BCS Exam মডেল টেস্ট পরিক্ষা

BCS Exam মডেল টেস্ট পরিক্ষা

১। জন্ডিস একটি?
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক★
সংকলন
২। কোনটি নিশা-র সমার্থক শব্দ নয়?
যামিনী
শর্বরী
বিভাবরী
অরাতি★
৩। নালিশটা অযৌক্তিক - কোন ধরনের বাক্য?
নেতিবাচক
অস্তিবাচক ★
অনুজ্ঞাবাচক
নির্দেশক
৪। অদোপান্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ?
আদি+পান্ত
আদ্য+ অপান্ত
আদ্যো + পান্ত★
আদ্যো+ উপান্ত
৫। Transparency শব্দের বাংলা পরিভাষা হল?
মুক্ততা
ত্রুটিহীনতা
স্বচ্ছতা★
সাবলীলতা
৬। বিবর শব্দটির অর্থ কি?
বিরাট
ছোট
গর্ত★
পুকুর
৭। মানুষ পদের বিশেষণ?
মনুষ্য
মানস
মনুষ্যত্ব★
মানুষ্য
৮। কবর কবিতায় বৃদ্ধের পুত্র মারা গিয়েছিল কোন মাসে?
শ্রাবণ
বৈশাখ
ফাল্গুন ★
অগ্রহায়ণ
৯। কোনটি গুচ্ছ বিদেশী উপসর্গ?
নিম,ফি★
বদ,পরি
অপি,সু
অনা,ফুল
১০। সৌর কোষের বিদ্যুৎ রাতে ও ব্যাবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে?
ক্যাপাসিটর
জেনারেটর
ষ্টোরেজ ব্যাটারি★
ট্রান্সফরমার
১১। ছাদে বৃষ্টি পড়ে, এ বাক্যে ছাদে কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী★
অপাদানে শূন্য
করণে ৭মী
১২।কাঁচকলা কোন সমাসভূক্ত?
দ্বন্ধ
কর্মধারায়★
বহুব্রিহী
অব্যয়ীভাব
১৩। কূর্ম আবতার বলতে বোঝায়?
মহৎ
অসহায়
অলস★
কুৎসিত
১৪। কোনটি নিত্য মূধন্য- ণ বাচক শব্দ?
পূর্ণ্য★
গ্রহণ
অর্পণ
স্মরণ
১৫। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
১৭ নভেম্বর ১৯৯৯ সালে★
১৮ নভেম্বর ১৯৯৯ সালে
১৯ নভেম্বর ১৯৯৯ সালে
২০ নভেম্বর ১৯৯৯ সালে
১৬। সিসমোগ্রাফ কী?
রক্তচাপ মাপক যন্ত্র
ভূমিকম্প মাপক যন্ত্র★
বৃষ্টি মাপক যন্ত্র
সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র
১৭। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
চতুর+ পদ
চতুষ+ পদ
চতু+ পদ
চতুঃ+ পদ★
১৮। কেতা দুরস্ত বাগধারার অর্থ কি?
অলস
পরিশ্রমী
পরিপাটি ★
দীর্ঘজীবি
১৯। বাংলাদেশে অতী ধনীর সংখ্যা কত জন?
৩৮৫ জন
২৫৫ জন★
৪৮৮ জন
৬০০ জন
২০। যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচন কবে?
জানুয়ারি ২০২১ সাল
আগষ্ট ২০২২ সাল
নভেম্বর ২০২০ সাল★
মার্চ ২০১৯ সাল
২১। গণতন্ত্র সূচকে বিশ্বের ১৭৮ টি দেশের মাঝে বাংলাদেশের অবস্থান?
১৫৭ তম
৩২ তম
১৩৫ তম★
১২৫ তম
২২। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
কৃষনো কুমারী ★
সধবার একাদশী
শর্মিষ্ঠা
নীল দর্পন
২৩। পল এম রোমার কিসে নোবেল পুরস্কার পান?
অর্থনীতি★
রসায়ন
পদার্থ
সাহিত্য
২৪। সূর্য অভিযানে যায় নাসার পেরিত মহাকাশযান পার্কার কবে?
১৬ জুন ২০১৮★
১২ আগষ্ট ২০১৮
২৬ জুন ২০১৭ সালে
১৯ মে ২০১৭ সালে
২৫। ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় কবে?
