Showing posts with label BCS Preparation. Show all posts
Showing posts with label BCS Preparation. Show all posts

BCS SYLLABUS Preliminary Written & Many Important Things - বিসিএস প্রিলিমিনারী ও লিখিত সিলেবাস ও বোড বই । গুগল ড্রাইভ ডাউনলোড লিংক

BCS SYLLABUS Preliminary Written & Many Important Things - বিসিএস প্রিলিমিনারী ও লিখিত সিলেবাস ও বোড বই । গুগল ড্রাইভ ডাউনলোড লিংক:



BCS SYLLABUS
Preliminary Syllabus -Download
Written Syllabus - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৬ষ্ঠ শ্রেণি)
১. গণিত- Download
২. বাংলা ব্যাকরণ ও নির্মিতি - Download
৩. বিজ্ঞান - Download
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৫. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৭ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - Download
২. গণিত - Download
৩. বিজ্ঞান - Download
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download
৫. English Grammar and Composition - Download
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৮ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - Download
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৩. English Grammar and Composition - Download
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download
৫. বিজ্ঞান - Download
৬. গণিত - Download

বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৯ম শ্রেণি)
১. বাংলা ভাষার ব্যাকরণ - Download
২. গণিত - Download
৩. English Grammar and Composition - Download
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Download
৫. বিজ্ঞান - Download
৬. পদার্থবিজ্ঞান - Download
৬. রসায়ন - Download
৭. জীববিজ্ঞান - Download
৮. উচ্চতর গণিত - Download
৯. ভূগোল ও পরিবেশ - Download
১০. পৌরনীতি ও নাগরিকতা - Download
১১. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - Download

১২. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - Download

BCS Exam Time সময় আছে ৪৪/৪৫ দিন

সময় আছে ৪৪/৪৫ দিন,এই দিনগুলো একটু ভালভাবে কাজে লাগাতে পারলে হয়ত ১২০/১২৫ এর মত পাওয়া যাবে,যা রিটেন দেয়ার জন্য মোটামুটি সেফ।প্রিলিতে ১২৫ তোলা যা,১৯৫ তোলাও তা,পাশ করলেই হল।

১. সিলেবাস ছেটে ফেলুন প্রথমেই,এক্ষেত্রে বলির পাঠা হবে সুশাসন। এটা না পড়লেও ২/৩ পাবেনই।অযথা পড়ে লাভ নাই,সময় নস্ট।
২. এরপর ফেলে দিন বিজ্ঞান,পুরোপুরি না।মোটামুটি যেকোন ডাইজেসট থেকে ৩/৪ দিন রিডিং দিন যাতে ৬/৭পান।এর বেশি সময় দিয়ে লাভ নাই,প্রিলিতে সবচেয়ে বড় সিলেবাস বিজ্ঞানে,সবচেয়ে কঠিনও।বিজ্ঞানের ছাত্র ছাড়া বিজ্ঞানে ৯/১০ পাওয়া অনেক কঠিন।
★সময় ৩ দিন
৩. মূল টার্গেট করুন বাংলা, ইংরেজি ------৩৫+৩৫
এখানে কোন মিস নাই,৫০+- তোলার চেস্টা করুন।ইংরেজিতে প্রশ্ন তেমন কঠিন হয়না,To the point প্রশ্ন হয়।
Basic grammar,Literature খুব কমন জিনিস গুলোই আসে।
বাংলা ব্যাকরণও কমনগুলো আসে।তবে সাহিত্য একটু কঠিন হচ্ছে গত ২/৩ বার,তাই ২ দিন বেশি সময় দিন..
★মোট সময় দিন ৫+৭ =১২দিন
৪. বাংলাদেশ আন্তর্জাতিক থেকে শুধু কমন বিষয়গুলো আগে পড়ুন,যেগুলো মাস্ট আসে যেমন ইতিহাস,জাতীয় বিষয়াবলী,ভৌগোলিক অবস্থা,মুক্তিযুদ্ধ, সংবিধান,সংস্থা,সদর দপ্তর,ভূ রাজনীতি, পরিবেশ।বাকীসব ঢুকে যাবে গত ৬/৭ মাসের কারেন্ট এফেয়ার্স, যুদ্ধ বিগ্রহ,আলোচনা,সম্মেলন আর বিভিন্ন সমীক্ষা থেকে।তারপরও কিছু বাদ পড়লে ডাইজেস্ট থেকে রিডিং দেন।মনে রাখতে পারলে সহজেই ৩০ পাবেন
ভূগোল নবম দশম বোর্ড বই ভালভাবে পড়ুন।বাকিসব ঘুরে ফিরে সাধারণ জ্ঞানে পাবেন।
★সময় ১০+ ২ = ১২ দিন
৫. গণিত শুধু সূত্রগুলো দেখে যান,৪/৫ দিন ধরে।১/১.৫ মিনিটে করা যায় এরকম অংকগুলাই আসে।ব্যাসিক ক্লিয়ার থাকলে খুব সহজ। আর ব্যাসিক না থাকলে কিছু বলার নাই,আপনি ধরা খাবেনই কোন না কোন সময়।মানসিক দক্ষতা ২ দিন একটু প্র্যাকটিস করুন যেকোন বই থেকে।
গণিত,মানসিক দক্ষতাসহ মিলিয়ে সহজেই ২০++ পাওয়া যাবে
★সময় ৭ দিন
৬. কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি গতানুগতিক সহজগুলো সব পড়ুন,অন্তত ৯/১০ পাবেন।বেশি পেতে চাইলে বিভিন্ন ওয়েবসাইট বই মিলিয়ে পড়ুন।
★ সময় ৪ দিন
এভাবে করে মোট ৩৭ দিন,বাকি ৭ দিন সব একসাথে পড়ুন
★সিলেবাস বহির্ভূত কিছু জিনিস আছে,এগুলো সরাসরি বাদ দিবেন---যেমন কারক বিভক্তি,এককথায় প্রকাশ, Narration.
এরকম আরও কিছু আছে,এগুলা থেকে আসবে না।সিলেবাসের বাইরে কিছু পড়বেন না,To the point পড়বেন।
★সাম্প্রতিক বিষয় নিয়ে বেশি সময় নস্ট করলে ধরা খাবেন,বিগত ৬ মাসের ঘটনায় চোখ রাখলে হবে।ইংরেজি সাহিত্যও যেকোন ডাইজেসট পড়লে চলবে,৭০/৮০ পৃষ্ঠার বই পড়লে কপালে দু:খ আছে।
★আমি কারও কাছ থেকে টাকা খাইনি,তাই কোন বইয়ের নামও বলব না! যার যে ডাইজেস্ট ভাল লাগে পড়েন।এখন আর অন্য কিছু পড়ার সুযোগ নাই
★সাথে যেকোন ওয়েবসাইট থেকে MCQ পড়েন।
100 mcq on English,500 mcq on Computer,বাংলাদেশ বিষয়াবলী বিসিএস,চাকরির পরীক্ষার প্রশ্ন ------গুগলে এসব হাবিজাবি লিখলে অনেক সাইট আসবে,যেকোন টাতে ঢুকে পড়া শুরু করুন।সময়ও কম লাগবে,অনেক জিনিস মনেও থাকবে।
--------------------------------------------------------------------
লেখাটা একদম নতুনদের জন্য নয়,যারা এখনো ভালভাবে প্রিপারেশন শুরু করেনি তাদের জন্য
যারা মোটামুটি কয়েকমাস পড়েছে,আগে পরীক্ষা দিয়েছে,টিকেছে বা টিকেনি এরকম মানে যারা এখন পড়া গুছিয়ে আনতে চাচ্ছে তাদের জন্য

