??? বলতে পারবেন কি???
# সরি স্যার,,,,
২য় এক্সটার্নাল: ভায়োলেন্স,,,,, ডাকাতি তে ভায়োলেন্স হয়,,,,, আচ্ছা পুলিশ কি সতন্ত্র কোনো সংস্থা নাকি কারো অধীন???
#স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন,,,,,
বলতেই চেয়ারম্যান স্যার বললো ওকে অনেক প্রশ্ন ধরা হইছে ও আসুক,,,, আমাকে বললো ঠিক আছে যাও,,,, আমি সালাম দিয়া প্রস্থান করলাম,,,,,,

-------------------------------------------------------------------------------------------
নাম: রিজা আমিন( খাদ্য পরিদর্শক)
বিভাগ: শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন,ঢাকা বিশ্ববিদ্যালয়
বোর্ড: আবদুল মান্নান
সময়:১৫-২০ মিনিট( ৭সিরিয়াল)
চয়েজ: প্রশাসন,ট্যাক্স
১. প্রশ্ন: about your childhood
2. রোহিঙ্গা সমস্যা ও প্রত্যাবর্তন নিয়ে জাপান পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব
৩. জাপান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ছিলো
৪. একজন ব্যাক্তির প্রধান গুন
৫. নেতার গুনাবলি
৬. দক্ষ কর্মচারির গুনাবলী
৭. প্রধানমন্ত্রী ও সরকারী কর্মচারী কাদের জন্যে কাজ করে
৮. ডিজিটাল বাংলাদেশের প্রবক্তার নাম কি
৯. পিছিয়ে পড়া জনগোষ্টীর উন্নয়নকে আমি কিভাবে দেখছি
১০. অটিজম নিয়ে কে কাজ করেন
১১. সায়মা ওয়াজেদের স্লোগান কি পিছিয়েপড়া জনগোষ্টীকে নিয়ে
১২. প্রধানমন্ত্রীর গ্রামকে নিয়ে স্লোগান কি
১৩. বাংলাদেশের লোগোর ৪ টি তারা মানে কি
১৪. লোগোর মধ্যে থাকা মানচিত্রের পরিবর্তন হওয়া উচিত কি না যুক্তি দেখাও
১৫. খাদ্য অধিদপ্তরের দুনীতি কিভাবে হয় বুঝিয়ে বলো
১৬. ইউএনও হলে আমি কিভাবে দুনীতি মোকাবেলা করবো
১৭. খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এর নাম কি, তিনি আগে কি ছিলেন
১৮. বাংলাদেশের প্রথম নারী বিভাগীয় কমিশনারের নাম কি?
১৯. আমার বয়ফ্রেন্ড আছে কি না??? কারন অবিবাহিত তাই জানতে চাইলো
আরো আনুষঙ্গিক প্রশ্নছিলো ছোটছোট,,,,,,,
স্যারেরা খুবই ফ্রেন্ডলি ছিলো,,,,,,,,বাকি আল্লাহর উপর ভরশা। সবাই দোয়া করবেন,,,,,,,,

-------------------------------------------------

বোর্ডঃ প্রফেসর ডাঃ শাহ আবদুল লতিফ
সিরিয়াল ঃ ০৭
সময় ঃ ০৫ মিনিট
ফার্স্ট চয়েসঃ পররাষ্ট্র।
স্যার আইপড এ অ্যালার্ম সেট করে ভাইভা নেন।নির্দিষ্ট সময় পর অ্যালার্ম বেজে উঠে। স্যার ক্যাডার ভিত্তিক Questionnaire তৈরি করে রাখেন। He is very much sincere about his duties and ofcourse he is damn smart in this field.
#শুরু
Me: May I come in, sir?
চে: আসো।
Me: কাছে গিয়ে সালাম দিলাম।ডকুমেন্টস চাইলো, দেওয়ার পর বসতে বললো।বসলাম।
চে: নাম কি?
Me: বললাম।
চে: ওহ। আমরা দেখতে পাচ্ছি আপনি তো ক্যাডার সার্ভিস এ চাকরি করছেন।
Me: জী, স্যার। ( ৩৫ তম বিসিএস এ শিক্ষা ক্যাডার এ সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম)
চে: কোন subject এ আছেন?
মে: মার্কেটিং। বললাম যে, স্যার আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদে কর্মরত আছি। আগের চাকরী ছেড়ে দিয়েছি।
এক্স-১: কেন ছাড়লেন?
Me: answered.
চে: এডুকেশন ক্যাডার, তারপর বাংলাদেশ ব্যাংক, এখন আবার এখানে... definitely your first choice is foreign affairs?
