BCS General knowledge 2021 - সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান)

 চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশ্ন

সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান) ওপর এই নমুনা প্রশ্নপত্রটি (এমসিকিউ) প্রস্তুত করেছেন মহাদেব কর্মকার

১। দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় কত তারিখে?


    ক) ২৬ জানুয়ারি ২০২১


    খ) ২৭ জানুয়ারি ২০২১


    গ) ২৮ জানুয়ারি ২০২১


    ঘ) ২৯ জানুয়ারি ২০২১

উত্তর: খ

২। দেশে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন কে?


    ক) রুনু ভেরোনিকা কস্তা


    খ) ডা. আহমেদ লুৎফুল মোবেন


    গ) অধ্যাপক ডা. নাসিমা সুলতান


    ঘ) এম ইমরান হামিদ

উত্তর : ক

৩। Transparency International 2020-এর প্রতিবেদন অনুযায়ী ‘সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—


    ক) ১০ম খ) ১২তম গ) ১৫তম ঘ) ১৮তম

উত্তর : খ

৪। সম্প্রতি তৃতীয় দেশ হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেছে কোন দেশ?


    ক) বাংলাদেশ   খ) শ্রীলঙ্কা


    গ) নেপাল     ঘ) ভুটান

উত্তর: ক

৫। মার্কিন ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?


    ক) এড্রিল হাইনেস খ) লিন্ডা থমাস গ্রিনফিল্ড গ) আলহান্দ্রো মায়োরকেস


    ঘ) জানেট ইয়েলেন

উত্তর ঘ

৬। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?


    ক) লয়েড অস্ট্রিন খ) কলিন পাওয়েল 


    গ) অ্যান্টনি ব্লেংকেন ঘ) জ্যাক সুলিভান

উত্তর; ক

৭। মার্কিন ইতিহাসে প্রথম কোন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন?


    ক) ডোনাল্ড ট্রাম্প খ) বিল ক্লিনটন


    গ) অ্যান্ড্রু জনসন ঘ) রিচার্ড নিক্সন

উত্তর ক

৮। দেশে করোনা টিকা নিতে কোন ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে?


    ক) বাংলাদেশ পোর্টাল খ) নিরাপদ


    গ) সুরক্ষা ঘ) করোনা

উত্তর : গ

৯। ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০’ পেয়েছেন কতজন?


    ক) ৮ জন     খ) ১০ জন


    গ) ১২ জন    ঘ) ১৫ জন

উত্তর : খ

১০। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে (২০২০) কবিতায় পুরস্কার পেয়েছেন—


    ক) ইমতিয়ার শামীম খ) মুহাম্মদ সামাদ 


    গ) রবিউল আলম ঘ) আনজীর লিটন

উত্তর : খ

১১। সম্প্রতি ভারতের পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন বাংলাদেশের—


    ক) সন্জীদা খাতুন খ) কাজী সাজ্জাদ আলী জহির গ) অধ্যাপক আনিসুজ্জামান


    ঘ) ‘ক ও খ’ উভয়ই

উত্তর ঘ

১২। WHO-এর মতে, বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী কোনটি?


    ক) মক্কা   খ) মদিনা


    গ) জেরুজালেম  ঘ) কোনোটিই নয়

উত্তর খ 

১৩। চা বোর্ডের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?


    ক) ১৬৪টি খ) ১৬৫টি গ) ১৬৬টি ঘ) ১৬৭টি

উত্তর : ঘ

১৪। সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি?


    ক) ৬৫১টি     খ) ৬৫২টি


    গ) ৬৫৩টি     ঘ) ৬৫৪টি

উত্তর খ

১৫। দেশের সর্বশেষ থানা দুটির নাম কী?


    ক) শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), হাতিরঝিল (ঢাকা) খ) ওসমানীনগর (সিলেট), মতিহার (রাজশাহী)


    গ) দৌলতপুর (খুলনা), কাউখালী (পিরোজপুর) ঘ) ভাসানচর (নোয়াখালী), ঈদগাঁও (কক্সবাজার)

উত্তর: ঘ

১৬। করোনার ভ্যাকসিন দিতে সারা দেশে কতটি টিম গঠন করা হয়েছে?


    ক) ৭২৫২টি    খ) ৭২৭৯টি


গ) ৭৩০১টি    ঘ) ৭৩৪৪টি

উত্তর: ঘ

১৭। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র ‘Bangabandhu Sheikh Mujibur Rahman Space Observatory Centre’ কোথায় নির্মিত হবে?


    ক) ফরিদপুর    খ) পটুয়াখালী


    গ) পঞ্চগড়     ঘ) কক্সবাজার

উত্তর: ক

১৮। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?


    ক) ৩৮টি খ) ৪০টি গ) ৪২টি ঘ) ৪৫টি

উত্তর: খ

১৯। সাকরাইন উৎসবের সঙ্গে বাংলা কোন মাসের শেষ দিন সম্পর্কিত?


    ক) কার্তিক খ) অগ্রহায়ণ গ) পৌষ ঘ) মাঘ

উত্তর গ

২০। কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে?


    ক) ২০২৪ সালে খ) ২০২৬ সালে


    গ) ২০২৮ সালে ঘ) ২০৩০ সালে

উত্তর খ

২১। অটেক্সার পরিসংখ্যান ২০২০ অনুযায়ী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?


    ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ

উত্তর; গ

২২। ‘নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না’—এই মর্মে হাইকোর্টের রায় কবে দেওয়া হয়?


    ক) ১০ জানুয়ারি ২০২১ 


    খ) ১২ জানুয়ারি ২০২১ 


    গ) ১৪ জানুয়ারি ২০২১


    ঘ) ১৭ জানুয়ারি ২০২১

উত্তর; ক

২৩। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোন সোশ্যাল মিডিয়া স্থায়ীভাবে নিষিদ্ধ করে?


    ক) ফেসবুক        খ) ইনস্টাগ্রাম


    গ) হোয়াটসঅ্যাপ     ঘ) টুইটার

উত্তর ঘ

২৪। সম্প্রতি জি-৭-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?


    ক) অ্যাঙ্গেলা মার্কেল খ) জাস্ট্রিন ট্রুডো


    গ) বরিস জনসন ঘ) জো বাইডেন

উত্তর গ

২৫। ঢাকার বিশদ পরিকল্পনার (ড্যাপ) প্রণেতা কে?


    ক) রাজউক খ) ঢাকা সিটি করপোরেশন


    গ) ডিআইটি    ঘ) এলজিআরডি


 উত্তর ক 


উত্তর মিলিয়ে নিন


১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. ক।

No comments:

Post a Comment