What is Pilot Fish Behavior? Pilot Fish কী? #Pilot_Fish_Behaviour_কী?

#Pilot_Fish_Behaviour_কী?

Pilot Fish কী?

পাইলট এক ধরনের মাছ যা ক্যারিবীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এরা বড় হাঙ্গরের গা ঘেষে চলে এবং হাঙ্গরের গায়ে জমা শেওলা খেয়ে বেঁচে থাকে। হাঙ্গর এই মাছগুলোকে খেতে পারে না। 

কেন Pilot Fish বলা হয়?

একটি ক্ষুদ্ররাষ্ট্র এমনভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করে যাতে করে দেশটি বৃহৎ শক্তির সাথে সম্পর্ক বজায় রেখে টিকে থাকতে পারে। অনেক সময় এভাবেই তারা বৃহৎ রাষ্ট্রকে আস্থায় নিয়ে টিকে থাকে এবং আন্তর্জাতিকভাবে স্থান করে নেয়। 

এই তত্ত্বের উদ্ভাবক কে?

তত্ত্বের জন্ম দিয়েছেন স্ক্যান্ডিনেভিয়ান বিশেষজ্ঞ Erling Bjol. তিনি ক্ষুদ্ররাষ্ট্রের এই বিহেভিয়ারকে Pilot Fish Behaviour নামে আখ্যায়িত করেন। এই তত্ত্বের মূল কথা হচ্ছে Keep close to the shark to avoid being eaten. অর্থাৎ হাঙ্গরের পাশাপাশি থাকো যাতে হাঙ্গর তোমাকে খেতে না পারে। 

কেন উদ্ভাবন করলেন?

তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সীমান্তবর্তী নর্ডিকভুক্ত দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক কীভাবে রক্ষা করবে এটা বোঝাতে গিয়ে তিনি Pilot Fish Behaviour এর তত্ত্ব দিয়েছিলেন। অর্থাৎ পাইলট মাছ যেভাবে আচরণ করে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সেভাবে আচরণ করা উচিত। যাতে করে বড়রাষ্ট্রগুলো ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে গ্রাস করতে না পারে। ক্ষুদ্র রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী বড় দেশের সম্পর্কের প্রশ্নে এই তত্ত্ব ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment