৩৬ তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ফাল্গুনী বাগচী জাতীয় ভার্সিটির স্টুডেন্ট । অথচ ইংরেজি থেকে অনার্স মাস্টার্স করা ফাল্গুনীকে নিয়ে কেউ এতো বড় চিন্তা করে নাই ।

৩৬ তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ফাল্গুনী বাগচী জাতীয় ভার্সিটির স্টুডেন্ট । অথচ ইংরেজি থেকে অনার্স মাস্টার্স করা ফাল্গুনীকে নিয়ে কেউ এতো বড় চিন্তা করে নাই ।
ফাল্গুনী ঢাকায় এসে কোচিং করার সুযোগ পায় নি । পড়াশুনা করেছে ফরিদপুরে থেকেই । শুধু নিজের বিশ্বাসের উপর ভর করে এতো বড় জায়গায় পৌঁছে গেছে সে ।
বিশ্বাসের নমুনাটা দেখাই ।
ক্যাম্পাসে থাকতে এক জুনিয়রের সাথে দেখা হলো সানমারে । তখন সে থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ারে পা দিয়েছে । হাতে ব্যাংক জবের বই । তার স্বপ্ন বেশি কিছু না । পড়াশুনা শেষ করেই বাংলাদেশ ব্যাংকে জয়েন করতে চায় । আর তাই হাতে সবসময় একটা না একটা বই থাকবেই ।
ঢাকা ভার্সিটিতে আসুন ।
কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে যান ।
লম্বা লাইন দিয়ে ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে । এরা প্রত্যেকেই এই বিলিভটা নিয়েই এসেছে যে ... one day he/ she will be someone ..
নাহ শুধু সিভিল সার্ভিস নিয়ে আজকাল কেউ স্বপ্ন দেখে না ।
বহুত ছেলেমেয়ে পাবেন ছাত্র অবস্থাতেই নিজের একটা আইডেন্টিটি নিয়ে কাজ করছে ।
বক্সার মোহাম্মদ আলী একটা কথা বলেছিলেন । কথাটা ছিল ... i will show you how great i am ...
খুবই বোল্ড একটা কথা ।
এই একটা কথা দিয়েই মাটি কাপিয়ে দেয়া যায় ।
এই যে আমরা প্রতিদিন টিউশনের গল্পগুলো করি
এই যে আমরা রেজাল্ট নিয়ে ডিপ্রেশনে থাকি
এই যে আমাদের এতো টানা হেচড়া
এই যে যে এতো এতো ব্যার্থতার গল্প
সবগুলোর পেছনে কিন্তু টার্গেট একটাই । সেটা কি ? সেটা হলো , একদিন আমি দেখায় দিবো ... how great i am ...
এই ছেলেমেয়েগুলাই কিন্তু ক্রাইসিসের মধ্য দিয়ে কথাটার সত্যতা প্রমান করে ।
মেরিন সাইন্সের এক ভাইকে দেখতাম পরীক্ষার আগে টানা চার রাত জেগে পড়াশুনা করে কোর্সে এ প্লাস নিয়ে আসে । ঘুমাতো খুব কম ।
এটাই হচ্ছে দুনিয়ার সব থেকে বড় বিলিভ ।
আর কেউ পারুক বা না পারুক আমি পারি । আমরা পারি ।
এরা কোয়ালিফিকেশনের পরোয়া করে না । কোয়ালিফিকেশন এদের দেখে কোয়ালিফাইড হয় ।
এদের সিভি লেখাটা আর দশটা সাধারন ছেলেদের মতো নয় । তাঁদের সিভিতে একটা কথা প্রচ্ছন্ন ভাবে থেকে যায় । কথাটা হলো ... i will show you how great i am ...
এটাই গ্রেটনেস ।
yap ...one day i will show you how great i am ...
পারলে ঠেকাও.....

No comments:

Post a Comment