World Health Organisation Corona Vaccin - এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত করোনা ভ্যাকসিনঃ

 এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত করোনা ভ্যাকসিনঃ 


√ স্পুটনিক- ভি ( রাশিয়া) 


√ বায়োএনটেক - ফাইজার ( জার্মানি)  


√  মর্ডানা ( যুক্তরাষ্ট্র) 


√ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ( অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ-ব্রিটিশ কোম্পানি) 


√ সিনোফার্ম ( চীন)


√ সিনোভেক ( চীন) 


√ কোভ্যাকসিন ( DW) ( ভারত)

21st International Mother Language Days Info - ২১ শে ফেব্রুয়ারির ২১টি গুরুত্বপূর্ণ তথ্য

 বিসিএস প্রিলি + লিখিত + ভাইভা 

২১ শে ফেব্রুয়ারির ২১টি গুরুত্বপূর্ণ তথ্য 

***ভাষা আন্দোলন ***

১.তমুদ্দিন মজলিশ -১ সেপ্টেম্বর , ১৯৪৭।

২.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ-১ অক্টোবর , ১৯৪৭।

৩.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ- ২ মার্চ, ১৯৪৮।

৪.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ- ৩০ জানুয়ারি, ১৯৫২।

৫.পাকিস্তানের Constituent Assembly এর ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম করেন- ধীরেন্দ্রনাথ দত্ত(১৯৪৮)।

৬."আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি " গানের রচয়িতা- আব্দুল গাফ্ফার চৌধুরী।

৭."আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি " গানের সুরকার- আলতাফ মাহমুদ পরে-আব্দুল লতিফ।

৮.পাকিস্তানের ২য় রাষ্ট্রভাষা হিসেবে "বাংলা "সাংবিধানিক স্বীকৃতি পায়- ২৯ ফেব্রুয়ারি, ১৯৫৬।

৯.বাংলা ২য় রাষ্ট্রভাষা- সিয়েরা লিওনে।

১০."কুমড়ো ফুলে ফুলে নুয়ে পরেছে লতাটা খোকা তুই কবে আসবি" -আবু জাফর ওবায়দুল্লাহ।

১১.প্রথম ভাষা শহীদ - রফিক 

১২.ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা ।

১৩.সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে ১৫ নম্বরে -ভাষা আন্দোলনের শহীদ।

১৪.'একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক -হাসান হাফিজুর রহমান।

১৫.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি -

হামিদুর রহমান।

১৬.একুশের প্রথম উপন্যাস -আরেক ফাল্গুন 

(জহির রায়হান)

১৭.একুশের প্রথম নাটক=কবর।

১৮.কবর নাটকটি মুনীর চৌধুরী রচনা করেন-১৭ জানুয়ারি, ১৯৫৩ সালে কেন্দ্রীয় কারাগারে।

১৯.আন্তর্জাতিক পর্যায়ে একুশের স্বীকৃতিঃ

জাতিসংঘ -২০০৮ 

২০.ইউনেস্কো  -১৯৯৯(১৭ নভেম্বর)(৩১ তম সম্মেলনে;মোট দেশ -১৮৮টি দেশ পালন করে।)

২১.১৯৫২ সালের আগে ভাষা দিবস পালিত হত-১১ মার্চ।

BCS General knowledge 2021 - সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান)

 চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশ্ন

সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান) ওপর এই নমুনা প্রশ্নপত্রটি (এমসিকিউ) প্রস্তুত করেছেন মহাদেব কর্মকার

১। দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় কত তারিখে?


    ক) ২৬ জানুয়ারি ২০২১


    খ) ২৭ জানুয়ারি ২০২১


    গ) ২৮ জানুয়ারি ২০২১


    ঘ) ২৯ জানুয়ারি ২০২১

উত্তর: খ

২। দেশে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন কে?


    ক) রুনু ভেরোনিকা কস্তা


    খ) ডা. আহমেদ লুৎফুল মোবেন


    গ) অধ্যাপক ডা. নাসিমা সুলতান


    ঘ) এম ইমরান হামিদ

উত্তর : ক

৩। Transparency International 2020-এর প্রতিবেদন অনুযায়ী ‘সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—


    ক) ১০ম খ) ১২তম গ) ১৫তম ঘ) ১৮তম

উত্তর : খ

৪। সম্প্রতি তৃতীয় দেশ হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেছে কোন দেশ?


    ক) বাংলাদেশ   খ) শ্রীলঙ্কা


    গ) নেপাল     ঘ) ভুটান

উত্তর: ক

৫। মার্কিন ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?


    ক) এড্রিল হাইনেস খ) লিন্ডা থমাস গ্রিনফিল্ড গ) আলহান্দ্রো মায়োরকেস


    ঘ) জানেট ইয়েলেন

উত্তর ঘ

৬। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?


    ক) লয়েড অস্ট্রিন খ) কলিন পাওয়েল 


    গ) অ্যান্টনি ব্লেংকেন ঘ) জ্যাক সুলিভান

উত্তর; ক

৭। মার্কিন ইতিহাসে প্রথম কোন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন?


    ক) ডোনাল্ড ট্রাম্প খ) বিল ক্লিনটন


    গ) অ্যান্ড্রু জনসন ঘ) রিচার্ড নিক্সন

উত্তর ক

৮। দেশে করোনা টিকা নিতে কোন ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে?


    ক) বাংলাদেশ পোর্টাল খ) নিরাপদ


    গ) সুরক্ষা ঘ) করোনা

উত্তর : গ

৯। ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০’ পেয়েছেন কতজন?


    ক) ৮ জন     খ) ১০ জন


    গ) ১২ জন    ঘ) ১৫ জন

উত্তর : খ

১০। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে (২০২০) কবিতায় পুরস্কার পেয়েছেন—


    ক) ইমতিয়ার শামীম খ) মুহাম্মদ সামাদ 


    গ) রবিউল আলম ঘ) আনজীর লিটন

উত্তর : খ

১১। সম্প্রতি ভারতের পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন বাংলাদেশের—


    ক) সন্জীদা খাতুন খ) কাজী সাজ্জাদ আলী জহির গ) অধ্যাপক আনিসুজ্জামান


    ঘ) ‘ক ও খ’ উভয়ই

উত্তর ঘ

১২। WHO-এর মতে, বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী কোনটি?


    ক) মক্কা   খ) মদিনা


    গ) জেরুজালেম  ঘ) কোনোটিই নয়

উত্তর খ 

১৩। চা বোর্ডের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?


    ক) ১৬৪টি খ) ১৬৫টি গ) ১৬৬টি ঘ) ১৬৭টি

উত্তর : ঘ

১৪। সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি?


    ক) ৬৫১টি     খ) ৬৫২টি


    গ) ৬৫৩টি     ঘ) ৬৫৪টি

উত্তর খ

১৫। দেশের সর্বশেষ থানা দুটির নাম কী?


    ক) শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), হাতিরঝিল (ঢাকা) খ) ওসমানীনগর (সিলেট), মতিহার (রাজশাহী)


    গ) দৌলতপুর (খুলনা), কাউখালী (পিরোজপুর) ঘ) ভাসানচর (নোয়াখালী), ঈদগাঁও (কক্সবাজার)

উত্তর: ঘ

১৬। করোনার ভ্যাকসিন দিতে সারা দেশে কতটি টিম গঠন করা হয়েছে?


    ক) ৭২৫২টি    খ) ৭২৭৯টি


গ) ৭৩০১টি    ঘ) ৭৩৪৪টি

উত্তর: ঘ

১৭। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র ‘Bangabandhu Sheikh Mujibur Rahman Space Observatory Centre’ কোথায় নির্মিত হবে?


    ক) ফরিদপুর    খ) পটুয়াখালী


    গ) পঞ্চগড়     ঘ) কক্সবাজার

উত্তর: ক

১৮। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?


    ক) ৩৮টি খ) ৪০টি গ) ৪২টি ঘ) ৪৫টি

উত্তর: খ

১৯। সাকরাইন উৎসবের সঙ্গে বাংলা কোন মাসের শেষ দিন সম্পর্কিত?


    ক) কার্তিক খ) অগ্রহায়ণ গ) পৌষ ঘ) মাঘ

উত্তর গ

২০। কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে?


    ক) ২০২৪ সালে খ) ২০২৬ সালে


    গ) ২০২৮ সালে ঘ) ২০৩০ সালে

উত্তর খ

২১। অটেক্সার পরিসংখ্যান ২০২০ অনুযায়ী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?


    ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ

উত্তর; গ

২২। ‘নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না’—এই মর্মে হাইকোর্টের রায় কবে দেওয়া হয়?


    ক) ১০ জানুয়ারি ২০২১ 


    খ) ১২ জানুয়ারি ২০২১ 


    গ) ১৪ জানুয়ারি ২০২১


    ঘ) ১৭ জানুয়ারি ২০২১

উত্তর; ক

২৩। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোন সোশ্যাল মিডিয়া স্থায়ীভাবে নিষিদ্ধ করে?


    ক) ফেসবুক        খ) ইনস্টাগ্রাম


    গ) হোয়াটসঅ্যাপ     ঘ) টুইটার

উত্তর ঘ

২৪। সম্প্রতি জি-৭-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?


    ক) অ্যাঙ্গেলা মার্কেল খ) জাস্ট্রিন ট্রুডো


    গ) বরিস জনসন ঘ) জো বাইডেন

উত্তর গ

২৫। ঢাকার বিশদ পরিকল্পনার (ড্যাপ) প্রণেতা কে?


    ক) রাজউক খ) ঢাকা সিটি করপোরেশন


    গ) ডিআইটি    ঘ) এলজিআরডি


 উত্তর ক 


উত্তর মিলিয়ে নিন


১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. ক।

BCS job war 2021 - বিসিএস এক যাতনার নাম

বিসিএস এক যাতনার নাম


বিসিএস নামক কুরুক্ষেত্র যুদ্ধে যারা অবতীর্ণ হতে চান তারা কতগুলো বিষয় মাথায় রেখে যাত্রা শুরু করতে পারেন।


(১) দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার-- 


বিসিএস নামক সোনার হরিণ পাওয়ার পথটা কুসুমাস্তীর্ণ নয় বরং অনেক বেশি কণ্টকাকীর্ণ ও পিচ্ছিল। দুর্গম এই দীর্ঘ পথ পারি দেওয়ার জন্য আপনার ধৈর্য শক্তি থাকতে হবে।


(২) চেষ্টায় পুরস্কার--


বিসিএস সফলতা নিরন্তর চেষ্টার ফসল। আমি ২০১২ সাল থেকে চেষ্টা শুরু করেছিলাম আর ২০১৭ এসে সফল হয়। আমি ছোট-খাট চাকরি করেও আমার লক্ষ্যে অটুট ছিলাম। মধ্য যুগের লায়লী-মজনু কাব্যের কবি দৌলত উজির বাহরাম খান বলেছেন-


           ফুল বিনা বৃক্ষে যেন ফল না ধরে।

            কর্ম বিনা চেষ্টায় মানস না পুরে।।


(৩) কপালের লিখন না যায় খণ্ডন--


অনেকে দেখা যায় প্রথম বারেই বিসিএস হয়ে যায়। আবার অনেকে ৫-৬ বার দিয়েও হয় না। আমি ৩৩ ও ৩৪ এ প্রিলিতেও টিকি নাই। ৩৫ এ রিটেন ফেল। যদি আপনার কপালে বিসিএস থাকে সেটা আপনি পাবেনই।


(৪) আমার যত নালিশ বুঝে আমার বালিশ-


যখন আপনি ব্যর্থ হতে থাকবেন আপনাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। সবাই কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। আপনার বুকের মধ্যে শূন্যতার হাহাকার বন্দী পাখির মত পাখা ঝাপটাবে। যখন রাত গভীর হবে তখন অন্ধকার ঘরে নিজের বুক ভরা কষ্ট  অশ্রুর মাধ্যমে বিসর্জন দিবেন। আবার ভোরের আলোর মত নিজেকে চাঙ্গা করে নিবেন। হতাশা আসবে কিন্তু সেটাকে স্থায়ী হতে দিবেন না। অদম্য মানসিক শক্তি আপনাকে টিকিয়ে রাখবে। সময়ের সাথে সাথে সেটা অর্জন করার চেষ্টা করবেন।


বিশেষ দ্রষ্টব্যঃ- আমি ব্যর্থ হতে হতে সফল হওয়া একজন মানুষ। তাই যারা অতিরিক্ত মেধাবী তারা আমার কথাগুলো ধর্তব্যের মধ্যে আনবেন না।


আবদুল-আল-মামুন

৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা)

প্রভাষক, বাংলা,

সাতকানিয়া সরকারি কলেজ।

Important Questions and Answers on International Affairs - Part 1 - আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - পার্ট ১

 আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - পার্ট ১

=================================================

১. বিশ্ব জলবায়ু সূচক ২০১৯ অনুযায়ী সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ কোনটি?

ক)মালদ্বীপ

খ)বাংলাদেশ

গ)হন্ডুরাস

√ঘ)পুয়ের্তোরিকো

২. মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয় কবে

ক)৮ মে, ২০১৮

খ)৮ জুন, ২০১৮

√গ)১৪ মে, ২০১৮

ঘ)২৭ ফেব্রুয়ারি, ২০১৯

৩. দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ লাইন দেয় কবে?

√ক)১৯৪৭ সালে

খ)১৯৯৯ সালে

গ)২০১৮ সালে

ঘ)২০১৯ সালে

৪. বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ রয়েছে কোন দেশের

ক)দক্ষিণ কোরিয়া

খ)যুক্তরাজ্য

√গ)যুক্তরাষ্ট্র

ঘ)সিংগাপুর

৫. What was the first point of 14-Points?

ক)Disarmament

খ)Protectionism

গ)Dollar Diplomacy

√ঘ)Open Diplomacy

৬. ট্রুম্যান নীতিতে কোন দুটি দেশ মার্কিন আর্থিক সাহায্য লাভ করে?

ক)বেলজিয়াম ও ইতালি

√খ)তুরস্ক ও গ্রীস

গ)ইতালি ও ফ্রান্স

ঘ)তুরস্ক ও জার্মানি

৭. বর্তমান বিশ্বে রেমিট্যান্স আয়ে শীর্ষ দেশ কোনটি?

ক)চীন

খ)বাংলাদেশ

√গ)ভারত

ঘ)মার্কিন যুক্তরাষ্ট্র

৮. UNESCO এর বর্তমান সদস্য কত?

ক)১৯৫

খ)১৯২

গ)১৯৪

√ঘ)১৯৩

৯. পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?

ক)১৯৯৭

√খ)১৯৯৮

গ)১৯৯৯

ঘ)২০০০

১০. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?

ক)ইন্দোনেশিয়া

√খ)মালয়েশিয়া

গ)তাইওয়ান

ঘ)ফিলিপাইন

১১. বর্তমান বিশ্বে রেমিট্যান্স আয়ে বাংলাদেশ কততম?

ক)১ম

খ)৫ম

√গ)৯ম

ঘ)১০ম

১২. ২০১৮ সালে নিম্নের কোন সংস্থার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ৩ দফা প্রদান করে?

ক)UNSC

খ)UNGA

গ)UNHRC

√ঘ)UNHCR

১৩. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?

ক)Global War

খ)First World War

√গ)Great War

ঘ)European War

১৪. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?

√ক)বাস্তুচ্যুত জনগোষ্ঠী

খ)রোসাং

গ)রোহাং

১৫. ফ্যাসিবাদের অগ্রদূত কে?

ক)মুসোলিনী

খ)হিটলার

√গ)নিতসে

ঘ)বিসমার্ক

১৬. ঘ)রাখাইনের ছিন্নমূল জনগোষ্ঠী

একেপি নেতা-

ক)মোহাম্মদ বিন সালমান

খ)জামাল খাসোগি

√গ)এরদোয়ান

ঘ)এদুয়ার্দো

১৭. ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?

ক)১২৮ টি দেশ

√খ)০৯ টি দেশ

গ)০৩ টি দেশ

ঘ)১৭ টি দেশ

১৮. OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয়?

ক)নাইজেরিয়া

খ)লিবিয়া

গ)ভেনিজুয়েলা

√ঘ)কাতার

১৯. স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে কবে গণভোট অনুষ্ঠিত হয়?

ক)১ সেপ্টেম্বর, ২০১৭

√খ)১ অক্টোবর, ২০১৭

গ)১ নভেম্বর, ২০১৭

ঘ)১ ডিসেম্বর, ২০১৭

 ২০. পারপল লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা?

√ক)ইসরাইল-সিরিয়া

খ)তুরস্ক-সিরিয়া

গ)ইসরািল-লেবানন

ঘ)মিসর-ইসরাইল

English Literature 41st BCS -2021

 41st BCS -2021

Sub: English Literature 

#Quotations:

Memory check :(11)

৪১ তম এবং ৪৩ তম বিসিএস এ মিনিমাম ১/২ টা কমন পাবে,, ইন্শা অাল্লাহ

..................................................................................

1.Who says"Man Proposes, but God disposes"?

a)Thomas Gray, b)Thomas Kempis ★,

c)William Blake,  d)William J.Long.

2."The road of excess leads to the palace of wisdom " quotes of...........

a)William Black★, b)Chamfort,

c)Albert Einstein,  d)Samuel Johnson. 


3."Sweet Helen " make me immoral with a kiss"

this line taken from the play.................

a)Romeo & Juliet,   b)Ceasar & Cleopatra, 

c)Doctor Faustus★, d)Antony & Cleopatra. 


4."What's in a name?That which We call a rose,

By any other name would smell as sweet "...

Who said this?

a)Juliet ★,   b)Romeo, 

c)Portia,      d)Rosalind.


5.Man's love is of man's life a thing apart," Tis women's whole existence "This is taken from the poem of........

a)P.B.Shelley,  b)Lord Byron★,

c)John Keats,  d)Edmund Spender, 


6.All the Perfumes of Arabia will not sweeten this little hand"..... Who said this?

a)Macbeth,  b)Lady Macbeth ★,

c)Macduff ,  d)Lady Macduff.


7." Where are the songs of spring? 

Aye, where are they? Think not of them, thou hast thy music too."...Who wrote this?

a)William Wordsworth,  b)Robert Browning, 

c)John Keats★,  d) S.T.Coleridge. 