শেষ মুহূর্তের বিসিএস প্রস্তুতি নিয়ে সুশান্ত পাল এর টিপসঃ



০১. আবেগ কমান, সাধারণ জ্ঞান পড়া কমান। বিসিএস সাধারণ জ্ঞান পাণ্ডিত্যের খেলা নয়।
-
০২. আগে কী পড়েছেন, কিংবা পড়েননি, সেটা ভুলে যান। বেশি পড়লেই যেমন প্রিলি পাস করা যাবেই, এমন কিছু নেই; তেমনি কম পড়লেই যে প্রিলি ফেল করবেনই, তেমন কিছু নেই।
-
০৩. সামনের ১০ দিনে গুনে গুনে অন্তত ১৬০ ঘণ্টা ঠিকভাবে পড়াশোনা করবেন, এর জন্য মানসিক প্রস্তুতি রাখুন। এটা করতে পারলে আগে কোনো কিছু না পড়লেও প্রিলি পাস করে যাবে।
-
০৪. ১০ দিনে বাসায় ৫০ সেট মডেল টেস্ট দেবেন।
-
০৫. ভালো একটা প্রিলি ডাইজেস্ট আর বিভিন্ন প্রিলি স্পেশাল সংখ্যা সমাধান করুন। প্রিলির প্রশ্নব্যাংক আর দুটি জব সল্যুশন রিভিশন দিন।
-
০৬. অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। এই ১০ দিন মোবাইল ফোন, টিভি, ফেসবুক, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ থেকে যতটুকু সম্ভব দূরে থাকলে আপনার জীবন বৃথা হয়ে যাবে না।
-
০৭. সংবিধান, রাজধানী ও মুদ্রা, শাখানদী ও উপনদী, প্রকৃতি ও প্রত্যয়সহ কিছু ঝামেলাযুক্ত টপিক আছে, যেগুলো মনে রাখতে অনেক পরিশ্রম করতে হয়, অথচ মার্কস পাওয়া যায় ১-২। কী দরকার? সময়টা অন্য দিকে দিন, বেশি মার্কস আসবে।
-
০৮. সব ধরনের রেফারেন্স বই থেকে ১০০ হাত দূরে
থাকুন। অত সময় নেই।
-
০৯. বেশি বেশি প্রশ্ন পড়ুন, আলোচনা অংশটা কম পড়বেন।
-
১০. এই ১০ দিনে পেপার পড়ার আর খবর শোনার কোনো দরকার নেই।
-
১১. মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন—এ দুটি বিষয়ের কনফিউজিং প্রশ্নের উত্তর করবেন না। সাধারণ জ্ঞান থেকে অনেক উত্তর পেয়ে যাবেন।
-
১২. যা কিছু বারবার পড়লেও মনে থাকে না, তা কিছু পড়ার দরকার নেই।
-
১৩. কে কী পড়ছে, সে খবর নেওয়ার দরকার নেই।
যাঁদের প্রস্তুতি অনেক ভালো, তাঁদের সঙ্গে এই ১০ দিনে
প্রিলি নিয়ে কোনো কথা বলবেন না।
-
১৪. বিজ্ঞানটা শুধু প্রিলির প্রশ্নব্যাংক আর জব সল্যুশন থেকে পড়ুন।
-
১৫. পাটিগণিত বাদে গাণিতিক যুক্তির বাকিগুলো প্র্যাকটিস করুন।
-
১৬. বাংলা ও ইংরেজি সাহিত্যের জন্য শুধু সরকারি চাকরির প্রশ্নগুলো পড়ুন।
-
১৭. বাংলা ও ইংরেজি ব্যাকরণ আগে যা পড়েছেন, শুধু
সেইটুকুই আরও একবার পড়ে নিন।
-
১৮. গত ৫ মাসের সাধারণ জ্ঞানের তথ্যগুলো কোনো একটি গাইড/বই থেকে এক নজর দেখে নিন।
-
১৯. ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাধ্যমিকের
সামাজিক বিজ্ঞান বইটি থেকে দেখতে পারেন।
-
২০. যে প্রশ্নগুলোর উত্তর অনেক দিন ধরেই পাচ্ছেন না,
সেগুলো নিয়ে ভাবা বন্ধ করে দিন।
-
২২. পুরোপুরিই মোবাইল ফোন আর ফেসবুক মুক্ত সময়
কাটান।
-
২৩. পরদিনের জন্য পরীক্ষার হলের প্রয়োজনীয়
জিনিসপত্র গুছিয়ে রাখুন।
-
২৪. রাতে হালকা খাবার খেয়ে ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়ুন।
প্রিলির আগের রাতে ভালো ঘুম না হলে যতই প্রস্তুতি থাক না
কেন, পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা বেশি। অন্তত ৮ ঘণ্টা ঘুমাবেন।
-
২৫. পরীক্ষার দিন সকালে উঠে ১৫ মিনিট প্রার্থনা করুন।
এরপর ফ্রেশ হয়ে হালকা নাশতা করে হাতে ‘সময়
নিয়ে’ (কোনোভাবেই ‘বইপত্র নিয়ে’ নয়) হলের
উদ্দেশে বেরিয়ে পড়ুন। বের হওয়ার আগে আরও একবার
দেখে নিন, প্রয়োজনীয় সবকিছু নিয়েছেন কি না।
-
২৬. পরীক্ষার হলে যে ভাবনাটা সবচেয়ে বেশি
ম্যাজিকের মতো কাজ করে, সেটি হলো ‘আই অ্যাম দ্য
বেস্ট’ ভাবনা। আপনার চেয়ে ভালো পরীক্ষা কেউই
দিচ্ছে না, এটা বিশ্বাস করে পরীক্ষা দিন।
-
২৭. উত্তরপত্রে সেট কোডসহ অন্যান্য তথ্য ঠিকভাবে
পূরণ করুন। এটা ভুল হলে সব শেষ।
-
২৮. সব প্রশ্নই উত্তর করার জন্য নয়। লোভে পাপ, পাপে
নেগেটিভ মার্কস।
-
২৯. বুদ্ধিশুদ্ধি করে কিছু প্রশ্ন ছেড়ে না এসে উত্তর
করতে হয়। এ রকম ৬টা প্রশ্ন ছেড়ে শূন্য পাওয়ার চেয়ে
অর্ধেক ঠিক করে ১ দশমিক ৫ পাওয়া ভালো।
-
৩০. সাধারণত যেকোনো বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবার সময়
আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। প্রথম দেখায় যে প্রশ্নগুলোর
উত্তর পারেন না মনে হবে, সেগুলো মার্ক করে
পরেরটায় চলে যাবেন। সময় নষ্ট করার সময় নেই।
-
৩১. প্রশ্ন ভুল কি ঠিক, সেটা নিয়ে মাথা খারাপ করবেন না।
-
৩২. বৃত্ত ভরাট করতে করতে ক্লান্ত? একটু ব্রেক নিন।
চাকরিটা পেয়ে গেলে আপনার জীবনটা কীভাবে
বদলে যাবে, কাছের মানুষগুলোর হাসিখুশি মুখ একবার কল্পনায়
আনুন; ক্লান্তি কেটে যাবে।
-
৩৩. কয়টা দাগালে পাস, এমন কোনো নিয়ম নেই। আপনি যেগুলো পারেন, সেগুলোর উত্তর করবেন। এরপর
যেগুলো একেবারেই পারেন না, সেগুলো বাদ দিয়ে
বাকিগুলোর ৬০ শতাংশ উত্তর করবেন।
-
৩৪. কোনো প্রশ্নেই বেশি গুরুত্ব দেবেন না। সব
প্রশ্নেই ১ নম্বর।
-
৩৫. আপনার আশপাশে কে কয়টা দাগাচ্ছে, কোনটি দাগাচ্ছে,
সেদিকে তাকাবেন না। এতে আপনি বেশ কিছু জানা প্রশ্ন ভুল
দাগাতে পারেন।
-
৩৬.পরিচয় দেওয়ার মতো একটা চাকরি সবারই হোক। সিভিল সার্ভিসে আপনাদের স্বাগত জানাই।

