Shomash Bangla Grammar Bcs - সমাস_বিভ্রান্তি_পর্বঃ০১

 #সমাস_বিভ্রান্তি_পর্বঃ০১


একই পদের বিভিন্ন সমাস একনজরে

"

১। আমরা =সে, তুমি এবং আমি (নিত্য সমাস)


আমরা =সে,তুমি এবং আমি (একশেষ দ্বন্দ্ব)


২।ফুল কুমারী =ফুলের কুমারী (ষষ্ঠী তৎপুরুষ)


ফুল কুমারী =কুমারী ফুলের ন্যায়(উমমিত কর্মধারয়)


৩।বিদ্যাসাগর =বিদ্যার সাগর (ষষ্ঠী তৎপুরুষ)


বিদ্যাসাগর =বিদ্যা রুপ সাগর (রূপক কর্মধারয়)


৪।চতুর্ভুজ =চার ভুজের সমাহার (দ্বিগু )


চতুর্ভুজ =চার ভুজ বিশিষ্ট যার


৫।অনুতাপ =অনু(পশ্চাত) তাপ  (প্রাদি সমাস)

অনুতাপ =পশ্চাত তাপ (অবয়ীভাব)


৬। গরমিল =মিলের অভাব (অব্যয়ীভাব)

গরমিল =মিল নেই যাতে (বহুব্রীহি)


৭।পীতাম্বর =পীত অম্বর যার (বহুব্রীহি)

পীতাম্বর =পীত যে অম্বর (কর্মধারয়) 

///

#সমাস_বিভ্রান্তি_পর্ব_:02


১।মুখচন্দ=মুখ চন্দ্রের  ন্যায় (উপমিত কর্মধারয়)


চন্দ্রমুখ =চন্দ্র রূপ মুখ (রুপক কর্মধারয়)


চাঁদমুখ =চাঁদ রুপ মুখ (রূপক কর্মধারয়) 


২।নীলপদ্ম =নীল যে পদ্ম (কর্মধারয়)


নীলোৎপল =নীল যে উৎপল (কর্মধারয় )


নীলাকাশ= নীল যে  আকাশ (কর্মধারয়) 


নীলাম্বর =নীল অম্বর যার (বহুব্রীহি)


 নীল বসনা =নীল বসন যার (বহুব্রীহি)


নীল কণ্ঠ =নীল কণ্ঠ যার (বহুব্রীহি) 


৩। দ্বিগু ও বহুব্রীহির ভিন্নতা


নবরত্ন =নব (নয়) রত্নের সমাহার (দ্বিগু)


পসুরি =পাঁচ সেরের সমাহার (দ্বিগু)


চতুরঙ্গ =চার অঙ্গের সমাহার(দ্বিগু)

চতুরঙ্গ =


#সংখাবাচক_বহুব্রীহি_একনজরে


চৌচালা=চৌ(চার ) চাল যে ঘরের 

(সংখ্যাবাচক বহুব্রীহি) 


 সেতার=সে (তিন) তার যে  যন্ত্রের


দশগজি=দশগজ পরিমাণ যার 


তেপায়া =তিন পা বিশিষ্ট যা


চারহাতি=চার হাত পরিমাণ যা


দোনলা =দুটি নল যার


সহস্রলোচন =সহস্র লোচন যার


দশভুজা =দশ ভুজ যার


দশানন = দশ আনন(মুখ) যার


৪। #অলুক বহুব্রীহি


গায়ে হলুদ =গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে 


হাতে খড়ি =হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে


 মাথায় পাগড়ি =মাথায় পাগড়ি যার


গলায় গামছা =গলায় গামছা যার


হাতে ছড়ি =হাতে ছড়ি যার


মুখে ভাত=মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে


কানে কলম

গায়ে পড়া

হাতে বেড়ি

মাথায় ছাতা

কানে খাটো 


৫।মহানবী =মহান যে নবী (কর্মধারয়)

মহাকীর্তি =মহতি যে কীর্তি


৬।দেশভঙ্গ =দেশকে ভঙ্গ (দ্বিতীয়া তৎপুরুষ)


বিপদাপন্ন =বিপদকে আপন্ন(কর্মধারয়)


কিন্তু

দেবদত্ত =দেবকে দ্ত্ত (চতুর্থী তৎপুরুষ)

গুরুভক্তি =গরুকে ভক্তি(চতুর্থী তৎপুরুষ)


কারণ,দান সেবা,ভক্তি তথা সম্প্রদান অর্থে কে ,রে বিভক্তি যোগে চতুর্থী তৎপুরুষ হবে।


ইত্যাদি =ইতি হতে আদি (৫মী তৎপুরুষ) 


৭।দম্পতি =জায়া ও পতি (দ্বন্দ্ব)


নোট: সৌমিত্র শেখর


প্রস্তুতকারক :এস এম সোহাগ


রাজশাহি কলেজ

প্রস্তুতকারক :এস এম সোহাগ

নোট :সৌমিত্র শেখর (জিজ্ঞাসা)

No comments:

Post a Comment