Me: Yes, sir.
চে: অবশ্য তোমার সেই rights আছে। Well, tell me which state and which PM first introduce the term 'Citizen charter'?
Me: answered.(Uk বললাম, PM এর নাম পারি নাই)
চে: ফরেন এ ভাইভা দিবা, বাফার স্টেট পারবা..বলো, Buffer stock কী?
Me: answered.
চে: warrant of precedence কী?
Me: answered.
ex-1: রোহিঙ্গারা কারা?ওরা বাংলাদেশের নাকি মায়ানমারের?
Me: answered
এক্স-1: কিন্তু ওদের ভাষা এর সাথে চিটাগাং এর ভাষা এক।ওরা বাঙালি।
Me: আমি ইতিহাস টেনে যুক্তিসহ বলার পর (they seems to be satisfied)
এক্স-২: laughing stock কী?
চে:একটা ছবি হাতে দিলেন।বললেন এটার Unique characterstics কী?
Me: ছবিটি ছিলো জাতির পিতা অফিস এ বসে কিছু একটা সাইন করছেন।।পাশে একজন দাঁড়িয়ে ছিলেন। বললাম ও এটাই....স্যার হাসলেন..( বের হওয়ার পর মনে হলো দাঁড়িয়ে থাকা লোকটা ড: কামাল হোসেন হতে পারেন। মানে হতে পারে জাতির পিতা সংবিধানে সই করছেন..)
Me: sorry বলে দিলাম।
এক্স-২: বাংলাদেশের কূটনৈতিক হিসেবে দেশের জন্য কিভাবে foreign aid and FDI আনবা?
Me: answered ( marketing সেন্স থেকে বিভিন্ন promotion tools and pull and push strategy এর কথা বললাম।
এক্স -২: যেসব দেশের সাথে বৈরি সম্পর্ক তাদের সাথে কিভাবে কেন এবং কিভাবে সম্পর্ক রক্ষা করবে?
Me: Lord Pamarstone এর বিখ্যাত উক্তি দিয়েয়ে শুরু করলাম..In the Field of diplomacy, we have no eternal allies andd we have no eternal enemies.. Rather our interest are etternal..(Pakistan এর উদাহরণ দিলাম). আর কিভাবে এর উত্তর SWOT Analysis and Relationship Building এর ভিত্তিতে দিলাম।
অ্যালার্ম বেজে উঠলো। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, Zahid you time is over...
আমি সবাইকে ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে চলে এলাম।

-----------------------------------------------------------------------------------
নাম: রিজা আমিন( খাদ্য পরিদর্শক)
বিভাগ: শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন,ঢাকা বিশ্ববিদ্যালয়
বোর্ড: আবদুল মান্নান
সময়:১৫-২০ মিনিট( ৭সিরিয়াল)
চয়েজ: প্রশাসন,ট্যাক্স
১. প্রশ্ন: about your childhood
2. রোহিঙ্গা সমস্যা ও প্রত্যাবর্তন নিয়ে জাপান পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব
৩. জাপান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ছিলো
৪. একজন ব্যাক্তির প্রধান গুন
৫. নেতার গুনাবলি
৬. দক্ষ কর্মচারির গুনাবলী
৭. প্রধানমন্ত্রী ও সরকারী কর্মচারী কাদের জন্যে কাজ করে
৮. ডিজিটাল বাংলাদেশের প্রবক্তার নাম কি
৯. পিছিয়ে পড়া জনগোষ্টীর উন্নয়নকে আমি কিভাবে দেখছি
১০. অটিজম নিয়ে কে কাজ করেন
১১. সায়মা ওয়াজেদের স্লোগান কি পিছিয়েপড়া জনগোষ্টীকে নিয়ে
১২. প্রধানমন্ত্রীর গ্রামকে নিয়ে স্লোগান কি
১৩. বাংলাদেশের লোগোর ৪ টি তারা মানে কি
১৪. লোগোর মধ্যে থাকা মানচিত্রের পরিবর্তন হওয়া উচিত কি না যুক্তি দেখাও
১৫. খাদ্য অধিদপ্তরের দুনীতি কিভাবে হয় বুঝিয়ে বলো
১৬. ইউএনও হলে আমি কিভাবে দুনীতি মোকাবেলা করবো
১৭. খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এর নাম কি, তিনি আগে কি ছিলেন
১৮. বাংলাদেশের প্রথম নারী বিভাগীয় কমিশনারের নাম কি?