বারবার #প্রিলি_অসফল হচ্ছেন কেনো?

বারবার #প্রিলি_অসফল হচ্ছেন কেনো?
১. #গুরুত্বপূর্ণ_টপিক চিনেন না। প্রশ্ন ঘাঁটার অভ্যাস নাই।
২. #সবকিছুই পড়তে যান৷ সব মনে রাখতে চাওয়া পরীক্ষার জন্য ভালো নয়।
৩. না বুঝে #মুখস্তের অভ্যাস অাছে। তাই বেশিদিন মনে থাকছে না।
৪. #ডাইজেস্ট পড়ে পরীক্ষায় যাচ্ছেন। ডাইজেস্টে শুধু বিগত বছরের প্রশ্ন দেওয়া থাকে। টপিকের ডিটেইল থাকে না।
৫. বিষয়ের #গভীরে_যতটুকু_না জানলে ঐ বিষয়ের যেকোন প্রশ্ন পারবেন অতটুকু না পৌঁছেই কিছু গদবাঁধা প্রশ্ন পড়ে বারবার প্রিলি দিচ্ছেন।
৬. #কোচিং নির্ভর। বাসায় পড়ার সময় দিতে চান না৷
৭. সব প্রস্তুতিতেই #কনফিডেন্সের_অভাব
৮. পড়ার #কৌশলে_ত্রুটি। ফলে অনেক পড়েও কিছুই মনে থাকছে না।
উপরের একটিও যদি অাপনার সমস্যা হয়ে থাকে জেনে রাখুন অাপনি বারবারই ধাক্কা খাবেন৷ শুধরে নেবার এখনই সময়।
#একটা_গুরুত্বপূর্ণ_কথা,
ভাই, ডাইজেস্ট পড়ে বদহজম করতে যাবেন না। অনুরোধ রইলো। যা শিখবেন ব্যাসিক থেকে সলিড প্রস্তুতি নিবেন। সলিড নম্বর পাবেন।
৩৯ তম বিসিএস ভাইবা শেষ হবে মার্চের প্রথম সপ্তাহে। ৪০তম বিসিএস #মার্চের_শেষ_সপ্তাহে হবে। এটা মাথায় রেখে প্রস্তুতি গোছাতে থাকুন।
#শুভকামনা_নিরন্তর 
ডাঃ মাসউদ জাহান
সিলেট মেডিকেল কলেজ

বিসিএস ক্যাডার প্রত্যাশীদের জন্য ৪০তম বিসিএসের সিলেবাস,মানবন্টন ও প্রস্তুতি প্রকাশ করা হলো:

