৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা
১।রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কতবার ?
– ২ বার (১৮৯৮ ও ১৯২৬ সালে
২।মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস দুই সৈনিক ও জলাংগী, এর রচয়িতা কে ?
=শওকত ওসমান
৩।ভিখু ও পাঁচী চরিত্রটি যার সৃষ্টি
– মানিক বন্দোপাধ্যয়(প্রাগৈতিহাসিক ছোটগল্প)
৪।কল্লোল (১৯২৩) পত্রিকার প্রথম সম্পাদক কে?
=দীনেশরঞ্জন দাশ
৫।পত্রিকাটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল –
শিখা (১৯২৭ সালে প্রকাশিত)।স্লোগান ছিল – জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
৬।বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন কে ?
= গোবিন্দদাস
৭ । প্রথম চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন ?
= চলিত ভাষার ব্যবহারে
৮।ফরাসি সনেট রীতিতে রচিত ' সনেট পন্চাশৎ ' কাব্যটি কার লেখা ?
= প্রথম চৌধুরী
৯। কোন বইয়ে বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় বা যাযাবর বলেছেন ' আধুনিক সভ্যতা দিয়েছে বেগ , কেডে নিয়েছে আবেগ ?
= দৃষ্টিপাত
১০। কাজী নজরুল ইসলাম স্থায়ী ভাবে বাংলাদেশে আসেন কবে ?
= ২৪ মে ১৯৭২।

No comments:

Post a Comment