১৯. আমার বয়ফ্রেন্ড আছে কি না??? কারন অবিবাহিত তাই জানতে চাইলো
আরো আনুষঙ্গিক প্রশ্নছিলো ছোটছোট,,,,,,,
---------------------------------------------------------------------------------------------------------

৪র্থ ক্যান্ডিডেট
বুয়েট, IPE ডিপার্টমেন্ট।
১.সেকেন্ড চয়েজ (পুলিশ)
২.বাংলাদেশ পুলিশ বর্তমানে কি কি সমস্যা ফেস করছে? এর সমাধানের উপায় কি?
৩.মুষ্টি চাল কি?
৪.ফার্স্ট চয়েজ(এডমিন)
৫.আপনি ডিসি হয়ে কোন পুজোমন্ডপ ঘুরতে গেলেন। ঐখানে প্রধান অতিথি হিসেবে আপনাকে ভাষন দিতে বলা হলো। এখন ডায়াসে গিয়ে আমাদেরকে দর্শকভেবে ২ মিনিট ভাষন দিন।
৬.পূজার প্রসাদ খেতে দেয়া হলে আপনি কি খাবেন?
৭.বর্তমান প্রধানমন্ত্রী কবে প্রথম বাবার নামের পাশে মায়ের নাম যুক্ত করার কথা বলেন?
৮.২০১৯ শিক্ষাবর্ষের শুরুতে সরকার মোট কি পরিমান বই বিনামূল্যে বিতরন করেছে।
৯.আপনিও ধূমপায়ী আর আপনার বস্ও ধুমপায়ী এমন হলে কি বসের সাথে একত্রে বসে ধূমপান করবেন?
১০.সার বিতরন দেখেছেন? কিভাবে সার তৈরী করা হয় আমাদের বুঝান।
১১.ডিসি হয়ে কৃষকদের দেখতে মাঠে গেলেন, হঠাৎ কাদায় পড়ে গেলেন। আপনাকে দেখে আপনার অধ:স্তনরা হাসলো তখন কি করবেন?
(ফ্রাঙ্কলি বলি ওনার সবগুলো উত্তরই সাজানো গুছানো হয়েছে, ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।)
৫ম ক্যান্ডিডেট
FOOD & NUTRITION(DU)
১.নিউট্রিশনে পড়েন, হাজির বিরিয়ানি খেয়েছেন কখনও?
২.ঐটার পুষ্টিগুন বলেন, ঐটা তৈরীর রেসিপি বলেন।
৩.মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে বিপক্ষে কারা ছিল, তাদের কার্যক্রমগুলো বলেন।
৪.আপনার এলাকার নৃতাত্ত্বিক গুরুত্ব বলেন(দিনাজপুর বাড়ি হওয়ায় বরেন্দ্র কেন্দ্রিক কোশ্চেন)
৫.belt & road initiative এ বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে।
৬.diplomacy কি?
৭.সম্রাট শাহজাহান কবে মারা যায়? তার পুত্রদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে বলেন। বোনরা কে কার পক্ষে ছিল।
৮.সম্প্রতি কোথাও ঘুরতে গেছেন?
৯.কান্তজির মন্দিরে গিয়েছেন কখনও?
৬ষ্ঠ ক্যান্ডিডেট
১.বঙ্গবন্ধুর সাহসিকতার ৫টা ঘটনা বলেন।
২.বঙ্গবন্ধু জাদুঘরের কোন বিষয়টা সবচেয়ে স্পর্শকাতর মনে হয়েছে?
৩.ময়মনসিংহ কৃষিতে পড়েছেন, ময়মনসিংহগীতিকা সম্পর্কে কি জানেন?
৪.রবীন্দ্রনাথের "দুই বিঘা জমি" আবৃত্তি করেন।
৫.টাই পড়েছেন, টাই বাঁধতে পারেন। আপনার টাইএ প্যাচ কয়টা & নট কয়টা?
৬. 3 not 3 কি? কোথায় ব্যবহৃত হয়েছে?
৭.আপনার বাড়ি লক্ষ্মিপুর, লক্ষ্মি কিসের দেবতা?
৮.নাম আব্দুল হাকিম, ঐ নামের একজন কবি আছে তার কবিতা আবৃত্তি করেন।
৯.সাবজেক্টের কিছু থিওরি।
------------------------------------------------------------------------------------------------------------

1st Examiner: Introduce urself within 1 minutes.
why u want to be a water diplomat???
2nd Examiner: মোবাইল কোর্টের সর্বোচ্চ শাস্তি কি???
DC এর কাজ কি?
ADM এর কাজ কি?
