আপনি জানেন কি - Apni Janen Ki part 01 - উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না!

আপনি জানেন কি - Apni Janen Ki part 01

আপনি কি জানেন উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না!
অনেক সময় এমন হয়েছে যে, বিমান টেক অফ করতেছে কিন্তু এর ছায়া খুঁজে পাচ্ছেন না...
হ্যাঁ টেক‌অফের সময় এমনটাই হয়,টেক‌অফের সময় বিমানের ছায়া দেখা যাওয়া বা পাওয়া যায় না।
এর পিছনে বিজ্ঞানের ব্যখ্যা জানা যাকঃ
"আলোর অপবর্তনের* কারণে উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না। আলোকরশ্মিসমূহ উড়োজাহাজের দেহের প্রান্ত দিয়ে গমনের সময় প্রত্যেকটি আলোক রশ্মি আলোক উৎস হিসেবে কাজ করে।এ উৎস গুলো হতে আলোকরশ্মি এসে উড়োজাহাজের নিচে ভূমিতে পতিত হয়। উড়োজাহাজের ঠিক নিচের অংশে এভাবে বহুসংখ্যক আলোকরশ্মি পতিত হ‌ওয়ায় ঐ স্থানে ছায়া গঠিত হতে পারে না।"
*আলোর অপবর্তনঃ কোন প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলো কিছুটা বেঁকে যায়। আলোর এই ধর্মকে আলোর অপবর্তন বলে।

No comments:

Post a Comment