চোখের পানি ".... কোনো সাধারন পানি নয়!!



চোখের পানি ".... কোনো সাধারন পানি নয়!!

চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেনঃ
"চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ।
.
এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে।
এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়।
.
এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়।
.
এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।"
.
চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত!
.
আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত।
.
চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণু মুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে।
.
চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই আল্লাহ্'র প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়।
.
সুবহান'আল্লাহ্!
এক চোখের পানিতেই আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত অনুগ্রহ দেখিয়েছেন, কত সুক্ষ্ম, কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন! একটু উনিশ থেকে বিশ হলেই ঘ্যাচাং! ভাবনার মোড়কে আটকানো অসম্ভব!
.
.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?"
|সূরাহ আর-রহমান,আয়াত-১৩|
(সংগৃহীত)

সফলতার পথে কোন কিছুই বাঁধা হতে পারে না....

সফলতার পথে কোন কিছুই বাঁধা হতে পারে না....
১.ভোর রাতে সন্তান জন্ম দিয়ে সকাল
বেলা বিসিএস এর লিখিত পরীক্ষা
দিয়ে জাতীয় মেধাবীদের মধ্যে ১১ তম হওয়া
মেয়েটির নাম ছিল- সুপর্না দে।
.
.
২.বাজারের পান বিক্রেতার মেয়েটিও
বিসিএস পরীক্ষা দিয়ে একদিন হয়ে যায়
ম্যাজিস্ট্রেট, নাম ছিল - সালমা খাতুন।
.
.
৩.স্টেশনে কাজ করা,, অর্থাৎ কুলির
ছেলেটিও হয়ে যায় প্রশাসনিক কর্মকর্তা,
ছেলেটির নাম ছিল - সাব্বির রহমান।
.
.
৪.শহরের রিকশাচালক চাচার
ছেলেটি, যাকে ঈদেও নতুন জামা কিনে
দিতে পারতেন না। সেই ছেলেটিও এ.এস.পি
হয় বিসিএস এর কল্যানে।
.
.
.
পরীক্ষার হলে সবাই সমান।
তখন পরীক্ষক দেখেন না কে ফর্সা বা কে কালো অথবা কে চেয়ারম্যান এর ছেলে কিংবা কে এমপির মেয়ে।
.
.
সফল হওয়ার জন্য ভালো ব্যাকগ্রাউন্ড
দরকার হয়না, দরকার হয় একটা সাহসী
মানসিকতার, অধ্যাবসায় আর সময়ের সঠিক ব্যবহার।
.
.
স্বপ্ন টা সত্যি করার দায়িত্ব কেউ নিবেনা।
তোমাকেই করতে হবে।
নিজের গল্পটা নিজেকেই তৈরি করতে হয়।
পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে।
তবেই,
একদিন তুমিও হয়ে যাবে কিছু মানুষের আইডল।

গুরুত্বপূর্ণ কিছু জিকির বা দোয়া :

গুরুত্বপূর্ণ কিছু জিকির বা দোয়া :

এক. প্রতিদিন ১০০ বার করে ‘সুবহানাল্লাহ’ পাঠ করলে ১ হাজার সওয়াব লেখা হয় এবং ১ হাজার গুনাহ ক্ষমা করা হয়।
(সহিহ মুসলিম: ৪/২০৭৩)

দুই. ‘আলহামদুলিল্লাহ’ জিকির মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া। (তিরমিজি: ৫/৪৬২)

তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম জিকির। (ইবনে মাজহা ২/১২৪৯)

চার. ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ; ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’ এই বাক্যগুলো আল্লাহতায়ালার নিকট অধিক প্রিয় এবং নবী করিম (সা.) বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের তুলনায় আমার নিকট অধিক প্রিয়। (সহিহ মুসলিম: ৩/১৬৮৫)

পাঁচ. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে একশত বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ বলবে, তার গুনাহসমূহ মিটিয়ে দেয়া হবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন।
(বুখারী শরীফ, হাদীস-৫৯২৬)

ছয়. হযরত আবু মুসা আশআরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. আমাকে বললেন, "হে আবদুল্লাহ ইবনে কায়স! আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের একটি গুপ্তধনের সন্ধান তোমাকে দেব না?" আমি বললাম, অবশ্যই দিন ইয়া রাসূলাল্লাহ সা.! তিনি বললেন, "তা হলো ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ"। (মুসলিম শরীফ, হাদীস-৪৮৭৫)

সাত. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, "যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার উপর দশটি রহমত নাযিল করবেন।" (মুসলিম শরীফ, হাদীস-৫৭৭)