৫ মে ২০১৮
৬ জুলাই ২০১৮★
১৫ জুন ২০১৮
১৮ আগষ্ট ২০১৮
২৬। পতাকা ৭১ ভাস্কর্যটির ভাস্কর কে?
জয়নুল আবেদীন
মৃনাল কান্তি
রুপম রায়★
কামরুল হাসান
২৭। স্যাটেলাইট ১ পরিচালনা করবে?
BSSCL
BCCSL
বচশ্চল★
BLCSL
২৮। গৌরব কোন ফসলের নাম?
ধান
গম★
ভূট্টা
সরিষা
২৯। বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?
১৮ ফেব্রুয়ারি ২০১৮
২৮ এপ্রিল ২০১৮
১৫ মে ২০১৮★
৬ জুন ২০১৮
৩০। জলবায় পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা?
IUCN
UNOCC
IPCC★
SANDE
৩১। প্রগতি কোন সমাসের উদাহরণ?
নিত্য সমাস
অব্যয়ীভাব সমাস
অলুক সমাস
প্রাদী সমাস★
৩২। চাঁদ মুখ এর ব্যাস বাক্য কোনটি?
চাঁদ মুখ যার
চাঁদের ন্যায় মুখ★
মুখের ন্যায় চাঁদ
চাঁদ যে মুখ
৩৩। সোনালী অরুনের শহর?
এডিনবার্গ
তাসখন্ড
সানফ্রানসিসকো ★
বাংলাদেশ
৩৪। প্রান্তিক হৃদ কোন জেলায় অবস্থিত?
চট্টগ্রাম
বান্দরবান ★
সিলেট
রাঙামাটি
৩৫। ভাষা আন্দোলনের শেষ শহীদ কে?
বরকত
রফিক
জব্বার
সালাম★
৩৬। বাংলাদেশে একমাত্র সমতল ভূমিতে চা চাষা হয় কোথায়?
সিলেট
মৌলভীবাজার
পঞ্চগড় ★
রাজশাহীত
৩৭। হপ্ত পয়কর কার রচনা?
সৈয়দ আলাওল ★
দীনবন্ধু মিত্র
জৈনদ্দিন
অমিয় দেব
৩৮। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় কালকে কি বলা হয়?
ঐশ্বর্য পর্ব
উম্মেষ পর্ব★
বিকাশ পর্ব
সমাপ্তি পর্ব
৩৯। কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা?
রোমান্টিক উপন্যাস★
ঐতিহাসিক উপন্যাস
সামাজিক উপন্যাস
বিয়োগান্তক নাটক
৪০। No Spain আত্মজীবনীর রচয়িতা কে?
সাকিব আল হাসান
মুত্তিয়া মুরালিধরন
শেন ওর্য়ান★
অনিল কুম্বলে
৪১। Never tell a Lie বাক্যটির passive from হবে?
Let not a lie ever be told★
Let a lie never be told
Let a lie not ever be told
Let never be told a lie
৪২। He sat - the fire - me?
In,on
Of,by
By,with★
At,with
৪৩। A speech full of too many words is?
Abig speech
An unimportant speech
Maiden Speech
A verbase speech ★
৪৪। Trees have - of their leaves?
Cast★
Put
Fallen
Thrown
৪৫। The English means?
The English Language
The English Countries
The English people★
The English literature
৪৬। Today the word is passing Throughout - juncture?
Minimum
A lot of
Limited
Critical★
৪৭। মেয়েটি দেখতে তার মায়ের মত?
The girl is like her mother
The girl takes after her mother★
The girl looks as her mother
The girl looks after her Mother
৪৮। The Teacher said ' man is mortal " এর indirect Narration কোনটি?
The teacher said that man is mortal ★
The said that man was mortal
The teacher said man was mortal
None of the above
৪৯। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
I will avail the opportunity
I should take leave of you★
I have seen two deers
Television is a wonderful discovery
৫০। Which of the following Sentence is correct one?
Paper made of wood
Paper is made from wood★
Paper is made by wood
Paper is made on wood
৫১। He said to me ' did you take the Examination ' the indirect from is?
He asked me did i take the examination
He asked to me if i took the examination
He asked me if i had taken the Examination ★
He asked me if i had given the examination
৫২। The old man cannot help- a cup of tea?
Take
Drink
To drink
Having★
৫৩। Which do you think is the neareast in a meaning to proviso?
Sanction
Substitute
Directive
Sitpulation ★
৫৪। To small a rat means?
The small a bad smell
To suspect a trick or deceit★
To have dirty Ways
To mis understand
৫৫। Synonym of apex is?
