Showing posts with label সরকারি চাকুরি. Show all posts
Showing posts with label সরকারি চাকুরি. Show all posts

❤️সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি- যেভাবে নিবেন প্রস্তুতিঃ❤️

❤️সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি- যেভাবে নিবেন প্রস্তুতিঃ❤️
বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি। কারন একটি চাকরির সাথে জড়িয়ে আছে আপনার জীবনের অনেককিছু। চাকরি প্রার্থীদের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান তারা কিভাবে প্রস্তুতি নিবেন আজ তা নিয়ে লিখছি।
এই পরীক্ষার মোট নম্বর ১০০, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর মৌখিক পরীক্ষার নম্বর ২০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে।
প্রতিটি প্রশ্নের মানঃ
১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।
আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি ৮০ এর মধ্যে ৭০+ নম্বর পান তাহলে আপনি সেইফ থাকবেন। তাই প্রস্তুতি নিতে হবে ভালভাবে। কোন অবহেলা করা যাবেনা। কারন আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে আর একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত।
কি কি পড়বেন ও কিভাবে পড়বেনঃ
বাংলাঃ প্রথমেই আসি বাংলা নিয়ে। বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিক সম্পর্কে পড়বেন। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে।
এই সব গুলো বিষয় বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে বা অন্য যে কোন গাইডে গুছিয়ে দেওয়া আছে। সেখান থেকে পড়তে পারেন।
ইংরেজিঃ ইংরেজি গ্রামারের Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction- থেকে প্রশ্ন আসে। Advance Learners by Chowdhury and Hossain বা অন্য যে কোন গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকস গুলো উদাহরণসহ পড়ুন। মুখস্থ করতে হবে Phrase and Idioms, Synonym, Antonym।
ইংরেজি থেকে বাংলা অনুবাদও পড়তে হবে। এজন্য ২০১৫-১৮ সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন। বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বইয়ের ইংরেজি অংশটুকু ভালভাবে পড়তে পারেন।
গণিত :
এই অংশে মার্কস পাওয়া তুলনামূলক ভাবে সহজ। প্রতিদিন ২-৩ ঘণ্টা গণিত প্রাকটিস করা দরকার। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখা মাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্রাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই যেমন অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।
ডাইজেস্ট থেকে গণিত অংশটুকু ভালভাবে বুঝে শেষ করবেন।
সাধারণ_জ্ঞানঃ
বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে।
আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে।
আর সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট এফিয়ার্স পড়তে পারেন।
সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।
কম্পিউটার ও আইসিটি থেকেও প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয় গুলো ভালভাবে আয়ত্ব করবেন।
বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটার এর জন্য ২০১৫-১৮ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুলো ভালভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন।
পরের পরামর্শ গুলো শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যই নয়। যে কোন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ২য় শ্রেণি চাকরির জন্যও প্রযোজ্য। এইভাবে পড়লে আশা করি আপনি প্রিলিতে ভাল নম্বর পাবেন। তবে আপনি চাইলে যিনি আরো ভাল জানেন বা নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন আপনাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে। ৩০ বছর যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত ৩০ দিন দৈনিক ১৬ ঘণ্টা করে পড়ালেখা করুন। শুধুমাত্র সরকারি জবের পেছনে না ছুটে বিভিন্ন স্বায়ত্তশাসিত ও বেসরকারি জবের জন্যও চেষ্টা করুন।
❤️ পড়ুন, পরিশ্রম করুন এবং পড়ুন।❤️

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে "অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক" পদের প্রশ্ন-সমাধান - ৩০_নভেম্বর_২০১৮ √

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে "অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক" পদের প্রশ্ন-সমাধান - ৩০_নভেম্বর_২০১৮ √

১. নিচের কোন বানান শুদ্ধ নয়?
- উর্দ্ধ
২. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ
ধ্বনি? 
- চ
৩. নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ
ব্যবহার হয়েছে?
- অনাবৃষ্টি
৪. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
- খণ্ডিত
৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস
কোনটি?
- ব + ন্ + ধ + ন্
৬. নিচের কোন শব্দে ণত্ব বিধি
অনুসারে “ণ” ব্যবহার হয়েছে?
