Probashi Kallyan Bank (PKB) Exam Question Solution 2019

১/ সাধু ও চলিত ভাষা লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে- সর্বনাম – ক্রিয়া পদের
২/শব্দার্থ অনুযায়ী বাংলা ভাষার শব্দ- ৩ প্রকার।
৩/ পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ – বালতি
৪/ অপলাপ অর্থ – অস্বীকার।
৫/ তৎসম শব্দ – দধি।
৬/ জঙ্গম এর বিপরীত – স্থাবর।
৭/ঔদ্ধতা বিপরীত শব্দ – বিনয়
৮/ প্রতক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করাকে বলে – উপমেয়।
৯/ বহুব্রীহি সমাসের উদাহরণ – হাতাহাতি
১০/ অগ্নির সমার্থক নয় – প্রজ্জ্বলিত।
১১/ দর্শনীয় সন্ধি বিচ্ছেদ- দৃশ + অনীয়
১২/ শুদ্ধ বানান – নির্নিমেষ।
১৩/মাছি শব্দের প্রকৃতি প্রত্যয় – মাছ + উয়া> ও
১৪/ নিত্য স্ত্রীবাচক শব্দ – সতীন।
১৫/ দস্ত – ব- দস্ত কথার অর্থ- হাতে হাতে
১৬/ হতভাগ্য অর্থ ব্যবহৃত হয় – আটকপালে

No comments:

Post a Comment