আট. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, ‘আমি কি তোমাদেরকে এমন বস্তুর কথা বলব না, যার ওপর আমল করলে তোমরা অগ্রগামীদেরকে পেয়ে যাবে এবং তোমাদের পরবর্তী কেউ তোমাদের ধারেকাছে আসতে পারবে না? আর তোমরা হবে সর্বোত্তম তাদের মধ্যে? তবে তারা তোমাদের মত হতে পারবে, যারা অনুরূপ আমল করবে। প্রতি নামাযের পর "৩৩বার সুবহানাল্লাহ" ৩৩বার আলহামদুলিল্লাহ এবং "৩৩বার আল্লাহু আকবার" বলবে। আর একশত পূর্ণ করবে "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদীর।'
(বুখারী শরীফ, হাদীস-৭৯৮)

সূরা আন নূর -২৬

যার চরিত্র যেমন তার জীবন সঙ্গী ও হবে তেমন [ সূরা আন নূর -২৬ ]

ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করেবেন কিভাবে?

ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করেবেন কিভাবে?
টেকনিক দেখুন
সমস্যা ১
৪৫০ কে ৫:৪ ভাগে ভাগ করুন।
টেকনিক
৪৫০ এর শুন্য বাদ দিন। ৪৫ হবে....তারপর অনুপাতের (৫+৪) করলে ৯হয়।
এখন ৪৫কে ৯দিয়ে ভাগ করে ৫ দিয়ে গুন করলে ২৫ হয়।
অপরদিকে, ৪৫ কে ৯ দিয়ে ভাগ করে ৪দিয়ে গুন করলে হয় ২০।
এখন ২৫ এর সাথে একটি শুন্য (০) এবং ২০ এর সাথে একটি শুন্য (০) বসিয়ে দিলেই--- কেল্লাফতে!!!!!
উত্তর হবে:- ২৫০:২০০।
এখনো না বুঝলে, আরেকবার পড়ুন।
সমস্যা ০২:
১০০০ কে ২:৩:৫ অনুপাতে ভাগ করুন ।
টেকনিক:
(সমস্যা:-১ এর মতই)
প্রথমে মনে মনে ১০০০ এর একটি শুন্য রেখে, বাকি দুইটা বাদ দিন। তারপর (২+৩+৫) করলে ১০ হবে।
১০ কে ১০ দিয়ে ভাগ,দুই দিয়ে গুন করলে ২ হবে।
১০ কে ১০ দিয়ে ভাগ,তিন দিয়ে গুন করলে ৩ হবে।
১০ কে ১০ দিয়ে ভাগ,পাঁচ দিয়ে গুন করলে ৫ হবে ।
[[ বলে রাখা ভাল, এখানে ১ম ১০ হলো ১০০০ থেকে দুটি শুন্য বাদ দেয়া ১০। আর ২য় ১০ হলো ২+৩+৫ যোগ করা ১০ ]]
এখন, ২,৩,৫ এর সাথে দুটি করে শুন্য (০) বসিয়ে দিলেই কাজ শেষ!!!
উত্তর: ২০০:৩০০:৫০০

দাজ্জালের মরন গেইট! দাজ্জালকে কোথায় কতল করা হবে জানেন?

দাজ্জালের মরন গেইট!!!
দাজ্জালকে কোথায় কতল করা হবে জানেন?ইহুদিদের দেশে সাদা স্বেত পাথরের বিশাল এক গেইট এর নীচে।
সেই গেইট ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলছে তেলআবিব থেকে প্রায় পনের কিলোমিটার দূরে।
গুগলে সার্চ দিলেই পাবেন।

কে কতল করবেন জানেন?
হযরত ইসা আঃ, তিনি আকাশ থেকে দুই ফেরেশতার কাধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন।
খোঁজ নিয়ে জানলাম সেই বিশাল মসজিদ আজ থেকে ৭০০ বছর আগেই তৈরী হয়ে গেছে।
একি স্থানে একি বর্ণনা অনুযায়ী, একদম হযরত আবু হুরায়রা রঃ এর বর্ণনানুযায়ী।
তখন সমুদ্রের নীচে আগুন থাকবে আগুনের নীচে পানি থাকবে।
শুনতে আজিব লাগছে না তাই না?
প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নীচ থেকে এখন ধাউ ধাউ করে আগুন বেরুচ্ছে।
তখন আরব দেশে বরফ জমতে থাকবে। গত দুই বছর ধরে সেটাই হচ্ছে।
তখন ইরাক সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে।
সেখানে বিশাল এক স্বর্নের পাহাড় ভেসে উঠবে, এটা নিয়ে সবাই যুদ্ধ করবে।
আজকে ফুরাত নদী প্রায় ৯৫ ভাগ শুকিয়ে গেছে, বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গাটা ঘিরে রেখেছে।
এর আগে ইমাম মাহদি ( অর্থাৎ সু পথ প্রাপ্ত নেতা) আত্ম প্রকাশ করবেন। যার নাম হবে মোহাম্মদ, পিতার নাম আব্দুলাহ।
তিনি হুবহুব হযরত মোহাম্মদ সঃ এর মতো সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হবেন। সুবহানাআল্লাহ।
ইমাম মাহদি যেদিন আত্ম প্রকাশ করবেন সেদিন হবে রোজ শক্রবার এবং মক্কার ১৫ রমজানের দিন।
আশ্চর্যের বিষয় হলো গত ২০১০ সাল থেকে মক্কার প্রতিটা ১৫ই রমজান ছিলো শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজান হবে শুক্রবার।
কি মনে হয় কেয়ামত খুব দূরে?
হাদিস কোরআন মিথ্যে?
কি মনে হয়?