Base
Zenith★
Bottom
Floor
৫৬। The passive from of the sentence - one should keep one's promise?
Promise should be kept
You shall keep you promise
Promises should be kept at one's own★
It is promise and it should be kept
৫৭। ট্রেন টি ঢাকা যাবে?
The Train is going to dhaka
The train is bound for Dhaka★
The train is leaving to dhaka
The train will go to dhaka
৫৮। Testiomony in the passage implies?
Hypothesis
Test case
Evidence★
Glamour
৫৯। Plant in the passage refers to?
A place in the ground
Something inserted
A perennial product
An industrial product★
৬০। Identify singular Number?
Fungi
Agenda
Formula★
Data
৬১। দুইটি সংখ্যার ল সা গু a এবং গ সা গু b একটি সংখ্যা c হলে অপর সংখ্যাটি কত?
ab
bc
ab/c★
ac/ b
৬২। a:b=4:5ও b:c=6:7 হলে
a:b:c=?
20 :35: 42
24 :30: 35★
35: 30 :24
42 :35: 20
৬৩। Log2√ 520 এর মান কত।
2
6★
3
4
৬৪। 8(2x+3)=2(3x+6) হলে X এর মান?
-1★
-3
0
4
৬৫। ১ টি বর্গাকার জমির ভূমির দৈঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে?
২% বৃদ্ধি
৩% বৃদ্ধি
১০% বৃদ্ধি
৮% বৃদ্ধি★
৬৬। পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত?
২০ বছর
২২ বছর
২৪ বছর★
২৫ বছর
৬৭। কত বর্গফুট এক শতাংশ জমির সমান?
৪৩০.৫ বর্গফুট
৪৩৫.৬ বর্গফুট★
৪৩৪.৬ বর্গফুট
৪৩৬ বর্গফুট
৬৮। কোন নির্দিষ্ট সময়ে মুনাফা - আসলে ৫৬০০ টাকা এবং আসলের ৪০ শতাংশে মুনাফার বার্ষিক হার ৮% হলে সময় নির্ণয় কত বছর?
৭ বছর
৬ বছর
৫ বছর★
৪ বছর
৬৯। নিচের কোন ভগ্নাংশ টি ২/৩ থেকে ছোট?
৭/৮
৫/৬
৩/৪
৩/৫★
৭০। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুন করা হলে গোলকের আয়তন বৃদ্ধি পাবে?
২ গুণ
৪ গুণ
৮ গুণ★
৬ গুণ
৭১। কোন সংখ্যার এক পঞ্চমাংশ থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফিল ১০। সংখ্যাটি কত?
১৫
৭৫★
২৫
৫০
৭২। ৩০ জন লোক কোন কাজ ২৪ দিনে করতে পারে কাজ শুরুর ১২ দিন পরে ১৫ জন চলে গেলে বাকী লোক কতদিনে বাকী কাজ শেষ করতে পারবে?
২০ দিন
২৪ দিন★
১৮ দিন
৩২ দিন
৭৩। ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির ক্ষেত্রফল?
১৮০°
১৫০°
২৭০°
৩৬০°★
৭৪। 2x+y=7 & 3x+y=10 হলে xও y এর মান কত?
2,3
3,1★
4,-1
5,-3
৭৫। লঞ্চ ও স্রোতের গতিবেগ যাথাক্রমে ঘন্টায় ১৫ কি. মি. ও ৫ কি. মি. নদীপথে ৪০ কি. মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে?
৫ ঘন্টা
৬ ঘন্টা★
৭ ঘন্টা
৮ ঘন্টা
৭৬। ৩২ লিটার অকটেন - পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ঃ৫ হবে?
১০ লিটার
১২ লিটার
১৩ লিটার★
১৫ লিটার
৭৭। ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অনকিত লম্বের দৈঘ্য হবে?
৫ সে. মি★
৬ সে. মি
৭ সে. মি
৮ সে. মি
৭৮। ১ হতে ৬৫ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
৩৩★
৩৪
৩৬
৩০
৭৯। ১৬÷২৫ উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
১৩
৭★
১১
৮০। ৮,১১,১৭,২৯,৫৩........ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
১০১★
১০২
১৫৫
১৬৫
"" কোন প্রশ্ন বা উত্তর ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী সঠিক টা বলে দিবেন ""
## ধন্যবাদ সবাইকে##

No comments:

Post a Comment