সাম্প্রতিক তথ্য

সাম্প্রতিক তথ্য 
১। বিশ্ব বাংলা গেট কোথায় অবস্থিত?
= কলকাতা, ভারত
২ । ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ?
= ৬ ডিসেম্বর , ২০১৮ 
৩। মিস ওয়াল্ড- ২০১৮ তে কে চ্যাম্পিয়ন হন?
মেক্সিকান সুন্দরী ভ্যানেসা পন্তে দে লিওন।
৪। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ
পালিত হয়—
= ১১ নভেম্বর ২০১৮
৫। প্রথমবারের মতো আফগান সরকার ও তালেবানদের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
= রাশিয়া
৬। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন ‘আসিয়ান’-এর ৩৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
= সিঙ্গাপুর
৭ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্রের নাম কী?
=হাসিনা : এ ডটার’স টেল
৮ । ‘স্ট্যান লি’ ছিলেন একজন—
=রাজনীতিবিদ
৯ । সম্প্রতি বিজ্ঞানীরা পরিমাপের কোন এককটির নতুন সংজ্ঞা নির্ণয় করেছেন?
= কিলোগ্রাম
১০ । ‘এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা’র (এপেক) ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
=পাপুয়া নিউগিনি
১১। সবচেয়ে কম বয়সী টেস্ট অভিষিক্ত বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড করেছে কোন বাংলাদেশি
=নাঈম হাসান
১২। ইন্টারপোল’-এর বর্তমান প্রেসিডেন্টের
নাম কী?
=মেং হং হয়ে
১৩ । জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের তথ্য মতে, নারীদের ওপর সহিংসতার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক কোন মহাদেশ?
= আফ্রিকা
১৪ । সম্প্রতি নাসার মহাকাশযান ‘ইনসাইট’ কোন গ্রহে অবতরণ করে?
= মঙ্গল
১৫। পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেছে কোন দেশ?
= ভারত
১৬ । বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে কোন দেশ?
= যুক্তরাষ্ট্র
১৭ । ‘জি-২০’ শীর্ষক অর্থনৈতিক জোটের ১৩তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
= আর্জেন্টিনা
১৮ । বীরপ্রতীক তারামন বিবি মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
=১১
১৯ । ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০১৮’ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদ হিসেবে বিশ্বের শীর্ষ ধনী দেশ-
= সিঙ্গাপুর
২০ । সর্বশেষ তথ্যানুযায়ী বিসিএস ক্যাডার সংখ্যা কতটি?
= ২৬
২১ । সম্প্রতি দেশের কোন জেলায় প্রায় ১২০০ বছর পূর্বের বৌদ্ধদের প্রাচীন নিবেদন স্তূপের সন্ধান পাওয়া গেছে?
= বগুড়া
------------------------@@@@-----------
#সম্মেলন ২০১৮
👉 ১০ম "BRICS" সম্মেলন (২০১৮) হয়েছে = জোহানসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
👉২৫ তম "Commonwealth" সম্মেলন (২০১৮) হয়েছে = লন্ডন, যুক্তরাজ্য। (২০১৭ সালে ভানুয়াতুতে হওয়ার কথা ছিল কিন্তু সাইক্লোন হওয়ার কারনে লন্ডন হয়)
👉১৩ তম "G-20" সম্মেলন (২০১৮) হয়েছে = বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
👉৩৩ তম "ASEAN" সম্মেলন (২০১৮) হয়েছে = সিঙ্গাপুর।
👉 ১২ তম "ASEM" সম্মেলন (২০১৮) হয়েছে = ব্রাসেলস, বেলজিয়াম।
👉২৯ তম "NATO " সম্মেলন (২০১৮) হয়েছে = ব্রাসেলস, বেলজিয়াম।
👉 "COP -24" সম্মেলন (২০১৮) হয়েছে = কেটুইস, পোল্যান্ড।
👉৪৪ তম "G-7" সম্মেলন (২০১৮) হয়েছে = কুইবেক, কানাডা।
👉 ২২ তম "AIDS" সম্মেলন (২০১৮) হয়েছে = আমস্টারডাম, নেদারল্যান্ডস।
👉২৯ তম "আরবলীগ " সম্মেলন (২০১৮) হয়েছে = দাহরান, সৌদি আরব
👉২৯ তম "আরবলীগ " সম্মেলন (২০১৮) হয়েছে = দাহরান, সৌদি আরব।
👉২৬ তম " APEC " সম্মেলন (২০১৮) হয়েছে = পোর্ট মোর্সবি, পাপুয়া নিউগিনি।
👉 ৫ম "BIMSTEC " সম্মেলন হয়েছে হবে = কলম্বো, শ্রীলংকা।
👉৪৫ তম " OIC " পররাষ্ট্র মন্ত্রীদদের বৈঠক (২০১৮) হয়েছে = ঢাকা, বাংলাদেশ।
👉৩৯তম(২০১৮) GCC সম্মেলন হয়েছে- রিয়াদ,সৌদি আরব

No comments:

Post a Comment