Showing posts with label আপনি জানেন কি. Show all posts
Showing posts with label আপনি জানেন কি. Show all posts

আপনি জানেন কি - Apni Janen Ki part 03- জানার কোন শেষ নাই ! কিছু অবাক করা তথ্যঃ

আপনি জানেন কি - Apni Janen Ki part 03- জানার কোন শেষ নাই !  কিছু অবাক করা তথ্যঃ
1) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
2) আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।
3) এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।
4) এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।
5) এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।
6) গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।
7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।
9) জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
10) যখন চাঁদ সরাসরি মাথার উপর, তখন
আপনার ওজন সবচেয়ে কম।
11) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!
13) এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব !
14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
15) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
16) পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
17) পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ।দিয়ে।
18) প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার!
19) ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে!
20) মাছেরও কাশি হয়।
21) মৌমাছির চোখ পাঁচটি।
22) মশার দাঁত ৪৭ টি।
23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।
24) শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
25) হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
26) বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২লাখ বার পলক ফেলে।
28) মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ (নিউরন)।
29) হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
30) মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত!
31)প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।
32) আপনি চোখ খুলে কখনোই হাঁচি।দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
33) আপনি কখনো আপনার কনুই কামড়
দিতে পারবেন না । চেষ্টা করে দেখুন!
34) গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার।আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো!
35) আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয়।

আপনি জানেন কি - Apni Janen Ki part 03 - "যে গ্রামের লোকেরা কখনও আদালতে যায় না"

আপনি জানেন কি - Apni Janen Ki part 03

"যে গ্রামের লোকেরা কখনও আদালতে যায় না"
নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রাম। এই গ্রামে দুশো বছরের ইতিহাসে কখনো পুলিশ ঢোকেনি। কোন মামলা আদালয়ে যায়নি। এ গ্রামে আলাদা একটা গণতান্ত্রিক প্রথা চালু আছে। গ্রামের নিজেস্ব সংসদ ভবন আছে, আদালত আছে। ১৯৫৭ সালে গঠিত তাদের নিজেস্ব সংবিধান আছে। ১১ টা পাড়া নিয়ে এ গ্রাম গঠিত। তারা নিজেদের উন্নয়ন নিজেরা করে। নিজেস্ব সংসদীয় কমিটি আছে যারা গ্রামকে নিয়ন্ত্রণ করে। অসাধারণ সভ্য একটা গ্রাম। এ গ্রামের একটা রাজধানি আছে। এখানে বাল্য বিবাহ নেই, যৌতুক নেই।
এ গ্রামের ইতিহাসে কখনো মারামারি হয়নি। জমি নিয়ে বিরোধ বা কোন কিছু নিয়ে বিরোধ হলে তারা নিয়মতান্ত্রিক নিজেস্ব আদালতের মাধ্যমে নিস্পত্তি করে। তারা বাংলাদেশ সরকারকে আলাদা কর্ম চাপে ফেলে দেয়না। প্রতিটা জমির খাজনাপাতি ঠিক সময়ে পরিশোধ করে।। এ গ্রামে কখনো হত্যাকান্ড ঘটেনি। সবাই শিক্ষিত। তারা কেউ কেউ ফসল ফলায়, বিদেশে থাকে, অথবা চাকুরী করে। এ গ্রামে শিক্ষিতর হার ১০০%।
এটা ভাবতেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর মানুষ আছে এ দেশে! এত সুন্দর গ্রাম আছে! গ্রামের চারপাশে চলনবিল এর ভেতর দিয়েই একটা সভ্য জাতী গড়ে উঠেছে কেউ তা টের পায়নি!!!
(সংগৃহীত)

আপনি জানেন কি - Apni Janen Ki part 02 - পাকিস্তানের ফেলা যাওয়া অস্র নিয়ে সেই সময়ের ভারত বাংলাদেশ অক্টোবর ১৯৭৪ এ বাংলাদেশ ভারত থেকে অস্র ফেরত পায়

আপনি জানেন কি - Apni Janen Ki part 02

পাকিস্তানের ফেলা যাওয়া অস্র নিয়ে সেই সময়ের ভারত বাংলাদেশ
অক্টোবর ১৯৭৪ এ বাংলাদেশ ভারত থেকে অস্র ফেরত পায়।
সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্র রশদ গুলোর যে গুলি ভারতে নিয়ে যাওয়া হয়েছিল সে গুলি বিষয়ে ১৩ মে ৭৪ মুজিব ইন্দিরা সমঝোতা হয়। জেনেভা কনভেনশনের নিয়ম অনুযায়ী পরাজিতদের যুদ্ধাস্র রসদ বিজয়ী দলের প্রাপ্য হয়। এ যুদ্ধে বিজয়ী পক্ষ দুটি তাই অস্র গুলো সমান হারে ভাগ করা হয়। ৭৪ এর শেষের দিকে বাংলাদেশের প্রাপ্য অস্র ফেরত পায়।

আপনি জানেন কি - Apni Janen Ki part 01 - উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না!

আপনি জানেন কি - Apni Janen Ki part 01

আপনি কি জানেন উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না!
অনেক সময় এমন হয়েছে যে, বিমান টেক অফ করতেছে কিন্তু এর ছায়া খুঁজে পাচ্ছেন না...
হ্যাঁ টেক‌অফের সময় এমনটাই হয়,টেক‌অফের সময় বিমানের ছায়া দেখা যাওয়া বা পাওয়া যায় না।
এর পিছনে বিজ্ঞানের ব্যখ্যা জানা যাকঃ
"আলোর অপবর্তনের* কারণে উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না। আলোকরশ্মিসমূহ উড়োজাহাজের দেহের প্রান্ত দিয়ে গমনের সময় প্রত্যেকটি আলোক রশ্মি আলোক উৎস হিসেবে কাজ করে।এ উৎস গুলো হতে আলোকরশ্মি এসে উড়োজাহাজের নিচে ভূমিতে পতিত হয়। উড়োজাহাজের ঠিক নিচের অংশে এভাবে বহুসংখ্যক আলোকরশ্মি পতিত হ‌ওয়ায় ঐ স্থানে ছায়া গঠিত হতে পারে না।"
*আলোর অপবর্তনঃ কোন প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলো কিছুটা বেঁকে যায়। আলোর এই ধর্মকে আলোর অপবর্তন বলে।