নবম শ্রেণির বইতে যে সব পাওয়া যায় না

নবম শ্রেণির বইতে যে সব পাওয়া যায় না
===============================
২য়া তৎপুরুষ সমাস ঃ - গা - ঢাকা = গাকে ঢাকা
রথদেখা = রথকে দেখা
বীজবোন = বীজকে বোনা 
ভাতরাঁধা = ভাতকে রাঁধা
ছেলে- ভুলানো = ছেলেকে ভুলানো
নভেল - পড়া = নভেলকে পড়া
২. ৩য়া তৎপুরুষ সমাস ঃ হীরকখচিত = হীরক দ্বারা খচিত
চন্দননর্চিত = চন্দন দ্বারা চর্চিত
রত্নশোভিত = রত্ন দ্বরা শোভিত
৩. ৪র্থী তৎপুরুষ সমাস ঃ ছাত্রাবাস = ছাত্রের জন্য আবাস
ডাকমাশুল = ডাকের জন্য মাশুল
চোষকাগজ = চুষবার জন্য কাগজ
শিশুমঙ্গল = শিমুর জন্র মঙ্গল
মুসাফিরখানা = মুসাফিরের জন্য খানা
হজ্বযাত্রা = হজ্বের জন্য যাত্রা
মালগুদাম = মালের জন্য গুদাম
রান্নাঘর = রান্নার জন্য ঘর
মাপকাঠি = মাপের নিমিত্ত কাঠি
বালিকা-বিদ্যালয় = বালিকার জন্য বিদ্যালয়
পাগলাগারদ = পাগলের জন্য গারদ
৪. ৫মী তৎপুরুষ সমাস ঃ জেলখালাস = জেল থেকে খালাস
বোঁটাখসা = বোঁটা হতে খসা
আগাগোড়া = আগা হতে গোড়া
ঋণমুক্ত = ঋণ থেকে মুক্ত
৫. ৬ষ্ঠী তৎপুরুষ সমাস ঃ ছাত্রসমাজ = ছাত্রের সমাজ
দেশসেবা = দেশের সেবা
দিল্লীশ্বর = দিল্লীর ঈশ্বর
বাঁদরনাচ = বাঁদরের নাচ
পাটক্ষেত = পাটের ক্ষেত
ছবিঘর = ছবির ঘর
ঘোড়দৌড় = ঘোড়ার দৌড়
শ্বশুররবাড়ি = শ্বশুড়ের বাড়ি
বিড়ালছানা = বিড়ালের ছানা
৬. ৭মী তৎপুরুষ সমাস ঃ বাকপটু = বাকে পটু
গোলাভরা = গোলায় ভরা
তালকানা = তালে কানা
অকালমৃত্যু = অকালে মৃত্যু
বিশ্ববিখ্যাত = বিশ্বে বিখ্যাত
ভোজনপটু = ভোজনে পটু
দানবীর = দানে বীর
বাক্সবন্ধি = বাক্সে বন্ধি
বস্তাপচা = বস্তায় পচা
রাতকানা = রাতে কানা
মনমরা = মনে মরা
৭. ন ঞ তৎপুরুষ সমাস ঃ অনাদর = ন আদর
নাতিদীর্ঘ = নয় দীর্ঘ
নাতিখর্ব = নয় খর্ব
অভাব = ন ভাব
বেতাল = নয় তাল
আধোয়া = না ধোয়া
নামঞ্জুর = নয় মঞ্জুর
অকেজো = ন কেজো
অজানা = নাই জানা
অচেনা = ন চেনা
নাছোড় = নয় ছোড়
অনাবাদী = নয় আবাদী
নাবালক = নয় বালক
অমানুষ = নয় মানুষ
অসঙ্গত = নয় সঙ্গত
অভদ্র = নয় ভদ্র
অনন্য = নয় অন্য
অগম্য = নয় গমন
৮. উপপদ তৎপুরুষ সমাস ঃ গৃহস্থ = গৃহে থাকে যে
সত্যবাদী = সত্য বলে যে
ইন্দ্রজিৎ = ইন্দ্রকে জয় করেছে যে
ছেলেধরা = ছেলে ধরে যে
ধামাধরা = ধামা ধরে যে
পকেটমার = পকেট মারে যে
পাতাচাটা = পাতা চাটে যে
হাড়ভাঙ্গা = হাড় ভাঙ্গে যাতে
মাছিমারা = মাছি মারে যে
ছারপোকা = ছারপোকা যা
ঘরপোড়া = ঘর পোড়ে যে
বর্ণচোরা = বর্ণ চুরি করে যে
গলাকাটা = গলা কাটে যে
পা -চাটা = পা চাটে যে
পাড়াবেড়ানি = পাড়ায় বেড়ায় যে
ছা-পোষা = ছা- পোষে যে
৯.অলুক তৎপুরুষ সমাস ঃ ঘিয়ে ভাজা = ঘিয়ে ভাজা
কলে ছাঁটা = কলে ছাঁটা
কলের গান = কলের গান
গরুর গাড়ি = গরুর গাড়ি
সুপ্সুপা সমাস
সংস্কৃত ব্যাকরণে সু,ঔ, যস্ প্রভূতি বিভক্তির নাম সুপ্ । বিভক্তিযুক্ত পদকে সুুবন্ত পদ বলে।একটি সুবন্ত পদের সঙ্গে আর একটি সুবন্ত পদের যে সমাস হয় তাকে সুপসুপা সমাস বলে। যেমন -
পূর্বে ভূত = ভূত পুর্ব অতি দূর নয় = নাতিদূর
রাত্রির মধ্য = মধ্যরাত্র অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ
রাত্রির পূর্ব = পূর্বরাত্র

No comments:

Post a Comment