8."The Old order Changeth,  yielding place to new"......This line is extracted from Tennyson's poem---

a)The Lotos -Eaters,  b)Tithonus,

c)Lockley Hall,   d)Morte D' Arthur★,


9."To be, or not to be,that is the question, "

----is a famous soliloquy from........

a)Macbeth,   b)King Lear, 

c)Othello,  d)Hamlet ★,


10."Alone, alone, all, all alone,

Alone on a wide, wide sea."

These lines occur in.....................

a)The Rime of the Ancient Mariner★,

b)Kubla Khan,

c)The Nightingale,  d)The Dungeon. 


11."For God's sake hold your tongue, and let me love" this line is written by.......

a)Emily Dickinson,  b)T.S.Eliot, 

c)Matthew Arnold, d)John Donne★,


12."Frailty !  thy name is woman"--is a famous dialogue from............ 

a)Christopher Marlowe,  b)John Webster, 

c)William Shakespeare★,  d)T.S.Eliot. 


13."Child is the father of Man'' is taken from the poem of......

a)W.Wordsworth ★, b)S.T.Coleridge, 

c)P.b.Shelley,             d)A.C.Swinburne. 


14."Man is a political animal "--who said this?

a)Dante,  b)Plato,

c)Aristotle ★,  d) Socrates. 


15.Who wrote the following lines:" All at once I saw /a crowd, a host of golden daffodils "?

a)Wordsworth ★, b)R.Herrick,

c)P.B.Shelley,          d)John Keats.


16." If winter comes, can spring be far behind "?

These lines were written by........

a)John Keats,    b)Robert Frost,

c)T.S. Eliot,       d)P.B.Shelley ★,


17." Justice delayed is Justice denied " was stated by---

a)Disraeli,   b)Emerson, 

c)Glastone★,  d)Shakespeare. 


18."Good face is the best letter of recommendations " was stated by:---

a)Queen Elizabeth★,  b)Indira Gandi,

c)Mother Teresa,          d)Robert Browning. 


19."A thing of beauty is a joy for ever" was stated by:---

a)John Keats★,  b)Robert Herrick,

c)Francis Becon,  d)Shelley. 


20."No man is above the law and no man is below it."   Who is the speaker this quote?

a)Franklin,   b)Dickens,

c)Douglas,    d)Roosevelt ★,


21.Who Quoted "Justice is truth in action"

a)William Penn,   b)Benjamin Disraeli ★,

c)Confucius,       d)William Burke.


22."Judges like Caesar's wife should be above suspicion "Who said?

a)Bowen LJ★,  b)Sir William Blackstone, 

c)Francis Bacon,  d)Lord Denning.


23.Who wrote the famous line " Our Sweetest songs are those that tell of saddest thought "?

a)P.B.Shelley ★,   b)Shakespeare, 

c)John Keats,  d)Robert Frost.


24." Heard melodies are sweet but those unheard are sweeter" is taken from......

a)Robert Frost,  b)William Wordsworth,

c)John Keats★,  d)P.B. Shelley. 


25."Patience is bitter  but its fruits is sweet" told by----

a)John Dryden ,   b)Rousseau★,

c)John Locke,       d)Geoffrey Chaucer 


26."I have a Dream" was told by----

a)D.H.Lawrence,   b)Mahatma Gandhi, 

c)Martin Luthar King Jr.★,  d)Bangabandhu. 


27."Etiquette is a fine tuning of education " who said this?

a)J.R.Tolkein,   b) Roosevelt. 

c)Shaikh Sadi,  d)Nadine Dahar★★,


28."The Smiles that win, the tints that glow"

---Who wrote this lines?

a)D.H.Lawrence,   b)Emily Dickinson, 

c)Lord Byron★,     d)William Shakespeare, 


29."All people dream,  but not Equally "

--- Who wrote this line?

a)Langston Hughes ★,  b)D.H.Lawrence, 

c)John Keats,    d)John Donne.


30."Life is a broken -Winged bird, that can't fly"

:This line has been taken from---

a)D.H.Lawrence,  b)Robert Herrick,

c)Langston Hughes ★,  d)H.W.Long fellow. 


31.Who wrote the famous line:"To err is Human,  to forgive is divine "?

a)Alexander Pope★,  b)P.B.Shelley, 

c)John Keats,    d)John Dryden.


32." All in the  Valley of-------/Road the --------hundred."

a)Death,  six★,    b)Life, six, 

c)death,  five.  d)Life, five.


33.The first line of the poem :The Charge of the  Light Brigade "by Alfred Tennyson:---

a)Half a legend,  half a legend,

b)Half a League onward, Onward,

c)Half a League,  half a League ★,

d) Half a League,  half a legend.


34." She walks in a beauty, like the nice "

The next line of the following verse" is ---

a)So soft, so calm, yet eloquent, 

b)Of Cloudless climes and starry skies★,

c)A heart whose love is innocent. 


35."How can the bird that is born for joy"

----What is the next line?

a)Sit in a cage & sing★,

b)But  drop his tender wing,

c)And forget the youthful spring, 

d)By sorrow  and care's dismay.

............................................................................

Eros Sultan Mahmud 

B.A.Hon's & M.A. English (NU)

Correction of Sentence:

 Correction of Sentence:

-----------------------------------------

১. let এর পর infinitive হবে না।

Incorrect: I was let to use his pen.

Correct: I was let use his pen.

২. অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে avenge এবং নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে revenge বসে।

Incorrect: He avenged his insult.

Correct: He revenged of his insult.

৩. not যুক্ত subject, verb গ্রহণ করে না।

Incorrect: Karim and not I am responsible.

Correct: Karim and not I is responsible.

৪. সত্য বলতে speak, মিথ্যা বললে tell.

Incorrect: Don't speak a lie.

Correct: Don't tell a lie.

৫. কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরুপ বুঝালে present perfect continuous tense হবে।

Incorrect: I am here for about a week.

Correct: I have been here for about a week.

৬. মানুষ বেড়ে ওঠা বুঝাতে grow up এবং ফসল জম্নানো বুঝাতে grow বসে।

Incorrect: Jute grows up in Bangladesh.

Correct: Jute grows in Bangladesh.

৭. বস্তু ডুবে গেলে sink এবং প্রাণী ডুবে গেলে drown বসে।

Incorrect: The man sank.

Correct: The man drowned.

৮. স্থান ত্যাগ করা বুঝাতে leave এবং অভ্যাস ত্যাগ করা বুঝাতে give up বসে।

Incorrect: He left smoking.

Correct: He gave up smoking.

৯. গঠনকারী উপাদান একের অধিক হলে make up of বসে।

Incorrect: The team is made of 11 players.

Correct: The team is made up of 11 players.

১০. জাত, বংশ, অর্থনৈতিক অবস্থা বুঝাতে born of বসে।

Incorrect: Samad Azad and Md Selim were born in rich parents.

Correct: Samad Azad and Md Selim were born of rich parents.

Latest 40th BCS viva questions 2021 -৪০তম বিসিএস ভাইভা প্রশ্ন

 ৪০তম বিসিএস ভাইভা প্রশ্ন (১৬/০২/২০২১):

-------------------------------------------------------------

১.মন্ত্রীপরিষদ সচিবের কাজ বলেন।

২.প্রশাসন ক্যাডারের Hierarchy টা বলেন।

৩.UNO এর কাজ কী?

৪.প্রশাসনে কেন আসতে চাচ্ছেন?

৫.সাবজেক্ট এর সাথে ক্যাডারের মিল কোথায়?

৬.মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ কী কী কাজ করেন?

৭.ADB, World Bank, GDP, GNP সম্পর্কে বলেন? 

৮. ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদে সংসদ সদস্য কতজন ছিল?

৯.Blue Economy কী?

১০.Introduce yourself.

১১.বাংলাদেশে যে টেকসই উন্নয়ন হচ্ছে, তা কীভাবে বুঝছেন?

১২.বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে যে মন্তব্যগুলো করছে,সেগুলো বলেন।

১৩.সংবিধান কী?

১৪.ভিশন ২০২১ কী?

১৫.মধ্যম আয়ের দেশ বলতে কী বোঝেন?

১৬.আপনার Academic Background ইংরেজিতে বলেন।

১৭.নিজের নামের অর্থ বলেন।

১৮.মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেন।

১৯.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে বলেন। 

২০.Covid-19 সম্পর্কে বলেন। 

২১.বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার ইনডিকেটর গুলো বলেন।

২২.রোহিঙ্গা সমস্যার বিস্তারিত বলেন।

২৩.অন্যান্য।

মোটামুটি এই প্রশ্নগুলোই আজকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে। আজকে ছিল প্রেসিডেন্শিয়াল ভাইভা।  

#Collected

40th BCS Viva Experience 2021 -৪০ ভাইভা অভিজ্ঞতাঃ

৪০ ভাইভা অভিজ্ঞতাঃ

আমিঃ মোহাম্মদ ইয়াছিন 

এখন আছিঃ ৩৮ পরিবার পরিকল্পনা ক্যাডার 

আগে ছিলামঃ ৩৭ শিক্ষা ক্যাডার।

বোর্ডঃ জনাব মোহাম্মদ আবদুল মান্নান স্যার

তারিখঃ ১৭/০২/২০২১


দুইবার ক্যাডার হয়েছি তাই আমি প্রিপারেশন নিয়েই গেছি অনেক বকা খাইতে হবে। কিন্তু গিয়ে দেখি ধারণার বিপরীত। প্রবেশের পর

চেয়ারম্যান স্যারঃ you are Easin?

Me: yes sir

C: came from cumilla?

Me: yes sir

C: you are graduated from University of Chittagong. 

Me: yes sir.

C: what are you doing now?

Me: answer. (38 bcs)

External: কিন্তু এখানে দেখতেছি তুমি ৩৭ এ শিক্ষা ক্যাডারেও আছ।

আমিঃ জ্বি স্যার

চেঃ ও গুড তা এখন কি ইচ্ছা ফরেন ক্যাডার?

আমিঃ বললাম এডমিন।

চেঃ গুড এমবিশন থাকা ভাল।  

তা এডমিন এ আসতে চাও কেন? 

এখানে কি পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ আছে?

 ৭ মার্চ এর ভাষণ কেন এত বিখ্যাত? 

এর দাবি গুলো কি কি?

 (৪ টা বলার পর)  আর কি কি ছিল এখানে? 

শান্তি শৃঙ্খলা নিয়ে কি বলা ছিল? 

পিছনে একটা ছবি দেখিয়ে বললো এটা কে কি করেন?

(জাতিসংঘের ভাষণ বলার পর) এই রকম ভাষণ আর কোথায় দিয়েছেন?

 ( বললাম জানি না)।  বঙ্গবন্ধুকে নিয়ে কি কি বই পড়েছি? 

অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু একজন শিল্পীর সাথে গিয়েছিলেন কার সাথে কার কাছে কিভাবে গিয়েছিলেন? ওস্তাদ আলাউদ্দিন এর বাড়ি কোথায়?

 ১০ জানুয়ারীতে বঙ্গবন্ধু একটা কবিতা বলেছেন কি সেটা?  

এত কবি থাকতে উনার কবিতা কেন বলতে গেলেন? 

৭ মার্চের ভাষণ দেন?  

এটার নাম সোহরাওয়ার্দী উদ্যান কেন রাখলেন? 

এক্সটার্নালঃময়নামতি গিয়েছি কিনা? 

এটা কেন বিখ্যাত?

এই রকম বিহার আর কোথায় আছে?

বাংলাদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি আছে?


চেয়ারম্যান স্যার আরও কি কি বিহারের কথা জিজ্ঞেস করছে পারিনি।

আলহামদুলিল্লাহ বকা খাইনি এটা সান্ত্বনা। 

দোয়া প্রার্থী।

BCS preparation 2021 -মহাসমুদ্র পাড়ি দেয়ার জন্য আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তা ছিলো কয়েকটা ভাগে বিভক্তঃ

আমি, এই অধম, কথা দিয়েছিলাম বিসিএস রিটেন ও ভাইভা নিয়ে হযবরল টাইপ কিছু লিখবো।


আজ অটোপসি হবে বিসিএস নামক ব্যাটেলগ্রাউন্ডের তৃতীয় i.e. সর্বোচ্চ ধাপের।


ভাইভা হলো মহাসমুদ্র। যার না আছে কোন সিলেবাস, না আছে কূল কিনারা। তবুও সমুদ্র যে পাড়ি দিতেই হয়। 


মহাসমুদ্র পাড়ি দেয়ার জন্য আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তা ছিলো কয়েকটা ভাগে বিভক্তঃ


১. বিসিএস ফার্স্ট চয়েস

২. নিজের পঠিত বিভাগ

৩. নিজ জেলা সম্পর্কে ডিটেইলস জানা

৪. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ

৫. বাংলাদেশের সংবিধান

৬. দৈনিক পত্রিকা

৭. কারেন্ট ইস্যুস

৮. সাধারণ জ্ঞান

৯. কিছু গুরুত্বপূর্ণ বই

১০. হযবরল নোট খাতা


এগুলো কোথা থেকে এবং কীভাবে পড়েছিলাম তা নিয়ে ইন আ নাটশেলে বলে ফেলি। 


       ১. ফার্স্ট চয়েস: 


বিসিএস প্রথম চয়েস থেকেই মূলত মোর দ্যান ৫০% প্রশ্ন করা হয়। যে কোন দুইটা গাইড ভালোমত শেষ করতে হবে। আমার ফার্স্ট চয়েস ছিল পুলিশ। আমি জামিল'স পুলিশ ভাইভা গাইড এবং প্রফেসর'স কম্বাইন্ড ভাইভা গাইড পড়েছিলাম। সেকেন্ড চয়েসের ক্যাডার এন্ট্রি পদবী এবং অনুক্রমটাই মোস্ট অফ দ্য টাইম জানতে চায়, ফর আ সেইফ জোন প্রফসর'স কম্বাইন্ড ভাইভা গাইড থেকে সেকেন্ড চয়েসটা পড়ে নিয়েছিলাম।


       ২. নিজ বিভাগঃ 


এই ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন করবে এটা প্রায় সার্টেইন। চাকরি প্রার্থী নিজের বিভাগে যা পড়েছেন তাই নোট করে পড়লে ভালো হয়। আমি আমার আই আর ডিপার্ট্মেন্টের এক বড় ভাইয়ের নোট পেয়েছিলাম, সেটাই পড়েছিলাম। 


       ৩. নিজ জেলাঃ 


জেলার পরিচিতি, জেলা ব্রান্ডিং, নামকরণের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বিখ্যাত-কুখ্যাত ব্যাক্তি, উল্লেখযোগ্য স্থান, নদ-নদী ইত্যাদি সম্পর্কে ডিটেইলস। উইকি থেকে পড়ে নোট করে নেয়া যায় অথবা বাংলা একাডেমিতে জেলাভিত্তিক বই পাওয়া যায়।


      ৪. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধঃ 


জাতির পিতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে খুটিনাটি জানাটা সুনাগরিকের সর্বোত্তম গুনাবলীর একটি। কনফিডেন্স প্রকাশনীর বই "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" বইটা পড়লেই এনাফ। বাংলাদেশের জন্ম সম্পর্কে ক্লিয়ার ধারণাও রাখতে হবে, এক্ষেত্রে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" মোঃ দেলোয়ার হোসেনের বইটা পড়েছিলাম।


      ৫. সংবিধানঃ 


ভাইভা রুমে বল আপনার কোর্টে নিতে চাইলে সংবিধান অন্যতম একটা ট্রায়াম্প কার্ড হতে পারে। রিটেনের আগেই সংবিধান নোট করে নিয়েছিলাম।   সেটাই মূলত বারবার রিভিশান দিয়েছিলাম। সংবিধান রচনার ইতিহাস, অনুচ্ছেদ (১-৪৪, ৪৮-৮২, ৯৩, ৯৪-৯৬, ১০০-১০২, ১০৮, ১১৭, ১১৮-১২৫, ১২৭, ১৩৭-১৪১, ১৪১ক,খ,গ, ১৪২, ১৪৫, ১৪৬, ১৫২), তফসিল, সংশোধনী। 


       ৬. ডেইলি নিউজপেপারঃ


দৈনিক একটা বাংলা পত্রিকা ১ ঘন্টা সময় নিয়ে পড়তাম। ইম্পোর্ট্যান্ট ঘটনাবলীর নোট নিতাম। আমার ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করার জন্য রোজ একটা ইংলিশ পত্রিকার ফিচার লাউডলি পড়তাম।  ভাইভা বোর্ডে মোটামুটি ফ্লুয়েন্ট ইংরেজী বলতে পারতে হবে। এজন্য ইংলিশ স্পিকিং জরুরী। আমি ভাইভার প্রায় দুমাস আগে থেকে আমার টিউশনের স্টুডেন্টের সাথেও ইংলিশে টক করতাম। সে রিতীমত ভয়ে ছিল সেই কয়েকটা মাস 😅


      ৭. কারেন্ট ইস্যুঃ


পত্রিকা থেকে পড়ে নিলেই হয়। আই আর ডিপার্টমেন্ট হওয়াই এই কারেন্ট ইস্যুগুলোই ছিল আমার আরোগ্যলাভের একমাত্র পথ্য। 


       ৮. সাধারণ জ্ঞানঃ


আপনাকে বাজিয়ে দেখার জন্য বিজ্ঞ সদস্যরা অনেক সময় জিজ্ঞাসা করে ফেলেন ব্লাক ফরেস্ট কোথায় বলেন? এগুলোর আন্সার করতে পারাটা অতীব জরুরী, এসবের জন্য এমপিথ্রি বাংলা ও আন্তর্জাতিক বই দুটাই হলো মুল টোটকা। 😉


       ৯. সাপ্লিমেন্টারী বইঃ


বইয়ের লিস্টটা চাইলেই বড় করা যায়, বাট শর্টকাটে পড়লেই ভালো হয়। আমি স্রেফ ভাইভা ব্যাপারটা মাথায় রেখে যা যা পড়েছিলামঃ


√অসমাপ্ত আত্মজীবনী 

√কারাগারের রোজনামচা

√নয়াচীন ভ্রমণ (আমি পড়িনি, বাট পড়তে হবে)