বিসিএস ক্যাডার প্রত্যাশীদের জন্য ৪০তম বিসিএসের সিলেবাস,মানবন্টন ও প্রস্তুতি প্রকাশ করা হলো:
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মোট নম্বর হবে ২০০। এর মধ্যে:
০১। বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫ নম্বর
০২। ইংরেজি ভাষা ও সাহিত্য – ৩৫ নম্বর
০৩। বাংলাদেশ বিষয়াবলি – ৩০ নম্বর
০৪। আন্তর্জাতিক বিষয়াবলি – ২০ নম্বর
০৫। ভূগল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – ১০ নম্বর
০৬। সাধারণ বিজ্ঞান – ১৫ নম্বর
০৭। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – ১৫ নম্বর
০৮। গাণিতিক যুক্তি – ১৫ নম্বর
০৯। মানসিক দক্ষতা – ১৫ নম্বর
১০। নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন – ১০ নম্বর
…………………………………………………………………………
সর্বমোট = ২০০ নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫ নম্বর
** সাহিত্য – ২০ নম্বর।
** ভাষা – ১৫ নম্বর।
01| সাহিত্য– ২০ নম্বর
**বাংলা ভাষার ইতিহাস, বাঙ্গালা ও বাঙ্গালী, বাংলা ভাষা ও লিপি।
** বাংলা ভাষার যুগ বিভাগ ।
i) প্রাচীন যুগ ও বাংলা সাহিত্যঃ চর্যাপদ
i i) মধ্যযুগ ও বাংলা সাহিত্যঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, মুসলিম সাহিত্য, অনুবাদ সাহিত্য, গীতিকা
iii) আধুনিক যুগ ও বাংলা সাহিত্যঃ গদ্যের কথা, ফোর্ট উইলিয়াম কলেজ এবং আধুনিক যুগের কবি লেখকদের জীবনী।
**আধুনিক কবি- লেখকদের জীবনী ও অন্যান্য বিষয়ে পড়তে হবে।
০২। ভাষা– ১৫ নম্বর।
ক) প্রয়োগ- অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দঃ
খ) ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাসঃ
ইংরেজি ভাষা ও সাহিত্য – ৩৫ নম্বর
*** ইংরেজি ভাষা
১) Spelling/Synonyms / Antonyms – ৪-৬টি প্রশ্ন
২) Analogy – ৩-৪টি প্রশ্ন
৩) Phrasal verbs/ Idioms / Phrase / Group verbs – ৫-৭টি প্রশ্ন
৪) Appropriate preposition / Adjective / Adverb – ৪-৬টি প্রশ্ন
৫) Gerund / Clause /Adjective / Adverbs / syntax – ৫-৭ টি প্রশ্ন
৬) Narration / Voice / Sequence of Tense / Correction – ৮-১০টি প্রশ্ন
৭) BCS question previous year / Literature – ৪-৬টি প্রশ্ন
ইংরেজি সাহিত্য
ইংরেজি সাহিত্য বলতে বোঝায় ইংরেজি ভাষায় রচিত সাহিত্য। ইংরেজি সাহিত্যে অবদান রাখা উল্লেখযোগ্য ব্যক্তিদের জীবনী, তাদের রচিত বিভিন্ন সাহিত্য।
�বাংলাদেশ বিষয়াবলী-৩০
ক) বাংলাদেশের জাতীয় বিষয়াবলী-০৬
খ) বাংলাদেশের কৃষি সম্পদ- ০৩
গ) বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী-০৩
ঘ) বাংলাদেশের অর্থনীতি -০৩
ঙ) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য – ০৩
চ) বাংলাদেশের সংবিধান – ০৩
ছ) বাংলাদেশের রাজনৈতিক অবস্থা- ০৩
জ) বাংলাদেশের সরকার ব্যবস্থা- ০৩
ঝ) বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য- ০৩
আন্তর্জাতিক বিষয়াবলী- ২০
০১। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (কোন পদ্ধতিতে বা কাদের নিয়ন্ত্রণে পৃথিবী চলছে। কোন মহাদেশ, উপমহাদেশ বা অঞ্চল কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে)
০২। ভূ-রাজনীতি (কোন কোন সাগরের কোন দ্বীপে কোন দেশের নৌঘাঁটি, তেল পরিবহনের রাস্তা, গুরুত্বপুর্ণ খালের (সুয়েজ, পানামা) নিয়ন্ত্রণ, কোন সমুদ্র বন্দর কে নিয়ন্ত্রণ করে, কোন দেশের খনিজ সম্পদ কারা উত্তোলন করে এসব।
০৩। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা (বিভিন্ন সামরিক জোট (NATO, ARF), অস্ত্রচুক্তি, পারমানবিক চুক্তি, OPCW, শান্তি চুক্তি, যুদ্ধ এসব। আল-কায়েদা, ISIS, ফিলিস্তিন, সিরিয়া)
০৪। আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি (বিশ্বব্যাংক, IMF, WTO, G20, BRICS,SAARC,G8 etc)
ভূগল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – ১০
০১। অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান ও সীমানা।
০২। দুর্যোগের ধরণ, প্রকৃতি ও ব্যবস্থাপনা।
০৩। বাংলাদেশের প্রকৃতি ও সম্পদ, বিভিন্ন চ্যালেঞ্জসমূহ ইত্যাদি।
�বিজ্ঞান-১৫
�ভৌত বিজ্ঞান ( ভৌত বিজ্ঞানের উন্নয়ন, তাপ ও গতি বিদ্যা ইত্যাদি) -০৫
�জীব বিজ্ঞান-০৫
�আধুনিক বিজ্ঞান-০৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১৫
�১। কম্পিউটার: ১০ নম্বর
২। তথ্যপ্রযুক্তিঃ ৫ নম্বর
গাণিতিক যুক্তি -১৫
০১। বাস্তব সংখ্যা, ল.সা.গু,গ.সা.গু, শতকরা,সরল ও যৌগিক মুনাফা,অনুপাতও সমানুপাত, লাভ ও ক্ষতি।
২। বীজগাণিতিক সূত্রাবলি,বহুপদী উৎপাদক , সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ
৩। সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধরা।
৪।রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য , বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরল ক্ষেত্র ও ঘনবস্তু।
৫।সেট, বিন্যাস ও সমাবেশ পরিসংখ্যান্ব সম্ভাব্যতা।
মানসিক দক্ষতা- ১৫
১। ভাষাগত যৌক্তিক বিচার।
২। সমস্যা সমাধান।
৩। বানান ও ভাষা।
৪। যান্ত্রিক দক্ষতা।
৫। স্থানাংক সম্পর্ক।
৬। সংখ্যাগত ক্ষমতা।
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন-১০
১। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা।
২। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্ক।
৩। মূল্যবোধ শিক্ষা এবং সুশাসন সম্পর্কে সাধারণ ধারণা।
৪। সামাজিক ও জাতীয় আদর্শ গঠন এবং ব্যক্তিগত ও নাগরিক জীবনে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরত্ব।
৫। জাতীয় উন্নয়নে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাব।
৬। বর্তমান সমাজ ব্যবস্থায় কিভাবে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপাদানগুলোকে প্রতিষ্ঠা করা সম্ভব।
৭। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপকারিতা এবং এগুলোর অভাবজনিত সামাজিক ক্ষতিসমূহ।

