বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য

১।চর্যাপদে পদের সংখ্যা
= ৫১ টি । পাওয়া গেছে সাড়ে চেচল্লিশটি । যায়নি
( ২৩ এর অর্ধেক , ২৪ , ২৫, ৪৮)
২।চর্যাপদের কবির সংখ্যা
= ২৩/২৪
৩।চর্যাপদের প্রবাদ বাক্য
= ৬টি
৪।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা
= ১৩
৫।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পদসংখ্যা
= ৪১৮
৬।প্রধান মঙ্গলকাব্য কতটি
= ৩
৭।একটি পূর্ণাঙ্গ মঙ্গলকাব্যের কতটি অংশ থাকে ?
= ৫
৮।মঙ্গলকাব্যের সন্ধান পাওয়া কবির সংখ্যা
= ৬২
৯।সাহিত্য রস
= ৯
১০। সাহিত্য অলঙ্কার
= ২
.
© কপিরাইট→বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি
.
১১। ছন্দ
= ৩
১২।রামায়ণের খণ্ড সংখ্যা
= ৭
১৩।জাত মহাকাব্য
= ৪টি
১৪।বৈষ্ণব পদকর্তা ' চন্ডীদাস' কতজন ?
= ৪
১৫। বৈষ্ণব পদাবলীর প্রধান কবি
= ৪
১৬।মেঘনাদবধ' মহাকাব্যের সর্গ সংখ্যা
=৯টি।
'১৭।'বীরাঙ্গনা' কাব্যে পত্র আছে
=১১টি।
১৮।চতুর্দশপদী কবিতাবলী'তে কতটি কবিতা সংকলিত
হয়
=১০২টি।
১৯।বিষাদসিন্ধু' র খণ্ড
= ৩
২০।'মহাশ্মশান' মহাকাব্যের সর্গ সংখ্যা
= ৬০
২১।কবর' কবিতায় মোট কতটি চরণ আছে.?
=১১৮টি।
২২।গীতাঞ্জলি'তে মোট কবিতা ও গান আছে
=১৫৭টি।
২৩।শেষের কবিতায় কয়টি কবিতা আছে?
= ১৬ টি।
২৪।'মৈমনসিংহ গীতিকা'কতটি ভাষায় অনূদিত হয়েছে
=২৩টি।
এরকম তথ্য প্রতিদিন আপনার হোম পেজে পেতে এই পেজটিতে →বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি Like দিয়ে see fast করে রাখুন।
২৫।মৈমনসিংহ গীতিকার কতটি পালা জসিমউদ্দীন সংগ্রহ
করেন
= ৩০টি
২৬।রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতটি উপন্যাস রচনা
করেন
=১২টি।
২৭।রবীন্দ্রনাথ ঠাকুর কতটি ছদ্মনামে গ্রন্থ রচনা
করেন
=৯টি।
২৮ কাজী নজরুল ইসলামের কতটি গ্রন্থ নিষিদ্ধ হয়
=৫টি।
২৯।অগ্নিবীণায় কাব্যে কতটি কবিতা রয়েছে ?
= ১২টি
৩০ কাজী নজরুল ইসলামের বাঁধনহারা উপন্যাসে পত্র
সংখ্যা কতটি
=১৮ টি
৩১।ফররুখ আহমেদের ' সাত সাগরের মাঝি" কাব্যে
কতটি কবিতা রয়েছে
= ৯টি

No comments:

Post a Comment