বাংলায় সাধারন জ্ঞানের শর্টকার্ট টেকনিক শিখুন

কে কার ছাত্র/শিক্ষক
Exclusive টেকনিকঃ সক্রেটিসের PA দুই TA
সক্রেটিস ----> প্লেটো ----> এরিস্টটল ---->
এরিস্টটলের দুই ছাত্র ----> থিওফ্রাস্টাস, আলেকজান্ডার
**মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে, আপনি কি জানেন???
# টেকনিক : (বাবার-হয়েছিল-একবার-জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
# টেকনিক নং--১
(তিস্তা সিকিম থেকে লাল, নীল,
রং হয়ে বাংলাদেশে এসেছে)
ব্যাখ্যা :- তিস্তা নদী সিকিমের
পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে
#লালমনিরহাট,
# নীলফামারী এবং
# রংপুরের ভিতর দিয়ে বাংলাদেশে এসেছে।
# টেকনিক ---২
তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন ৫টি
নদী------- ( YES -JB )
Y= ইয়াংসিকিয়া
E= ইরাবতী
S= সিন্দু
J= যমুনা
B= ব্রক্ষ্মপুত
প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর নাম
মনে রাখার কৌশল
টেকনিক- “রাউজানের মহামুণি
ময়নার আনন্দ-শাল গায়ে
নবাবগঞ্জের সীতাকে নিয়ে সোম
পাহাড়ে গেছে৷
এদিকে, নওগাঁর হলুদ জগদ্দল ধাম করে মহান ভাসু কে নিয়ে রাজবন
কাপাইতেছে৷ "
মহামুণি বিহার- রাউজান, চট্টগ্রাম৷
আনন্দবিহার- ময়নামতি, কুমিল্লা৷
সোমপুর বিহার- (আয়তনে বৃহত্তম)
পাহাড়পুর, নওগাঁ৷
শালবন বিহার- ময়নামতি, কুমিল্লা৷
রাজবন বৌদ্ধবিহার- কাপ্তাই, রাঙ্গামাটি৷
জগদ্দল বিহার- ধামুইরহাট, নওগাঁ৷
হলুদ বিহার- নওগাঁ৷
ভাসু বা বসু বিহার- মহাস্থানগড়,
বগুড়া৷
সীতাকোট বিহার- নবাবগঞ্জ,
দিনাজপুর৷
শর্টকাট টেকনিক:::: মনে রাখুন সংখ্যা
১১দিয়ে---
১) রাষ্ট্রভাষা দিবস--১১ মার্চ
২) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ --১১টি
৩) বাংলাদেশের সংবিধানের ভাগ
বা অধ্যায় আছে-- ১১টি
৪) স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়
পদার্থের মৌলিক পদার্থ -- ১১টি
৫) বিশ্ব জনসংখ্যা-- ১১ জুলাই
৬) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়-- ১১টি সেক্টরে
৭) সুপ্রিম কোটের আপিল বিভাগে
বিচারপতি রয়েছে-- ১১জন
৮) চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা
আছে--১১টি (বাহ্মনবাড়িয়া, কুমিল্লা
চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজার)
৯) চন্দ্রে অবতরণকারী চন্দ্রযানের
নাম-- অ্যাপোলো-১১
১০) যুক্তরাষ্ট্রে গভর্নর নির্বাচন হয়--
১১টি রাজ্যে
১১) পাবর্ত্য চট্টগ্রামে উপজাতির
বসবাস-- ১১টি ( চাকমা , ত্রিপুরা,
মারমা, খুমী পাংখোর, মুরং, লসাই, বনযোগী, চাক, কুকি ও মগ)
১২) বাংলাদেশের ভিতর ভারতের
ছিটমহল?? উঃ ১১১টি
১৩) টাইটানিক ছবি অস্কার পুরস্কার
লাভ করে-- ১১টি বিভাগে
১৪) বাংলাদেশের সমুদ্র উপকূলের
দৈর্ঘ্য-- ৭১১কি.মি/ ৭১৬কি.মি
১৫) ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল-- ১১টি
১৬) বীরপ্রতীক তারামন বিবি- ১১নং সেক্টরে ছিলেন ( ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়)
১৭) ব্রিটিশ অর্থমন্ত্রির সরকারি
বাসভবনের নাম-- ১১নং ডাউনিং
ষ্ট্রীট
১৮) সর্বকনিষ্ট মুক্তিযোদ্ধা শহীদুল
ইসলাম যুদ্ধ করে-- ১১নং সেক্টরে
( ময়মনসিংহও টাঙ্গাইল জেলায়)
১৯) ক্রিকেট/ফুটবল খেলায় প্রতি দলে খেলোয়াঢ় থাকে-- ১১জন
২০) সর্বদলীয় ছাত্র সংগ্রাম
পরিষদ ”গণঅভ্যূত্থানে কর্মসূচী ঘোষনা করে--১১দফা
২১) ব্রিটেনের একমাত্র নারী
প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার
(ইউরোপের লৌহমানবী) ১১ বছর ক্ষমতায় ছিলেন ( ১৯৭৯-১৯৯০).