Recent General Knowledge in BD

# এই_মাসের_কারেন্ট_অফেয়ার্স থেকে বাছায়কৃত ৫৫টি প্রশ্নোত্তর......

০১| বর্তমানে বাংলাদেশ কতটি দেশে GSP সুবিধা পাচ্ছে?
®__৩৮টি দেশে
০২| বর্তমানে কতটি জেলায় জাতীয় মহাসড়ক নেই?
®__১০টি জেলায়
০৩| বর্তমানে দেশে বাণিজ্যিকভাবে কত প্রকারের ফল উৎপাদিত হয়?
®__৪৫ প্রকারের
০৪| দেশে প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোথায়?
®__বাগেরহাটের মোংলা পৌরসভায়
০৫| বাংলাদেশ শিপিং কর্পোরেশনে(BSC) যুক্ত হওয়া সর্বশেষ জাহাজের নাম কী?
®__এমটি বাংলার অগ্রগতি
০৬| দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কী?
®__সাইদা খানম
০৭| দেশের প্রথম স্থায়ী EPI টিকাকেন্দ্র কবে, কোথায় চালু হয়?
®__১৩ জুন ২০১৯, রংপুর শহরে
০৮| শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর বর্তমান নাম কী?
®__শীতলক্ষ্যা সেতু
০৯| মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ কার্যকর হয়েছে কবে?
®__১জুলাই ২০১৯।৪টি স্তর
১০| ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?
®__নির্মলা সীতারমণ
১১| উইনেস্কো ঘোষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী কোনটি?
®__রিও ডি জেনিরো, ব্রাজিল ২০২০
১২| লিচু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®__চীন
১৩| বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি?
®__সিরিয়া
১৪| বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
®__তুরস্ক
®__নোট রমজান
১৫| "Underwater Cultural Heritage" ঘোষণা করে কোন সংস্থা?
®__ইউনেস্কো
১৬| হংকং এর আইন পরিষদের নাম কী?
®__LegCo
১৭| ১৪তম G20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®__২৮-২৯জুন ২০১৯ জাপানের ওসাকা
১৮| ৩৪তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®__২০-২৩ জুন ২০১৯,ব্যাংককে
১৯| বর্তমানে দেশে পিটিআই কতটি?
®__৬৮টি(বেসরকারি ১টি,ময়মনসিংহে)
২০| মাধবকুণ্ড ইকোপার্ক কোথায় অবস্থিত?
®__বড়লেখা,মৌলভীবাজারে
২১| দেশে প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়?
®__হাকিমপুর,দিনাজপুরে
২২| ২০১৯ এ ঘোষিত বাজেট দেশের কততম বাজেট?
®__৪৯তম(অন্তর্বতীকালীনসহ)
২৩| ঘোষিত বাজেটের পরিমাণ কত?
®__৫ কোটি ২৩ লক্ষ ১৯০ হাজার কোটি টাকা
®__মাথাপিছু আয় ১৯০৯ মা.ড.
২৪| ধান ও মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ময়মনসিংহ
২৫| গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ঠাকুরগাঁও
২৬| চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__মৌলভীবাজার
২৭| পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ফরিদপুর
২৮| আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__মুন্সিগঞ্জ
২৯| আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__রাজশাহী
৩০| তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ঝিনাইদহ
