বাংলা বর্ণমালার সংখ্যাতত্ত্ব - Numerology of the Bengali alphabet

 বাংলা বর্ণমালার সংখ্যাতত্ত্ব - Numerology of the Bengali alphabet




৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

বাংলা বর্ণমালার সংখ্যাতত্ত্ব

----------------------------------

* বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি।(স্বরবর্ণ ১১টি+ ব্যঞ্জণবর্ণ ৩৯টি)

* বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)

* বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)

* বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)

* বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)

* বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে ১০টি (স্বরবর্ণ ৬ টি + ব্যঞ্জণবর্ণ ৪ টি)

* বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)

* বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৬টি (ম, ন, ব,য, র ল)

* বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম)

* বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি ১টি (ল)

* বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)

* বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি১টি (ড়, ঢ়)

* বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি৩টি (ং, ঃ, ৺)

* বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি ১টি(অ)

No comments:

Post a Comment