ফাঁকিবাজদের জন্য বিসিএস প্রিলি প্রস্তুতিঃ

ফাঁকিবাজদের জন্য বিসিএস প্রিলি প্রস্তুতিঃ
সবাই বলে কি কি পড়তে হবে; আসলে প্রিলি পাশ করতে হলে জানতে হবে কি কি বাদ দিয়ে পড়তে হবে।
আমি আজ আলোচনা করবো কি কি বাদ দিয়ে পড়তে হবে !
মূল জোর দিতে হবেঃ
১। বাংলা সাহিত্য ও গ্রামার
২। ইংরেজি গ্রামার
৩। গনিত
৪। মানসিক দক্ষতা
৫। কম্পিউটার
৬। বিজ্ঞান
====== বাংলা======
সাহিত্যঃ প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক (১৮০০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সাহিত্যিকদের সাহিত্য কর্ম ও ব্যক্তিগত বিষয়াবলী) ছাড়া খুব আধুনিক গুলো চোখ বন্ধ করে বাদ !
প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যিক ও সাহিত্য নির্দিষ্ট তাই পরিমাণে ছোট এবং নিশ্চিত ভাবেই ৫ নম্বর পাওয়া যায়। আর ১৯৭৫ এর আগেই বাংলা সাহিত্যে মহাপুরুষরা এসে গেছেন, হয়ে গেছে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ ! তাই ১৯৭৫ এর পরের সাহিত্যিকদের মধ্য থেকে যা আসবে হয়তো এমনি ২-৩ টা পারবো, গেলই না হয় ২-৩ মার্কস… তাঁর জন্য কি জীবন দিয়ে দিতে হবে?
ব্যকরণঃ প্রত্যয় ও সমাস বাদ… ২ মার্কস এর জন্য এতো এতো পড়া লাগবে?
====== ইংরেজি =====
গ্রামারঃ Synonymy and Antonym, Word Meaning বাদ… গেলোই না হয় ২-৩-৪ মার্কস !! কিন্তু এইগুলার জন্য যে পরিমাণ খাটতে হয়– অন্য জায়গায় এই সময় দিলে ১০ মার্কস পাওয়া সম্ভব ! তাছাড়া ভাগ্য ভালো থাকলে Synonymy and Antonym, Word Meaning থেকে ২-১ টা পেরেও যেতে পারেন !
সাহিত্যঃ শুধু মেইন মেইন ইংরেজি সাহিত্যিকদের বিখ্যাত কিছু সাহিত্য কর্ম আর তাদের বিখ্যাত উক্তি ছাড়া বাকি সব বাদ… যদি প্রশ্ন সহজ করে তাহলে এই বিখ্যাত সাহিত্যিকদের মধ্য থেকেই আসবে, না হলে সবাই মুড়ি খাবে নিশ্চিত থাকেন ! এই জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে… ইংরেজি সাহিত্য থেকে বিগত সালে বিসিএস সহ অন্যান্য সরকারী ও বেসরকারি পরীক্ষায় যে প্রশ্ন গুলো এসেছে শুধু সেগুলাই ভালো করে পড়ে ফেলেন। এতো গভীরে যাবার কোন দরকার নাই !
====== কম্পিউটার ====
সবচেয়ে সহজ একটা বিষয়। মন লাগিয়ে ২-৩ বার পড়লে এই বিষয়ে মার্কস না উঠানো কঠিন হয়ে পড়বে আপনার জন্য, কারন আপনি সবই পারবেন ! তাই এই বিষয়ে খুব খুব জোর দিন !! এখানে কিছু বাদ দিবেন না। যদি দিতেই চান তাহলে বিভিন্ন মোবাইল প্রজন্ম এবং বর্তমানে কি ধরনের মোবাইল নেটওয়ার্ক চালু ইত্যাদি টাইপ বোরিং টপিক বাদ দিতে পারেন। বড় জোর ১ মার্কস কম পাবেন !!
====== গনিত =====
পাটিগণিত চোখ বন্ধ করে বাদ !! কেন বাদ?
পাটিগণিতের সিলেবাসটা একটু স্মরণ করিয়ে দেইঃ বাস্তব সংখ্যা, ল সা গু, গ সা গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, আনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি… যে কোন গনিতের প্রিলি গাইড নেন, দেখবেন এই পাটিগণিতের সিলেবাস বইয়ের অর্ধেকটা নিয়ে ফেলেছে, অথচ এই সব গুলো টপিকস মিলিয়ে মার্কস কতো জানেন? মাত্র ৩…… !!! এই ৩ মার্কসের জন্য শহীদ হয়ে যাব নাকি ভাই?
অথচ পাটিগণিত বাদ দিয়ে যে বিশাল পরিমাণ সময় সেভ হয়, সেই সময়ে গনিতের বাকি সিলেবাসের টপিকস গুলো প্র্যক্তিস করুন বার বার। আর ভাগ্য ভালো থাকলে, পাটিগণিতের ২-১ টা এমনকি খুব ভাগ্য ভালো থাকলে ৩ টাই এমনি পেরে যেতে পারেন !!
আর বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা কঠিন লাগে? এগুলা আসলে অনেক সহজ… আপনি সাইন্স এর বিশেষ করে ইন্টার যাদের সাইন্স ছিল তাদের কাছে ৩-৪ ঘণ্টা সময় নিয়ে ব্যাপারটা বুঝে ফেলুন ! দেখবেন পানি পানি লাগছে !
==== মানসিক দক্ষতা ====
ভাষাগত যৌক্তিক বিচার এবং বানান ও ভাষা এই দুইটা টপিকস আপনি বাংলা ও ইংরেজি ব্যাকরণ পড়ার সময় যতটুকু পড়ে ফেলবেন সেটাই যথেষ্ট, এর জন্য বেশি সময় দেয়া প্রয়োজন নাই !! বাকি গুলাও গনিত করার সময় মোটামুটি পড়ে ফেলা হয়ে যায় ! মানসিক দক্ষতা কিছুটা কমন সেন্স আর কিছুটা প্র্যাকটিস এর সমন্বয়ে ভালো করা যায় !
বাজার থেকে শুধু মানসিক দক্ষতার উপর একটা বই কিনে প্রতিদিন ১ ঘণ্টা প্র্যাকটিস করুন ! আশা করি ১৫ এর মধ্যে ১২-১৩ টা পেয়ে যাবেন, ১০ টা হলেও কিন্তু মন্দ না !
===== বিজ্ঞান =====
বিজ্ঞানে তিনটা পার্ট। প্রতি পার্টে ৫ নম্বর করে মোট ১৫ মার্কস। এর মধ্যে ‘ভৌত বিজ্ঞান‘ পার্টটা সবচেয়ে বড় ! পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের সমন্বয়ে গড়া এই পার্টে মাত্র ৫ মার্কস… অথচ বিশাল সিলেবাস। আমরা যেহেতু ফাঁকিবাজ… তাই এই পার্ট আমরা পড়বো না ! আর যদি খুব পড়তে মন চায়, তাহলে শুধু বিগত সালের বিভিন্ন সরকারী চাকরী পরীক্ষায় আসা প্রশ্ন গুলোই পড়বো… গভীরে যাব না !
বাকি দুইটি পার্টঃ ‘জীব বিজ্ঞান’ ও ‘আধুনিক বিজ্ঞান’ তুলনামূলক ছোট এবং সহজ ! এই দুই পার্টে একটু সময় দেন !
===== বাংলাদেশ বিষয়াবলী ====
ইংরেজি শাসন আমল থেকে মুক্তিযুদ্ধ পড়বো, বাকি গুলা বাদ !
অর্থনৈতিক সমীক্ষার মূল মূল তথ্য গুলো পড়বো ! গভীরে যাবার দরকার নাই।
বাংলাদেশের সংবিধান পড়তেই হবে ! তবে বেছে বেছে… সব নয় ! বিশেষ করে ১-৪৭ ধারা, ৬৪, ৬৬, ৭৭, ৯৩, ৯৪, ১১৭, ১১৮,১১৯, ১২৭, ১৩৭, সংশোধনী– ১ম থেকে ৫ম, ৮ম, ১৫তম, ১৬ তম !!
আর জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত সাম্প্রতিক তথ্য গুলো !
অবশ্যই অবশ্যই মোদীর ঢাকা সফর, ছিট মহল, BBIN পড়বেন !
===== আন্তর্জাতিক বিষয়াবলী ====
জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত সাম্প্রতিক তথ্য গুলো খুব খুব গুরুত্ব দিয়ে পড়বো !
আর ‘আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি’ এবং ‘আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি’ ছাড়া বাকি সব বাদ…
==== ভূগোল ও পরিবেশ ====
সামাদ ভাই একটা PDF করেছেন এই বিষয়ের উপর ! ওইটাই উল্টে পাল্টে ৩ বার পড়েন ! আর কিছু লাগবে না !
==== নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ====
এই টপিকস এ যত পারেন কম উত্তর করবেন ! উত্তর গুলো কেমন যেন থাকে ! তাই ভুল করার চান্স থাকে… কমন সেন্স থেকে 4-5 টা এমনি পারবেন, তবুও চাইলে বিগত বছরে আসা প্রশ্ন গুলো চোখ বুলাতে পারেন ! তবে যারা একটু আঁতেল, তাঁরা চাইলে প্রফেসর মোজাম্মেল হক এর জুন মাসে আসা নতুন বই ‘পৌরনিতি ও সুশাসন’ প্রথম পত্র বইটার ১ম ও ২য় অধ্যায় দেখতে পারেন !
বি:দ্র: সব প্রশ্ন আপনাকে পারতে হবে এমন কোন কথা নেই,১২০ এর টার্গেট রাখুন-সাফল্য আসবেই ইনশাআল্লাহ।আর একটা কথা মনে রাখবেন "অতি চালাকের গলায় দড়ি" Preliminary চালাকির জায়গা না।ঐটা রিটেনের জন্য রেখে কাজে নেমে পরুন।
"ALL THE BEST