3rd Examiner: তোমার জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বল?
তোমার জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
তোমার জেলার রাজাকারদের নাম বল?
1st examiner: Tell about ICT Act within two minutes.
2nd Examiner: বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ কোনটি এবং কেন?
পাকিস্তান কেন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু?
3rd examiner: tell about national security.
1st examiner: ICT Act এর খসড়া কে প্রস্তুত করেন ?
কাস্মির ইস্যু, ফিলিস্তিন ইস্যু।
আমার dipartment related অনেক প্রশ্ন যা আপনাদের লাগবে না।
আইন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়
1st choice: BCS (foreign affairs)

-------------------------------------------------------------------
পঞ্চম সংশোধনী মামলার বৈশিষ্ট্যগুলো কী কী? উল্লেখ করুন
সংবিধান সংশোধনীর প্রেক্ষাপটঃ ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা পর ক্ষমতায় আসেন খন্দকার মোস্তাক। একই বছর ৩ নভেম্বরে কারাগারে ৪ জাতীয় নেতাকে হত্যা করা হয়। এরপর যারা হত্যা করেছিল তাদের বিচারের পথ বন্ধ করার জন্য প্রেসিডেন্ট মোশতাক জারী করেন The Indemnity Ordinance, 1975. মোস্তাকের ক্ষমতার মেয়াদ ছিল মাত্র ৮৬ দিন। এরপরই ক্ষমতায় আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর শাসনামলে মধ্যপ্রাচ্যের সাথে কার্যকর সুসম্পর্ক গড়ে উঠেনি। মধ্যপ্রাচ্যের শাসকদের ধারনা ছিল বঙ্গবন্ধু তার বাংলাদেশে ইসলাম বিরোধী সমাজতন্ত্র কায়েম করে ইসলাম বিরোধী শাসক হিসেবে আবির্ভূত হয়েছেন।
জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেই বুঝতে পারলেন ধর্মপ্রাণ মুসলিমদের দূর্বল জায়গাগুলো পাশাপাশি এটাও বুঝলেন তার ক্ষমতার চাবি মধ্যপ্রাচ্যে জমা এবং তিনি যেহেতু সামরিক শাসক ছিলেন তাই রাষ্ট্রের সকল শ্রেণির, পেশার মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে কিছু মনোরঞ্জনবাদী সংশোধনী আনেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৭৯ সালের ৬ এপ্রিল পর্যন্ত তার শাসনামলে তিনি যেসকল আইন, নির্দেশ, ফরমান, আদেশ দিয়েছিলেন সেগুলোকে আইনী বৈধতা ও স্বীকৃতি দেয়ার জন্য সংবিধানের পঞ্চম সংশোধনী আইন প্রণয়ন করেন।
এসব বৈধতার মধ্যে মোশতাকের পাস করা The Indemnity Ordinance, 1975 এর বৈধতা দিয়েও হত্যাকারীদের দায়মুক্তি (Indemnity) দেন।
পঞ্চম সংশোধনীর বৈশিষ্ট্যঃ
১) সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন:
ক) প্রস্তাবনার উপরে মূল সংবিধানে "বিসমিল্লাহির রাহমানির রাহিম" অর্থাৎ "দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে" - এই কথাগুলো ছিল না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজন করা হয়।
খ) প্রস্তাবনার প্রথম প্যারায় "মুক্তি সংগ্রাম" শব্দগুচ্ছের পরিবর্তে "স্বাধীনতা যুদ্ধ" শব্দগুচ্ছ সন্নিবেশিত হয়।
২) রাষ্ট্রীয় মূলনীতিতে পরিবর্তন:
ক) বাঙ্গালী জাতীয়তাবাদের পরিবর্তে "বাংলাদেশী জাতীয়তাবাদ স্থাপন করা হয়।
খ) ধর্মনিরপেক্ষতা মূলনীতি পরিবর্তে " সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কথাগুলো সংযোজন করা হয়। অনুচ্ছেদ ১২ বাতিল করা হয়।
গ) সমাজতন্ত্র সংক্রান্ত মূলনীতিকে সংকুচিত করে "অর্থনৈতিক ও সামাজিক ন্যায়-বিচার"- এই অর্থে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়।
২) বিচার বিভাগের স্বাধীনতা পুনঃস্থাপনঃ
মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল রাষ্ট্রপতির হাতে। ১৯৭৮ সালে জেনারেল জিয়া দ্বিতীয় সামরিক ফরমানের মাধ্যমে সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল গঠন করেন যার সভাপতি ছিলেন প্রধান বিচারপতি ও সদস্য ছিলেন আপিল বিভাগের দুইজন বিচারপতি।
৩) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যঃ
এখানে বলা হয় যে, রাষ্ট্রপতি এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন যিনি অবশ্যই সংসদ সদস্য হবেন এবং সংসদের সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হবেন।
৪) জাতীয় সংসদের অর্থসংক্রান্ত ক্ষমতার হ্রাসঃ
পঞ্চম সংসদের আগ পর্যন্ত সংসদের অনুমোদন ব্যতীত অর্থ ব্যয় করা যেতো না। তবে এই সংশোধনীর পর এই নিয়ম পরিবর্তন হয়।
৫) গণভোটের বিধান যুক্তঃ
পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে গণভোট বিধানটি যুক্ত করা হয়। অর্থাৎ প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ২৬, ৪৮ এবং ১৪২ সংশোধন করতে হলে প্রথমে প্রস্তাবটি সংসদে পাস করতে হবে তারপর রাষ্ট্রপতি গণভোটের জন্য পেশ করবেন। তাতে জনগণ যেকোন প্রস্তাবে ৫১℅ ভোট দিলেই সংবিধানের উক্ত অনুচ্ছেদগুলো সংশোধন করা যেতো।
©লেখাটি #আগস্ট মাসের #MENs সংখ্যায় পাবেন।
বইটি বাজারে আসছে.........