√শেখ মুজিব আমার পিতা

√বিশ্ব রাজনীতির একশো বছর

√আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি(শুধু আয়ারিয়ানদের জন্য)

√তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা

√বাংলাদেশ রক্তের ঋণ 

√মূলধারা ৭১


যার যত খুশি তত বই সময় বের করে পড়ে নিতে পারেন। বই কিনে এবং পড়ে কেউ দেউলিয়া হয়না। 


        ১০. নোট খাতাঃ


কয়েকটা নোট খাতা থাকবে যেখানে নিজে নিজে FAQ লিখে নিচে আন্সার রেডি রাখতে হবে। 


For example:

√বাংলাদেশের ৫ জন রাষ্ট্রপতির নাম

√পিএসসির ৫ জন্য চেয়ারম্যান এর নাম

√ইন্ট্রোডিউস ইউরসেল্ফ

√হুয়াই দিস ক্যাডার ইজ ইউর ফার্স্ট চয়েস

................ব্লা ব্লা ব্লা।


পরিশেষে কিছু কথা বলি। 

১৭ টা চাকরির ভাইভা এটেন্ড করার ফলে যে এক্সপেরিয়েন্স পেয়েছি তা হলো, ভাইভাতে নিম্নোক্ত বিষয়গুলোর উপরেই সম্মানিত চেয়ারম্যান ও সদস্যগণ জোর দেন বেশী। 


√ ফিজিক্যাল এপিয়ারেন্স

√ বডি ল্যাংগুয়েজ 

√ মেন্টাল এপটিটিউড এবং 

√ উপস্থিত বুদ্ধি 


এই বিষয়গুলো এটেইন করার চেষ্টা করেন, সবই সম্ভব মনে হবে। একান্তই যদি না পারেন তাহলে বিনম্রভাবে "দুঃখিত স্যার" বলে একটা মুচকি হাসি দিন। হাসি দিয়ে ভুবন জয় করা যায়, ভাইভা বোর্ড তো কয়েকজন মানুষের সমন্বয়ে গঠিত একটা মিনি ব্যাটলগ্রাউন্ড মাত্র। 


সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। 

হ্যাপি জার্নি ❤


শুভ্র দেব

ASP, ৩৮ তম বিসিএস  পুলিশ

BCS Class 9-10 Science Questions - ৯ম-১০ম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন

৪১ তম বিসিএস প্রিলি প্রস্তুতি-২০২০

রাত ১০.৩০টার সাবজেক্টিভ সিলেবাসের আলোকে ৯ম-১০ম শ্রেনীর  সাধারণ বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একনজরে 👈(রিপোস্ট)।

♦♦১ম অধ্যায়ঃ

১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।

২।খাদ্যের উপাদান - ৬টি।

৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।

৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের♦

৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।

৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C♦

৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।

৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার♦

৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।

১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।

১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।

১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১♥

১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।

১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।

১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%

১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি♦

১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০

১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।

১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।

২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।

২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।

২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা, জেরপথ্যালমিয়া ♦

২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের♦

২৪।ভিটামিন বি - ২০ প্রকার।

২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম♥

২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।

২৭।Quetelet Index বলা হয় - BMI

২৮।BMI- Body Mass index

২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI

৩০।BMI- ওজন/(উচ্চতা)^২

৩১।BMIএর অপর নাম - QLI ♦

৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড♦

৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।

৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।

৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina♦

৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।

৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।

৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার

৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ

৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।

৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম

৪২।এসিডোমিস হয় - পানির অভাবে

৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে

৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।

৪৫।পুষ্টি - ৪ প্রকার।

৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV♦

৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের♥

৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০

৪৯।স্নেহ - ২ প্রকার।

৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্

৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K♦♥♦

৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।

৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।

৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।

৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।

৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।

৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।

৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।

৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক♦

৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum।


♦♦২য় অধ্যায়ঃ


১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর।

২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ।

৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:♦♥

৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন।

৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫।

৬।বিশুদ্ধ পানির pH - ৭♦

৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা।

৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়।

৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে।

১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1♦

১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি।

১২।রামসার চুক্তি হয় - ১৯৭১ সালে♦

১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে।

১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে।

১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে।

১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:।

১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water♦

১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন।

১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ।

২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে।

২১।নদনদীর পানি - ক্ষারীয়।

২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭

২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U।

২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে♦

২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে♦

২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water।

২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল।

২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca।

২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য♦

৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে।

৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ।

৩২।বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম হাইপোক্লোরাইড।

৩৩।পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া - পরিস্রাবন।

৩৪।খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া - স্ফুটন।

৩৫।কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে - ১ থেকে ২ দিন।

৩৬।সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে - জাপানের ফুকুশিমা।

৩৭।মানুষ বিকলাঙ্গ হয় - পারদের অভাবে।

৩৮।এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় - ১৯৬০ সালে।

৩৯।প্রাণীশূন্য নদীকে বলে - Dead Lake♦

৪০।ETP - Effluent Treatment Plant♦

৪১।ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় - ৫০০ মে: টন।

৪২।বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় - ১৯৯৬ সালে♦

৪৩।ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে - ১৯৭৫ সালে।

৪৪।মানুষের মৌলিক অধিকার - ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)♦

৪৫।রামসার কনভেনশন সংশোধন হয় - ২ বার♦

৪৬।অম্লীয় পানির pH - ৪♦

৪৭।বরফের গলনাঙ্ক - ০ ডিগ্রী সে:।

৪৮।১ কিউসেক পানির ভর - ১০০০ কেজি♦

৪৯।পানির অনুর আকৃতি - কৌণিক।

৫০।পানি একটি - উভধর্মী পদার্থ।


#৩য় অধ্যায়ঃ


১।রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে♦

২।অনুচক্রিকার গড় আয়ু - ৫ থেকে ১০ দিন।

লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন♦

শ্বেতকণিকার গড় আয়ু - ১-১৫ দিন♦

৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।

৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।

৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।

৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।

৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL♦

৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl।

৯।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg♦

১০।মানুষের মোট ওজন শতকরা - ৮% রক্ত।

১১।ধমনির রক্তের pH - ৭.৪।

১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - ৫-৬ লিটার♦

১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।

১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।

১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।

১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া♦

১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।

১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।

১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%

২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়♦

২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।

২২।AB গ্রুপে রক্তের মানুষ - ৩%।

২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম (২ স্তর)।

২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল♦

২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।

২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল♦

২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।

২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি♦

২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।

৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।

৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।

৩২।রক্ত কণিকা - ৩ প্রকার♦

৩৩।রক্ত রসের -১০% জৈব ও অজৈব।

৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।

৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা♦

৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।

৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%।

৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - ৯%।

৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - ৩%।

৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%।

৪১।RBC - Red Blood cell।

৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh♦

৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)♦

৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।

৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।

৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম♦

৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।

৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ৪ ভাগে♦

৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।

৫০।HDL এর পূর্ণরুপ -High Density Lipoprotein♦


♦♦৪র্থ অধ্যায়ঃ


১।বয়:সন্ধিকালের সময়কাল - ১১ হতে ১৯ বছর।

২।টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড.প্যাট্রিক♦ স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।

১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।

৩।শৈশবকাল বলা হয় - ৫ বছর পর্যন্ত♦

৪।মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী - ২টি।

৫।ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - টেস্টোস্টেরন♦

#মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন♦

৬।প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন - পেট্রুসি(১৯৫৯ সালে,ইটালিতে)।

৭।লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - ১ জোড়া♦

৮।স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - XX♦

পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY♦

৯।মানব কোষে ক্রোমোজোম সংখ্যা - ২৩ জোড়া♦

১০।পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে - রাসায়নিক বিবর্তন♦

১১।সর্বপ্রথম জীনের উৎপত্তি - সমুদ্রের পানিতে♦

১২।সংযোগকারী জীব বলা হয় - প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।

১৩।বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই 

ইনসুলিন♦

১৪।বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী - হরমোন।

১৫।বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত - ৩ প্রকার।

১৬।সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে - ২৯ দিন।(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড.পেট্রুসি,১৯৫৯ সালে।)

১৭।বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম - হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।

১৮।মানুষের অটোসোম - ৪৪ টি♦

১৯।জীবাশ্ম আবিষ্কার করে - জেনোফেন♦

২০।নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে - অতি বেগুনি রশ্মি♦

২১।পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল - ৪৫০ কোটি বছর।

২২।সর্বপ্রথম কে "ইভোলিউশন" শব্দটি ব্যবহার করেন - হার্বাট স্পেনসার♦

২৩।প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় - অ্যামাইনো এসিড।

২৪।সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে - জৈব বিবর্তন।

২৫।অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে - সরীসৃপের।

২৬।উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৩।

পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৪♦

২৭।মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি - ককসিস।

২৮।"বায়োলজি" শব্দের প্রতিষ্ঠাতা" - ল্যামার্ক♦

২৯।বংশগতির মতবাদ দেন - মেন্ডেল♦

বংশগতির বিদ্যার জনক - গ্রেগর জোহান মেন্ডেল।

৩০।মানবদেহে নিষ্কিয় অঙ্গটি - অ্যাপেন্ডিক্স।

৩১।"Origin of species by meanse of natural selection" বইটির লেখক - চালর্স ডারউইন (১৮৫৯ সালে)♦

(জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং

মৃত্যু-১৮৮২ সালে)।

৩২।স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে - ৩ কোটি।

৩৩।"ফিলোসোফিক জুওলজিক" বইটির লেখক - ল্যামার্ক (১৮০৯ সালে)♦

৩৪।"প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব" - গ্রন্থেরটি লেখক - চালর্স ডারউইন♦

৩৫।ভাইরাস সৃষ্টি হয় - প্রোটোজোয়া থেকে♦

৩৬।জৈব বিবর্তনের জনক - চার্লস ডারউইন।

৩৭।পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা - প্রায় ৪ লাখ।

৩৮।তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে - ফ্লিপার।

৩৯।"অনটোজেনি রিপিটস ফাইলোজেনি" কার ভাষ্য - হেকেল।

৪০।একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় - ৭,৩০,০০০।

এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।


♦♦৫ম অধ্যায়ঃ


১।গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় - ৩টি।

২।চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য।

৩।+2D লেন্সটির ফোকাস দূরত্ব - ০.৫ মি।

-2D লেন্সটির ফোকাস দূরত্ব - ৫০ সে.মি।

৪।লেন্সের ক্ষমতা এস. আই একক - 

রেডিয়ান/মিটার♦

৫।শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ৫ সেমি♦

৬।চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় - রেটিনা।

৭।বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ২৫ সেমি।

৮।অাবছা আলোয় সংবেদনশীল হয় - রড♦

৯।রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে - কোণ।

১০।আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে - আপতন কোণ♦

১১।সংকট কোনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ - ৯০ ডিগ্রী।

১২।ঘন মাধ্যমে আলোর বেগ - কমে যায়।

১৩।উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র - ২টি।

১৪।উভয় লেন্সের আলোক কেন্দ্র - ১টি।

১৫।অবতল লেন্সের অপর নাম - অপসারী লেন্স♦

১৬।আলো এক প্রকার - শক্তি।

১৭।লেন্স প্রধানত - ২ প্রকার।

১৮।চোখ কাজ করে - অভিসারী লেন্সের মতো।

১৯।চোখের ত্রুটি - ৪ ধরনের।

২০।চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন - প্রোটিন যুক্ত খাবার♦

২১।যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে - দর্পণ বলে।

২২।নিরাপদ ড্রাইভিং এর শর্ত - নিজ গাড়ির আশে পাশে সর্বদা খেয়াল রাখা♦

২৩।পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় - ৯০ ডিগ্রী।

২৪।আলোর প্রতিসরণের সূত্র - ২ টি♦

২৫।মানুষের দর্শনানুভুতির স্থায়িত্বকাল - ০.১ সেকেন্ড।

২৬।চোখের আলোক সংবেদন আবরণ - রেটিনা।

২৭।দর্পণ বিশেষভাবে ব্যবহার হয় - নিরাপদ ড্রাইভিং এ।

২৮।আলোর প্রতিসরণ ব্যবহার হয় - এক্স-রে তে♦

২৯।চোখের রেটিনার রং - গোলাপি।

৩০।চোখের উপাদান নয় - আইভ্রু।

৩১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন - আলোর প্রতিসরণের কারনে।

৩২।স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব - অসীম।

৩৩।+1D ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্ব -100cm উত্তল।

৩৪।বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরণাঙ্ক - ১.৫♦

৩৫।রাস্তার বাতিতে ব্যবহার হয় - উত্তল দর্পণ♦


♦♦♥৬ষ্ঠ অধ্যায়ঃ


১।প্রাকৃতিক পলিমার - রাবার♦

২।ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় -পি ভি সি পাইপ♦

৩।কৃত্রিম পলিমার - পলিথিন♦

৪।প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার - নাইলন♦

৫।আলফা কী - পশম।

৬।প্লাষ্টিক শব্দের অর্থ - সহজে ছাঁচযোগ্য।

৭।পলিথিনের সংকেত -

৮।পলিমারের ক্ষুদ্র অনুকে বলে - মনোমার♦

৯।পলিমার শব্দটি - গ্রীক।

১০।গ্রীক শব্দ "মেরোস" এর অর্থ - অংশ।

১১।মানুষের চুলে আর নখে থাকে - কেরাটিন প্রোটিন।

১২।তন্তুর রানী - রেশম।

১৩।চেল্লার অপর নাম - পিল♦

১৪।জন্মদিনে ব্যবহারিত বেলুনে দ্রবীভূত হয় - বেনজিন।

১৫।রাবার সাধারণত কোন ধরনের হয় - হালকা বাদামি।

১৬।"পলি" অর্থ - অনেক♦

১৭।উৎস অনুযায়ী পলিমার - ২ ভাগে ভাগ করা যায়।

১৮।আমরা যে পলিথিন ব্যবহার করি তা - "ইথিলিন" নামক মনোমার হতে তৈরি পলিমার।

১৯।তন্তু - ২ প্রকার♦

২০।প্রায় ৪০ জাতের মেষ হতে পশম তৈরি হয় - ২০০ প্রকার।


♥♦♥৭ অধ্যায়ঃ


১।ভিনেগারের সংকেত - (CH3COOH)♦

২।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড♦

৩।এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে - লাল♦

৪।লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে - নীল।

৫।হিস্টামিনকে অকার্যকর করে - ভিনেগার♦

৬।ভিনেগারের অপর নাম - এসিটিক এসিড,সিরকা♦

৭।টেস্টিংসল্ট যে নামে পরিচিতি - মনোসোডিয়াম গ্লুটামেট♦♦♦♦

৮।জৈব এসিড - (CH3COOH)♦

৯।অম্লীয় দ্রবণের জন্য সঠিক - pH<7♦♦

১০।আমাদের ধমনির রক্তের pH -7.4।

১১।ক্ষারক - (NaOH)।

NaOH (সোডিয়াম হাইড্রোক্সাইড) ক্ষারক। তেমনি ১২ নাম্বার Ca(OH)2(ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড) ও ক্ষারক। যে সকল যৌগে OH( হাইড্রোক্সাইড) থাকে তার সব ই ক্ষারক।

যেমন: Al(OH)3 (এলুমিনিয়াম হাইড্রোঅক্সাইড)।Mg(OH)2 (ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড)।

১২।স্লাক লাইম - [Ca(OH)2]

১৩।পিঁপড়া কামরে নি:সৃত হয় - ফরমিক♦♦

১৪।মৌমাছি হুল ফুটালে ব্যবহার করা হয় - জিংক কার্বোনেট (ZnCO3)। 

১৫।চামড়া ট্যানিং করতে ব্যবহার হয় - খাবারের লবন।

১৬।জীবানুনাশক হিসেবে ব্যবহার হয় - (CuSO4)। 

১৭।অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হয় - HNO3 থেকে।

১৮।NaCl+HCl= NaOH(লবন)+H2O( পানি)

১৯।কাপড় কাচার সোডার সাথে থাকে - ১০ অনু পানি।

২০।আইপিএস এর অত্যাবশ্যকীয় উপাদান - সালফিউরিক এসিড (H2SO4)।

২১।ভিনেগার সংকেতে থাকে - ৪টি হাইড্রোজেন♦

২২।বেকিং সোডার সংকেতে হাইড্রোজেন পরমানুর সংখ্যা - ১টি।

২৩।মানব দেহের জন্য ক্ষতিকারক এসিড - হাইড্রোক্লোরিক♦

২৪।নির্দেশক হলো - রাসায়নিক পদার্থ।

২৫।নির্দেশক - ৪ ধরনের♦

২৬।রক্তে pH এর মান কতটুকু পরিবর্তিত হলে মৃত্যু হতে পারে - 0.4।

২৭।এসিডের পরিমান বাড়লে, pH এর মান - কমে।

২৮।পাকস্থলী pH কত কম বা বেশি হলে বদহজম সৃষ্টি হয় - 0.5।

২৯।শিশুদের ত্বকের pH এর মান - 7♦

৩০।আমাদের পাকস্থলীর খাদ্য হজমের জন্য দরকারি pH - 2।

৩১।ক্যালমিনের মূল উপাদান - (ZnCO3)।

৩২।টুথপেস্টের pH সাধারণত - ৯ হতে ১১ মধ্যে হয়।

৩৩।অ্যান্টাসিড হলো - ক্ষার♦♦

৩৪।প্রশমন কিক্রিয়ার মান হয় - ৭।

৩৫।কপার সালফেটকে বলা হয় - তুঁত।

৩৬।অ্যামোনিয়াম নাইট্রেট - সার।

৩৭।দইয়ে ও বোরহানিতে থাকে - ল্যাকটিক এসিড।

৩৮।বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি - মৃতুদন্ড (১৯৯৫ সালের আইন)।