- প্রবণ
৭. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
- একত্রিত
৮. দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ
কোনটি?
- উত্তর
৯. পর্বত এর সমার্থক শব্দ কোনটি?
- নগ
১০. যে নারীর পতি নেই , পুত্রও নেই
এক কথায় কি বলে?
- অবীরা
১১. "বিপদে মোরে রক্ষা কর এ নহে
মোর প্রার্থনা" এটি কোন শ্রেণীর বাক্য? 
-সরল বাক্য
১২. কোনটি নিত্য সমাস ?
- জলমাত্র
১৩. রাজার দুয়ারে হাতি বাধা,'দুয়ারে'' পদটি
কোন কারক? 
- অধিকরণ
১৪. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? 
- শিশু+ ষ্ণ
১৫. নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে
ব্যবহৃত হয়েছে? 
- অতিশয্য
১৬. সচিব কোন ধরনের শব্দ? 
- পারিভাষিক
১৭. দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
- দ্বীপ+অয়ন
১৮. ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ কি?
- বিশেষভাবে বিশ্লেষণ
১৯. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন বাক্যটিতে
খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ-
— দ্বিকর্মক
২০. 'সে নাকি আসবে না' এ বাক্যে না
অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? 
- সংশয়।
২১. A synonym of the word ‘Anguish’?
— Suffering
২২. My parents always stand --- my
decision. 
— by
২৩. Despite his wealth, he remains —.
— humble
২৪. How did he come—this expensive
watch.
— to
২৫. An antonym of the word ‘Tedious’
is?
— Refreshing
২৬. Choose the correctly spelt word.
— Dilemma
২৭. He does not have —money to buy a computer. 
— too
২৮. Which word is correctly spelt?
— Questionnaire
২৯. Students had better --- the schedule of the examination. 
— Check
৩০. A synonym for the word
‘Impediment’ is?
— Barrier
৩১. A stitch in time —- nine.
— saves
৩২. What is the antonym of Apex?
— base
৩৩. Which one is singular number?
— Phenomenon
৩৪. The load is too heavy —-carry. 
— to
৩৫. The teacher make the students --- hard.
— work
৩৬. ১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা
বিভাজ্য সংখ্যা কয়টি?
= ২২
৩৭. টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? = ৫০%
৩৮. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি?
= ৩৪১
৩৯. কতগুলো ঘন্টা একত্রে বাজার পর
১০,১৫,২০ এবং ২৫ সেকেন্ড পরপর
বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ
পর একত্রে বাজবে?
= ৫মি.
৪০. কোন দ্রব্যের মূল্য৬% বৃদ্ধি
পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ
কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে
না?
= ৫.৬৬%
৪১. কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই
মূলধন তিনগুণ হবে কত বছরে?
= ২০ বছর
৪২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান
বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির
যোগফল 12 হলে সংখ্যাটি কত?
= ৩৯
৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম।
এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এদিক কি
পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে।
= ৪ গ্রাম
৪৪. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
= ১৩/১৭
৪৫. কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন
করা সম্ভব?
= ৫,৬,৭
৪৬. ত্রিভুজ ABC এ AC2= AB2+BC2 হলে
∆ABC=?
= ৯০ ডিগ্রি
৪৭. (a+b)=১২, a-b=২ হলে 2ab=? 
= ৭০
৪৮. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫
যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই
হয়, তাহলে সংখ্যাটি কত?
= ৭৫
৪৯. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট
হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
= ৮ বর্গফুট
৫০. কোন সংখ্যার বর্গমূলের সাথে 10
যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে-
= ৩৬
৫১. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
— শেরে বাংলা এ কে ফজলুল হক
৫২. পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে
মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
— চাঁদপুর জেলায়
৫৩. ইউনেস্কোর কততম সম্মেলনে
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস হিসেবে ঘোষণা করা হয়?
— ৩১তম
৫৪. ইরাটম কী?
— উন্নত জাতের ধান
৫৫. দ্য গল কোন দেশের প্রাচীন নাম?
— ফ্রান্স
৫৬. Fair Fax কি?
— গোয়েন্দা সংস্থা
৫৭. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
— মিশর
৫৮. আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন?
