Here are 10 things you should never know about the Covid-Nineteen vaccine - কোভিড-নাইনটিনের টিকা সম্পর্কে যে ১০টি তথ্য আপনাকে কখনও জানতেই দেওয়া হয়নি:

Here are 10 things you should never know about the Covid-Nineteen vaccine - কোভিড-নাইনটিনের টিকা সম্পর্কে যে ১০টি তথ্য আপনাকে কখনও জানতেই দেওয়া হয়নি:


১. আপনার নিউজফিডে এমন অনেকেই আছেন, যাঁরা আপনার কাছ থেকে অনুমতি না নিয়েই টিকা নিয়ে ফেলেছেন, এমনকি আপনাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি! (সত্যিই বিস্মিত হই ওঁদের মূঢ়তা ও আস্পর্ধা দেখে!)


২. টিকা নেবার সময় ছবি না তুললেও টিকার কার্যকারিতা কমে যায় বলে এখন পর্যন্ত কোনও বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ মেলেনি! (আপনার টিকা-সংক্রান্ত ছবি দেখার জন্য কিংবা মূল্যবান দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য এই বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও কেউ প্রতীক্ষায় নেই!)


৩. আপনার থলথলে শরীরটাকে অর্ধনাঙা অবস্থায় দেখেও আমার মতো অনেকেরই বিশেষ কোনও 'ইন্দ্রিয়গ্রাহ্য' লাভ হয়নি! (হায়, জনগণ যা দেখতে চায়, তা আপনার কোথাও নাই...কোথাও নাই!)


৪. বাস্তবে টিকাদান-কেন্দ্রে মানুষের ভিড় ফেইসবুকে টিকাপ্রাপ্তদের ভিড়ের কয়েক গুণ! (অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ফেইসবুকের বাইরের দুনিয়াটা আজও অপেক্ষাকৃত বড়ো!)


৫. জ্বর, মাথাব্যথা, গায়ে-ব্যথা, বমি বমি ভাব---এসবের কোনওটিই অনুভব করেননি যাঁরা, তাঁরাও টিকা নিয়েছেন! (সকালে টিকা নিয়ে সারাদিন চেষ্টা করেও হাতের পেশির সেই জায়গাতেও বিন্দুমাত্র ব্যথা অনুভব করাতে পারেননি, এমন মানুষও ফেইসবুকে আছেন!)


৬. আপনি টিকা নেবেনই না, এমন ঘোষণাকে দুইপয়সারও দাম না দিয়ে আপনার ফ্রেন্ডলিস্টের অনেকেই টিকা নিয়ে ফেলেছেন! (নির্বোধরা দুধ দিয়ে কালসাপ পোষে, আর আপনি কিনা পুষে চলেছেন এমন মহামূল্যবান সব স্ট্যাটাস দিয়ে কালসাথি!)


৭. আপনি এই দুইসেকেন্ডের টিকাদানে শামিল হয়ে এমন কিছু করে ফেলতে পারেননি, যা মানুষের ইতিহাসে আপনিই প্রথম করে দেখালেন! (বিশ্বাস করুন আর না-ই করুন, আপনার মতন রকেট-সায়েন্টিস্ট রাস্তাঘাটে, পাবলিক-টয়লেটে, পান-বিড়ির দোকানের পাশে ভূরি ভূরি!)


৮. আপনার অক্লান্ত গবেষণালব্ধ টিকাবিরোধী ফেইসবুক পোস্টের বক্তব্যকে সমর্থন করে যাচ্ছেন যাঁরা, তাঁদের অনেকেরই টিকা নেওয়া শেষ! (মানুষ আর মানুষ নাই---আপনিই বলেন, এই দুনিয়ায় কাকে বিশ্বাস করে বেঁচে আছেন!)


৯. টিকা নেওয়ার চেয়ে সোজা কাজ এই পৃথিবীতে খুব বেশি নেই, যা কিনা সবাইকে 'বিশ্বাস না হলে দেখুন ছবিসহ' স্টাইলে দেখিয়ে-টেখিয়ে আপনি বিশ্বাস করে ফেলেছিলেন, একজীবনে এমন একটা সচিত্র টিকার্জন সবার ভাগ্যে জোটে না! (যদিও টিকাদান-কেন্দ্রের ফ্লোরে আপনার সদম্ভ পদধূলি-অর্পণের কাছে চাঁদের মাটিতে নিল আর্মস্ট্রংয়ের সকম্পিত ঠ্যাং-রাখা নেহায়েতই নিষ্প্রভ!)


১০. আপনি টিকা নিলেন কি নিলেন না, তা দিয়ে কারও কিচ্ছু এসে যায় না! (মানুষ কী খারাপের খারাপ, আপনার মতন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি 'অদ্যাবধি' টিকা না নেওয়া সত্ত্বেও সমস্ত বিবেকবোধ বিসর্জন দিয়ে সামান্য তুচ্ছ অকিঞ্চিৎকর মাতৃদত্ত জীবনখানি বাঁচানোর লোভ সামলাতে না পেরে দুড়ুম দুড়ুম টিকা নিয়ে ফেলছে, ভাবা যায়!)


শেষ করছি একখান 'প্রেমিকা চাই' বিজ্ঞাপন নিবেদন করে...


টিকার লাইনে নাম লিখিয়েও

দেখো, দিব্যিই আছি ফাইন!

তোমার জন্যই তো এত কিছু,

আমার হও না ভ্যালেন্টাইন!

No comments:

Post a Comment