বাংলায় সাধারন জ্ঞানের শর্টকার্ট টেকনিক শিখুন

কে কার ছাত্র/শিক্ষক
Exclusive টেকনিকঃ সক্রেটিসের PA দুই TA
সক্রেটিস ----> প্লেটো ----> এরিস্টটল ---->
এরিস্টটলের দুই ছাত্র ----> থিওফ্রাস্টাস, আলেকজান্ডার
**মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে, আপনি কি জানেন???
# টেকনিক : (বাবার-হয়েছিল-একবার-জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
# টেকনিক নং--১
(তিস্তা সিকিম থেকে লাল, নীল,
রং হয়ে বাংলাদেশে এসেছে)
ব্যাখ্যা :- তিস্তা নদী সিকিমের
পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে
#লালমনিরহাট,
# নীলফামারী এবং
# রংপুরের ভিতর দিয়ে বাংলাদেশে এসেছে।
# টেকনিক ---২
তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন ৫টি
নদী------- ( YES -JB )
Y= ইয়াংসিকিয়া
E= ইরাবতী
S= সিন্দু
J= যমুনা
B= ব্রক্ষ্মপুত
প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর নাম
মনে রাখার কৌশল
টেকনিক- “রাউজানের মহামুণি
ময়নার আনন্দ-শাল গায়ে
নবাবগঞ্জের সীতাকে নিয়ে সোম
পাহাড়ে গেছে৷
এদিকে, নওগাঁর হলুদ জগদ্দল ধাম করে মহান ভাসু কে নিয়ে রাজবন
কাপাইতেছে৷ "
মহামুণি বিহার- রাউজান, চট্টগ্রাম৷
আনন্দবিহার- ময়নামতি, কুমিল্লা৷
সোমপুর বিহার- (আয়তনে বৃহত্তম)
পাহাড়পুর, নওগাঁ৷
শালবন বিহার- ময়নামতি, কুমিল্লা৷
রাজবন বৌদ্ধবিহার- কাপ্তাই, রাঙ্গামাটি৷
জগদ্দল বিহার- ধামুইরহাট, নওগাঁ৷
হলুদ বিহার- নওগাঁ৷
ভাসু বা বসু বিহার- মহাস্থানগড়,
বগুড়া৷
সীতাকোট বিহার- নবাবগঞ্জ,
দিনাজপুর৷
শর্টকাট টেকনিক:::: মনে রাখুন সংখ্যা
১১দিয়ে---
১) রাষ্ট্রভাষা দিবস--১১ মার্চ
২) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ --১১টি
৩) বাংলাদেশের সংবিধানের ভাগ
বা অধ্যায় আছে-- ১১টি
৪) স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়
পদার্থের মৌলিক পদার্থ -- ১১টি
৫) বিশ্ব জনসংখ্যা-- ১১ জুলাই
৬) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়-- ১১টি সেক্টরে
৭) সুপ্রিম কোটের আপিল বিভাগে
বিচারপতি রয়েছে-- ১১জন
৮) চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা
আছে--১১টি (বাহ্মনবাড়িয়া, কুমিল্লা
চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজার)
৯) চন্দ্রে অবতরণকারী চন্দ্রযানের
নাম-- অ্যাপোলো-১১
১০) যুক্তরাষ্ট্রে গভর্নর নির্বাচন হয়--
১১টি রাজ্যে
১১) পাবর্ত্য চট্টগ্রামে উপজাতির
বসবাস-- ১১টি ( চাকমা , ত্রিপুরা,
মারমা, খুমী পাংখোর, মুরং, লসাই, বনযোগী, চাক, কুকি ও মগ)
১২) বাংলাদেশের ভিতর ভারতের
ছিটমহল?? উঃ ১১১টি
১৩) টাইটানিক ছবি অস্কার পুরস্কার
লাভ করে-- ১১টি বিভাগে
১৪) বাংলাদেশের সমুদ্র উপকূলের
দৈর্ঘ্য-- ৭১১কি.মি/ ৭১৬কি.মি
১৫) ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল-- ১১টি
১৬) বীরপ্রতীক তারামন বিবি- ১১নং সেক্টরে ছিলেন ( ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়)
১৭) ব্রিটিশ অর্থমন্ত্রির সরকারি
বাসভবনের নাম-- ১১নং ডাউনিং
ষ্ট্রীট
১৮) সর্বকনিষ্ট মুক্তিযোদ্ধা শহীদুল
ইসলাম যুদ্ধ করে-- ১১নং সেক্টরে
( ময়মনসিংহও টাঙ্গাইল জেলায়)
১৯) ক্রিকেট/ফুটবল খেলায় প্রতি দলে খেলোয়াঢ় থাকে-- ১১জন
২০) সর্বদলীয় ছাত্র সংগ্রাম
পরিষদ ”গণঅভ্যূত্থানে কর্মসূচী ঘোষনা করে--১১দফা
২১) ব্রিটেনের একমাত্র নারী
প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার
(ইউরোপের লৌহমানবী) ১১ বছর ক্ষমতায় ছিলেন ( ১৯৭৯-১৯৯০).
২২) ১১ জানুয়ারি মারা গেলেন
আমাদের দেশের অন্যতম চলচিত্র
নিম্মাতা "চাষি নজরুল ইসলাম"
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টি
[“ফিডে আসুন“]
ফি = ফিনল্যান্ড
ডে = ডেনমার্ক
আ =আইসল্যান্ড
সু = সুইডেন
ন = নরওয়ে