— শনিবার
৫৯. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
— লাইবেরিয়া
৬০. মীনা দিবস পালন করা হয় কবে?
— ২৪ সেপ্টেম্বর
৬১. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে
প্রতিষ্ঠিত হয়?
— ১৯১৯ সালে
৬২. ডেঙ্গু জ্বরের ফলে শরীরে –
— রক্তের Platelet (প্লাটিলেট) কমে যায়
৬৩. মায়ের দুধে গরুর দুধের চাইতে
কোন উপাদান বেশি থাকে?
— মিনারেলস
৬৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
— ৬টি
৬৫. জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি
প্রতিষেধক টিকা দেয়া হয়?
— ৬ টি
(ডিপথেরিয়া, হুপিংকফ, ধনুষ্টংকার, যক্ষ্মা,
পোলিও এবং হাম)
৬৬. একজন সাধারন মানুষের দেহে মোট
কত টুকরা হাড় থাকে?
— ২০৬
৬৭. যশোর জেলার প্রাচীন কোন
জনপদের অন্তর্ভুক্ত ছিল- প্রশ্নে ভুল
আছে (সঠিক উত্তর বঙ্গ )
৬৮. রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল?
— আরাকান
৬৯. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে
অবস্থিত?
— ইস্তাম্বুল
৭০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা
কে?
— প্রশ্নেভুল (মোনায়েম সরকার) । যদি
বলতো বঙ্গবন্ধু ও বাংলাদেশ কার লেখা
উত্তর হতো রফিকুজ্জামান হুমায়ুন ।
----------- ----------- ----------- -----------

আজকের BEPZA এর MCQ পরীক্ষার প্রশ্ন ও সমাধানঃ

আজকের BEPZA এর MCQ পরীক্ষার প্রশ্ন ও সমাধানঃ
.
বাংলা অংশ সমাধানঃ
১. বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি – সুকান্ত ভট্রাচার্য
.
২. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এর এককথায় প্রকাশ- ইতিহাসবেত্তা
.
৩. পৃথিবী এর সমার্থক শব্দ- বসুন্ধরা
.
৪. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাক্যটি কোন কালের উদাহরণ- পুরাঘটিত বর্তমান
.
৫. নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস – খাতা-পত্র
.
৬. নিচের কোনটি শুদ্ধ বানান – সুশীল
.
৭. গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ – নিতান্ত অলস
.
৮. কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ ঘোড়াকে চাবুক মার – করণে শুন্য
.
৯. খাতক এর বিপরীত কোনটি- মহাজন
.
১০. উচ্ছেদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ – উৎ+ছেদ
.
১১. বিপদ এবং দু:খ এক সময় আসে। এটি কোন বাক্যের উদাহরণ – যৌগিক
.
১২. রফতানি কোন ভাষার শব্দ – ফারসি শব্দ
.
১৩. আগুন এর সমার্থক শব্দ কোনটি – পাবক
.
১৪. সমাস নির্ণয় করুনঃ শতাব্দী – দিগু সমাস
.
১৫. যা আঘাত পায় নি এর সঠিক বাক্য সংকোচন – অনাহত
.
১৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮
১৭. নিচের কোনটি দন্তমূলীয় বর্ণ- শ
.
১৮. শুদ্ধ বাক্য কোনটি – একথা প্রমাণিত হয়েছে
এরকম তথ্য প্রতিদিন আপনার হোম পেজে পেতে এই পেজটিতে → বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি Like দিয়ে see fast করে রাখুন।
.
১৯. তিলোত্তমা সম্ভব কাব্য এর রচিয়তা কে – মাইকেল মধুসূদন
.
২০. বীরবল কোন কবির ছদ্মনাম – প্রমথ চৌধুরী
.
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
21. International Women’s Day is celebrated on – 8th March
.
22. Who invented genomics of Jute – Maksudul Alam
.
23. Where does Rakhaine tribe lives mainly in Bangladesh- Patuakhali
.
24. What are the full form of a.m & p.m – anti meridiem and post meridiem
.
25. OIC was established in- 1969
.
26. Where is the headquarter of Red Cross – Geneva
.
27. Who is the President of National assembly of Bangladesh- Speaker
.
28. Besides Bangladesh which country recognized Bangla as official language – Sierra Leon
.
