মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই তাই গুরুত্বদিন

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
--------------------------------
#মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই তাই গুরুত্বদিন
-------------------------------------------------------
১.যতকাল রবে পদ্মা, যমুনা
মেঘনা,গৌরি বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান’’ পঙক্তিটির কার ?
- অন্নদাশ শংকর রায়
.
২.৯অক্টোবর ২০১৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতিমূর্তি স্থাপন করা হয় কোথায়
- কলকাতার ‘মাদার ওয়াক্স মিউজিয়ামে ‘
.
৩. যুক্তফন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রী ছিলেন ?
- কৃষি ও সমবায়
.
৪.আগর তলা মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী কে ছিলেন ?
-টমাস উইলিয়াম এমপি (যুক্তরাজ্য বাঙালি প্রবাসী কর্তৃক প্রেরিত) তবেেএই মামলায় ডিফেন্স টিমের নেতৃত্বদেন আইনজীবী আবদুস সালাম ।
.
৫.মুক্তিযুদ্ধ কোষ গ্রন্থটি কে সম্পাদনা করেন?
- ড. মুনতাসির মামুন ।
.
৬.স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে কবে সংযোজন করা হয় ?
- পঞ্চদশ সংশোধনীতে, গেজেট ৩জুলাই ২০১১)
------------------------------------------------------------------
৭.মুজিবনগর সরকার / বাংলাদেশের অস্থায়ী সরকার
-------------------------------------------------
গঠিত হয় >> ১০ এপ্রিল ,১৯৭১
শপথ >> ১৭ এপ্রিল , ১৯৭১
সদর দপ্তর ছিল > কলকাতার ৮ং থিয়েটার রোড
মোট মন্ত্রণালয় >> ১২টি
রাষ্ট্রপতি >> শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি >> সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন ।
প্রধানমন্ত্রী >> তাজউদ্দিন আহমেদ
অর্থ মন্ত্রী >> এম. মনসুর আলী
স্বরাষ্ট্র , ত্রাণ ও পুর্নবাসন , কৃষিমন্ত্রী > এ, এইচ কামরুজ্জামান
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী >> খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি >> কর্নেল (অব) এম,এ, জি ওসমানী
চিফ অব স্টাফ >> লে, কর্নেল (অব) আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ >> গ্রুপ ক্যাপ্টেন েএ.কে খন্দকার
. ------------------------------------------------------------
----------------------------------------------------------------------
৭.✿ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান ✿
_____________________
● চরমপত্র - (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
● ইসলামের দৃষ্টিতে ( ধর্মীয় কথিকা ) - কথক= সৈয়দ আলি আহসান
● জল্লাদের দরবার - জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
● বিশ্বজনমত সংবাদ ভিত্তিক কথিকা - কথক= সাদেকীন
● পিন্ডির প্রলাপ (রম্যকথিকা) - কথক= আবু তোয়াব খান
● দর্পণ - ( কথিকা) - কথক= আশরাফুল আলম
● প্রতিধ্বনী -( কথিকা ) - কথক= শহীদুল ইসলাম
● কাঠগড়ার আসামী - ( কথিকা) - কথক= মুস্তাফিজুর রহমান
✿_____________ ✿
৮.✿ #ঊনসত্তরের_গণঅভ্যুত্থান ✿
---------------------------------------------
প্রথম শহীদ >> আসাদ (ঢা.বি) ২০জানুয়ারী
২য় শহীদ >> মতিউর (স্কুল ছাত্র) ২৪জানু
৩য় শহীদ >> সার্জেন্ট জহুরুল হক (১৫ ফেব্রু)
৪র্থ শহীদ >> ড. শামসুচ্ছজোহা ১৮ ফেব্রু
---------------------------------------------
৯. বীর শ্রেষ্টদের মধ্যে ১ম শহীদ >> মুন্সী আব্দুর রউফ
.
১০. ৭মার্চের মুল ব্যক্তব্যের বিষয় কয়টি ছিল ?
- ৪টি। ১.চলমান সামরিক আইন প্রত্যাহার , সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া, ৩. গণহত্যার তদন্ত করা ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা ।
----------------------------------------------------------------
কিছু দফা
-----------
৪২ দফা >> আওয়ামী মুসলিম লীগের (১ম দফা > বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বাকৃতি , প্রাদেশিক শাসন )
৬ দফা (বাঙালির মুক্তির সনদ)>> আওয়ামী লীগের (>> ১ম দফা >. প্রাদেশিক শাসন , ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহার
৩৫দফা >> আওয়ামী লাীগের > এই দফার মাধ্যমে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন শুরু করেন ।
২১ দফা >> যুক্তফন্টের ১৯৫৪ সালের নির্বাচনের ইতিহাস >>> ১ম দফা > বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠা করা )
১১ দফা >> ছাত্র সংগ্রাম পরিষদের >> এর ভিত্তিতেই ‘৬৯ এর গণঅভ্যত্থান শুরু হয় ।

No comments:

Post a Comment