General Knowledge GK

১। কাজী নজরুল ইসলাম পরিচালিত সিনেমার নাম কী?
= ধূপছায়া
২।রুপাই ও সাজু কোন কাব্যের নায়ক নায়িকা?
= জসীমউদদীনের নকশী কাঁথার মাঠ
৩।বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
= অবরোধবাসিনী
৪।পানি পথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত কাজেম আল কোরেশীর "মহাশ্মশান" মহাকাব্যের সর্গ কতটি?
= ৬০ টি
৫।ইসলামি ঐতিহ্যমণ্ডিত কাব্য কোনটি ?
= সাত সাগরের মাঝি
৬।রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিবাদ তত্ত্বের প্রকাশ ঘটেছে?
= বলাকা
৭।"জল পড়ে পাতা নড়ে " কবিতাটি কার?
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮।গোরাই ব্রিজ, প্রেম পরিজাত, মৌলুদ শরীফ কার কাব্য?
= মীর মশাররফ হোসেন
৯।বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণ এর কবি কে?
= ঈশ্বরচন্দ্র গুপ্ত
১০।বাংলা সাহিত্যের " বাংলার স্কট ' বলা হয় কাকে?
= বঙ্কিমচন্দ্রকে
১১।পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম কে বাংলা গদ্য রীতির প্রচলন ঘটায়?
= রাজা রামমোহন রায়
১২।'বাংলাদেশ' কবিতাটি লিখেছেন কে?
= অমিয় চক্রবর্তী
১৩।"স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার/
ভয় কি বন্ধু ....." পঙক্তিটি কার?
= আলাউদ্দিন আল আজাদ
১৪।'অবসরের গান 'কবিতাটি কার লেখা?
= জীবনানন্দ দাশ
১৫।বাংলা চলিত গদ্য রীতির প্রবর্তক কে?
= প্রমথ চৌধুরী
১৬।মহিম, সুরেশ, অচলা, কোন উপন্যাসের চরিত্র?
= শরৎচন্দ্রের ' গৃহদাহ'
১৭।'চিহ্ন' উপন্যাসটি কার লেখা?
= মানিক বন্দ্যোপাধ্যায়
১৮।'মৈনাক কার' ছদ্মনাম?
= শামসুর রাহমান
১৯।'জন্ম যদি তব বঙ্গে ' মুক্তিযুদ্ধভিত্তিক গল্পটি কার লেখা?
= শওকত ওসমানের
২০। "জ্ঞান যেখানে সীমাবদ্ধ , বুদ্ধি যেখানে আডষ্ট , মুক্তি সেখানে অসম্ভব" স্লোগান নিয়ে ১৯২৭ সালে প্রকাশিত ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র " শিখা" পত্রিকার ১ম সম্পাদক কে?
= আবুল হুসেন

No comments:

Post a Comment