৩১| দেশবরেণ্য নাট্যকার,অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও ভাষাসৈনিক মমতাজ উদদীন আহমদ কবে মারা যায়?
®___২ জুন ২০১৯
(জন্ম ১৮ জানুয়ারি ১৯৩৫। কী চাহ শঙ্খ চিল ও রাজা অনুস্বারের পালা তাঁর রচিত বিখ্যাত দুটি নাটক।
৩২| বিশ্ব পরিবেশ ও ঐতিহাসিক ছয় দফা দিবস কবে?
®___৫ ও ৭ জুনে।
৩৩| প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রকাশিত গ্রন্থের নাম কী?
®___আমাদের ছোট রাসেল সোনা
৩৪| 0IC'র ১৪তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®___মক্কা,সৌদি আরব(৩১ মে ২০১৯)
৩৫| ১৪তম G20 সম্মেলনের আয়োজন করা হয় কোথায়?
®___জাপানের ওসাকায়(২৮-২৯ জুন) পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ২১-২২ নভেম্বর ২০২০ রিয়াদে।
৩৬| থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
®___৩৪তম(২০-২৩ জুনে)
৩৭| কবে e-passport যুগে প্রবেশ করে বাংলাদেশ?
®___ ১ জুলাই ২০১৯
(বিশ্বের ১১৯তম দেশ হিসেবে)
৩৮| বিশ্বের সর্বোচ্চ সবুজ পোশাক কারখানা রয়েছে কোন দেশে?
®___বাংলাদেশে
৩৯| আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
®___২৩ জুন ১৯৪৯ সালে।
(১ম সভাপতি মাওলানা ভাসানী)
৪০| আওয়ামী মুসলিম লীগ থেকে কবে "মুসলিম"শব্দটি বাদ দেওয়া হয়?
®___১৯৫৫ সালে(২১-২৩ অক্টোবরে)
৪১| দেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
®___১২টি(সর্বশেষ ময়মনসিংহ)
৪২| দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় নির্মিত হচ্ছে?
®___বাগেরহাটের মোংলায়
(দেশে প্রথম সৌরবিদ্যুৎ নরসিংদীতে)
৪৩| বাংলাদেশে প্রাপ্ত প্রথম লোহার খনি কোথায়?
®___দিনাজপুরে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে(উপজেলা থেকে ১১ কি.মি দূরে)
৪৪| বর্তমানে BRRI উদ্ভাবিত মোট ধানের জাত কতটি?
®___৯২টি
৪৫| চীন এক দেশ দুই নীতি মেনে চলে কেন?
®___হংকংয়ের কারণে
®___নোট রমজান
৪৬| কত সালে হংকং ব্রিটেন উপনিবেশ থেকে চীনের অধীনস্থ হয়?
®___১৯৯৭ সালে(মেয়াদ ২০৪৭)
৪৭| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
®___২৮ জুন ১৯১৯ সালে
(জাতিসংঘের সদস্য ১৯৪৬ সালে)
৪৮| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) এর সদরদপ্তর ও বর্তমান সদস্য দেশ কতটি?
®___প্রথম সদরদপ্তর ছিল লন্ডনে। ১৯২০ সালে জেনেভায়।
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ২৯টি বর্তমানে সদস্য ১৮৭টি(সর্বশেষ টোঙ্গা ২০১৬)
৪৯| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
®___১৯৬৯ সালে
৫০| বর্তমানে কত শতাংশ জনগণ বিদ্যুতের আওতায়?
®___৯৩%
৫১| বর্তমানে দেশের চাহিদার কত শতাংশ ঔষুধ দেশেই উৎপাদিত হয়?
®___৯৮%
(টিকা গ্রহণকারী শিশু ৮৫%)
৫২| বাংলাদেশে বর্তমানে কতটি EPZ আছে?
®___৮টি
৫৩| প্রথমবারের মতো কত সালে কমিউনিটি ক্লিনিক সেবা চালু হয়?
®___১৯৯৮ সালে।
৫৪| শেখ হাসিনা নকশি পল্লী কোথায় অবস্থিত?
®___জামালপুরে।
৫৫| কাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
®___সুন্দরবনকে।
(আয়তন ৬০১৭ বর্গকিলোমিটার)

