BCS National and International Recent information - #সাম্প্রতিক_দর্পণ - আপডেট তথ্য:

BCS National and International Recent information -  #সাম্প্রতিক_দর্পণ - আপডেট তথ্য:



১. ১৭ মার্চ-২৬ মার্চ ২০২১ জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কী?

উত্তর: মুজিব চিরন্তন।

২. ঢাকা- জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত?

উত্তর: ৫৯৫ কিমি।

৩. LDC থেকে বাংলাদেশ কবে বের হবে?

উত্তর: ২০২৬ সালে।

৪.'পাম টাওয়ার' কোন দেশে অবস্হিত?

উত্তর: দুবাই,সংযুক্ত আরব আমিরাত।

৫. ২২ মার্চ ২০২১ ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করেন? 

উত্তর: গান্ধী শান্তি পুরস্কার ২০২০।


৬.২০২১ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি?

উত্তর: ফিনল্যান্ড।

৭. ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর: হবিগন্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

৮. কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু (Bird Flu) পাওয়া যায়?

উত্তর: রাশিয়া,২০২১ সালে।

৯.সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বঙ্গবন্ধু চেয়ার' পদে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

১০. গিনেস বুকে রেকর্ড হওয়া 'শস্যচিত্রে বঙ্গবন্ধু'র মোট অায়তন কত?

উত্তর: ১,১৯,৪৩০.২৭৩ বর্গমিটার।

ধন্যবাদান্তে,

মিজানুর রহমান, অফিসার(জেনারেল),

বাংলাদেশ ব্যাংক,

মতিঝিল অফিস,ঢাকা।

No comments:

Post a Comment