পারমাণবিক শক্তিধর রাষ্ট্রঃ ৮টি
[(PR UNNK FB CI ) ( পিয়ার অনেক BF চাই )]
P = পাকিস্তান
R = রাশিয়া
UN = যুক্তরাষ্ট্র
NK = উত্তর কোরিয়া
F = ফ্রান্স
B = ব্রিটেন
C = চীন
I = ভারত
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি
[RUN FB CI]
R=রাশিয়া
UN=যুক্তরাষ্ট্র
F=ফ্রান্স
B = ব্রিটেন
C = চীন
I=ভারত
সভ্যতাঃ
[SBAC = কি প অঅদ স]
সুমেরীয় সভ্যতা = কিউনিফর্ম লিপি
ব্যবীলন সভ্যতা = পঞ্জিকা
আসিনিয় সভ্যতা = অস্ত্র, অক্ষাংশ, দ্রাঘিমাংশ
কালাডিয় সভ্যতা = সপ্তাহ
বিখ্যাত প্রণালী সমূহ
১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।
2)কয়েকটি বিল
# 2_টেকনিক ::::খুলনার ডাকাতরা সিলেটকে তামা করে যশোরের ভবদহ দিয়ে পানসিতে চলে যায়
# ডাকাতিয়া_বিল =খুলনা
# তামাবিল =সিলেট
# ভবদহ_বিল =যশোর
# চলন_বিল =পানসি(পাবনা,না
টোর,সিরজগঞ্জ)
দেশের নামের শেষে সিটি দিলেই রাজধানীর নাম ।
যেমন মোনাকো সিটি
# মোসা এবং # সিভা ঢাকায় গিয়ে # মেজিক দেখে # পাগলু হয়ে গেল।
# মো =মোনাকো
# সা = সান মেরিনো
# সি =সিঙ্গাপুর
# ভা =ভ্যাটিকান
# মে = মেক্সিকো
# জি = জিবুতি
# ক = কুয়েত
# পা = পানামা
# গ= গুয়েতমালা
# লু = লুক্সেমবার্গ
যে সব রাষ্ট্রের আইন সভার নাম
"কংগ্রেস"-
টেকনিকঃ-
(কলি BBA পড়তে নেপাল থেকে
চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
সব BLACK ই কালো নয়
-----------------------------
১। BLACK CAT- ভারতের কমান্ড
বাহিনী।
২। BLACK SHIRT-মুসোলিনীর
গেরিলা বাহিনী।
৩। BLACK SEPTEMBER-ফিলিস্তিনির
গেরিলা বাহিনী।
৪। BLACK DECEMBER-পাকিস্
তানের
গেরিলা বাহিনী।
৫। BLACK PANTHER-যুক্তরাষ্ট্রের
নিগ্রদের সংগঠন।
৬।BLACK TIGER- দুর্ধষ যোদ্ধাদের
কে বলা হয় ।
৭। BLACK BENGAL- উন্নত জাতের ছাগল।
৮।BLACK DIAMOND-পেলে,সে
রেনা উইলিয়াম
৯।BLACK GOLD-কক্সবাজার সমুদ্র
সৈকতের বালুর
মধ্যে পাওয়া 'জিরকন 'নামক এক
ধরনের মূল্যবান পদাথ।
১০।BLACK NIGHT- ১৯৭১ সাল এর ২৫ মার্চ।
আদিবাসীদের বিভিন্ন তথ্য
১। বাংলাদেশের মাতৃতান্ত্রিক
উপজাতি — [গা খাসা]
গারো, খাসিয়া ও সাঁওতাল।
২। বাংলাদেশের পিতৃতান্ত্রিক
উপজাতি— [মাহা]
মারমা ও হাজং।
৩। মুসলমান উপজাতি-- পাঙন।
৪। সাঁওতালরা কোথায় বাস করে
[রাদিব রং নিয়ে খেলা করে।]
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
৪। খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস
করে- [সিম]
সি= সিলেট
ম= মগরা ( বান্দরবন)
৫। বাংলাদেশের উপজাতি না [আফ্রিদির মা জুনা।]
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা
৬। বাংলাদেশে বাস করে — ৪৫টি
উপজাতি।
৭। রাখাইনরা কোথায় বাস করে
[পটুক]
পটু=পটুয়াখালী
ক= কক্সবাজার
ব্যাক্টেরিয়ার দ্বারা সৃষ্টরোগ
[নিউ মার্কেটের ডিপ কলে টাই
ধুইলে যক্ষা আমার গনাবেই।]
※নিউমার্কেটের - নিউমোনিয়া (ফুসফুস)
※ডিপ - ডিপথেরিয়া (গলা)
※কলে - কলেরা, কাশি(হুপিং),
※টাই- টাইফয়েড
※ধুইলে - ধনুস্টংকার
※যক্ষা - যক্ষা
※আমার - আমাশয়
※গনাবেই- গনোরিয়া
#এছাড়া মেনিনজাইটিস , হুপিংকাশি, সিফিলস এবং কুষ্ঠ রোগ ব্যক্টেরিয়ার
মাধ্যমে ছড়ায় ।
#ফল_ফসল_ও_সব্জির
মিষ্টি আলুর জাত-
→[দৌলতপুরী কমলা খেলে তৃপ্তি পাই]
(দৌলতপুরী কমলা তৃপ্তি)
ভূট্টার জাত-
→[মোহরানা হিসেবে শুভ্র বর্ণের
ভুট্টার খই]
(মোহরানা, শুভ্র, বর্ণালী, খই)
আলুর জাত-
→[সুন্দরী কার্ডিনেল কুফিরী ডায়মন্ড
পরেছে]
(সুন্দরী, কার্ডিনেল, কুফিরী, ডায়মন্ড)
কলার জাত-
→[অগ্নিশ্বর কানাই খালি ও
মোহনবাশি বাজাতে বাজাতে
অমৃতসাগর ও মেহের সাগর পাড়ি দিয়ে সিংগাপুরীর বীটজবা কলা আনতে গেলো]
(অগ্নিশ্বর, কানাই খালি, মোহনবাশি,
অমৃতসাগর, মেহের সাগর, সিংগাপুরী, ও বীটজবা কলা)
বেগুনের জাত-