---------------------------------------------------------

01. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি
=> ২১তম
02. বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী
=> ১৪তম
03. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম
=> সৈয়দ মাহমুদ হোসেন, ২২তম
04. বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম
=> কে এম নুরুল হুদা, ১৬তম
05. বাংলাদেশের বর্তমান স্পিকার
=> শিরীন শারমিন চৌধুরী
06. বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম
=> ফজলে কবির , ১১ তম
07. বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান
=> মোশাররফ হোসেন ভূঁইয়া
08. নতুন আইজিপির নাম
=> মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
09. বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব
=> মুসলিম চৌধুরী
10. বর্তমানে ঢাবির উপাচার্য
=> অধ্যাপক মো. আখতারুজ্জামান
-----------------------------------------------------
11. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটারের নাম
=> ‘মিশিগান মাইক্রো মোট’ (আকার মাত্র দশমিক তিন মিলিমিটার)
12. জাতিসংঘ শান্তিরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান
=> ২য় (শীর্ষ- ইথিওপিয়া)
13. দুষিত বায়ুর সূচকে বাংলাদেশের অবস্থান
=> ২য় (শীর্ষ -নেপাল)
14. .প্রবাসী হওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৫ম (শীর্ষ -ভারত)
15. বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৬ষ্ট (শীর্ষ -হন্ডুরাস)
16. জনসংখ্যার ঘনত্ব সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৭ম
17. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান
=> ৮ম
18. বিশ্ব অর্থনীতির বাংলাদেশের অবস্থান
=> ৪১তম
19. সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৫৭ তম (শীর্ষ-যুক্তরাষ্ট্র)
20. শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৮৪ তম (শীর্ষ - আইসল্যান্ড)
--------------------------------------------------------
21. গনতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৮৮ তম( শীর্ষ -নরওয়ে)
22.পাসপোর্ট মূল্যয়ন সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৯৭ তম (শীর্ষ -জাপান)
23. বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১০৩তম
24. সুখী দেশের সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১২৫ তম (শীর্ষ -ফিনল্যান্ড)
25. মোবাইলের ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান
=> ১২০ তম
26. বাণিজ্য সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১২৩ তম
27. ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১৭৬ তম (শীর্ষ -নিউজিল্যান্ড)
28. ফিফা র্যাংকিং সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১৯৪ তম।
29. দেশের প্রথম তরল পেট্রোলিয়াম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে
=> কুয়াকাটা, পটুয়াখালি
30. “বাংলাদেশ ভবন“ উদ্বোধন করা হয়
=> ২৫ মে, ২০১৮
fb/BDCareerGuide
------------------------------------------------------
31. দেশের প্রথম LNG টার্মিনাল তৈরি হয়েছে
=> মহেশখালী, কক্সবাজারে
32. দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপন করা হয় বাংলাদেশ সময়
=> ১১ মে, ২০১৮ সালে
33. এটি নির্মান করে ফ্রান্সের
=> থেলেস অ্যালেনিয়া স্পেস
34. স্যাটেলাইট পরিচালনা করবে
=> BCSCL
35. এই স্যাটেলাইট মহাকাশে বহনকারী রকেটের নাম
=> ফ্যালকন ৯
36. এটি মহাকাশে অবস্থান করবে
=> ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়
37. এটির মেয়াদ
=> ১৫ বছর
38. এটির মোট ব্যয়
=> ২,৭৬৫ কোটি টাকা
39. “ভাওয়াইয়ার রাজপুত্র“ উপাধি দেয়া দেয়
=> মুস্তফা জামান আব্বাসীকে
40. এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের অবস্থান
=> ১৮ তম
-------------------------------------------------------
41. প্রাণিজগতে নতুন ২ টি অমেরুদন্ডী প্রাণীর সন্ধান দেন নোবিপ্রবি এর মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক
=> ড. মো.বেলাল হোসেন
42. নতুন উদ্ভাবিত "গৌড়মতি" কিসের নাম
=> আম
43. ইন্টারনেট সার্চ ইঞ্জিন "ইয়াহুর" বর্তমান নাম
=> আলতাব
44. ১৫ আগস্ট ১৯৭৫ কি বার ছিল
=> শুক্রবার
45. বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক হলো
=> বিমানবন্দর থেকে কাকলি
46. বাংলাদেশের কোন স্থল বন্দরটিকে
"পোর্ট অব কল" বলা হয়
=> আশুগঞ্জ।
47. দেশের প্রথম "অপেরা হাউজ" গড়ে তোলা হচ্ছে
=> হাতিরঝিল
48. "দি টাইগার অব বাইসাইকেল" নামে পরিচিত দেশ
=> ভিয়েতনাম
49. অলিম্পিক যাদুঘর
=> সুইজারল্যান্ড

Recent General Knowledge for job exam

Recent General Knowledge for job exam

1. বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে ---সৌদি আরব (২য় মালয়েশিয়া)
2. বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী রেমিটেন্স আসে --সৌদি আরব থেকে (২য় সংযুক্ত আরব আমিরাত)
3. রেমিটেন্স অর্জনে বাংলাদেশ---৯ম (১ম ভারত)
4. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে --যুক্তরাষ্ট্র থেকে 
5. বর্তমানে বাংলাদেশে স্থলবন্দর রয়েছে-- ২৪টি
(২৪ তমটি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ )
6. বর্তমানে বাংলাদেশে নদীবন্দর রয়েছে-- 33 টি
(33 তমটি কাজিপুর সিরাজগঞ্জ)
7. বর্তমানে বাংলাদেশে সমুদ্রবন্দর রয়েছে--৩টি।
(চট্টগ্রাম, মংলা, পায়রা)
8. বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে--৩টি(ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
9. দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হবে--সৈয়দপুর
10. বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি হবে--২০২১সালে।

Important Abbreviation for BCS job exam

Important Abbreviation for BCS job exam

১ । Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol
Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under
Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Doc**ent Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application
File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet
Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM
[Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project
Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.