২২) ১১ জানুয়ারি মারা গেলেন
আমাদের দেশের অন্যতম চলচিত্র
নিম্মাতা "চাষি নজরুল ইসলাম"
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টি
[“ফিডে আসুন“]
ফি = ফিনল্যান্ড
ডে = ডেনমার্ক
আ =আইসল্যান্ড
সু = সুইডেন
ন = নরওয়ে
পারমাণবিক শক্তিধর রাষ্ট্রঃ ৮টি
[(PR UNNK FB CI ) ( পিয়ার অনেক BF চাই )]
P = পাকিস্তান
R = রাশিয়া
UN = যুক্তরাষ্ট্র
NK = উত্তর কোরিয়া
F = ফ্রান্স
B = ব্রিটেন
C = চীন
I = ভারত
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি
[RUN FB CI]
R=রাশিয়া
UN=যুক্তরাষ্ট্র
F=ফ্রান্স
B = ব্রিটেন
C = চীন
I=ভারত
সভ্যতাঃ
[SBAC = কি প অঅদ স]
সুমেরীয় সভ্যতা = কিউনিফর্ম লিপি
ব্যবীলন সভ্যতা = পঞ্জিকা
আসিনিয় সভ্যতা = অস্ত্র, অক্ষাংশ, দ্রাঘিমাংশ
কালাডিয় সভ্যতা = সপ্তাহ
বিখ্যাত প্রণালী সমূহ
১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।
2)কয়েকটি বিল
# 2_টেকনিক ::::খুলনার ডাকাতরা সিলেটকে তামা করে যশোরের ভবদহ দিয়ে পানসিতে চলে যায়
# ডাকাতিয়া_বিল =খুলনা
# তামাবিল =সিলেট
# ভবদহ_বিল =যশোর
# চলন_বিল =পানসি(পাবনা,না
টোর,সিরজগঞ্জ)
দেশের নামের শেষে সিটি দিলেই রাজধানীর নাম ।
যেমন মোনাকো সিটি
# মোসা এবং # সিভা ঢাকায় গিয়ে # মেজিক দেখে # পাগলু হয়ে গেল।
# মো =মোনাকো
# সা = সান মেরিনো
# সি =সিঙ্গাপুর
# ভা =ভ্যাটিকান
# মে = মেক্সিকো
# জি = জিবুতি
# ক = কুয়েত
# পা = পানামা
# গ= গুয়েতমালা
# লু = লুক্সেমবার্গ
যে সব রাষ্ট্রের আইন সভার নাম
"কংগ্রেস"-
টেকনিকঃ-
(কলি BBA পড়তে নেপাল থেকে
চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
সব BLACK ই কালো নয়
-----------------------------
১। BLACK CAT- ভারতের কমান্ড
বাহিনী।
২। BLACK SHIRT-মুসোলিনীর
গেরিলা বাহিনী।
৩। BLACK SEPTEMBER-ফিলিস্তিনির
গেরিলা বাহিনী।
৪। BLACK DECEMBER-পাকিস্
তানের
গেরিলা বাহিনী।
৫। BLACK PANTHER-যুক্তরাষ্ট্রের
নিগ্রদের সংগঠন।
৬।BLACK TIGER- দুর্ধষ যোদ্ধাদের
কে বলা হয় ।
৭। BLACK BENGAL- উন্নত জাতের ছাগল।
৮।BLACK DIAMOND-পেলে,সে
রেনা উইলিয়াম
৯।BLACK GOLD-কক্সবাজার সমুদ্র
সৈকতের বালুর
মধ্যে পাওয়া 'জিরকন 'নামক এক
ধরনের মূল্যবান পদাথ।
১০।BLACK NIGHT- ১৯৭১ সাল এর ২৫ মার্চ।
আদিবাসীদের বিভিন্ন তথ্য
১। বাংলাদেশের মাতৃতান্ত্রিক
উপজাতি — [গা খাসা]