৩৯।জবা ফুলের রং এসিডের মধ্যে উৎপন্ন করে - লাল রং।

৪০।জবা ফুলের রং ক্ষারকের মধ্যে উৎপন্ন করে - নীল রং।

৪১।আমাদের জিহ্বার লালায় কার্যকরী pH - 6.6।

৪২।নিরপেক্ষ জলীয় দ্রবণ pH এর মান - 7♦♦♦

৪৩।আমাদের ত্বকের pH এর মান - 4-6।

৪৪।টেস্টিং সল্ট ব্যবহার করা হয় - খাবার স্বাদ বৃদ্ধির জন্য। 

৪৫।কাপড় কাঁচার মূল উপাদান - সোডিয়াম স্টিয়ারেট।

৪৬।দূর্বল এসিড - এসিটিক এসিড, সাইট্রিক এসিড, অক্সালিক এসিড♦♦

৪৭।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড।

৪৮।চিনির রাসায়নিক নাম -সুক্রোজ♦♦

৪৯।ব্লিচিং পাউডার-Ca(OCl)Cl♦♦

ফিটকিরি-K2SO4.Al2(SO4)3.24H2O♦♦

এই দুইটি রাসায়নিক পদার্থ পানি বিশুদ্ধ করনে ব্যবহার করা হয়।

৫০।নির্দেশক হলো অই সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের রঙ পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ এসিড, ক্ষারক না নিরপেক্ষ তা নির্দেশ করে। যেমন: লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফ্যানফথেলিন।


সংকেতসমূহঃ♦♦♦♦[most important ]


১।এসিটিক এসিড - (CH3COOH)।

২।সাইট্রিক এসিড - (C6H8O7)।

৩।অক্সালিক এসিড - (HOOC-COOH)।

৪।সালফিউরিক এসিড - (H2SO4)।

৫।নাইট্রিক এসিড - (HNO3)।

৬।হাইড্রোক্লোরিক এসিড - (HCl)।

৭।কার্বোনিক এসিড - (H2CO3)।

৮।তুতের - (CoSO4.5H2O)। 

৯।অ্যামোনিয়াম নাইট্রেট এসিড - (NH4NO3)।

১০।অ্যামোনিয়াম সালফেট এসিড - ((NH4)2SO4)।

১১।অ্যামোনিয়াম ফসফেট - ((NH4)3PO4)।

১২।পটাসিয়াম স্টেয়ারেট এসিড - (Cl7H35COOKa)। 

১৩।ফসফরিক এসিড - (H3PO4)।

১৪।জিংক কার্বোনেট এসিড - (ZnCO3)।

১৫।চুনাপাথর - (CaCO3)।

১৬।ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এসিড - (Mg(OH)2)।

১৭।অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসিড - (Al(OH)3)।

১৮।খাবার সোডা - (NaHCO3)।

১৯।ক্যালসিয়াম কার্বোনেট এসিড - (CaCO3)।

২০।সিলভার সালফেট - (Ag2SO4)।

২১।মারকিউরিক সালফেট এসিড - (HgSO4)।

২২।মারকিউরিক ক্লোরাইড এসিড - (AgCl)।

২৩।সোডিয়াম ক্লোরাইড - (NaCl)।

২৪।সোডিয়াম স্টেয়ারেট এসিড - (Cl7H35COONa)।

২৫।সোডিয়াম কার্বোনেট এসিড - (Na2CO3)।

২৬।কপার সালফেট এসিড - (CuSO4)।

২৭।পটাসিয়াম নাইট্রেট এসিড - (KNO3)।

২৮।ম্যাগনেটাইট - (Fe3O4)

২৯।কোয়ার্টজ - (SiO2)

৩০।জিপসাম - (CaSO4.2H2O)।


♦♦♦৮ম অধ্যায়ঃ


১।হিউমাস তৈরি হয় - মৃত গাছপালা আর প্রাণীর দেহাবশেষ থেকে।মাটিতে বিদ্যমান কালচের রংয়ের জৈব পদার্থ।

২।মাটিতে বিদ্যমান পানির পরিমান - ২৫%♦

৩।মাটিতে pH কত হলে গম উৎপাদনের পরিমান সবচেয়ে বেশি হয় - ৫-৬♦

৪।কোন মাটির কণা সবচেয়ে বড় হয় - বালু মাটির♦

৫।মাটির গঠন অনুযায়ী জৈব পদার্থের শতকরা পরিমান - ৫%।অজৈব - ৪৫%,বায়বীয় ২৫%,পানি ২৫%।

৬।কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি - পলি মাটির।

৭।মাটির বৈশিষ্ট্য উপর ভিত্তি করে মাটি - ৪ প্রকার♦

৮।চেরনোবিল দুর্ঘটনার কারন ছিল - তৈজস্ক্রিয় পদার্থ।

৯।সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল - জিপসাম।

১০।সবচেয়ে নরম খনিজ - ট্যালক♦

১১।ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী - দো-আঁশ মাটি।

১২।প্রকৃৃতিতে খনিজ পদার্থ পাওয়া গেছে - ২৫০০ ধরনের।

১৩।সিএনজি এর মূল উপাদান - মিথেন গ্যাস♦

১৪।পেট্রোলিয়াম ব্যবহার হয় - আলকাতরা তৈরিতে। 

১৫।কয়লায় কার্বনের পরিমান - অ্যানথ্রাসাইট-৯৫%, বিটুমিনাস-৫০ থেকে ৮০%, লিগনাইট - ৫০%।

১৬।সবচেয়ে পুরোনো কয়লা - অ্যানথ্রাসাইট♦

১৭।ইউরিয়ার সারের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ২১ ভাগ♦

১৮।বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ৫১ ভাগ।

১৯।শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ২২ ভাগ।

২০।বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ১ ভাগ।

২১।বাসা বাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার - ১১ ভাগ।

২২।মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রানীর পচন শুরু হয় - হরাইজোন A♦

২৩।সবচেয়ে কঠিন খনিজ - হীরা♦

২৪।কোয়ার্টজের অপর নাম - সিলিকন ড্রাই অক্সাইড (SiO2)।

২৫।কার্বনের রুপভেদ - ২টি♦

২৬।পেট্রোলিয়ামকে পরিশোধনের জন্য আংশিক পাতন প্রক্রিয়ার তাপমাত্রা ব্যবহার হয় - ৪০০ ডিগ্রি সেলসিয়াস।

২৭।মাটিতে বিদ্যমান বায়বীয় পদার্থের পরিমান - ২৫%।

২৮।মাটির নিরপেক্ষ হলে এর pH মান - ৭♦♦

২৯।মাটির pH এর মান কত হলে জব উৎপাদন সর্বোচ্চ হয় - ৮।

৩০।মাটিতে চুন যোগ করা হয় - pH বাড়াতে♦♦

৩১।ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহার হয় - Ag।

৩২।ট্যালকম পাউডারে ব্যবহার হয় - Talc।

৩৩।আমাদের দেশে জ্বালানী হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে - ২০০৩ সাল হতে।

৩৪।কয়লা ৩ প্রকার - অ্যানথ্রাসাইট,লিগনাইট, বিটুমিনাস♦♦

৩৫।কয়লা উত্তোলনের পদ্ধতি - ২ টি♦♦

৩৬।প্রাকৃতিক গ্যাসের শতকরা সিস্টেম লস হয় - ৫ ভাগ।

৩৭।ওয়াটার প্রুফ দ্রব্য প্রস্তুতে ব্যবহার হয় - বিটুমিন।

৩৮।CNG অর্থ - Compressed Natural Gas।

৩৯।মাটির ২য় স্তর - হরাইজোন বি / সাবসয়েল।

৪০।মাটির ৩য় স্তর - হরাইজোন সি।

মাটির ৪র্থ স্তর - হরাইজোন ডি।


♦♦৯ অধ্যায়ঃ


১।অ্যানথাক্স রোগ হয় - গবাদিপশুর♦

২।জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস হয় যাবে - ৩০%♦

৩।সামুদ্রিক প্রবালে জীবনযাপনের উপযোগী তাপমাত্রা - ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস।

৪।সমুদ্রের পানি ২ মিটার বাড়লে বাংলাদেশের যে পরিমান এলাকা পানির নিচে যাবে - ১/১০ অংশ।

৫।জলবায়ু পরিবর্তনের প্রধান কারন - উষ্ণতা বৃদ্ধি।

৬।২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে - ১.১-৬.৪০ ডিগ্রি সেলসিয়াস।

৭।বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোণ আঘাত হানে - ১৯৯১ সালে (২২৫ কি.মি/ঘণ্টায়)♦

৮।টর্নেডো শব্দটি এসেছে - স্প্যানিশ ভাষা হতে (দৈর্ঘ্য - ৫-৩০ কি.মি)।

৯।ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম - রিখটার স্কেল♦

১০।খাদ্য ঘাটতির কারনে প্রতিবছর খাদ্য আমদানি করতে হয় - ২ মিলিয়ন মেট্রিক টন।

১১।যে রাসায়নিক দ্রব্য বাতাশে ছড়িয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায় - সিলভার আয়োডাই (AgI)।

১২।সুনামি - জাপানি শব্দ♦

১৩।সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা প্রয়োজন - ২৮ ডিগ্রি সেলসিয়াস।

১৪।আমেরিকাতে ঘূর্ণিঝড়কে বলে - হারিকেন♦♦

দূরপ্রাচ্যের দেশগুলো ঘূর্ণিঝড়কে বলে - টাইফুন।

১৫।বাতাশে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে - ৪০-৫০ সেকেন্ড।

১৬।গত ১০০ বছরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে - ০.৭ ডিগ্রি সেলসিয়াস।

১৭।ভূমিকম্পের ফলে বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয় - ব্রহ্মপুত্র♦

১৮।জীবানু জন্মানোর সহাযক তাপমাত্রা - ৩৫ ডিগ্রি সেলসিয়াস

১৯।সমুদ্রের পানির উচ্চতা ৪৫ সে.মি বাড়লে সুন্দরবন তলিয়ে যাবে - ৭৫%।

২০।২০১০ সেন্টমার্টিন দ্বীপের প্রবাল বিলীন হয়ে যায় - ৭০ ভাগ।

২১।বাংলাদেশের নদীর মধ্যে ভারত,নেপাল,ভুটানে উৎপত্তি লাভ করছে - ৫৮ টি♦

২২।বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন - সুন্দরবন।

২৩।বেশি প্রবাল পাওয়া যায় - সেন্টমার্টিনে♦

২৪।২০৫০ সালে লবণাক্ততার পরিমান হবে - ১৬%।

২৫।IPCC- Intergovernmental Panel on Climate Change.♦{♦

২৬।জলবায়ু প্রভাব সম্পর্কিত IPCC সংস্থার মূল্যায়ন রিপোর্টির নাম - AR4♥

২৭।বিশ্বের জনসংখ্যা - ৬.৬ বিলিয়ন।

২৮।কত সালের বন্যায় মানুষের দুভির্ক্ষ দেখা দেয় - ১৯৭৪ সালের।

২৯।El-nino শব্দটি সম্পর্কিত - খরার সাথে♦

৩০।বাংলাদেশে ভয়াবহ খরা হয় - ১৯৭৮-৭৯ সালে।

৩১।খরার অন্যতম কারন - গভীর নলকূপ স্থাপন করা।

৩২।"সিডর" শব্দের অর্থ - চোখ♦

বাংলাদেশে আঘাত হানে -২০০৭ সালে।

৩৩।"Tornado" শব্দের অর্থ - বজ্রঝড়♦

"Kyklos" শব্দের অর্থ - সাপের কুন্ডলী।

৩৪।সুনামীকে পৃথিবীর কত নম্বর প্রাকৃতিক দূর্যোগ বলা হয় - ৩য়।

৩৫।বাংলাদেশ সুনামীতে ক্ষতিগ্রস্ত হন - ১৯৬২ সালে ২ এপ্রিল।

৩৬।pH এর মান কত হলে মাছের বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায় - ৫ এর কম।

৩৭।পানিতে এসিড থাকলে pH এর মান হয় - ৭ এর কম।

৩৮।"Disaster" শব্দের অর্থ - দুর্যোগ♦♦

৩৯।বাংলাদেশের নদীগুলোর মধ্যে ভারতে জন্ম প্রায় - ৫৫ টি নদীর।

৪০।রিখটার স্কেলে ১ মাত্রা বাড়া মানে ভূমিকম্পের শক্তি - ৩০ গুণ বেড়ে যাওয়া।


♦♦♦১০ অধ্যায়ঃ


১।কোনটি ভেক্টর রাশি - বল, ত্বরণ♦

২।চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রীরা সামনে ঝুঁকে যায় কেন - গতির জড়তার কারনে♦

৩।নিউটনের প্রথম সূত্র হতে কোন বিষয়ে ধারণা পাওয়া যায় - জড়তা ও বল♦

৪।নিউটনের ২য় সূত্র ক্ষেত্রে প্রযোজ্য - বল=ভর*ত্বরণ।

৫।শক্তিশালী নিউক্লিয় বল দূর্বল নিউক্লিয় বলের তুলনায় কতগুন বেশি -১০^১২।

৬।বলের একক - নিউটন।

#গতিবিষয়ে সূত্র প্রদান করে - নিউটন♦

৭।স্যুটকেসের নিচে চাকা লাগনো হয় কেন - ঘর্ষণ কমাতে।

ঘর্ষণ কমাতে ব্যবহান হয় - লুব্রিকেন্ট♦

৮।গাছ হতে নিচে ফল পড়ে - মাধ্যাকর্ষণ বলের কারনে।

৯।বেগের পরিবর্তন হারকে বলে - ত্বরণ♦

১০।নিউটনের কোন সূত্র ব্যবহার করে রকেট চলে - ৩য়♦

১১।চৌম্বক বল কয়টি ধর্ম প্রদর্শন করে - ২টি♦

১২।শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা কেমন - অতিক্ষুদ্র।

১৩।পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে - অভিকর্ষ।

১৪।লেপটন ও হাউন হচ্ছে -মৌল কনিকা।

১৫।নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে - ইলেকট্রন।

১৬।নিউটনের গতিসূত্র প্রকাশ হয় - ১৬৮৭♦

১৭।নিউটন কয়টি বিষয়ে উপর সম্পর্ক স্থাপন করে - ৪টি।

মৌলিক বল - ৪টি♦

১৮।জড়তা - ২ প্রকার।

১৯।হাঁটতে গেলে উচু নিচু জায়গায় হোঁচট খাই কেন - স্থিতি জড়তার জন্য।

২০।সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলে - গতি♦♦

২১।ঝুরঝুর বালিতে হাঁটা যায় না কেন - বল প্রয়োগ হয় না তাই।

২২।যে বলের কারনে রকেট জ্বালানী নির্গত হওয়ার বিপরীত দিকে চলে - ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারনে।

২৩।ক্রিকেট বল ব্যাটের ওপর কোন বল ক্রিয়া করে - প্রতিক্রিয়া বল।

২৪।পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলে - জড়তা।

#পদার্থের জড়তা পরিমাপ হচ্ছে - ভর♦

২৫।প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়লে কোন ঘর্ষণের কারনে নিচে নামতে পারে - প্রবাহী ঘর্ষণ।

২৬।ঘর্ষণ বল কয়টি বিষয়ে নির্ভর করে - ২টি♦♦

২৭।তেল বা গ্রিজ তলগুলোকে কী করে - মসৃণ।

২৮।গাড়ির টায়ারে সুতোর ব্যবহার হয় - সড়ক আঁকরে ধরার জন্য।

২৯।কিসের কারনে আমরা বই খাতা ধরে রাখতে পারি - ঘর্ষণের কারনে♦♦

৩০।চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন- মাধ্যাকর্ষণ বলের জন্য♦♦

৩১।যে পদার্থ চুম্বকে আকর্ষণ করে তাকে -চুম্বক পদার্থ বলে।

৩২।সকল পদার্থ - পরমানু দিয়ে গঠিত♦

৩৩।।যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায় - বল♦

৩৪।মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চৌম্বক বল কতগুণ বেশি শক্তিশালী - ১০^২০ গুন♦

৩৫।নিউটনের প্রথম সূত্র - বাইরে থেকে কোন বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে♦

৩৬।নিউটনের ২য় সূত্র - বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক♦

৩৭।নিউটনের ৩য় সূত্র - প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে♦♦♦

৩৮।ভরের একক - কেজি♦

৩৯।রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী - তাড়িৎ চৌম্বক বল।

৪০।বল নির্ভর করে - ত্বরণের উপর।

#information: collected.


মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী। 

মোঃ আনিছুর রহমান,  সদস্য, 

জাকির'স বিসিএস স্পেশাল'স।

14th February is the day of Sundarban Bcs Preparation - ৪১তম বিসিএস প্রস্তুতিঃ আজ ১৪ ফেব্রুয়ারিঃ সুন্দরবন দিবস

৪১তম বিসিএস প্রস্তুতিঃ আজ ১৪ ফেব্রুয়ারিঃ সুন্দরবন দিবস

================================

আসুন এক নজরে সুন্দরবনকে জেনে নেইঃ


@সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি.মি। যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে অবস্থিত । 

@সুন্দরবনের মোট আয়তেনের   ৬২% বাংলাদেশের 

বাংলাদেশের ৫ জেলায় অবস্থিত : খুলনা , বাগেরহাট , পটুয়াখালি , বরগুনা , সাতক্ষীরা 

সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় - বদ্বীপ 

@সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন।

 সুন্দরবনের অপর নাম - বাদাবন, গরান বন 

@সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম টাইডাল/স্রোতজ বন

@সুন্দরবন বাংলাদেশের জাতীয় বন।

@সুন্দরবন এককভাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি।

@সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী। প্রায় ৭০%।

@সুন্দরবনকে ইউনেস্কো ৬ই ডিসেম্বর,১৯৯৭ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।

@সুন্দরবনের তিনটি অভয়ারণ্য হলো কটকা , দক্ষিণ নীলকমল ও পশ্চিম মান্দারবাড়িয়া।

@সুন্দরবন দিবস ১৪ই ফেব্রুয়ারি।

@হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল সুন্দরবনের ভিতরে প্রবাহিত প্রধান দুটি নদী।

সুন্দরবনের পূর্বে বালেশ্বর ও পশুর এবং পশ্চিমে রায় মঙ্গল নদী প্রবাহিত হয়েছে 

@সুন্দরবনে অবস্থিত পয়েন্ট ৩ টি। হিরণ পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট।

@দেশের ব্যবহৃত কাঠের প্রায় ৬০ ভাগ আসে সুন্দরবন থেকে।

@সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত পদ্ধতির নাম পাগমার্ক।বর্তমানে বাংলাদেশে অংশে বাঘের সংখ্যা -১০৬টি । 

সুন্দরবন থেকে ১৪ কি. মি. দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে !


‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন।’

Shomash Bangla Grammar Bcs - সমাস_বিভ্রান্তি_পর্বঃ০১

 #সমাস_বিভ্রান্তি_পর্বঃ০১


একই পদের বিভিন্ন সমাস একনজরে

"

১। আমরা =সে, তুমি এবং আমি (নিত্য সমাস)


আমরা =সে,তুমি এবং আমি (একশেষ দ্বন্দ্ব)


২।ফুল কুমারী =ফুলের কুমারী (ষষ্ঠী তৎপুরুষ)


ফুল কুমারী =কুমারী ফুলের ন্যায়(উমমিত কর্মধারয়)


৩।বিদ্যাসাগর =বিদ্যার সাগর (ষষ্ঠী তৎপুরুষ)


বিদ্যাসাগর =বিদ্যা রুপ সাগর (রূপক কর্মধারয়)


৪।চতুর্ভুজ =চার ভুজের সমাহার (দ্বিগু )


চতুর্ভুজ =চার ভুজ বিশিষ্ট যার


৫।অনুতাপ =অনু(পশ্চাত) তাপ  (প্রাদি সমাস)

অনুতাপ =পশ্চাত তাপ (অবয়ীভাব)


৬। গরমিল =মিলের অভাব (অব্যয়ীভাব)

গরমিল =মিল নেই যাতে (বহুব্রীহি)


৭।পীতাম্বর =পীত অম্বর যার (বহুব্রীহি)

পীতাম্বর =পীত যে অম্বর (কর্মধারয়) 

///

#সমাস_বিভ্রান্তি_পর্ব_:02


১।মুখচন্দ=মুখ চন্দ্রের  ন্যায় (উপমিত কর্মধারয়)


চন্দ্রমুখ =চন্দ্র রূপ মুখ (রুপক কর্মধারয়)


চাঁদমুখ =চাঁদ রুপ মুখ (রূপক কর্মধারয়) 


২।নীলপদ্ম =নীল যে পদ্ম (কর্মধারয়)


নীলোৎপল =নীল যে উৎপল (কর্মধারয় )


নীলাকাশ= নীল যে  আকাশ (কর্মধারয়) 


নীলাম্বর =নীল অম্বর যার (বহুব্রীহি)


 নীল বসনা =নীল বসন যার (বহুব্রীহি)


নীল কণ্ঠ =নীল কণ্ঠ যার (বহুব্রীহি) 


৩। দ্বিগু ও বহুব্রীহির ভিন্নতা


নবরত্ন =নব (নয়) রত্নের সমাহার (দ্বিগু)


পসুরি =পাঁচ সেরের সমাহার (দ্বিগু)


চতুরঙ্গ =চার অঙ্গের সমাহার(দ্বিগু)

চতুরঙ্গ =


#সংখাবাচক_বহুব্রীহি_একনজরে


চৌচালা=চৌ(চার ) চাল যে ঘরের 

(সংখ্যাবাচক বহুব্রীহি) 


 সেতার=সে (তিন) তার যে  যন্ত্রের


দশগজি=দশগজ পরিমাণ যার 


তেপায়া =তিন পা বিশিষ্ট যা


চারহাতি=চার হাত পরিমাণ যা


দোনলা =দুটি নল যার


সহস্রলোচন =সহস্র লোচন যার


দশভুজা =দশ ভুজ যার


দশানন = দশ আনন(মুখ) যার


৪। #অলুক বহুব্রীহি


গায়ে হলুদ =গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে 


হাতে খড়ি =হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে


 মাথায় পাগড়ি =মাথায় পাগড়ি যার


গলায় গামছা =গলায় গামছা যার


হাতে ছড়ি =হাতে ছড়ি যার


মুখে ভাত=মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে


কানে কলম

গায়ে পড়া

হাতে বেড়ি

মাথায় ছাতা

কানে খাটো 


৫।মহানবী =মহান যে নবী (কর্মধারয়)

মহাকীর্তি =মহতি যে কীর্তি


৬।দেশভঙ্গ =দেশকে ভঙ্গ (দ্বিতীয়া তৎপুরুষ)


বিপদাপন্ন =বিপদকে আপন্ন(কর্মধারয়)


কিন্তু

দেবদত্ত =দেবকে দ্ত্ত (চতুর্থী তৎপুরুষ)

গুরুভক্তি =গরুকে ভক্তি(চতুর্থী তৎপুরুষ)


কারণ,দান সেবা,ভক্তি তথা সম্প্রদান অর্থে কে ,রে বিভক্তি যোগে চতুর্থী তৎপুরুষ হবে।


ইত্যাদি =ইতি হতে আদি (৫মী তৎপুরুষ) 


৭।দম্পতি =জায়া ও পতি (দ্বন্দ্ব)


নোট: সৌমিত্র শেখর


প্রস্তুতকারক :এস এম সোহাগ


রাজশাহি কলেজ

প্রস্তুতকারক :এস এম সোহাগ

নোট :সৌমিত্র শেখর (জিজ্ঞাসা)

40th BCS Viva Preparation - ৪০ তম বিসিএস ভাইভা প্রস্তুতি

 40th BCS Viva Preparation -  ৪০ তম বিসিএস ভাইভা প্রস্তুতি


যারা রিটেনে পাস করবেন আশা রাখছেন, তারা একবার শেষ চেষ্টা করুন। একটা ভালো ভাইভা,বদলে দিতে পারে অনেক কিছু।


★আমার কাছে ভাইভাটা এক্সামের চেয়ে আরও বেশি কিছু। বিশেষ করে বি সি এস ভাইভা যা আপনার জীবন বদলে দিতে পারে!

তাই প্রিপারেশনটাও একটু ভালো করেই নেন। ভাবুন এটাই আপনার একমাত্র ভাইভা। কোন সেকেন্ড চান্স নেই। আপনাকে পারতেই হবে। হলে এবার নয়তো নয়।

★প্রথমেই নিজেকে জানুন।নিজেকে ভাঙ্গুন, বিশ্লেষণ করুন। নিজের দোষ গুলো, যা অন্যক বিরক্ত করে তা নিজেই খুঁজে বের করুন। সেসব দোষ গুলোকে দূরে ফেলে নিজেকে নতুন করে গড়ুন।

★কথা বলুন সহজ, সরল আর স্বাভাবিক ভাষায়। আপনাকে স্মার্ট হওয়ার দরকার নাই, কেবল সহজ আর স্বাভাবিক থাকুন।

★বাংলা আপনার নিজের ভাষা। তাই বাংলা উচ্চারণ শুদ্ধ হওয়া চাই। বিশেষ করে অল্প প্রাণ -মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ। অর্থাৎ প,ফ, ব,ভ,ড,ঢ, স,শ এসব যাতে সঠিক হয়। আর এটি একদিনে সম্ভব নয়। তাই এখন থেকে প্র্যাকটিস করুন।

★বসার ভঙ্গি থেকে শুরু করে মুখের অভিব্যক্তি সবই খেয়াল করুন। সহজ ও সোজা হয়ে বসার অভ্যাস করুন। যাতে নম্রতা ফুটে ওঠে। আই কন্টাক্ট ঠিক রাখুন।প্রশ্নকর্তার দিকে সুন্দর দৃষ্টি রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। 

★সব উত্তর জানা কোন নরম্যাল মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই কোন প্রশ্নের উত্তর না পারলেও স্বাভাবিক থাকুন। অনেক উত্তরই আপনি পারবেন না।

★★হয়তো কোন উত্তর আপনি পারেন না। এটাকে সহজে নিন।এবং সহজ ভাবেই বলুন, জানেন না। এটা আপনার প্রতিকূল অবস্থায় কতটুকু ঠিক থাকতে পারবেন, সেটার প্রকাশ। 


★হাসি মুখে পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন।

 ★ হতাশ বা নার্ভাস না হওয়ার চেষ্টা করুন।

★মুক্তিযুদ্ধের সম্পর্কে যত সম্ভব জানুন এবং ইতিবাচক ধারণা রাখুন। এটি কেবল ভাইভা নয়, একজন সচেতন নাগরিকের জন্যও অতীত জরুরি।

★আপনার নিজের সাবজেক্টের কমন ও গুরুত্বপূর্ণ টার্ম গুলো ভালো করে জেনে রাখুন।

★কোন বিষয়ে আপনার মতামত জানতে চাইলে, পজিটিভ উত্তর দিন। যেমন :

আমি চেষ্টা করব বা আমি করতে চাই..... না বলে বলুন,

আমি পারবো, আমি করবো। আপনার কণ্ঠে যেন দৃঢ়তা থাকে।

★মেধা যাচাইয়ের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় আপনি পাস করেই এসেছেন। এটা আপনার মেধা নয়, সাথে ব্যাক্তিত্ব, মনোভাব, দৃঢ়তা, উপস্থিত বুদ্ধিমত্তা সহ সক্ষমতা দেখার পরীক্ষা।

★তাই Ettiqute & politeness ধরে রাখুন।

সর্বোপরি,

সাম্প্রতিক বিষয়,ক্যাডার চয়েজ, ক্যাডার চয়েজের কারণ, প্রথম তিনটা চয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা, নিজস্ব সাবজেক্টে ভালো জ্ঞান, ১ম ক্যাডার চয়েজের সাথে নিজ সাবজেক্টের সামঞ্জস্যতা  দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্বচ্ছ ও পজিটিভ ধারণা এবং সাথে ভদ্র, সহজ,সরল এবং স্বাভাবিক রেসপন্সই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

*উপর্যুক্ত বিষয়গুলো একদিনে আয়ত্ত করা সম্ভব নয়।

 তাই তা এখন থেকেই প্র্যাকটিস করুন। এসব বিষয় আপনার ভাইভা নয়ং বরং বাকী জীবনেও লাগবে। যা আপনাকে আরও ভালো ও যোগ্য করে তুলবে।

★প্র্যাকটিসের জন্য আমরা করতাম কি, বেশ কয়েক জন বন্ধু মিলে Mock Viva দিতাম। আর নিজেরাই আমাদের ভুল গুলো ধরতাম। এটা অনেক কার্যকরী। আত্ম বিশ্বাস বাড়ায়, সাহস যোগায়।


নিচের টপিকস গুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারেন :

*  Introduce Yourself

*About your own subject

*Consistence between your subject & 1st Choice

*Reason behind your 1st three choices.

*About your own village /City/Town/District

★★*About Recent Issue(Home & Abroad)

*About the Great Liberation War

*About The Father of the Nation.

* Constitution( Only Important Article)

*A brief history of Bangladesh (1940-2000)

২.

যাদের প্রথম পছন্দ প্রশাসন, তারা উপর্যুক্ত বিষয়ের পাশাপাশি নিচের বিষয় গুলোও দেখবেন :

*বাংলাদেশের লোক প্রশাসন, প্রশাসনের ক্রম বিকাশ এবং বর্তমান অবস্থা।

*সরকার, সরকারের বিভাগ

*ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতি, প্রশাসনের কেন্দ্রীকরন ও বিকেন্দ্রীকরণ।

*বিচার বিভাগের স্বাধীনতা

*সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ

*বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা

*যুদ্ধাপরাধীর বিচার

৩.

যাদের প্রথম পছন্দ পররাষ্ট্র, তারা ১ ও ২ নম্বর পয়েন্ট গুলোর পাশাপাশি নিম্নের টার্মগুলোও দেখতে পারেন :

*অান্তর্জাতিক রাজনীতির বর্তমান পরিস্থিতি

*আন্তর্জাতিক রাজনীতির গত ১০০ বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী (১৯০১--২০০০)

*নয়া বিশ্ব ব্যবস্থা

*বিশ্বায়ন

*পররাষ্ট্রনীতি ও কূটনীতি

* G-7   ভুক্ত দেশ সমূহের  তুলনামূলক রাজনীতি, সরকার ব্যবস্থা এবং অর্থনীতি (রাশিয়া সহ দেখুন)

*E-11  ভুক্ত দেশ গুলোর বর্তমান পরিস্থিতি

*উন্নত দেশ সমূহের বিশেষ করে Security Council এর সদস্য রাষ্ট্র (স্থায়ী) গুলোর সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনা, বাংলাদেশে ঐ সব রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক। (ভারত সহ দেখুন)

*পররাষ্ট্র মন্ত্রনালয়ের কার্যাবলী ও দায়িত্ব

★পররাষ্ট্র ছাড়া বাকি ক্যাডার যাদের প্রথম পছন্দ, তাদের ইংরেজিতে খুব একটা এক্সপার্ট হতে হয় না। তবে মোটামুটি সহজ এবং শুদ্ধ ভাবে বলতে পারলেই হবে।

★যাদের গলার স্বর খুব ক্ষীণ, তারা আরেকটু লাউড করুন। তবে খুব জোরে নয়।আয়নার সামনে দাড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। ফোনে রেকর্ড করে নিজেই শুনতে পারেন।


ভাইভা বোর্ডে প্রথম অনেক প্রশ্নের উত্তর না পারলেও, আমি শেষ প্রশ্ন পর্যন্ত স্বাভাবিক আর হাসিমুখে থাকব, আমি একটা ভালো ভাইভা দিবো। এ বিশ্বাসটুকু দারুণ কাজ করে। 

সবাই ভালো থাকুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন।


সৌজন্যেঃ

তাছলিমা শিরিন মুক্তা 

৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডার।।

40th BCS Viva Preparation Guidelines - ৪০তম বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা

৪০তম বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা

বিসিএস ভাইভা নিয়ে কিছু কথা

সোনিয়া মুন্নী

সহকারি পররাষ্ট্র সচিব

বিসিএস (পররাষ্ট্র), ৩৪তম বিসিএস ।

(শুরুর কথার পূর্ব কথা- অনেকেই ইনবক্সে ভাইভা সম্পর্কে জানতে চেয়েছেন। ব্যক্তিগতভাবে সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি দুঃখিত।অনেক আপুরা জানতে চেয়েছেন ভাইভার ড্রেস কোড সম্পর্কে।আমি ফেইসবুকে একজন ক্যাডারের কাছ থেকে বিসিএস এর গাইডলাইন পেয়েছিলাম।তাই নৈতিক দায়বদ্ধতা থেকেই আপনাদের অনেকের জিজ্ঞাসার উত্তর দেয়ার চেষ্টা করলাম এবং এখানে একান্তই আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে মতামত দিলাম।পররাষ্ট্র যাদের প্রথম পছন্দ তারা অনেকেই ভাইভা প্রস্তুতি বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন ,সম্ভব হলে আর একটি পোস্ট দিবো সে সম্পর্কিত।এখানে মৌখিক পরীক্ষা নিয়ে সব পরীক্ষার্থীর জন্য কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করলাম।)

- পরীক্ষার্থীকে প্রায় সব বোর্ডেই কমন কিছু প্রশ্ন করা হয়ে থাকে।যেমন-self introduction, academic background ,why first choice... etc...এগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে গেলে সুন্দরভাবে বলতে পারবেন।

- পছন্দক্রমের প্রথম ক্যাডার সম্পর্কে খুব ভালোভাবে জানুন।পরবর্তী দুটি ক্যাডার সম্পর্কেও স্পষ্ট ধারণা নিয়ে ভাইভা বোর্ডে যাবেন।এক্ষেত্রে পত্র-পত্রিকা,উইকিপিডিয়া বা ভালো ভাইভা গাইডের পাশাপাশি ক্যাডার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েরসাইটের সহায়তা নি্তে পারেন।যেমন-পররাষ্ট্র যাদের প্রথম পছন্দ তারা www.mofa.gov.bd কিংবা অ্যাডমিন যাদের প্রথম পছন্দ তারা www.mopa.gov.bd এর সহায়তা নিতে পারেন।

- জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক আলোচিত প্রত্যেকটি ইস্যু সম্পর্কে ভালো ধরনা রাখুন।আর সে জন্য প্রতিদিন কয়েকটি পত্রপত্রিকা পড়ুন। টিভি/রেডিওতে নিউজ দেখুন/শুনুন।

- বিগত বিসিএস এর ভাইভা গ্রুপে অনেক পরীক্ষার্থী ভাইভা অভিজ্ঞতা শেয়ার করেছেন যা গ্রুপগুলোতে এখনো আছে। প্রশ্নগুলো সংগ্রহ করে ধারণা নিন আপনার নিজের প্রথম পছন্দ যাদের প্রথম পছন্দ ছিল তাদেরকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে।কোন বোর্ডে কোন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সে সম্পর্কেও ধরনা পাবেন এইসব প্রশ্ন দেখে।সেইভাবে প্রস্তুতি নিন।

- ভাইভা শুরু হলে প্রতিদিন-ই অনেকে ভাইভার প্রশ্ন গ্রুপে শেয়ার করবেন। সেইসব প্রশ্ন সংগ্রহে রাখুন এবং যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা থাকবেনা সে উত্তরগুলো সেইদিন-ই শিখে নিন।

- ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালোভাবে প্রস্ততি নিয়ে ভাইভা বোর্ডে যাবেন।‘অসমাপ্ত আত্মজীবনী’ খুব ভালোভাবে পড়ুন যাতে এখান থেকে কোন প্রশ্ন করলে আপনি আটকে না যান।এছাড়া মুক্তিযুদ্ধবভিত্তিক দু/একটি উপন্যাস পড়ে যেতে পারেন।এক্ষেত্রে ‘জ্যোস্না ও জননীর গল্প’, ‘দেয়াল’, ‘১৯৭১’, ‘দুই সৈনিক’ কিংবা ‘নিষিদ্ধ লোবানে’র মত কোন বই পড়তে পারেন। মুক্তিযুদ্ধের উপর বাজারে ভালো ভাইভা গাইড আছে সেখান থেকেও প্রস্তুতি নিন।

- জেলা তথ্য বাতায়ন থেকে নিজ জেলা,বিভাগ সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়া উচিত।