যেকোনো পরীক্ষার কমন উপযোগী ৩১৪টি গুরুত্বপূর্ণ Important MCQ for any job preparation

যেকোনো পরীক্ষার কমন উপযোগী ৩১৪টি গুরুত্বপূর্ণ Important MCQ for any job preparation

০১. বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে – ২০২১ সালে
০২. বর্তমান বিশ্বের সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু আওয়ার জব ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩৩ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব - কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।
৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস পার্টির)।
৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- আকাশবীণা।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।
৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।
৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।
১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।
সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক
গোয়েন্দা সংস্থা :
১০১। ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র
১০২। স্কটল্যান্ড ইয়ার্ড- যুক্তরাজ্য
১০৩। মুখবরাত- মিশর
১০৪। মোসাদ- ইসরায়েল
১০৫। আমান- ইসরায়েল
১০৬। সাভাক- ইসরায়েল
১০৭। র ( RAW) – ভারত
১০৮। আইএসআই- পাকিস্তান
বিমানসংস্থার নাম:
১০৯। ইন্দোনেশিয়া – গারুদা
১১০। জার্মানি – লুফথানসা
১১১। রাশিয়া – এরোফ্লট
১১২। ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস- যুক্তরাষ্ট্র
বিমানবন্দর :
১১৩। হিথ্রো বিমানবন্দর – লন্ডন
১১৪। সুবর্ণভূমি বিমানবন্দর – নেপাল
দিবস:
১১৫। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
১১৬। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
১১৭। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস- ২৯ মে
১১৮। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১মে
১১৯। বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
১২০। বিশ্ব আদিবাসী দিবস – ৯ আগস্ট
১২১। বিশ্ব সাক্ষরতা দিবস – ৮ সেপ্টেম্বর
১২২। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস – ১৫ সেপ্টেম্বর
১২৩। বিশ্ব অহিংস দিবস – ২ অক্টোবর
১২৪৷ বিশ্ব খাদ্য দিবস – ১৬ অক্টোবর
১২৫। বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর
১২৬। বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস – ৯ ডিসেম্বর
১২৭। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
১২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি
১২৯) Executive – এর পরিভাষা – নির্বাহী
১৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ – পরি+আলোচনা
১৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা+বিণ
১৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
১৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে ৭মী
১৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় – বারি
১৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড় বান্দা
১৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
১৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
১৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা
১৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র
১৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত
নদী
১৪১। পৃথিবীর বৃহত্তম নদী- আমাজন
১৪২। এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং
১৪৩। হোয়াংহো নদীর স্থপত্তিস্থল – কুনলুন পর্বত
১৪৪। চীনের দুঃখ বলে পরিচিত- কুনলুন পর্বত
১৪৫। ইউরোপের সবচেয়ে বড় নদী- ভলগা
