BCS Viva অথবা যে কোন Viva তে স্যুট পরবেন না কি পরবেন না??? - বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা

 বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা 


BCS Viva অথবা যে কোন Viva তে স্যুট পরবেন না কি পরবেন না??? 


এটা খুবই কমন একটা প্রশ্ন। 


উত্তরঃ 

ভাইভাতে একজন পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান, বুদ্ধিমত্তা, ইত্যাদি যেরকম পরখ হয় তেমনি আচার আচরণ, মূল্যবোধ, রুচিবোধ ইত্যাদিও মূল্যায়ন করা হয়ে থাকে। Subjective/Objective Judgement এর সাথে psychological judgement ও থাকে।  


পরীক্ষক আপনার সবকিছু যাচাই করে আপনাকে উনাদের ভাবনার ফ্রেমের মধ্যে রাখবেন এবং দেখবেন আপনি ঐ ফ্রেমের জন্য ফিট কী না? 

ফিট হলে আপনি পাশ করবেন নয়তো ফেল। 


পোশাক-পরিচ্ছদ মানুষের রুচিবোধের পরিচায়ক। তাই চাকরির ভাইভাতে মানানসই পোশাক পরে যাওয়া ভালো রুচিবোধের প্রকাশ।  


পেশাগত চাহিদা এবং শারীরিক/বাহ্যিক অবয়বের সাথে মানানসই পোশাক-পরিচ্ছদ ভাইভা বোর্ডে আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে


***মনে রাখবেন "আগে দর্শনধারী, পরে গুণ বিচারী***


স্যুট পরা বলতে একই রংএর ব্লেজার ও প্যান্টস পরা কে বুঝায় শুধু ব্লেজারকে স্যুট বলে না। 


যেসব কারণে- BCS viva তে স্যুট পরে যাওয়া উচিত।


১। আপনার পোশাক আপনার রুচিবোধের পরিচায়ক। সিভিল সার্ভিস এর মত একটা গুরুত্বপূর্ণ চাকরির ভাইভাতে আপনার নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রকে গুরুত্ব দিতে হবে। পোশাক পরিচ্ছদও অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ Non-verbal communication এর জন্য appearance অনেক ক্ষেত্রে বিশেষ অর্থ বহন করে। ভাইভাতেও non-verbal communication ও মূল্যায়ন করা হয়। 


২। সুন্দর, শালীন, মানানসই পোশাক আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। একজন স্যুট পরা ব্যক্তি তার appearance নিয়ে আত্মবিশ্বাসী থাকবে এটাই স্বাভাবিক। 


৩। BCS এর ভাইভাতে স্যুট পরার বাধ্যবাধকতা নেই। তবে গরম লাগবে, এখন গ্রীষ্মকাল, স্যাররা এটা ভাববে/সেটা বলবে  ইত্যাদি বলে স্যুট না পরে যাওয়ার মিথ থেকে দুরে থাকবেন। 

PSC তে যে রুমে আপনি ভাইভা দিবেন সেখানে AC আছে। আর খুব বেশি গরম লাগলে ব্লেজার খুলে হাতে রাখবেন। ভাইভা রুমে প্রবেশ করার আগে পরে নিবেন। 


৪। স্যুট না পরার জন্য আপনি হয়তো ফেল করবেন না তবে স্যুট পরার জন্য আপনি একটু বেশি নম্বর পেলেও পেতে পারেন। ভাইভাতে holistic approach এ মার্কিং হয়। তাই সবদিক বিবেচনা করেই আপনাকে নম্বর দেওয়া হবে। 


৫। ঢাকার এলিফ্যান্ট রোডে ১৫০০-২৫০০ টাকায়ও স্যুট পাওয়া যায়। অথবা কারো কাছ থেকে ধার করে নেন। তবে খেয়াল রাখবেন যেন সেটি মানানসই হয় (বড়/ছোট না হয়)


৬। স্যুট অবশ্যই dark কালারের হবে (Jet Black, Navy Blue, Blue Black, Dark Ash)। তবে কালো/নীল রং নিরাপদ। 


৭। যে কোন হালকা রং (Light Color)এর শার্ট পরতে পারেন। সাদা/আকাশি নীল নিরাপদ পছন্দ. 


৮। স্যুটের সাথে লং টাই পরতে হবে। টাই হবে “হ্যাপি টাই”। Plain/Stripe/dotted ডিজাইনের dark কালারের টাই পরা উচিত। তবে কালো টাই না পরাই ভালো। কালো রং শোকের প্রতীক। নীল/মেরুন/গাঢ় লাল/গাঢ় বেগুনী ইত্যাদি পরা নিরাপদ। টাই পরার সময় শার্টের কালারের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। 

পকেট স্কয়ার, Tie Pin ইত্যাদি না রাখলেও চলে। 


স্যুট পরা না পরা একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে মাঝে মাঝে ব্যক্তিগত ব্যাপারগুলোকে ভিন্ন আঙ্গিকে দেখতে হয়। আর স্যুট পরলে অবশ্যই ভালো করে পরতে হবে। 


With Best Regards

Mahbub 


Md. Mahbubul Islam 

Assistant Commissioner & Executive Magistrate 

Merit-57, 38th BCS Examination

No comments:

Post a Comment