29. Tanguar Haor – Sunamganj
.
30. Designer of national emblem – Qamrul hasa 31. Acu headquarter – Iran
.
32. SAARC country doesn’t have embassy – Maldives
.
33. largest district of Bangladesh – Rangamati
.
34. East London – South Africa
.
35. Bangabandhu Shilpa Nagari –
36. Beza has got approval – 88 ( govt 59+ private 29)
.
37. Highest number of test match – Mushfiqur
.
38. An approach to business integration – ERP
39. Birds with the largest wingspan – Albetros
.
40. Best goal keeper of 2018 – Curtois

সরকারি চাকুরি পাওয়ার জন্য যেভাবে পড়বেনঃ

🎯সরকারি চাকুরি পাওয়ার জন্য যেভাবে পড়বেনঃ-
অনেকেই বলে টাকা ছাড়া সরকারি চাকুরি পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আপনি যদি নিজেকে যোগ্য করে গড়ে তোলতে পারেন তাহলে চাকুরি আপনাকে খোঁজবে। মূল কথা হলো আপনাকে সকল বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। সাধারণ চাকুরির জন্য নির্দিষ্ট সিলেবাস আছে। এই সিলেবাস অনুযায়ী বিভিন্ন বই পড়তে হবে।
ভালো চাকরি পাওয়ার জন্য অনার্সে পড়া অবস্থায় প্রস্তুতি শুরু করতে হয়। পড়াশোনা শেষ করে চাকুরির জন্য প্রস্তুত হওয়া হতাশার কারণ। তখন বয়স নিয়ে চিন্তা করে অনেকেই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করুন।
📌সিলেবাস হল বাংলা (ব্যাকরণ + সাহিত্য), ইংরেজি (গ্রামার + অন্যান্য ), গণিত (বীজ + পাটি + জ্যামিতি), সাধারণ জ্ঞান (বাংলাদেশ + আর্ন্তজাতিক + খেলাধুলা + ইতিহাস) এই বিষয় গুলো ভালো ভাবে আয়ত্ব করলেই আপনার প্রস্তুতি মোটামুটি পাকা হয়ে যাবে।
👉কিভাবে পড়বেন:-
বাংলা ব্যাকরণ এর জন্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যারের 'উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা' অথবা আধুনিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি বা, মাহবুবুল হক স্যারের বাংলা ব্যাকরণ এই বইয়ের ব্যাকরণ অংশটা কয়েকবার ভালো ভাবে পড়বেন। সাথে ৮ম ও ৯ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইটা দেখতে হবে। বিশেষ করে সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এই গুলো থেকে প্রশ্ন আসবেই। বোর্ডে যে যে প্রশ্ন ব্যাকরণ থেকে এসেছে সেই গুলো পড়বেন সাথে বিভিন্ন ভার্সিটির ব্যাকরণ অংশের সমাধান দেওয়া থাকে সেগুলোও পড়বেন। ভালো প্রস্তুতির জন্য আরো পড়তে হবেঃ- ধ্বনিতত্ত্ব, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, বাক্য প্রকরণ ও রূপান্তর, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য ও বচন। এই গুলোর বাহিরে বাংলা ব্যাকরণ থেকে খুব একটা প্রশ্ন আসবে না। এই অংশ ভালো ভাবে পড়লে বাংলা থেকে ভালো মার্ক পাওয়া যাবে। রাইসুল ইসলাম হৃদয়