১৪৬। ব্ল্যাকফরেস্ট অবস্থিত – জার্মানি
১৪৭। শাত-ইল-আরব হলো- ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস বদরী মিলিত প্রবাহ
১৪৮। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?- জর্ডান
১৪৯। পশ্চিম তীর অবস্থিত – জর্ডান
জলপ্রপাত :
১৫০। বিশ্বের উচ্চতম জলপ্রপাত – অ্যাঞ্জেলস
১৫১। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – আমেরিকা-কানাডা
১৫২। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত – ভিক্টোরিয়া
ভৌগলিক উপনাম:
১৫৩। বিশ্বের রাজধানী – নিউইয়র্ক
১৫৪। পৃথিবীর কসাইখানা – শিকাগো
১৫৫। ভূ-স্বর্গ– কাশ্মীর
১৫৬। শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড
১৫৭। হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড
১৫৮। হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া
১৫৯। ম্যাপল পাতার দেশ – কানাডা
১৬০। নীরব খনির দেশ – বাংলাদেশ
১৬১। সমুদ্রের বধূ- ব্রিটেন
১৬২। সাত পাহাড়ের শহর– রোম
১৬৩। সোনালী তোরণের শহর– সানফ্রান্সিসকো
১৬৪। সংস্কৃতির শহর- প্যারিস
১৬৫। বিগ আপেল – নিউইয়র্ক
১৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম
১৬৭। প্রাচ্যের ভেনিস- ব্যাংকক
১৬৮। ইউরোপের রণক্ষেত্র— বেলজিয়াম
১৬৯। পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর– হারারে
১৭০। সাত পাহাড়ের দেশ – রোম
ভাষা:
১৭১। চীন- মান্দারিন (সবচেয়ে বেশি লোক এ ভাষায় কথা বলে)
১৭২। আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, স্পেন- স্পেনিশ
১৭৩। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ঘানা, জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া- ইংরেজি
১৭৪। ব্রাজিল, পর্তুগাল – পর্তুগিজ
১৭৫। জার্মানি, অস্ট্রিয়া– জার্মান
১৭৬। ফ্রান্স, সেনেগাল, বেলজিয়াম, কঙ্গো, মাদাগাস্কার – ফ্রেঞ্চ
১৭৭। অ্যান্ডোরা, স্পেন – ক্যাটালান
১৭৮। আফগানিস্তান- পশতু
১৭৯। ভুটান- দোজাংখা
১৮০। কেনিয়া, তানজানিয়া- সোয়াহিলি
১৮১। মালদ্বীপ – দিভেহী
১৮২। শ্রীলঙ্কা – সিংহলি
১৮৩। ইসরায়েল – হিব্রু
১৮৪। মালয়েশিয়া – মালয়
১৮৫। কম্বোডিয়া – খেমার
১৮৬। ঘানা- আকান
সমুদ্রবন্দরঃ
১৮৭। আকাবা- জর্ডান
১৮৮। বন্দর আব্বাস – ইরান
১৮৯। এডেন– ইয়েমেন
১৯০। হাইফা- ইসরায়েল
১৯১। ডানজিগ– পোল্যান্ড
১৯২। আন্টওয়ার্প- বেলজিয়াম
১৯৩। পোর্ট সৈয়দ – মিশর
১৯৪। ক্যাসাব্লান্কা- মরক্কো
১৯৫। বেনগাজী- লিবিয়া
১৯৬। উমকাসর- ইরাক
১৯৭। ইসকানদারুন- তুরস্ক
মুদ্রা :
১৯৮। গুলট্রাম- ভুটান
১৯৯। কিয়াট- মায়ানমার
২০০। রিংগিত- মালয়েশিয়া
২০১। ইসরায়েল – শেকেল
২০২। জলোটি- পোল্যান্ড
২০৩। সেডি- ঘানা
২০৪। ডং- ভিয়েতনাম
আইনসভা :
২০৫। ইসরায়েল – নেসেট
২০৬। জাপান – ডায়েট
২০৭। আফগানিস্তান – লয়া জিরগা
২০৮। যুক্তরাষ্ট্র – কংগ্রেস
২০৯। রাশিয়া – স্টেট ডুমা
২১০। পাকিস্তান – মজলিশ
২১১। নরওয়ে – স্টরটিং
২১২। ডেনমার্ক – ফোকেটিং
২১৩। জার্মানি – বুন্টেসট্যাগ
হ্রদ :
২১৫। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর
২১৬। বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ- সুপিরিয়র হ্রদ
২১৭। গ্রেট লেকস কয়টি?- ৫ টি
২১৮। তাঞ্জানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে পরিচিত – ভিক্টোরিয়া হ্রদ
২১৯। বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল
২২০। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ- আসাল হ্রদ
২২১। লবণ সাগরের আসল নাম- মৃত সাগর
২২২। পৃথিবীর যে সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে- মৃতসাগর/ লবণ সাগর
প্রণালি :
২২৩। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে- বেরিং প্রণালী
২২৪। ভারত হতে শ্রীলঙ্কাকে পৃথক করেছে- পক প্রণালি
