Roza is a Persian word, in Arabic ‘Soom’. ‘Fasting’ in Bengali, ‘Fast’ in English - মেডিকেল সায়েন্সের পরিভাষায় রোজার নাম দেওয়া হয়-“অটোফেজি” - In medical science terminology the name ramadan is given- “autophagy”

রোজা’ ফারসি শব্দ, আরবিতে ‘সওম’। বাংলায় ‘অনশন /উপবাস’ ,ইংরেজিতে ‘ফাস্ট’। কিন্তু মেডিকেলের পরিভাষায় রোজার কোনও নাম ছিল না ও মেডিকেল বই গুলোতে রোজা’র বিশেষ কোন গুণাগুণও উল্লেখ ছিল না। তাই অনেক ইসলাম বিরোধী লেখক “ইসলামী রোজা পদ্ধতি”কে খারাপ প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করতেন। তার সাথে কিছু ইসলাম দরদী লেখক “ইসলামী রোজা পদ্ধতি”কে ভালো প্রমাণ করার জন্যও বিভিন্ন যুক্তি উপস্থাপন করতেন। এই অবস্থা 2016 সাল পর্যন্ত অব্যহত থাকে, 2016 সালে মেডিকেল সায়েন্সের পরিভাষায় রোজার নাম দেওয়া হয়-“অটোফেজি”। এই “অটোফেজি” আবিষ্কার করে 2016 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানী ‘ইউসোনরি ওসুমি' নোবেল পুরস্কার পান। অটোফেজি কি ? - একদম সহজ ভাষায় বললে হবে- আমাদের শরীরে এম,জি,এফ-1 হরমোন থাকে। এই হরমোনের কাজ হল- শরীরে নতুন কোষ তৈরী করা। এবং যখনই এই হরমোন শরীরে বেড়ে যায়, তখনই শরীরে হুহু করে কোষ বাড়তে থাকে এবং শরীরও বাড়তে থাকে। এমন অবস্থায় শরীরে বিভিন্ন ধরনের রোগের জন্ম হবে। আর সেগুলো হল- সুগার, প্রেসার, ক্যানসার ! সুগার ও প্রেসার থেকে শুরু হয় হার্ট, চোখ ও কিডনির সমস্যা ইত্যাদি। এখন প্রশ্ন হল- এই হরমোন শরীরে বাড়ে কেন?? উত্তর- যখনই প্রয়োজনের অধিক খাওয়া -দাওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে- উপরিউক্ত বিজ্ঞানী নোবেল পেলেন কেন?? উত্তর- যদি কোন মানুষ বছরে অন্তত 20 বা 25 দিন 12 থেকে 14 ঘন্টা সম্পূর্ণ “উপবাস” করে, তখন তার শরীর থেকে এই হরমোন(M.G.F -1)এর পরিমাণ প্রয়োজনের থেকে অনেকটাই কমে যাবে। এমন অবস্থায় তার শরীরে নতুন কোষ তৈরী হতে পারবে না। এবং শরীরের সবল কোষ গুলো দুর্বল কোষ গুলোকেই খেতে শুরু করবে। ফলে সুগার, প্রেসার ও ক্যানসারের সম্ভাবনা শূন্য(0) হয়ে যাবে। এই প্রক্রিয়াকে “মেডিকেল সায়েন্স” এর ভাষায় “অটোফেজি” বলা হয়। -এই গবেষণার জন্যই বিজ্ঞানী ইউসনোরি ওসুমি’কে “নোবেল” পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয়। বর্তমান সময়ে ক্যানসার প্রতিরোধের জন্য এর চেয়ে ভালো পদ্ধতি আর নেই। উল্লেখ্য বিজ্ঞানী ইউসনোরি ওসুমি আরো বলেন- “আরও ভাল হয় যদি কেউ ঐ 20-25 দিন ছাড়াও সপ্তাহে আরও দুদিন সম্পূর্ণ উপবাস করেন”। তিনি এও বলেন- “আমি নিজেও এই পদ্ধতিতে জীবন যাপন করি”। এই ঘটনার কিছু দিন পর এক মুসলিম বন্ধুর থেকে জানতে পারেন- “মুসলিমরা বছরে গোটা এক মাস সম্পূর্ণ উপবাস করেন এবং সপ্তাহে দুই দিনও কিছু মুসলিম উপ বাস করেন এবং 1500 বছর ধরে করেআসছেন”। ..এটা জানার পর বিজ্ঞানী চমকে ওঠেন এবং আগ্ৰহের সঙ্গে জিজ্ঞাসা করেন-“কে এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন”?? উত্তর পান- বিশ্বনবী মুহাম্মদ (সা:)। ... অত:পর সেই বিজ্ঞানী এখন কোরান নিয়ে গবেষণা করছেন - আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য ওসুমি জাপানের ফুকুকায় জন্মগ্রহণ করেন। টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে বিজ্ঞানে স্নাতক ও ১৯৭৪ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক সিটির রকফেলার বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো ছিলেন। ১৯৭৭ সালে সহযোগী গবেষক হিসেবে টোকিও বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। ১৯৮৬ সালে প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ১৯৮৮ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ১৯৯৬ সালে ওকাজাকি সিটিতে অবস্থিত জাতীয় বেসিক বায়োলজি ইনস্টিটিউটে স্থানান্তরিত হন। সেখানে তিনি অধ্যাপকের দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত হেয়ামার গ্র্যাজুয়েট এডভান্সড স্টাডিজ বিশ্ববিদ্যালয়েও অধ্যাপকের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে অবসর নেয়ার পরও ইনোভেটিভ গবেষণা ইনস্টিটিউট ও টোকিও প্রযুক্তি ইনস্টিটিউটে অধ্যাপকের দায়িত্ব চালিয়ে যান। // Collected

