Latest 40th BCS viva questions 2021 -৪০তম বিসিএস ভাইভা প্রশ্ন

 ৪০তম বিসিএস ভাইভা প্রশ্ন (১৬/০২/২০২১):

-------------------------------------------------------------

১.মন্ত্রীপরিষদ সচিবের কাজ বলেন।

২.প্রশাসন ক্যাডারের Hierarchy টা বলেন।

৩.UNO এর কাজ কী?

৪.প্রশাসনে কেন আসতে চাচ্ছেন?

৫.সাবজেক্ট এর সাথে ক্যাডারের মিল কোথায়?

৬.মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ কী কী কাজ করেন?

৭.ADB, World Bank, GDP, GNP সম্পর্কে বলেন? 

৮. ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদে সংসদ সদস্য কতজন ছিল?

৯.Blue Economy কী?

১০.Introduce yourself.

১১.বাংলাদেশে যে টেকসই উন্নয়ন হচ্ছে, তা কীভাবে বুঝছেন?

১২.বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে যে মন্তব্যগুলো করছে,সেগুলো বলেন।

১৩.সংবিধান কী?

১৪.ভিশন ২০২১ কী?

১৫.মধ্যম আয়ের দেশ বলতে কী বোঝেন?

১৬.আপনার Academic Background ইংরেজিতে বলেন।

১৭.নিজের নামের অর্থ বলেন।

১৮.মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেন।

১৯.আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে বলেন। 

২০.Covid-19 সম্পর্কে বলেন। 

২১.বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার ইনডিকেটর গুলো বলেন।

২২.রোহিঙ্গা সমস্যার বিস্তারিত বলেন।

২৩.অন্যান্য।

মোটামুটি এই প্রশ্নগুলোই আজকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে। আজকে ছিল প্রেসিডেন্শিয়াল ভাইভা।  

#Collected

No comments:

Post a Comment