সাহিত্যের জন্য ক্লাস ৬-১১ শ্রেণির বাংলা বোর্ড বইয়ের সকল কবি পরিচিতি আর গল্প/কবিতার উৎস, পটভূমি কোন কবিতা কোন ছন্দে রচিত এসব কয়েকবার করে রিভিশন করবেন। তবে মূল গল্পটা ভালো ভাবে মার্কিং করে পড়লে আরো ভালো হয়। কবিতার ছন্দ থেকে প্রায়ই প্রশ্ন আসে। বইয়ে অনেক কবিতা আছে আর সব গুলো কবিতার ছন্দ মনেও রাখা যায় না। একটা টিপস দিচ্ছি। ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ অংশে চলে যান এখানে অনেক গুলো কবিতার চরণ ও ছন্দের ভাব সম্প্রসারণ পাবেন সেগুলো কোন কবিতার আর কোন কবির তা খোঁজে বের করুন। বার বার পরিক্ষায় আসা ছন্দ গুলো পড়ুন। বেশি পরিচিত ও লম্বা কবিতা গুলো বার বার পড়লে উত্তর করা সহজ হবে। তাছাড়া বিখ্যাত অনুবাদ বইয়ের নাম, অনুবাদ গল্প/নাটক এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বাংলা সাহিত্য নামকরা কয়েকজন কবি ও সাহিত্যিক থেকে প্রশ্ন আসে। বিশেষকরে পিএসসির নির্ধারিত কবি ও সাহিত্যিকদের জীবনী ও তাদের কাজ অবধান এই অংশ থেকে প্রশ্ন আসবেই। তাই এই গুলো মুখস্থ করে ফেলুন।
★ পিএসসি নির্ধারিত ১১ জন কবি-সাহিত্যিক হলেনঃ-
১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৩. মাইকেল মধুসূদন দত্ত ৪. মীর মশাররফ হোসেন ৫. রবীন্দ্রনাথ ঠাকুর ৬. দীনবন্ধু মিত্র ৭. কাজী নজরুল ইসলাম ৮. জসীম উদ্দীন ৯. ফররুক আহমদ ১০. কায়কোবাদ ১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
★পঞ্চকবিরা হলেনঃ-
১. বুদ্ধদেব বসু ২. জীবনানন্দ দাস ৩. বিষ্ণু দে ৪. সুধেন্দ্রনাথ দত্ত ৫. অমিয় চক্রবর্তী
এই কবি ও সাহিত্যিকদের সম্পর্কে সব শিখে নিবেন। বিশেষ করে বাংলা অংশে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি আসে। আমাদের অনেকেই বাংলা ব্যাকরণ কম পড়ি ও না বুঝে মুখস্থ করি যার ফলে ব্যাকরণ থেকে আসা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারিনা।
ইংলিশের জন্য একটু বেশি শ্রম দিতে হবে। ভালো ইংলিশ গ্রামার বইয়ের গ্রামারের সকল নিয়ম খুঁটিনাটি ও ব্যাতিক্রম অংশগুলো জানতে হবে। বিশেষকরে Sentence, Parts of Speech, Tense, Voice, Narration, Gender, synonym, antonym ইত্যাদি বেশি গুরুত্ব দিতে হবে। আর কিছু বাক্য অনুবাদ পড়তে হবে। ইংলিশ গ্রামারের কিছু ভালো বই হলঃ- #English Tutor by Kabial Noor, High School English Grammar, Advanced English Grammar, Basic English Grammar, Essential English Grammar. ব্যাকরণ এর আরো যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে– Noun, Verb, Adjective, Adverb, Preposition এই টপিক গুলোর সব পড়তে হবে। Change to– simple, Compound & Complex, Voice Change, Mood, infinitive, participle, gerund, Idioms & Phrases, Correct word, Synonym & antonym, vocabulary. মূলত এই গুলো পড়লেই প্রায় সব উত্তর দিতে সহজ হবে। রাইসুল ইসলাম হৃদয়
প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায় বেশ কিছু প্রশ্ন ঘুরে ফিরে বার বার আসে তাই পূর্বের প্রশ্নের ধারা অনুযায়ী পড়তে হবে।
