সাধারণ_জ্ঞান ও চলতি ঘটনাবলি (বাংলাদেশ সম্পর্কিত)

সাধারণ_জ্ঞান ও চলতি ঘটনাবলি (বাংলাদেশ সম্পর্কিত)

১। কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে বাংলাদেশে আসেন কবে?
উত্তর : ২৪ মে ১৯৭২।
২। বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর কে?
উত্তর : ফজলে কবির।
৩। বাংলাদেশে ফোর-জি সেবা চালু হয় কবে?
উত্তর : ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
৪। এশিয়ার সবচেয়ে খারাপ সড়ক যোগাযোগ ব্যবস্থাসম্পন্ন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : দ্বিতীয়।
৫। বাংলাদেশের বর্তমান বেকারত্বের হার কত?
উত্তর : ৪.৪ শতাংশ।
৬।
বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি?
উত্তর : ৮ জানুয়ারি ২০১৮।
৭। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কী?
উত্তর : ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
৮। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন কবে?
উত্তর : ১৭ মার্চ
৯। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১৭তম।
১০। জাতীয় পাট দিবস কবে?
উত্তর : ৬ মার্চ।
১১। বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর : এক হাজার ৭৫১ মার্কিন ডলার।
১২। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কী?
উত্তর : জ্যাকব টাওয়ার।
১৩। জ্যাকব টাওয়ারের উচ্চতা কত ফুট?
উত্তর : ২২৫ ফুট।
১৪। ২০১৮ সালে জগত্তারিণী পদক লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : ঢাবির ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
১৫। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
উত্তর : ফেনীর মহিপালে।
১৬। ফেনীর মহিপালের ছয় লেনের ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তর : ৬৯০ মিটার।
১৭। দেশে ছয় লেনের ফ্লাইওভার কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ৪ জানুয়ারি ২০১৮।
১৮। বাংলাদেশে বর্তমানে কতটি খাতের ওপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন (উেচ) নিরূপণ করা হয়?
উত্তর : ১৫টি।
১৯। মহাগ্রন্থ আল-কোরআনের আদলে দেশের প্রথম কোরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
উত্তর : কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
২০। কোরআন ভাস্কর্যের উচ্চতা এবং প্রস্থ কত ফুট?
উত্তর : উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।
২১। ভাস্কর্যটি কে ডিজাইন করেছিলেন?
উত্তর : শিল্পী কামরুল হাসান শিপন।
২২। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল কয়টি সেক্টরে?
উত্তর : ১১টি।
২৩। কাজী নজরুলের মৃত্যু সাল কত?
উত্তর : ১৯৭৬ সালে।
২৪। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি বোলার হিসেবে প্রথম ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কে?
উত্তর : আবদুর রাজ্জাক।
২৫। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
উত্তর : ১৬১০ সালে।
২৬। জাতীয় শিশুদিবস কবে?
উত্তর : ১৭ মার্চ।
২৭। কোন আমলে বাংলার রাজধানী সোনারগাঁয় হয়?
উত্তর : মোগল আমলে।
২৮। বাংলার রাজধানী সোনারগাঁয় স্থাপন করেন কে?
উত্তর : ঈশা খাঁ।
২৯। সোনারগাঁর আগে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর : মহাস্থানগড়।
৩০। জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৭৬ সালে।
মোগল আমলে বাংলার রাজধানী হয় সোনারগাঁয়। এর আগে বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়ে।

No comments:

Post a Comment