------------------------------------------------------------------
ইনডেমনিটি কী? ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর জারিকৃত "ইনডেমনিটি অর্ডিন্যান্স" কখন ও কী কারণে বাতিল হয়ে যায়?
Indemnity (দায়মুক্তি) কী?
দায়মুক্তি (Indemnity) অর্থ শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা। অর্থাৎ কেউ কোন অন্যায় করলো কিন্তু রাষ্ট্র তাদের সেই অন্যায় কাজকে অন্যায় না বলে বলে দিলো যে রাষ্ট্রের প্রয়োজনে তারা এই কাজ করেছে। সুতরাং এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়া যাবে না।
১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। একই বছর ৩ নভেম্বরে কারাগারে ৪ জাতীয় নেতাকে হত্যা করা হয়। এরপর যারা হত্যা করেছিল তাদের বিচারের পথ বন্ধ করার জন্য প্রেসিডেন্ট মোশতাক অনুচ্ছেদ ৪৬ এর ক্ষমতাবলে জারী করেন The Indemnity Ordinance, 1975 আর পরবর্তীকালে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে The Indemnity Ordinance, 1975 এর বৈধতা দিয়ে হত্যাকারীদের দায়মুক্তির বৈধতা (Indemnity) দেন।
Indemnity Ordinance 1975 এর বৈশিষ্ট্যঃ
এই আইনটির দুটি অংশ ছিল। যথাঃ-
১) প্রথম অংশে বলা হলো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাতে কার্যকর আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন এজন্য কোন আদালতে কোন মামলা করা যাবে না।
২) দ্বিতীয় অংশে বলা হয়েছিল যে, রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সাথে যারা জড়িত বলে প্রত্যয়ন দিবেন তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়া যাবে না।
এই আইনে যাদের সুরক্ষা দেয়ার কথা বলা হয়েছে তারা কী সংবিধানের অনুচ্ছেদ ৪৬ এর সুরক্ষা পাবে?
- না। এই আইনে যাদের দায়মুক্তি দেয়া হয়েছে তারা অনুচ্ছেদ ৪৬ এর সুরক্ষা পাবেন না। কারণ The Indemnity Ordinance 1975 ছিল অসাংবিধানিক এবং প্রথম থেকেই বাতিল। ফলে এখানে অনুচ্ছেদ ৪৬ এর অপব্যবহার করায় আসামীরা অনুচ্ছেদ ৪৬ এর সুবিধা পাবেন না।
পরবর্তীতে ১৯৯৬ সালের ১২ই জুনের নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় এসে The Indemnity Ordinance (Repeal) Act, 1996 পাসের মাধ্যমে The Indemnity Ordinance 1975 বাতিল করে দেন। ফলে জাতির পিতার হত্যাকারীদের বিচারের পথ সুগম হয়েছিল এবং বিচার করা হয়েছেও।
© লেখাটি MENs আগস্ট সংখ্যায় থাকছে।
আগস্ট সংখ্যায় সংবিধানের উপর ৪০টি প্রশ্নোত্তর থাকবে। যা ভাইভা, লিখিত ও প্রিলির জন্য সমান সহায়ক হবে।।
!! বইটি শীঘ্রই বাজারে আসছে........