আইসিটি বিষয়াবলী প্রস্তুতি নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া হলো

১৪১. প্রশ্নঃ “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক –
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
১৪২. প্রশ্নঃ The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় –
উত্তরঃ ১৯৬২ সালে
১৪৩. প্রশ্নঃ Understanding Media প্রকাশিত হয় –
উত্তরঃ ১৯৬৪ সালে
১৪৪. প্রশ্নঃ বিশ্বগ্রামের মূলভিত্তি –
উত্তরঃ নিরাপদ তথ্য আদান প্রদান
১৪৫. প্রশ্নঃ বিশ্বগ্রামের মেরুদণ্ড –
উত্তরঃ কানেকটিভিটি
১৪৬. প্রশ্নঃ কম্পিউটার দিয়ে -
উত্তরঃ গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
১৪৭. প্রশ্নঃ বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার –
উত্তরঃ ওয়েবসাইট
১৪৮. প্রশ্নঃ EHRএর পূর্ণরুপ –
উত্তরঃ Electronic Heath Records
১৪৯. প্রশ্নঃ অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে –
উত্তরঃ অফিস অটোমেশন
১৫০. প্রশ্নঃ IT+Entertainment =
উত্তরঃ Xbox
১৫১. প্রশ্নঃ IT+Telecommunication =
উত্তর: iPod
১৫২. প্রশ্নঃ IT+Consumer Electronics=
উত্তরঃ Vaio
১৫৩. প্রশ্নঃ কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে –
উত্তরঃ ৫ম প্রজন্মের কম্পিউটারে
১৫৪. প্রশ্নঃ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় –
উত্তরঃ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
১৫৫. প্রশ্নঃ রোবটের উপাদান-
উত্তরঃ Power System, Actuator, Sensor, Manipulation
১৫৬. প্রশ্নঃ PCB এর পূর্ণরূপ –
উত্তরঃ Printed Circuit Board
১৫৭. প্রশ্নঃ খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো –
উত্তরঃ মিশরীয়রা
১৫৮. প্রশ্নঃ নেপোলিয়নের চিকিৎসক ছিলেন –
উত্তর: ডমিনিক জ্যা ল্যারি
১৫৯. প্রশ্নঃ মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ –
উত্তরঃ স্পুটনিক-১
১৬০. প্রশ্নঃচাঁদে প্রথম মানুষ পৌঁছে –
উত্তরঃ ২০জুলাই, ১৯৬৯ সালে

No comments:

Post a Comment