২২৫। পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত করেছে- হরমুজ প্রণালি
২২৬। এডেন সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে- বাব-এল-মান্দেব
২২৭। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে- বসফরাস প্রণালি / দার্দানেলিস প্রণালি
২২৮। ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালি
২২৯। ফ্রান্স ও ব্রিটেন পৃথক করেছে- ইংলিশ চ্যানেল
২৩০। ব্রজেন দাস- একজন বাঙ্গালি সাঁতারু
২৩১। পৃথিবীর বৃহত্তম খাল- সুয়েজ খাল
২৩২। সুয়েজ খাল অবস্থিত – মিশর
২৩৩। সুয়েজ খাল চালু হয়- ১৮৬৯ সালে
২৩৪। সুয়েজ খাল সংযুক্ত করেছে- ভূমধ্যসাগর ও লোহিত সাগর
২৩৫। পানামা খাল সংযুক্ত করেছে- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
নদী:
২৩৬। পৃথিবীর দীর্ঘতম নদী- নীল নদ
২৩৭। নীলনদ প্রবাহিত হয়েছে- ১১ টি
২৩৮। কায়রো কোন নদীর তীরে অবস্থিত? – নীল
২৩৯। পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন
২৪০। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়- আমাজন
২৪১। মাতৃতান্ত্রিক উপজাতি – খাসিয়া
২৪২। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্ষবরণ উৎসবের নাম – বৈসাবি
২৪৩। “ কালার রেভল্যুশন “ যে দেশে উসকে দিয়েছিল – রাশিয়ায়
২৪৪। স্নায়ুযুদ্ধ হয়েছিল – পঞ্চাশের দশকে
২৪৫ স্নায়ুযুদ্ধ হয়েছিল – সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে
২৪৬। স্নায়ুযুদ্ধের ফলে যে ২ টি জোট গঠিত হয়েছিল – ন্যাটো ও ওয়ারশ জোট
২৪৭। আরব বসন্ত – ২০১০-১১ সালে
২৪৮। ইরাক ছাড়া আর যে দেশে নো ফ্লাই জোন আছে – লিবিয়ায়
২৪৯। রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় – ২০১৪ সালে, ইউক্রেনের কাছ থেকে
২৫০। রাশিয়ার মোট দেশজ উৎপাদন – ১৫ হাজার ৭০০ কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের মাত্র ৮% এর সমান
২৫১ 🌍Acting = কার্যকরী, ভারপ্রাপ্ত
২৫২ 🌍Allotment = বরাদ্দ
253 🌍Agenda = অালোচ্যসূচি
254 🌍Advice = উপদেষ্টা
255 🌍Admission = ভর্তি
256 🌍 Ad- hoc= তদর্থক, অনানুষ্ঠানিক
257 🌍Affidavit = শপথপত্র, হলফনামা
258 🌍Admit-card= প্রবেশপথ
259 🌍Architecture = স্থাপত্য
260 🌍Auditor = নিরীক্ষক
261 🌍Audio= শ্রুতি
🌍Act= আইন
🌍Audit= নিরীক্ষা
🌍Abolition = বিলোপ
🌍Auction = নিলাম
🌍Author = লেখক,গ্রন্থকার
🌍Autograph – স্বাক্ষর
🌍Assembly = পরিষদ
🌍Aid=সাহায্য
🌍Ailen=বিদেশি
🌍Allegation =অভিযোগ
🌍Agent = প্রতিনিধি
🌍Adaptation = উপযোগীকরণ
🌍 Agent = প্রতিনিধি
🌍 Broker = দালাল
🌍 Bacteria = জীবাণু
🌍Blue - Print = নীলনকশা
🌍 Basin = অববাহিকা
🌍 Barrack = সেনানিবাস
280 🌍 Book -post = খোলা ডাক
🌍 Book - keeping = হিসাবরক্ষণ
🌍 Birth - Control = জন্মনিয়ন্ত্রণ
🌍 Bail = জামিন
🌍 Break of study = অধ্যায়ন বিরতি
🌍 Bio - data = জীবনবৃত্তান্ত
🌍 By -election = উপনির্বাচন
🌍 Brand = প্রতীক / মার্কা
🌍 Biography = জীবনচরিত
🌍 Bond = প্রতিজ্ঞাপত্র
290🌍 Bibliography = গ্রন্থ বিবরণী
🌍 Booklet = পুস্তিকা
🌍 Cabinet = মন্রীপরিষদ
🌍 Cartoon = ব্যঙ্গচিত্র
🌍 Campus = শিক্ষাঙ্গন
🌍 Code = সংকেত
🌍 Copy = প্রতিলিপি, অনুলিপি
🌍 Census = আদমশুমারি
🌍 Civil War = গৃহযুদ্ধ
🌍 Co -ordinator = সমন্বয়কারী
300 🌍 Constitution = সংবিধান
🌍 Chancellor = আচার্য
🌍 Chief whip = মূখ্য সচেতক
🌍 Casual = নৈমিত্তিক
🌍 Calligraphy = হস্তলিপিবিদ্যা
🌍 Capital = মূলধন, রাজধানী
🌍 Copyright = স্বত্ব/মেধাস্বত্ব
🌍 Conduct = আচরণ
🌍 Cold Storage =হিমাগার
🌍 Corbondi - oxide =অঙ্গারাম্লাজান
🌍 Care -taker = তত্ত্বাবধারক
🌍 Crown = মুকুট
🌍 Dialect = উপভাষা
🌍 Donation = দান
🌍 Deed = দলিল