→[ইসলামপুরীর ইওরা, শুকিয়ে খাই বেগুন তারা ]
(ইসলামপুরী, ইওরা, শুকিয়ে-শুকতারা, খাই-খটখটিয়া, তারা-তারাপুরী)
টমেটোর জাত-
→[অপূর্ব শীলার ঝুমকা আর সিঁদুরের
লালিমা, শ্রাবণী আর চৈতীকে করেছে অনুপমা; এ যেন মানিক রতনের মিন্টু বাহার।]
(অপূর্ব, শীলা, ঝুমকা, সিঁদুর, লালিমা,
শ্রাবণী, চৈতী, অনুপমা; মানিক, রতন,
মিন্টু, বাহার।)
রংপুরের শস্য-
→[রংপুরের গম পাতা ভালো জন্মে]
(গম-গম,পা-পাট, তা-তামাক)
# প্রানিজগত (Major Phyla) ৯টি মনে রাখার ছন্দঃ
["পনিপ্লানে এনিআর একাইমকো"]
1. # প = Porifera.
2. # নি = cnidaria.
3. # প্লা =Platyhelminthes.
4. # নে =Nematoda.
5. # এ =Annelida.
6. # আর = Arthropoda.
7. # একাই = Echinodermata.
8. # ম = Mollusca.
9. # কো = Chordata
সংবিধানের ১১টি ভাগ:
[প্র রা মৌ নি --- আ বি নি -- ম বাং -- জ সং বি]
আসুন, মিলিয়ে নেই---
১) প্র- প্রজাতন্ত্র
২) রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩) মৌ- মৌলিক অধিকার
৪) নি- নির্বাহী বিভাগ
৫) আ- আইন সভা
৬) বি- বিচার বিভাগ
৭) নি- নির্বাচন
৮) ম- মহাহিসাব নিরীক্ষক ও
নিয়ন্ত্রক
৯) বাং- বাংলাদেশের কর্মবিভাগ
১০) জ- জরুরী বিধানাবলী
১০) সং-সংবিধান সংশোধন
১১) বি- বিবিধ।
"মনে রাখার টেকনিক"
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন
সেক্টরে যুদ্ধ করেছেন-?
# ছন্দ :- আজ হাজারো মোম এর নূর
জ্বলে ।
# সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮
(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭
হাজার এর সাথে মিল রেখে উপরের
সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১
কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০),
মো= মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন
সেক্টরে যুদ্ধ করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)
টেকনিকে ৭জন
বীরশ্রেষ্ঠকে পেয়েযাবেন-
"সিপাহী মোস্তফা নিজের কথা ভুলে(ভোলা) সেনাবাহিনীর কর্মী হয়ে ৮ই এপ্রিল মরে।"
[বাড়ি:ভোলা, পদবি:সেনাবাহিনী, মৃত্যু:৮এপ্রিল]
"ল্যান্সনায়েক আব্দুর রউফ ফরিদপুরে হয়ে, ২০এপ্রিল মারা যায় ইপিআর এ গিয়ে"
[বাড়ি:ফরিদপুর, পদবি :ল্যান্সনায়েক, ইপিআর, মৃত্যু:: ২০এপ্রিল]
"নরসিংদীর মতিউর বিমান (টি-33/ব্লু- বার্ড) চুরি করে, ২০আগষ্ট মারা যায় ২৪ জুন ফেরে।"
[বাড়ি :নরসিংদী, পদবি:পাইলট, মৃত্যু:২০ আগষ্ট]
"নড়াইলের নুর মোহাম্মদ ইপিআরে গিয়ে, ৫ সেপ্টেম্বর ৮ নম্বরে যুদ্ধ করে মরে।"
[বাড়ি:নড়াইল,পদবি:ইপিআর, মৃত্যু: ৫সেপ্টেম্বর,, যুদ্ধ::৮নং সেক্টর]
"সিপাহী হামিদুর রহমান ঝিনাইদহের ছেলে, ১০ইডিসেম্বর ২০০৭ ভারত থেকে ফেরে।"
[বাড়ি::ঝিনাইদহ; পদবি: সেনাবাহিনী: তার করব বাংলাদেশে স্থানান্তর:: ১০ডিসেম্বর ২০০৭]
"নোয়াখালির আর্টিফিসার রুহুল আমিন ভাই, ১০ই ডিসেম্বর (পলাশে) মারা গেলে রুপসায় কবর পায়।"
[বাড়ি:নোয়াখালি: পদবি:আর্টিফিসিয়াল ইঞ্জিনিয়ার মৃত্যু::১০ডিসেম্বর কবর রুপসা,খুলনা]
"শেষ ক্যাপ্টেন মহিউদ্দিন বরিশালের সেনা,সোনা মসজিদ ঘুমিয়ে আছে ১৪ডিসেম্বর চেনা।
[বাড়ি:বরিশাল: মৃত্যু:১৪ডিসেম্বর: কবর::সোনামসজিদ, চাঁপাইনবাবগঞ্জ]
ভারতের #ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায়
অবস্থিত
টেকনিকঃ #লাল_নীল_পাচ_কুড়ি
★লাল --- লালমনিরহাট (৫৯টি)
★নীল --- নীলফামারী (৪টি)
★পাচ ---পঞ্চগড় (৩৬টি)
★কুড়ি---কুড়িগ্রাম (১২টি)
টেকনিকে শিখুন পর্যায়ক্রমিক পাল বংশ- →[ MAPS ]
★বংশ--------প্রতিষ্ঠাতা
M-মৌর্য বংশ--চন্দ্রগুপ্ত মৌর্য
A-আর্য বংশ--ঋকভেদ
P-পাল বংশ--গোপাল
S-সেন বংশ--সামন্ত সেন
টেকনিকে নিতুল কুন্ডের ভাষ্কর্যগুলোঃ
[ বাংলাদেশের নিতুল সার্ক সফরে সাবাস পেয়েছেন ]
*নিতুল→নিতুল কুন্ড,
*সার্ক→সার্ক ফোয়ারা।
*সাবাস→সাবাশ বাংলাদেশ