- লিখিত পরীক্ষার জন্য সংবিধানের যেসব ধারা পড়েছেন তার সঙ্গে আপনার পছন্দের ক্যাডার সংশ্লিষ্ট ধারা জানতে হবে।পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা, তফসিল, সর্বশেষ অনুচ্ছেদ ,সবগুলো সংশোধনী সম্পর্কে সুস্পষ্ট ধারনা রাখুন ।

- বর্তমান সরকারের সাফল্য জেনে নিন।

- আপানি যে সাবজেক্টে অনার্স/মাস্টার্স করেছেন সে সাবজেক্টের বেসিক তো বটেই, সম্ভব হলে খুঁটিনাটি সব বিষয়ে ভালো ধারনা রাখুন।

- জেনারেল/বোথ ক্যাডারের ক্ষেত্রে বেশির ভাগ বোর্ডেই ইংরেজিতে ভাইভা নেয়া হয় কিংবা কিছু প্রশ্ন অন্তত ইংরেজিতে করা হয়।পররাষ্ট্র যাদের প্রথম পছন্দ তাদের মোটামুটি সবাইকেই ইংরেজিতেই ভাইভা দিতে হবে।আর ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য নিয়মিত প্রাকটিস এর কোন বিকল্প নেই । প্রতিদিন অন্তত আধা ঘন্টা ফ্রেন্ড/রুমমেট/ভাই/বোন বা যে কারো সঙ্গে ইংরেজিতে কথা বলুন।ভাইভাতে যেসব প্রশ্ন আপনি ফেস করতে পারেন সেই সব টপিক নিয়ে কথা বলুন।

ভাইভাতে অবশ্যই ফর্মাল ড্রেস পরে যাবেন। সাজপোশাক নয় বরং আপনার ভালো প্রস্তুতিই আপনাকে একটি আত্মবিশ্বাসী লুক এনে দিবে। মার্জিত পোশাক আপনার রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, যা শুরুতেই ভাইভা বোর্ডের সামনে আপনার একটি পজেটিভ ইমেজ তৈরি করবে।

- হালকা কালারের পোশাক নির্বাচন করুন।শীত না থাকলে ছেলেদের ব্লেজার পরা জরুরী না এবং টাই পরাও বাধ্যতামূলক নয় । মানে টাই ইচ্ছে না হলে পরবেন না।

- মেয়েরা শাড়ি বা সালোয়ার কামিজ যে কোনটাই পরতে পারেন ।তবে মেয়েদের শাড়িতে বেশি ফর্মাল এবং সুন্দর লাগে।ব্যক্তিগতভাবে আমি ভাইভাতে মেয়েদের জন্য শাড়িকেই বেটার অপশন মনে করি।অফ হোয়াইট/আকাশি/হালকা যে কোন কালারের নর্মাল সুতি শাড়ি পরতে পারেন।খুব ছোট হাতার ব্লাউজ পরবেন না। শাড়ির সঙ্গে অল্প উচ্চতার হিল জুতা পরুন।তবে যে জুতা নির্বাচন করবেন/কিনবেন আগেই দেখে নিন হাটার সময় শব্দ হয় কিনা।এমন কোন জুতা পরে যাবেননা যা পরলে হাটার সময় শব্দ হয়। ভাইভা বোর্ডে একদমই সাজগোজ করে যাবেন না।একহাতে ঘড়ি এবং অন্য হাতে চিকন চুড়ি বা ব্রেসলেট পরতে পারেন। নেইলপলিশ /লিপিস্টিক/টিপ দিবেন না।হালকা কাজল পরতে পারেন আর লিপ কালারের লিপজেল/লিপবাম ব্যবহার করতে পারেন।মাইল্ড বডিস্প্রে দিতে পারেন,পারফিউম না দেয়াই ভালো।কিছু ফেসিয়াল টিস্যু আর লিপজেল আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারেন,ভাইভা বোর্ডে সিরিয়াল শেষের দিকে থাকলে কাজে লাগবে।তবে টিসুপেপার বা লিপবাম অন্য কোন ক্যান্ডিডেট এর কাছে রেখে যাবেন,অবশ্যই বোর্ডে নিয়ে যাবেন না।

অনেক পড়াশুনা করার পরেও ভাইভা বোর্ডে অনেক বা সবগুলো প্রশ্নই আপনার প্রস্তুতির বাইরে থেকে পেতে পারেন। এতে নার্ভাস হবেন না।আপনার সারা জীবনের অর্জিত জ্ঞান সর্বোপরি কমনসেন্স ও উপস্থিত বুদ্ধি কাজে লাগান। ভাইভা দিতে গিয়ে কোন ভাবেই নার্ভাস হবেননা,মনে রাখবেন এই ভাইভা থেকে আপনার অনেক কিছু পাওয়ার থাকতে পারে হারানোর কিছুই নেই।তাই আত্মবিশ্বাসী হয়ে ভাইভা দিন।আর ভাইভা বোর্ডে কমন কয়েকটি বিষয়ে খেয়াল রাখবেন- -

- ভাইভা দিতে যখন রুমে প্রবেশ করবেন/ বের হবেন খেয়াল রাখবেন দরজা খোলা বা বন্ধ করার সময় যেন শব্দ না হয়।

-দরজা খুলে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করবেন ।তবে বোর্ডের কাছাকাছি দূরত্বে গিয়ে সালাম দিবেন।কারণ দূর থেকে সালাম ছুঁড়ে দেয়া কোন ভদ্রতা না আর বোর্ডের সন্মানিত মেম্বারগণ উচ্চস্বরে দূর হতে আপনার সালামের জবাব হয়তো দিবেন না ।

-আপনি বোর্ডের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বসতে বললে বসবেন। আর যদি আপনাকে বসতে না বলা হয় অবশ্যই দাঁড়িয়ে অপেক্ষা করবেন বসতে বলার জন্য।

-বোর্ডের সঙ্গে কোনভাবেই তর্কে জড়াবেন না। প্রয়োজনে অনুমতি নিয়ে নিজের যুক্তি তুলে ধরার চেষ্টা করুন কিন্তু কিছুতেই তর্কে যাবেন না।

-কোন বিতর্কিত বিষয়ে আপনার মতামত জানতে চাওয়া হলে অবশ্যই সরকার যেটি চায় আপনি সেটির পক্ষেই আপনার মত দিবেন।কারন আপনি সরকারের অংশ হওয়ার জন্য সকারের প্রতিনিধিদের সামনে কথা বলবেন।

-সরকারের নেতিবাচক কোনকিছু বলবেন না। পজেটিভ ওয়েতে এ ধরণের প্রশ্নের উত্তর দিবেন।আপনি অবশ্যই গ্লাসের অর্ধেক খালি দেখবেননা বরং অর্ধেক ভরা দেখবেন এবং বাকি অর্ধেক ভরার দায়িত্ব নিবেন (!)- এ ভাবেই আপনি দেশের উন্নয়ন বা সরকারের কোন কাজের বিষয়ে আপনার মতামত দেয়ার চেষ্টা করবেন।

-বোর্ডের সামনে ভয় পাবেন না কিন্তু বিনয়ী হবেন। বোর্ডের সন্মানিত মেম্বারগণ বয়সে আপনার পিতৃতুল্য এবং অনেক অভিজ্ঞ। তাই তাঁদের সামনে বিনয়ী হওয়া আপনার কর্তব্য।

সবকিছুর পরেও ভাইভা অনেকটা ভাগ্যের ব্যাপারও! কিন্তু তবুও মানুষই জয়ী হতে পারে, আমরা পেরেছি ,আপনিও পারবেন।আপনার জন্য শুভ কামনা।

All Definition of Set - সেটের সব Definition এক সাথে পড়ে ফেলি।

 সেটের সব Definition এক সাথে পড়ে ফেলি।

১। সেট (Set):

বাস্তব বা চিন্তা জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন, A = {a, b, c, d}

Math Club 

২। সেট প্রকাশের পদ্ধতি:

সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। যথা: তালিকা পদ্ধতি: A = {1, 2, 3, 4, 6, 12} এবং সেট গঠন পদ্ধতি: B = {x: x, 12 এর গুণনীয়ক }


৩। সসীম সেট (Finite Set):

যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যায় তাকে সসীম সেট বলে। যেমন, A = {3, 5, 7, 11}


৪। অসীম সেট (Infinite Set):

যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন, A = {2, 4, 6, 8, 10, . . . . . }


৫। ফাঁকা সেট (Empty Set):

যে সেটে কোন উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যেমন, {x:xN: 7<x<8 } । ফাঁকা সেটকে emptyset দ্বারা প্রকাশ করা হয়।


৬। উপসেট (Subset):

কোনো একটি সেটের উপাদানগুলো ব্যবহার করে যতগুলো সেট নির্ণয় করা যায় তাদের প্রত্যেককে ঐ সেটের উপসেট বলে। আবার কোনো উপাদান না নিয়ে  emptyset গঠন করা যায় যা যেকোনো সেটেরই একটি উপসেট। এছাড়া প্রত্যেকটি সেট নিজের উপসেট। যেমন, A = {2, 4 } সেটের উপসেটগুলো হলো, emptyset, {2, 4 }, {2 }, {4 } । উপসেটকে subseteq দ্বারা প্রকাশ করা হয়।


৭। প্রকৃত উপসেট (Proper Subset):

কোনো সেট থেকে গঠিত উপসেটে যদি ঐ সেট অপেক্ষা কম উপাদান থাকে তবে তাকে প্রকৃত উপসেট বলে।  কোনো সেটের উপসেটগুলোর মধ্যে নিজের অনুরূপ উপসেটটিকে বাদ দিয়ে সকল উপসেট-ই হল প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটকে subset দ্বারা প্রকাশ করা হয়। emptyset হল যে কোনো সেটের প্রকৃত উপসেট।


৮। কোনো সেটের উপসেট ও প্রকৃত উপসেট সংখ্যা:

n সদস্যবিশিষ্ট কোনের সেটের উপসেট সংখ্যা 2^n এবং প্রকৃত উপসেট সংখ্যা 2^n - 1


৯। সেটের সমতা (Equivalent Set):

A এবং B দু’টি সেট হলে, A = B হবে যদি ও কেবল যদি A subseteq B এবং B subseteq A হয়।


১০। সেটের অন্তর (Difference of Sets):

A এবং B দু’টি সেট হলে, A এর উপাদানগুলো থেকে B এর উপাদানগুলো বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে সেটের অন্তর বলে। একে লেখা হয় A setminus B বা A - B এবং পড়তে হয় A বাদ B।


১১। সার্বিক সেট (Universal Set):

কোনো সেট বা সেটসমূহ যদি নির্দিষ্ট একটি সেটের উপসেট হয় তবে উক্ত নির্দিষ্ট সেটটিকে আলোচ্য উপসেট বা উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। যেমন, E = {2, 4, 6, 8, 10, . . . . . } এর সাপেক্ষে N = {1, 2, 3, 4, 5, . . . . . } হল সার্বিক সেট।


১২। পূরক সেট (Complement of a Set):

U সার্বিক সেট এবং A  তার উপসেট হলে, U এর উপাদানগুলো থেকে A এর উপাদানগুলো বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে A এর পূরক সেট বলা হয় এবং একে A^c  বা A' দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে A এর পূরক সেটকে লেখা হয় A^c = U setminus A ।


১৩। সংযোগ সেট (Union of Sets):

দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। A এবং B এর সংযোগ সেটকে লেখা হয় A cup B এবং পড়তে হয় A Union B ।


১৪। ছেদ সেট (Intersection of Sets):

দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। A এবং B এর ছেদ সেটকে লেখা হয় A \cap B এবং পড়তে হয় A Intersection B ।


১৫। নিশ্ছেদ সেট (Disjoint Set):

দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাদেরকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। A এবং B পরস্পর নিশ্ছেদ সেট হবে যদি A cap B = emptyset হয় ।


১৬। শক্তি সেট (Power Set):

কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ঐ সেটের পাওয়ার সেট বলে। A যেকোনো সেট হলে A সেটের পাওয়ার সেটকে P(A) দ্বারা প্রকাশ করা হয়।

#Math club

১৭। ক্রমজোড় (Ordered Pair):

এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে আর কোনটি দ্বিতীয় স্থানে বসবে তা নির্ধারন করে জোড়া আকারে প্রথম বন্ধনীতে আবদ্ধ করে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। ক্রমজোড় এক জোড়া সংখ্যা দ্বারা তৈরি হয় যা একটি সমতলে অবস্থিত কোন একটি স্থানকে সনাক্ত করতে ব্যবহৃত হয়। এর প্রথম সংখ্যাটি x অক্ষ বরাবর মুভ করা এবং দ্বিতীয় সংখ্যাটি y অক্ষ বরাবর মুভ করাকে বুঝায়। (3, 4) একটি ক্রমজোড়। উল্লেখ্য যে, (x, y) = (3, 4)  হবে যদি x = 3  এবং y = 4 হয়।

Math club 

১৮। কার্তেসীয় গুণজ (Cartesian Product):

দুইটি সেট A ও B এর কার্তেসীয় গুণজ বলতে সকল (x, y) বিন্দুর সেটকে বুঝায় যেখানে x in A এবং y in B । একে A times B দ্বারা প্রকাশ করা হয় এবং পড়তে হয় A ক্রস B।

Math club 

১৯। অন্বয় (Relation):

অন্বয় বা সম্পর্ক হল ক্রমজোড়ের সেট যা সেটটির সদস্য ক্রমজোড়গুলোর প্রতিটি ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের যে সম্পর্ক বিদ্যমান তাকে প্রকাশ করে। অন্বয় বা Relation কার্তেসীয় গুণজ সেটের একটি উপসেট। যেমন, A = {2, 3, 5 }, B = {4, 6 }, x in A, y in B এবং সেট দু’টির উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনা করে গঠিত অন্বয় হলো R = {(x, y) : x in A, y in B এবং y = 2x } যাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হয় R = {(2, 4), (3, 6) } ।


২০। ফাংশন (Function):

দুইটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক হলো ফাংশন যেখানে চলক দু’টির একটি স্বাধীন চলক এবং অপরটি অধীন চলক অর্থাৎ একটি চলকের মান অপর চলকের মানের উপর নির্ভরশীল। যেমন, y = 2x + 3 সম্পর্কের মধ্যে x এর একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। এখানে, y কে x এর ফাংশন বলা হয়। যেহেতু সম্পর্কটিতে x এর মানের উপর y এর মান নির্ভরশীল তাই এখানে x স্বাধীন চলক এবং y অধীন চলক। ফাংশনকে সাধারনত y, f(x), F(x), g(x) ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়।

Math club 

২১। ডোমেন ও রেঞ্জ (Domain and Range):

কোনো অন্বয় (Relation) এর সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে রেঞ্জ বলা হয়। R একটি অন্বয় হলে এর ডোমেনকে ডোম R এবং রেঞ্জকে রেঞ্জ R লিখে প্রকাশ করা হয়। যেমন, অন্বয় R = {(2, 4), (3, 6) } এর ক্ষেত্রে ডোম R = { 2, 3 } এবং রেঞ্জ R = { 4, 6 }


২২। ফাংশনের লেখচিত্র (Graph of a Function):

ফাংশনের চিত্ররূপ হলো ফাংশনের লেখচিত্র। ফাংশনের লেখচিত্র আঁকার জন্য এর ডোমেন থেকে স্বাধীন চলকের কয়েকটি মানের জন্য অধীন চলকের অনুরূপ মান নির্ণয় করে ক্রমেজোড় তৈরি করতে হয়। অতঃপর ক্রমজোড়গুলোকে লেখ কাগজে স্থাপন করলে যে বিন্দুগুলো পাওয়া যায় সেগুলো মুক্ত হস্তে রেখা টেনে যুক্ত করতে হয়। এর ফলে যে চিত্রটি অঙ্কিত হয় তা-ই হলো ফাংশনটির লেখচিত্র।

#mathclub

BCS Bangla Literature Important Quote -বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ১১২ টি বিখ্যাত উক্তি। আশা করি যে কোনো চাকরির পরীক্ষায় এর বাইরে (কিছু ব্যতিক্রম ছাড়া) আসবে না।

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ১১২ টি বিখ্যাত উক্তি। আশা করি যে কোনো চাকরির পরীক্ষায় এর বাইরে (কিছু ব্যতিক্রম ছাড়া) আসবে না।

১। "প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"

----- অন্নদামঙ্গল কাব্য (ভারতচন্দ্র রায়গুণাকর)

২। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’----- ভারতচন্দ্র রায়গুণাকর

৩। ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’----- মুকুন্দরাম।

৪। 'এক সে পদ্ম তার চৌষট্টি পাখনা,---------চর্যাপদ

৫। ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’----- চণ্ডীদাস।

৬। ‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ -------চণ্ডীদাস।

৭। 'বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।' ---লালন

৮। ‘‘সেই সুমধুর স্তব্ধ দুপুর , পাঠশালা – পলায়ন —

ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন !”

------- (দুই বিঘা ) রবীন্দ্রনাথ ঠাকুর

৮। 'মেয়ের সম্মান মেয়েদের কাছেই সব চেয়ে কম। তারা জানেও না যে, এইজন্যে মেয়েদের ভাগ্যে ঘরে ঘরে অপমানিত হওয়া এত সহজ।

তারা আপনার আলো আপনি নিবিয়ে বসে আছে। তারপরে কেবলই মরছে ভয়ে,...ভাবনায়,...অযোগ্য লোকের হাতে...খাচ্ছে মার, আর মনে করছে সেইটে নীরবে সহ্য করাতেই স্ত্রীজন্মের সর্বোচ্চ চরিতার্থ।'

........যোগাযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর।

৯। 'বিশ্বপিতা স্ত্রী ও পুরুষের কেবল আকারগত কিঞ্চিত ভেদ সংস্থাপন করিয়াছেন মাত্র। মানসিক শক্তি বিষয়ে ন্যূনাধিক্য স্থাপন করেন নাই। অতএব বালকেরা যেরূপ শিখিতে পারে বালিকারা সেরূপ কেন না পারিবেক।----------মদনমোহন তর্কালঙ্কার

১০। 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।'---------শেখ ফজলল করিম।

১০।‘কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।----- শেখ ফজলল করিম

১১।‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’

------(সদ্ভাব শতক)- কৃষ্ণচন্দ্র মজুমদার

১২।‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’------ রবীন্দ্রনাথ ঠাকুর

১৩। ‘‘আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রন ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।”------ আবু হেনা মোস্তাফা কামাল।

১৪। "নমোনমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি !

গঙ্গার তীর স্নিগ্ধ সমীর , জীবন জুড়ালে তুমি ।

–(দুই বিঘা ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৫। ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’

----- সত্যেন্দ্রনাথ দত্ত।

১৬। ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’------ জীবনানন্দ দাশ

১৭। ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।”

--- সুফিয়া কামাল

১৮। ‘‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।”----- জীবনানন্দ দাশ।

১৯। ‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,”--- সুকান্ত ভট্টাচার্য।

২০। 'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।’

------অতুল প্রসাদ সেন।

২১। ‘‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-নলে / কিন্তু এ স্নেহের তৃঞ্চা মিটে কার জলে?”------ মধুসূদন দত্ত।

২২। ‘‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ”--- মধুসূদন দত্ত।

২৩।"তুমি যাবে ভাই? যাবে মোর সাথে,/ আমাদের ছোট গাঁয়?

গাছের ছায়ায় লতায় পাতায়/ উদাসী বনের বায় ?" ---- জসীমউদ্দীন

২৪। ‘‘এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় /দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়-/ লোক ভয়, রাজভয়, মৃত্যু ভয় আর/দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার।”-------রবীন্দ্রনাথ ঠাকুর

২৫। "মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়..."

--------রক্তাক্ত প্রান্তর, মুনির চৌধুরী

২৬। "আমারে নিবা মাঝি লগে?"

পদ্মা নদীর মাঝি",-মানিক বন্দ্যোপাধ্যায়

২৭।"অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে"-বিলাসী (শরৎচন্দ্র চট্টোপাধ্যায় )

২৮। সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভাল হয়ে চলি------ মদনমোহন তর্কালঙ্কার

২৯। ‘পাখি সব করে রব রাতি পোহাইল।”- মদনমোহন তর্কালঙ্কার

৩০। সাহিত্য জাতির দর্পন স্বরূপ------প্রমথ চৌধুরী

৩১। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত------প্রমথ চৌধুরী

৩২। শিক্ষার 'স্ট্যান্ডার্ড' মানে জ্ঞানের 'স্ট্যান্ডার্ড', মিডিয়ামের 'স্ট্যান্ডার্ড' নয়।------আবুল মনসুর আহমদ

৩৩। বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।------আবুল মনসুর আহমদ

৩৪। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, – জীবনান্দ দাশ

৩৫। ‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”

----- সৈয়দ এমদাদ আলী।

৩৬। ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।”-------- জসীম উদদীন।

৩৭। ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”------ জসীম উদদীন।

৩৮।‘‘যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক,”----- সুকান্ত ভট্টাচার্য।

৩৯। ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’------ রবীন্দ্রনাথ ঠাকুর।

৪০। ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?”

-- কৃষ্ণচন্দ্র মজুমদার।

৪১।"এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেওনা"

.........কাজী নজরুল ইসলাম

৪২। ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।’--- কাজী নজরুল ইসলাম

৪৩। "প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস,

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"-----রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪। ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’

------ যতীন্দ্রমোহন বাগচী

৪৫। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’

---- সুকান্ত ভট্টাচার্য।

৪৭। “রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে”- সুকান্ত ভট্টাচার্য।”------- সুকান্ত ভট্টাচার্য।

৪৮। ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” ------ রজনীকান্ত সেন

৪৯। ‘‘সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়”- রবীন্দ্রনাথ ঠাকুর।

৫০। ‘‘মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।”------হেমচন্দ্র বন্দ্যোপাধ্

৫২। ‘‘সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার”---- জীবনানন্দ দাশ।

৫৩। ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি”

------ জীবনানন্দ দাশ।

৫৪।‘শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে ফাণ্ডুন রাতের চাঁদ মরিবার হলো তার সাধ”----- জীবনানন্দ দাশ।

৫৫। ‘‘সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”----- জীবনানন্দ দাশ।

৫৬। ‘‘হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,”----- সুকান্ত ভট্টাচার্য।

৫৭। ‘হে মহা জীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন, কঠোর গদ্য আনো’ -----সুকান্ত ভট্টাচার্য।

৫৯। ‘‘আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ, বসি আমার কবিতাটিখানি কৌতূহল ভরে,”------ রবীন্দ্রনাথ ঠাকুর।

৬০। ‘‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে’ – ----কাজী নজরুল ইসলাম

৬১। ‘মহা নগরীতে এল বিবর্ন দিন, তারপর আলকাতরার মত রাত্রী’

----- সমর সেন।

৬২। ‘‘আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি” ----আবু জাফর ওবায়দুল্লাহ।

৬৪।. ‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ন থেকে নেমে, সোনালী পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিলো যেন’------ শহীদ কাদরী।

৬৫। ‘‘জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি”------- দাউদ হায়দার।

৬৬। ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”------ জসীম উদ্দিন।

৬৮।এ জগতে , হায় , সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি —

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ।

–(দুই বিঘা )রবীন্দ্রনাথ ঠাকুর

৬৯। ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।”-------- জসীম উদ্দিন।

৭০। ‘তাল সোনাপুরের তালেব মাস্টার আমি, আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবসযামী’ -------আশরাফ ছিদ্দিকী।

৭১। ‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”

----- সৈয়দ এমদাদ আলী।

৭২।“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ – রবীন্দ্রনাথ ঠাকুর

৭৩।“এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন?”– নির্মলেন্দু গুন  

৭৫। "ঝিনুক নীরবে সহো,/ঝিনুক নীরবে সহো,/ঝিনুক নীরবে সহে যাও,

ভিতরে বিষের থলি/ মুখ বুঝে মুক্তা ফলাও।" ---- আবুল হাসান

৭৬।"এইখানে সরোজিনী শুয়ে আছে, জানিনা সে এইখানে শুয়ে আছে কিনা"- জীবনানন্দ দাস

৭৭। অপদার্থ মানুষকে অনুকরণ করে নিজের মনুষ্যত্বকে হীন কর না, শুধু অর্থ ও সম্পদের সামনে তোমার মাথা যেন নত না হয়।

---মোহাম্মদ লুতফর রহমান

৭৮। রাজনীতিবিদদের কামড়াকামড়ির দায় রাজনীতির নয়,বরং বুর্জোয়া কাঠামোর নড়বড়ে গঠনই রাষ্ট্রের বারোটা বাজিয়ে দেয় ।

-----(সংস্কৃতির ভাঙ্গা সেতু)আখতারুজ্জামান ইলিয়াস

৭৯। “বিপ্লব, অবিশ্যি, শান্ত ভাবেও হতে পারে- অনেকখানি সময় লাগিয়ে ছোট-মাঝারি কিস্তিতে; বহু শত বৎসর পরে যোগফলে মহাবিপ্লবের চেহারাটা অনুমান করা যাবে। বড় বিপ্লব দিয়েই শুরু হতে পারে- ততটা শান্ত ভাবে নয়- বেশি মানবীয় শক্তি খরচ করে নয়। যে সভ্যতা দর্শনের আঁধার-খননে আবছা হয়ে ছিল এতকাল, তাকে যুক্তির পথে চালিয়ে নিয়ে ক্রমেই আলোকিত করে তুলবার জন্যে- পৃথিবীর সকলেরই নিঃশ্রেয়সের জন্যে এই বিপ্লব। অনেকেই এই রকম কথা বলছে। কিন্তু বিপ্লব আসেনি এখনও।----- জীবনানন্দ দাশ।

৮০। "বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন"- সুকান্ত ভট্টাচার্য

৮১। বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।------কাজী নজরুল ইসলাম

৮২।‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’--- রঙ্গলাল মুখোপাধ্যায়।

৮৩। যে মরিতে জানে সুখের অধিকার তাহারই। যে জয় করে ভোগ করা তাহাকেই সাজে। ------রবীন্দ্রনাথ ঠাকুর

৮৪।‘‘এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”----- হেলাল হাফিজ।

৮৫। “মুক্ত করো ভয়/ আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়।/ সংকোচের বিহ্বলতা নিজের অপমান/সংকোচের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ/দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো/নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।”-------রবীন্দ্রনাথ ঠাকুর

৮৬।"তরবারি গ্রহণ করতে হয় উচ্চশিরে উদ্ধত হস্ত তুলে,

মালা গ্রহণ করতে হয় উচ্চশির অবনমিত করে,

উদ্ধত হস্ত যুক্ত করে ললাট ঠেকিয়ে।"---কাজী নজরুল ইসলাম

৮৭। ‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’

---- কাজী নজরুল ইসলাম

৮৮। ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’---- রবীন্দ্রনাথ ঠাকুর

৮৯। ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি।’ ------সুকান্ত ভট্টাচার্য।

৯০। ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’---- নির্মলেন্দু গুন।

৯১। 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’

---মাহবুব উল আলম চৌধুরী

৯২।‘‘জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।” হতমানে অপমানে নয়, সুখ সম্মানে। ---------সিকান্দার আবু জাফর।

৯৩। ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’

---- শামসুর রাহমান।

৯৪।‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয়কি কি বন্ধু, আমরা এখনো’ -----আলাউদ্দিন আল আজাদ।

৯৫। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর”------- শামসুর রাহমান।

৯৬।‘‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,”------- রুদ্র মোঃ শহীদুল্লাহ।

৯৭। "পৃথিবীর সবকটা সাদা কবুতর/ ইহুদী মেয়েরা রেঁধে পাঠিয়েছে/

মার্কিন জাহাজে"---- আল মাহমুদ

৯৮। সত্যি যেদিন পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিতে পারি/সেদিন বুঝতে পারি পাখিই আমাকে ছেড়ে দিলে।/যাকে আমি খাঁচায় বাঁধি সে আমাকে

আমার ইচ্ছেতে বাঁধে, সেই ইচ্ছের বাঁধন যে শিকলের বাঁধনের চেয়েও শক্ত। ......ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুর

৯৯। "মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে,

এসে হেসেই বলে যাই যাই যাই।

-----মাধবী ফুল গাছ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর

১০০। যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।

--------------রবীন্দ্রনাথ ঠাকুর

১০১। ......যেন হাঁক দিয়ে আসে/অপূর্ণের সংকীর্ণ খাদে/পূর্ণ স্রোতের ডাকাতি....../¬অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে/-কালবৈশাখীর-ঘূর্ণি-মার-খাওয়া অরণ্যের বকুনি।--------রবীন্দ্রনাথ ঠাকুর

১০২।'কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি'

---------------রবীন্দ্রনাথ ঠাকুর

১০৩। ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।”------কামিনী রায়।

১০৪। মনে যখন একটা প্রবল আনন্দ

একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন

মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন

হঠাৎ আত্নবিসর্জনের

ইচ্ছা বলবতী হইয়া ওঠে।

-রবীন্দ্রনাথ ঠাকুর (মধ্যবর্তিনী)।

১০৫। সংসারের কোন কাজেই

যে হতভাগ্যের বুদ্ধি খেলে না,

সে নিশ্চয়ই ভাল বই লিখিবে।

-রবীন্দ্রনাথ ঠাকুর(সম্পাদক)।

১০৬। যে ছেলে চাবামাত্রই পায়,

চাবার পুর্বেই যার অভাব মোচন

হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা।

ইচ্ছা দমন করতে না শিখে কেউ

কোনকালে সুখী হতে পারেনা।

– রবীন্দ্রনাথ ঠাকুর (কর্মফল)।

১০৭। সামনে একটা পাথর পড়লে যে লোক

ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ

সংক্ষেপ করতে চায়-বিলম্ব তারই

অদৃষ্টে আছে।

– রবীন্দ্রনাথ ঠাকুর (কর্মফল)।

১০৮। বিধাতা আমাদের

বুদ্ধি দেননি কিন্তু স্ত্রী দিয়েছেন, আর

তোমাদের বুদ্ধি দিয়েছেন;

তেমনি সঙ্গে সঙ্গে নির্বোধ

স্বামীগুলোকেও তোমাদের হাতে সমর্পন

করেছেন।- আমাদেরই জিত।

– রবীন্দ্রনাথ ঠাকুর (কর্মফল)।

১০৯।

বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়,

তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায়

না।

-রবীন্দ্রনাথ ঠাকুর(শেষের কবিতা)।

১১০। লোকে ভুলে যায়

দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন

ওকে নতুন করে সৃষ্টি করা চাই।

– রবীন্দ্রনাথ ঠাকুর(শেষের কবিতা)।

১১১।পূর্ণ প্রাণে যাবার যাহা

রিক্ত হাতে চাসনে তারে,

সিক্ত চোখে যাসনে দ্বারে।

– রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।

১১২। সোহাগের সঙ্গে রাগ

না মিশিলে ভালবাসার স্বাদ থাকে না। তরকারীতে লঙ্কামরিচের মত।

-রবীন্দ্রনাথ ঠাকুর (চোখের বালি)।


বিভিন্ন সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ উক্তিসমূহ

বিগত সালের নিয়োগ পরীক্ষা প্রশ্ন গুলোঃ

প্রশ্নঃ আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়! পঙ্ক্তিটি

কোন কবির রচনা?

উঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?

উঃ কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা ‘‘আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।’’পঙ্ক্তিটির রচয়িতা কে?

উঃ জসীমউদ্দীন

প্রশ্নঃ ‘আবার আসিব ফিরে ধানসিঁরিটির তীরে’ – কোন কবির কবিতা থেকে নেয়া?

উঃ জীবনানন্দ দাশ

প্রশ্নঃ ওরে নবীন, ওরে আমার কাঁচা,

ওরে সবুজ, ওরে অবুঝ,

আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।

পঙ্ক্তিটি কোন কবির রচনা?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ ‘বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া- ভার , ঐ হল পুণ্যের যাত্রারা খেয়া পার ।’Ñএই উদ্ধতাংশটি কোন কবির রচনা?

কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন;-

তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,

পর- ধন- লোভে মত্ত, করিনু ভ্রমণ

পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি ।

এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?

উঃ মাইকেল মধুসূধন দত্ত

প্রশ্নঃ ‘নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে ।’ কবিতাটি কোন কবির লেখা?

উঃ কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন ।

হউক দূর অকল্যাণ সকল অশোভন ।

কবিতাংশটুকু কার লেখা?

উঃ শেখ ফজলল করিম

প্রশ্নঃ ‘‘গগনে গরজে মেঘ, ঘন বরসা ।

কূলে একা বসে আছি, নাহি ভরসা ।’’

এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?

এ উদ্ধৃতাশংশটি কোন কবির রচনা?

উত্তর: বেগম সুফিয়া কামাল

প্রশ্নঃ এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক ।

পঙ্ক্তিটি কোন কবির রচনা?

উত্তর: কবি জসীমউদ্দীন

প্রশ্নঃ গাহি তাহাদের গান –

ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান । – পঙ্ক্তিটি কোন কবির রচনা?

উত্তর: কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ ‘‘মোদের গরব মোদের আশা,

আ-মরি বাংলা ভাষা ।’’

কবিতাংশটুকুর রচয়িতা কে?

উত্তর: অতুল প্রসাদ সেন

প্রশ্নঃ সাম্যের গান গাই

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।

কবিতাংশটুকুর রচয়িতা কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ দেখিনু সে দিন রেলে

কুলি ব‘লে এক বাবু সা‘ব তারে

ঠেলে দিল নীচে ফেলে! পঙ্ক্তিটি কোন কবির রচনা?

উত্তর: কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ ‘খাঁচার পাখী ছিল সোনার খাঁচাটিতে

বনের পাখী ছিল বনে ।

একদা কি করিয়া মিলন হল দোঁহে,

কি ছিল বিধাতার মনে ।

কবিতাংশটুকুর রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ ‘মরন রে,

তুঁহুঁ মম শ্যাম সমান।’

পঙ্ক্তিটির রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠকুর

প্রশ্নঃ ‘পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমায় ভাসে,

মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে ।’

-এই কবিতাংশটুকু কোন কবির রচনা?

উত্তর: আহসান হাবীব

প্রশ্নঃ ‘ভাতদে হারামজাদা’ তা না হলে, মানচিত্র খাব,’ উদ্ধিতিটির রচয়িতা কে?

উত্তর: রফিক আজাদ

প্রশ্নঃ ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদুর?

মানুষেরই মাঝে স্বর্গ নরকÑমানুষেতে সুরাসুর ।’

পঙ্ক্তিটির রচয়িতা কে?

উত্তর: শেখ ফজলল করিম

প্রশ্নঃ ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে

তুমি মহারাজ সাধু হলে আজ,আমি আজ চোর বটে।’

পঙ্ক্তিটির রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ গাহি তাহাদের গান –

ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান । – পঙ্ক্তিটি কোন কবির রচনা?

উত্তর: কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ ‘লোকে বলে, বলেরে, ঘর-বাড়ি ভালা না আমার’- এ মরমী গানটি কার লেখা?

উত্তর: হাসান রাজা

প্রশ্নঃ কোনো উৎসবে বা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কতটুকু বাজানো হয়?

উত্তর: প্রথম ৪ লাইন

প্রশ্নঃ গাহি তাহাদের গান

ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান ।’

পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কােন কবিতার অংশ?

উত্তর: জীবন বন্দনা

প্রশ্নঃ ‘আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা – প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংশ ।’

-পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?

উত্তর: বিদ্রোহী


♪♪♪♪♪♪♪♪♪চরিত্র ♪♪♪♪♪♪♪♪♪


কাব্য ও কাব্যের প্রধান চরিত্র

➺ শ্রীকৃষ্ণকীর্তন – বাধা, কৃষ্ণ, বড়াই।

➺ চন্ডীমঙ্গল – ফুল্লরা, ভাড়ুদত্ত, মুরারীশীল

➺ সতীময়না ও লোরচন্দ্রানী – মহিষী ময়নামতি, রাজা লোর

➺ অন্নদামঙ্গল – ঈশ্বরী পাটনী, হীরা মালিনী, বিদ্যা ও সুন্দর

➺ পদ্মাবতী – পদ্মাবতী

➺ চিত্রাঙ্গদা – চিত্রাঙ্গদা, অর্জুন

➺ বিদায় অভিশাপ – দেবযানী, কচ

➺ সতী – অমাবাঈ

➺ বিসর্জন – অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গোবিন্দ মাণিক্য

➺ মালিনী – ক্ষোমংকর, মালিনী

➺ পদ্মপুরণ – চাঁদ সওদাগর, মনসা, লখিন্দর

➺ মেঘনাদবধ – মেঘনাদ, বীরবাহু, চিত্রাঙ্গদা, রাবণ, সীতা, লক্ষণ, রাম, বিভীষণ

✿ গল্প ও গল্পের প্রধান চরিত্র

➺ ছুটি – ফটিক, মাখন

➺ কাবুলীওয়ালা – রহমত, খুকী

➺ খোকাবাবুর প্রত্যাবর্তন – রাইচরণ

➺ পোস্টমাস্টার – রতন

➺ সমাপ্তি – মৃন্ময়ী

➺ নষ্টনীড় – চারু

➺ শাস্তি – দুখিরাম, ছিদাম, রাধা, চন্দরা

➺ পয়লা নম্বর – অনিলা

➺ ল্যাবরেটরী – মোহিনী, নন্দ কিশোর

➺ হৈমন্তী – হৈমন্তী, অপু

➺ মধ্যবর্তী – হরসুন্দরী, শৈলবালা

➺ হালদার গোষ্ঠী – বানোয়ারী লাল

➺ একরাত্রি – সুরবালা

➺ না-মঞ্জুর – গিরিবালা

➺ অতিথি – তারাপদ

➺ জীবিত ও মৃত – কদম্বিনী

➺ মেঘ ও রৌদ্র – শশীভূষণ

➺ বোষ্টামী – জানন্দী

➺ অপরিচিতা – কল্যাণী

➺ দিদি – শশীমুখী

➺ অাপদ – নীলকণ্ঠ

➺ ফুলের মূল্য – ম্যাগী

➺ ধ্বংস পথের যাত্রী – ভুলি

➺ অরক্ষণীয়া – জ্ঞানদা, দুর্গামণি

➺ রামের সুমতি – রাম, নারায়ণী।


>>>মুজাহিদ 


➺ মেজদিদি – হরিলক্ষী

➺ অভাগীর স্বর্গ – কাঙ্গালীর মা

➺ মহেশ – গফুর, অামিনা

➺ বিলাশী – বিলাশী, মৃত্যুঞ্জয়

➺ পণ্ডিত মশাই – বৃন্দাবন, কুসুম

➺ বড়দিদি – মাধবী, সুরেশ

➺ তারিণী মাঝি – সখী

➺ প্রাগৈতিহাসিক – ভিখু, পেহলাদ, পাঁচী

➺ পাশ-ফেল – নীরেন, বিমল, বকুল

➺ শিউলিমালা – শিউলিমালা

➺ অামরা তিনজনে – মোনালিসা

➺ জতুগৃহ – শতদল, মাধুরী

➺ পথ জানা নেই – গহুরালি

➺ নয়নচারা – অামু

➺ অাত্মজা ও একটি করবী গাছ – ফেকু

✿ নাটক ও নাটকের প্রধান চরিত্র

➺ শকুন্তলা – শকুন্তলা

➺ নীলদর্পণ – তোরাপ, নবীন, মাধবী, অাদুরী

➺ কৃষ্ণকুমারী – কৃষ্ণকুমারী, ভীম সিং, বিলাসবতী, মর্দানকী, তপস্বিনী।

➺ অচলায়তন – পঞ্চক

➺ ডাকঘর – অমল, সুধা, মাধব, দত্ত, ঠাকুর দা

➺ রক্তকরবী – নন্দিনী, রঞ্জন

➺গৃহ প্রবেশ – যতীন, মণি।

➺ রক্তাক্ত প্রান্তর – জোহরা, জরিনা, হিরণবালা, ইব্রাহীম কার্দি।

✿ উপন্যাস ও উপন্যাসের প্রধান চরিত্র

➺ অালালের ঘরে দুলাল – ঠকচাচা, বাঞ্ছারাম, বাবুরাম বাবু

➺ চোখের বালি – মহেন্দ্র, বিনোদিনী।


>>>মুজাহিদ। 


➺ গোরা – গৌরমোহন, সুচরিতা, ললিতা, বিনয়, লবণ্য।

➺ শেষের কবিতা – অমিত, লাবণ্য, শোভণলাল

➺ চতুরঙ্গ – দামিনী, শচীশ, শ্রী বিলাস

➺ ঘরে বাইরে – নিখিলেশ, বিমলা, মেজরানী।

➺ যোগযোগ – মধসূদন, কুমুদিনী।

➺ দুই বোন – শর্মিলা, শাশাঙ্ক, উর্মিমালা, নীরদ।

➺ মালিনী – নীরজা, অাদিত্য, সরলা

➺ দুর্গেশনন্দিনী – অায়েশা, তিলোত্তমা

➺ চন্দ্রশেখর – শৈবালিনী, দলনী বেগম, প্রতাপ, চন্দ্রশেখর।

➺ রজনী – রজনী, শচীন্দ্র।

➺ বিষবৃক্ষ – কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী।

➺ কৃষ্ণকান্তের উইল – ভ্রমর, রোহিনী, হরলাল, গোবিন্দলাল।

➺ পরিণীতা – ললিতা, শেখর।

➺ পল্লী সমাজ – রমা, রমেশ।

➺ দেনা-পাওনা – ষোড়শী, নির্মল।


>>>মুজাহিদ 


➺ দত্তা – বিলাশ, বিজয়, নরেন।

➺ শ্রীকান্ত – শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা, রাজলক্ষ্মী, অভয়া।

➺ চরিত্রহীন – সতীশ, সাবিত্রী, কিরণময়ী, দিবাকর।

➺ গৃহদাহ – মহিম, সুরেশ, অচলা, মৃণাল।

➺ শেষের পরিচয় – সবিতা, রমণী, বাবু।

➺ কবি – ঠাকুর ঝি, নিতাই।

➺ রাইকমল – রসিকদাস, কমল, রঞ্জন।

➺ ধাত্রীদেববতা – শিবনাথ, গৌরী।

➺ রজনী – রজনী, সুনীল, অহিন্দ

➺ জাম – শঙ্কর।

➺ ক্যানভাসার – হীরালাল, কাত্যায়নী।

➺ জোহরা – জোহরা

➺ অনোয়ারা – অানোয়ারা

➺ অাব্দুল্লাহ – অাবদুল্লাহ, অাবদুল কাদের।

➺ পদ্মা নদীর মাঝি – মালা, কুবের, হোসেন মিয়া, কপিলা।

➺ লৌহকপাট – বিবি।

➺ ত্রিপদী – চারু, সলথ, দেবল

 চরিত্র >>>♪

যেকোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গূরত্বপৃর্ন ৫০ টি বানান শুদ্ধিকরনঃ

০১| বিদোষী = বিদুষী

০২| সহযোগীতা = সহযোগিতা

০৩| শিরচ্ছেদ = শিরশ্ছেদ

০৪| মনোকস্ট = মনঃকষ্ট

০৫| অপরাহ্ন = অপরাহ্ণ

০৬| দূরাবস্থা = দুরবস্থা

০৭| ষ্টেশন =স্টেশন

০৮| মুহুর্ত = মুহূর্ত

০৯| উপযোগীতা = উপযোগিতা

১০| কল্যান = কল্যাণ

১১| জীবীকা = জীবিকা

১২| স্বরস্বতী = সরস্বতী

১৩| গীতাঞ্জলী = গীতাঞ্জলি

১৪| পিপিলিকা = পিপীলিকা

১৫| ব্যপ্ত = ব্যাপ্ত

১৬| মুখস্ত = মুখস্থ

১৭| সংস্কৃতিক = সাংস্কৃতিক

১৮| অন্তভুক্ত =অন্তর্ভুক্ত

১৯| ঐক্যতান = ঐকতান

২০| উপরোক্ত = উপর্যুক্ত

২১| দ্বন্দ= দ্বন্দ্ব

২২| ভূবন = ভুবন

২৩| বিভিষিকা = বিভীষিকা

২৪| আলচ্যমান = আলোচ্যমান

২৫| পুরান = পুরাণ

২৬| ঝরণা = ঝরনা

২৭| বৈচিত্র= বৈচিত্র্য

২৮| দৈন্যতা = দৈন্য/দীনতা

২৯| পুরষ্কার = পুরস্কার

৩০| স্নেহাশীস = স্নেহাশিস

৩১| বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ

৩২| দূরাদৃস্ট = দুরাদৃষ্ট

৩৩| কর্মজীবি = কর্মজীবী

৩৪| আকাংখা = আকাঙ্ক্ষা

৩৫| প্রতিযোগীতা = প্রতিযোগিতা

৩৬| সন্যাসী = সন্ন্যাসী

৩৭| বহিস্কার = বহিষ্কার

৩৮| জগত = জগৎ

৩৯| মনীষি = মনীষী

৪০| শান্তনা = সান্ত্বনা

৪১| মন্ত্রীত্ব = মন্ত্রিত্ব

৪২| বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী

৪৩| ইতিমধ্যে = ইতোমধ্যে

৪৪| ভৌগলিক= ভৌগোলিক

৪৫| মুমুর্ষু = মুমূর্ষু

৪৬| শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

৪৭| উত্তারায়ন = উত্তারায়ণ

৪৮| ঋন = ঋণ

৪৯| ইদানিংকাল = ইদানীং

৫০| সম্বর্ধনা = সংবর্ধনা

#40th_bcs


১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ

২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ

৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত

৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ

৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে

৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??

৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে

৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল

৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত

১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি

১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার

১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র

১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু

১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী

১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী

১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়

১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত

১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি

১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস

২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল

২১) কোনটি সঠিক – আপাদমস্তক

২২) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস

২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত

২৪) রক্ত করবী – নাটক

২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী

২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার

২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা

২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর

২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি

৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী

৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক

৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়

৩৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক

৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত

৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প

৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার

৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা

৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ

৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি

৪০) শুদ্ধ বানান – পিপীলিকা

৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে

৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ – প্রত্যয়জনিত কারনে।

বাংলাদেশ ব্যাংক এডি ২০১০, ২০০৯, ২০০৮

১) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত

২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল

৩) উত্তম পুরুষের উদাঃ – আমি

৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী

৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান

৬) আকাশ শব্দের সমার্থক নয় – হিমাংশু

৭) দেশী শব্দ – চাল, চুলা

৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ

৯) কোনটির লিঙ্গান্তর হয় না – কবিরাজ

১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ

১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার

১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

১৪) দশে মিলে করি কাজ এখানে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি

১৫) স্বরসংগতির উদাহরন – দেশী> দিশী

১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় – অধিকরণে ৭মী বিভক্তি

১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ

১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ

১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর

২০) কবর কবিতাটি কোন কাব্যের – রাখালী


 গুরুত্বপূর্ণ শব্দার্থ।


০১| অভ্র___মেঘ/আকাশ(শুভ্র--সাদা)

০২| অভ্র___খনিজ ধাতু(Mica)

০৩| অয়োময়___লৌহকঠিন

০৪| অবিহিত___অনুচিত

০৫| অবিরাম___অনবরত

০৬| অভিরাম___সুন্দর

০৭| অভিনিবেশ__মনোযোগ

০৮| ওষ্ঠাধর___উপরের ও নিচের ঠোঁট

০৯| অলীক___মিথ্যা

১০| অনীক___সৈন্য

১১| ফরিক___সৈন্য

১২| অনিকেত___গৃহহীন/ছন্নছাড়া

১৩| অর্বাচীন___মূর্খ/কনিষ্ঠ/অপক্ব

১৪| অষ্টরম্ভা___ফাঁকি/শূন্য

১৫| অধমর্ণ___ঋণী/ঋণগ্রহীতা

১৬| উত্তমর্ণ___সুদখোর/ঋণদাতা

১৭| অসি____অস্ত্র/আয়ূধ/প্রহরণ/খড়ক

১৮| অছি___অভিভাবক

১৯| অমরাবতী__স্বর্গ/স্বর্গীয় উদ্যান

২০| অপঙ্গ___দৃষ্টিকোণ

২১| অপলাপ__অস্বীকার/গোপন

২২| অশ্ব___ঘোড়া

২৩| অশ্ম___পাথর

২৪| অশন___খাদ্যদ্রব্য

২৫| আঁধার___অন্ধকার

নোট→নোট রমজান

২৬| আধার___স্থান

২৭| আহব____যুদ্ধ

২৮| আশী___দাঁত

২৯| আপণ(সাধু শব্দে)___দোকান

৩০| আসার____প্রবল বৃষ্টিপাত/জলকণা

৩১| আষাঢ়___মাস বিশেষ

৩২| আবরণ__পোশাক

৩৩| আভরণ___অলঙ্কার

৩৪| আকিঞ্চন___চেষ্টা

৩৫| ইনকিলাব___বিপ্লব

৩৬| ইত্তেফাক___সম্প্রীতি

৩৭| উচাটন___উৎকণ্ঠা

৩৮| উদীচী____উত্তর দিক

৩৯| প্রতীচী____দক্ষিণ দিক

৪০| পাশ্চাত্য_____পশ্চিম দিক

৪১| প্রতীচ্য___পূর্ব দিক

৪২| উত্তরী/উত্তরীয়___চাদর

৪৩| উপরোধ___অনুরোধ

৪৪| উপাদান___উপকরণ

৪৫| উপাধান___বালিশ

৪৬| উৎকুন____উকুন

৪৭| ঊর্মি____ঢেউ

৪৮| ঊর্ণনাভ___মাকড়সা/অষ্টপদ

৪৯| ঋক____শ্লোক/ছোট কবিতা/শোলক

৫০| ঋজু____সোজা(বক্র-বাঁকা)

৫১| কপোত___কবুতর

৫২| কপোল___গাল/গণ্ডদেশ

৫৩| কপাল____ললাট/ভাগ্য

৫৪| কড়চা/রোজনামচা____দিনলিপি

৫৫| কালকূট___তীব্রবিষ

৫৬| কিরীট___মুকুট

৫৭| কুহক___মায়া/ছলনা

৫৮| কুহেলী/কুজ্ঝটিকা___কুয়াশা

৫৯| কিণাঙ্ক___হাতের শক্ত চামড়া/কড়া

৬০| কুঁড়ি___কোড়ক/মুকুল

৬১| কুল___গোত্র/বংশ

৬২| কূল___তীর/নদীর কূল

৬৩| কূপমণ্ডুক__কুয়োর ব্যাঙ/ঘরকুনে

৬৪| কুক্কুট___মোরগ

৬৫| কুঞ্জর/শশ___খরগোশ

৬৬| কুঞ্জর___বন(নিকুঞ্জ--বাগান)

৬৭| কোষ্ঠী___জন্মপঞ্জিকা

৬৮| ক্রান্তি___পরিবর্তন(৮ম শ্রেণির বাংলা১ম)

৬৯| কুশীলব___অভিনেতা

৭০| ক্ষিতিতল___ভূতল

৭১| খতরনাক__বিপজ্জনক/মারাত্মক

৭২| খদ্যোক___জোনাকি পোকা

৭৩| খেচর___পাখি

৭৪| গতাসু___মৃত

৭৫| গুবাক___সুপারিগাছ

৭৬| চঞ্চু____ঠোঁট

৭৭| ছুতার/সূত্রধর___কাঠমিস্ত্রি

৭৮| জঙ্গম__গতিশীল(বিপরীত স্থাবর)

৭৯| জাহাকুল/ক্রীতদাস__গোলামের হাসি

৮০| জাঙ্গাল___বাঁধ

৮১| জুলমাত___অন্ধকার

৮২| তক্ষক____বিষধর সাপ

৮৩| তণ্ডুল____চাল

৮৪| তামরস___পদ্মফুল

৮৫| তাম্বুল____পান

৮৬| তিমিরকুন্তলা__রাত্রি

৮৭| তিমিরবিদারী___সূর্য

৮৮| দুর্মর____কঠিন প্রাণ

৮৯| দৌবারিক___দারোয়ান

৯০| ধীমান____জ্ঞানী

৯১| ধীবর____মৎস্যজীবী/জেলে

৯২| নীপ____কদম

৯৩| নীর___পানি(নীড়--বাসা)

৯৪| পনস___কাঁঠাল

৯৫| পরভৃৎ___কাক

৯৬| পরভৃত___কোকিল

৯৭| পল্বল___ডোবা

৯৮| পরশ্ব___পরশু

৯৯| পঞ্চস্বর___কোকিলের সুরলহরী

১০০| পাথার____সমুদ্র

নোট→ Md. Ramjan

১০১| পারিষদ___মোসাহেব/চাটুকার

১০২| পাণি___হাত(পানি--জল)

১০৩| পাঞ্জেরি___জাহাজের অগ্রভাগে থাকা নৌকর্মী(রূপক অর্থে জাতির পথ প্রদর্শক)

১০৪| পুষ্পারতি___ফুলের বন্দনা

১০৫| পুলিন___সৈকত/তট/বেলাভূমি

১০৬| পেলব___কোমল

১০৭| পেটোয়া___অনুগত বাহিনি

১০৮| পোখরাজ___মণি বিশেষ

১০৯| প্রভাস___প্রখরদীপ্তি

১১০| প্রমাদ___ভুলভ্রান্তি

১১১| দেড়ী___দেড়গুণ

১১২| সার্ধ___দেড়

১১৩| প্রমিত___জ্ঞাত

১১৪| প্রথিত___বিখ্যাত

১১৫| প্রাকার___বিশ্বাস

১১৬| প্রাংশু____দীর্ঘকায়

১১৭| প্রকৃত__যথার্থ(প্রাকৃত-স্বাভাবিক)

১১৮| প্রস্রবণ___ঝরনা

১১৯| বক্র/বঙ্কিম___বাঁকা

১২০| বায়স___কাক

১২১| বারওয়ারি___সর্বজনীন

১২২| বামেতর___ডান

১২৩| বানি__গয়না তৈরির মজুরি(বাণী-কথা)

১২৪| বিটপী___বৃক্ষ

১২৫| বিধু