Rosa is a Persian word, in Arabic ‘Soom’. 'Fasting' in Bengali, 'Fast' in English. But in medical terms, Rosa had no name and no special qualities of Rosa were mentioned in the medical books. So many anti-Islamic writers used various arguments to disprove the "Islamic fasting system". Along with this, some Islam-loving writers used to present various arguments to prove the "Islamic fasting system" well. This condition continued until 2016, in 2016, in medical science terminology, Roger was given the name - "autophagy". The Japanese medical scientist Usonori Osumi received the Nobel Prize in 2016 for discovering this "autophagy". What is autophagy? - Simply put, our body has M, G, F-1 hormones. The function of this hormone is to make new cells in the body. And whenever this hormone increases in the body, the cells in the body start growing and the body also grows. In such a situation different types of diseases will be born in the body. And those are - sugar, pressure, cancer! Heart, eye and kidney problems start from sugar and pressure etc. Now the question is- why this hormone increases in the body ?? Answer: Whenever there is more food than required. Now the question may be- why did the above scientist get the Nobel ?? A. If a person "fasts" for at least 20 or 25 days a year for 12 to 14 hours, the amount of this hormone (M.G.F-1) in his body will be much less than he needs. In such a condition, new cells cannot form in his body. And the strong cells of the body will start eating the weak cells. As a result, the chances of sugar, pressure and cancer will be zero (0). This process is called "autophagy" in the language of "medical science". - Scientist Usnori Osumi was awarded the "Nobel Prize" for this research. There is no better way to prevent cancer nowadays. "It's better if someone fasts two more days a week in addition to those 20-25 days," said scientist Usnori Osumi. "I live my life this way," he said. A few days after this incident, you can learn from a Muslim friend - "Muslims fast for a whole month a year and some Muslims live two days a week and have been doing so for 1500 years." ..The scientist is shocked to know this and asks with interest- "Who invented this method" ?? Get the answer - Prophet Muhammad (peace be upon him). ... then that scientist is now researching the Qur'an - Alhamdulillah.

Note that Osumi was born in Fukuoka, Japan. He graduated in science from the University of Tokyo in 1978 and received his doctorate in 1984. He was a postdoctoral fellow at Rockefeller University in New York City from 1974 to 1978. He returned to the University of Tokyo in 1986 as an associate researcher. He was appointed as a lecturer in 1986. In 1986, he was promoted to associate professor. In 1997, he moved to the National Institute of Basic Biology in Okazaki City. There he served as a professor. From 2004 to 2009, Heymar was also a professor at the University of Graduate Advanced Studies. After retiring in 2014, he continued to be a professor at the Innovative Research Institute and the Tokyo Institute of Technology. // Collected

No comments:

Post a Comment