গারো, খাসিয়া ও সাঁওতাল।
২। বাংলাদেশের পিতৃতান্ত্রিক
উপজাতি— [মাহা]
মারমা ও হাজং।
৩। মুসলমান উপজাতি-- পাঙন।
৪। সাঁওতালরা কোথায় বাস করে
[রাদিব রং নিয়ে খেলা করে।]
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
৪। খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস
করে- [সিম]
সি= সিলেট
ম= মগরা ( বান্দরবন)
৫। বাংলাদেশের উপজাতি না [আফ্রিদির মা জুনা।]
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা
৬। বাংলাদেশে বাস করে — ৪৫টি
উপজাতি।
৭। রাখাইনরা কোথায় বাস করে
[পটুক]
পটু=পটুয়াখালী
ক= কক্সবাজার
ব্যাক্টেরিয়ার দ্বারা সৃষ্টরোগ
[নিউ মার্কেটের ডিপ কলে টাই
ধুইলে যক্ষা আমার গনাবেই।]
※নিউমার্কেটের - নিউমোনিয়া (ফুসফুস)
※ডিপ - ডিপথেরিয়া (গলা)
※কলে - কলেরা, কাশি(হুপিং),
※টাই- টাইফয়েড
※ধুইলে - ধনুস্টংকার
※যক্ষা - যক্ষা
※আমার - আমাশয়
※গনাবেই- গনোরিয়া
#এছাড়া মেনিনজাইটিস , হুপিংকাশি, সিফিলস এবং কুষ্ঠ রোগ ব্যক্টেরিয়ার
মাধ্যমে ছড়ায় ।
#ফল_ফসল_ও_সব্জির
মিষ্টি আলুর জাত-
→[দৌলতপুরী কমলা খেলে তৃপ্তি পাই]
(দৌলতপুরী কমলা তৃপ্তি)
ভূট্টার জাত-
→[মোহরানা হিসেবে শুভ্র বর্ণের
ভুট্টার খই]
(মোহরানা, শুভ্র, বর্ণালী, খই)
আলুর জাত-
→[সুন্দরী কার্ডিনেল কুফিরী ডায়মন্ড
পরেছে]
(সুন্দরী, কার্ডিনেল, কুফিরী, ডায়মন্ড)
কলার জাত-
→[অগ্নিশ্বর কানাই খালি ও
মোহনবাশি বাজাতে বাজাতে
অমৃতসাগর ও মেহের সাগর পাড়ি দিয়ে সিংগাপুরীর বীটজবা কলা আনতে গেলো]
(অগ্নিশ্বর, কানাই খালি, মোহনবাশি,
অমৃতসাগর, মেহের সাগর, সিংগাপুরী, ও বীটজবা কলা)
বেগুনের জাত-
→[ইসলামপুরীর ইওরা, শুকিয়ে খাই বেগুন তারা ]
(ইসলামপুরী, ইওরা, শুকিয়ে-শুকতারা, খাই-খটখটিয়া, তারা-তারাপুরী)
টমেটোর জাত-
→[অপূর্ব শীলার ঝুমকা আর সিঁদুরের
লালিমা, শ্রাবণী আর চৈতীকে করেছে অনুপমা; এ যেন মানিক রতনের মিন্টু বাহার।]
(অপূর্ব, শীলা, ঝুমকা, সিঁদুর, লালিমা,
শ্রাবণী, চৈতী, অনুপমা; মানিক, রতন,
মিন্টু, বাহার।)
রংপুরের শস্য-
→[রংপুরের গম পাতা ভালো জন্মে]
(গম-গম,পা-পাট, তা-তামাক)
# প্রানিজগত (Major Phyla) ৯টি মনে রাখার ছন্দঃ
["পনিপ্লানে এনিআর একাইমকো"]
1. # প = Porifera.
2. # নি = cnidaria.
3. # প্লা =Platyhelminthes.
4. # নে =Nematoda.
5. # এ =Annelida.
6. # আর = Arthropoda.
7. # একাই = Echinodermata.
8. # ম = Mollusca.
