৪০তম বিসিএস প্রিলি বাংলা

৪০তম বিসিএস প্রিলি
১। দীপ ও ধূপ কাব্যগ্রন্থ কার ?
= কামিনী রায়
২। পর্দা প্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনটি ?
= অবরোধবাসিনী 
৩। আবোল তাবোল কার লেখা ?
= সুকুমার সেন
৪। মৈনাক যার ছদ্মনাম
= শামসুর রাহমান
৫। সুখের লাগিয়ে এ ঘর বাধিুন অনলে পুড়িয়া গেল - পঙক্তিটি কার ?
= জ্ঞানদাস
৬। বেদের মেয়ে কার নাটক ?
= জসীমউদ্দিন
৭ । বাংলা গদ্য সাহিত্য যে লেখকের রচনা রীতিকে ‘ আলালি ভাষা’ আখ্যা দেয়া হয় ?
= প্যারী চাঁদমিত্র
৮ । কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায় - পঙক্তিটি কার ?
= জীবনানন্দদাম
৯ । বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা
= লাল নীল দীপাবলী
১০ । স্বাধীনতা কবিতাটি কীভাবে আমাদের হলো - কবিতাটির কবি ?
= নির্মেলেন্দ গুন
১১। কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ময়মনসিংহের স্থানটির নাম কী ?
= দরিরাম পুর
১২। মধ্যযুগের প্রথম কবি ?
= বড়ু চন্ডী দাস
১৩। বৈষ্ণব পদাবলীতে রস যত প্রকার
= পঞ্চ রস
১৪। পুরোনো বাংলা গদ্য - গ্রন্থের লেখক
= আনিসুজ্জামান
১৫। আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি
= দোলন চাঁপা
১৬। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আরেক হাতে রণতুর্ষ - যে কবিতার চরণ
= বিদ্রোহী
১৭ । ষোল নয় , আমার মাতৃভাষার ষোলশত রুপ - উক্তিটি কার ?
= মুনীর চৌধুরী
১৮ । পায়ের আওয়াজ যায় - কী ধরনের নাটক ?
= মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য নাটক
১৯ । বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ - কবিতাটি কার ?
= মোহাম্মদ মনিরুজ্জামান
২০ । উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস
= কর্ণফুলি
২১। মগ্নচৈতন্য শিস - উপন্যাসটি কার ?
= সেলিনা হোসেন
২২। দেবদাস - উপন্যাসটি শরত কত বছর বয়সে লিখেছিলেন ?
= ২৫ বছর
২৩ । বাংলা গদ্যের ‘যথার্থ শিল্পী’ কাকে বলা হয় ?
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৪। মঙ্গলকাব্যের যে চরিত্রটি ‘দেবতা- বিরোধী -
= চাঁদ সওদাগর
২৫। মধুসূদন দত্ত রচিত ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের ?
= চতুর্দশপদী
২৬। রবীন্দ্রনাথের যে কাব্যে ‘একজন কবির সঙ্গে যে শিল্পীকে ‘ দেখা যায়
= মানসী
২৭ । স্মৃতি ঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে - গানটির গীতিকার কে ?
= শামসুর রাহমান
২৮ । যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে ?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
২৯ । মরণ রে , তুঁহুঁ মম শ্যাম সমান - পঙক্তিটি কার
= রবীন্দ্রনাথ ঠাকুর
৩০ । ফের দৌসির ‘ শাহনামা ‘ বাংলায় অনুবাদ করেন কে ?
= মোজাম্মেল হক

No comments:

Post a Comment