👉গণিতে খুবই মনযোগী ও পাকা হতে হবে। বিগত প্রশ্নগুলোতে দেখা যায় নির্দিষ্ট কিছু অধ্যায়ের গণিত প্রশ্নপত্রে আসে। আপনারা ৪র্থ থেকে ৯ম শ্রেণিত গনিত বই সংগ্রহে রাখবেন। এটা সকল চাকুরির জন্য জরুরি। বিশেষ করে পাটি গণিত লাভ-ক্ষতি, সুদ-কষা, পিতা-পুত্র,মাতা-কণ্যা, অনুপাত, ঐকিক নিয়ম, সংখ্যার ধারণা, ল.সা.গু, গ.সা.গু., ভগ্নাংশ, গড়, সময়+গতিবেগ, দূরত্ব, ধারা ও মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে। বীজ গণিত বীজগাণিতীয় রাশি (যোগ, বিয়োগ, গুণ, ভাগ), সূত্রের প্রয়োগ ও সূত্রাবলীর প্রমাণ, সরল সমীকরণ, উৎপাদকে বিশ্লেষণ, মান নির্ণয় থেকে প্রশ্ন আসে। জ্যামিতিতে ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, সামন্তরিক, বৃত্ত ও জ্যামিতিক বিষয়ের খুঁটিনাটি থেকে প্রশ্ন আসে। তাই এই নির্দিষ্ট অধ্যায়ের অংক গুলো করলে কমন পাওয়া যাবে। আরো সুবিধা হল বইয়ের অংকগুলো হুবুহু আসে আর খুব কম সময়েই দেখা গেছে সংখ্যা পরিবর্তন করে আসতে। সেইক্ষেত্রে নিয়মগুলো আয়ত্তে থাকলে সমস্যা হবেনা। সাথে উদাহরণ এর অংক গুলোও দেখতে পারেন। চাকুরীর পরিক্ষার জন্য বোর্ড বইয়ের পাশাপাশি MP3 ম্যাথ রিভিউ, Magic Math, প্রফেসর'স গাণিতিক যুক্তি, শর্টকাট ম্যথা, ওরাকল গাণিতিক যুক্তি এখান থেকে যে কোন দুইটা বই শেষ করতে হবে।
সাধারণ জ্ঞানের জন্য ভালো একটা বই সংগ্রহ করতে হবে। আজকের বিশ্ব, নতুন বিশ্ব, জ্ঞান সিন্ধু, মেডি জ্ঞান কোষ এগুলোর যে কোন বই কিনে নিবেন সাথে প্রতি মাসের কারেন্ট ওয়ার্ল্ড ও দেশ বিদেশের সাম্প্রতিক তথ্যগুলো জানা থাকতে হবে। সাম্প্রতিক তথ্যের জন্য আমার টাইমলাইনে চোখ রাখতে পারেন। দেশের মুদ্রা ও রাজধানী, প্রণালী, দেশ-বিদেশের নদী, খাল, বিখ্যাত স্থান, স্থাপনা, বৃহত্তম, ক্ষুদ্রতম, বন্দর, জলপ্রপাত, ঐতিহাসিক স্থান, ইতিহাস জড়িত ঘটনাবলী, আবিষ্কার, পুরুস্কার, বিখ্যাত ব্যাক্তিদের কর্ম, অবদান, ও তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা সাল এসব থেকেই প্রশ্ন আসে। রাইসুল ইসলাম হৃদয়
বাংলাদেশ অংশঃ- বাংলাদেশের সৃষ্টির পূর্বের প্রাচীন শাসনামল অর্থাৎ মোঘল আমল, ইংরেজ শাসন আমল ইত্যাদি। রাইসুল ইসলাম হৃদয়
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৮-৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাক বাহিনীর আত্নসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। রাইসুল ইসলাম হৃদয়
বাংলাদেশের জনসংখ্যার মধ্যে বাংলাদেশে সংগঠিত হওয়া আদমশুমারিতে জনসংখ্যা, নারী পুরুষের সংখ্যা, জন্ম ও মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার ইত্যাদি। রাইসুল ইসলাম হৃদয়
ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা কোন জেলায় কারা বাস করে, জাতিগোষ্ঠির বিশেষ বৈশিষ্ট্য, উৎসব, পিতৃপ্রধান / মাতৃপ্রধান জাতি কারা ইত্যাদি। রাইসুল ইসলাম হৃদয়
আদিবাসীদের কারা কারা বাংলাদেশের কোথায় বসবাস করেন। আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার”। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র।
🎯অন্যান্য টপিকের অংশ থেকে বিশেষ করে প্রযুক্তি বিষয়ক প্রশ্ন আসে। তাই কম্পিউটার শিক্ষা বইটা সংগ্রহ করতে পারেন। প্রযুক্তি বিষয় তথ্যগুলো পড়তে হবে। কম্পিউটারের গঠন, হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন অপারেটিং সিস্টেম, সোসাইল সাইট, কেনা বেচার চাইট, ও এদের সাথে যুক্ত ব্যাক্তি, নেটওয়ার্ক, সংখ্যা ধারনা, ডিভাইস ইত্যাদি সম্পর্কে জানতে হবে।