9. # কো = Chordata
সংবিধানের ১১টি ভাগ:
[প্র রা মৌ নি --- আ বি নি -- ম বাং -- জ সং বি]
আসুন, মিলিয়ে নেই---
১) প্র- প্রজাতন্ত্র
২) রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩) মৌ- মৌলিক অধিকার
৪) নি- নির্বাহী বিভাগ
৫) আ- আইন সভা
৬) বি- বিচার বিভাগ
৭) নি- নির্বাচন
৮) ম- মহাহিসাব নিরীক্ষক ও
নিয়ন্ত্রক
৯) বাং- বাংলাদেশের কর্মবিভাগ
১০) জ- জরুরী বিধানাবলী
১০) সং-সংবিধান সংশোধন
১১) বি- বিবিধ।
"মনে রাখার টেকনিক"
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন
সেক্টরে যুদ্ধ করেছেন-?
# ছন্দ :- আজ হাজারো মোম এর নূর
জ্বলে ।
# সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮
(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭
হাজার এর সাথে মিল রেখে উপরের
সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১
কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০),
মো= মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন
সেক্টরে যুদ্ধ করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)
টেকনিকে ৭জন
বীরশ্রেষ্ঠকে পেয়েযাবেন-
"সিপাহী মোস্তফা নিজের কথা ভুলে(ভোলা) সেনাবাহিনীর কর্মী হয়ে ৮ই এপ্রিল মরে।"
[বাড়ি:ভোলা, পদবি:সেনাবাহিনী, মৃত্যু:৮এপ্রিল]
"ল্যান্সনায়েক আব্দুর রউফ ফরিদপুরে হয়ে, ২০এপ্রিল মারা যায় ইপিআর এ গিয়ে"
[বাড়ি:ফরিদপুর, পদবি :ল্যান্সনায়েক, ইপিআর, মৃত্যু:: ২০এপ্রিল]
"নরসিংদীর মতিউর বিমান (টি-33/ব্লু- বার্ড) চুরি করে, ২০আগষ্ট মারা যায় ২৪ জুন ফেরে।"
[বাড়ি :নরসিংদী, পদবি:পাইলট, মৃত্যু:২০ আগষ্ট]
"নড়াইলের নুর মোহাম্মদ ইপিআরে গিয়ে, ৫ সেপ্টেম্বর ৮ নম্বরে যুদ্ধ করে মরে।"
[বাড়ি:নড়াইল,পদবি:ইপিআর, মৃত্যু: ৫সেপ্টেম্বর,, যুদ্ধ::৮নং সেক্টর]
"সিপাহী হামিদুর রহমান ঝিনাইদহের ছেলে, ১০ইডিসেম্বর ২০০৭ ভারত থেকে ফেরে।"
[বাড়ি::ঝিনাইদহ; পদবি: সেনাবাহিনী: তার করব বাংলাদেশে স্থানান্তর:: ১০ডিসেম্বর ২০০৭]
"নোয়াখালির আর্টিফিসার রুহুল আমিন ভাই, ১০ই ডিসেম্বর (পলাশে) মারা গেলে রুপসায় কবর পায়।"
[বাড়ি:নোয়াখালি: পদবি:আর্টিফিসিয়াল ইঞ্জিনিয়ার মৃত্যু::১০ডিসেম্বর কবর রুপসা,খুলনা]
"শেষ ক্যাপ্টেন মহিউদ্দিন বরিশালের সেনা,সোনা মসজিদ ঘুমিয়ে আছে ১৪ডিসেম্বর চেনা।
[বাড়ি:বরিশাল: মৃত্যু:১৪ডিসেম্বর: কবর::সোনামসজিদ, চাঁপাইনবাবগঞ্জ]
ভারতের #ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায়
অবস্থিত
টেকনিকঃ #লাল_নীল_পাচ_কুড়ি
★লাল --- লালমনিরহাট (৫৯টি)
★নীল --- নীলফামারী (৪টি)
★পাচ ---পঞ্চগড় (৩৬টি)
★কুড়ি---কুড়িগ্রাম (১২টি)
টেকনিকে শিখুন পর্যায়ক্রমিক পাল বংশ- →[ MAPS ]
★বংশ--------প্রতিষ্ঠাতা
M-মৌর্য বংশ--চন্দ্রগুপ্ত মৌর্য
A-আর্য বংশ--ঋকভেদ
P-পাল বংশ--গোপাল
S-সেন বংশ--সামন্ত সেন
টেকনিকে নিতুল কুন্ডের ভাষ্কর্যগুলোঃ
[ বাংলাদেশের নিতুল সার্ক সফরে সাবাস পেয়েছেন ]
*নিতুল→নিতুল কুন্ড,
*সার্ক→সার্ক ফোয়ারা।
*সাবাস→সাবাশ বাংলাদেশ

No comments:

Post a Comment