ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করেবেন কিভাবে?

ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করেবেন কিভাবে?
টেকনিক দেখুন
সমস্যা ১
৪৫০ কে ৫:৪ ভাগে ভাগ করুন।
টেকনিক
৪৫০ এর শুন্য বাদ দিন। ৪৫ হবে....তারপর অনুপাতের (৫+৪) করলে ৯হয়।
এখন ৪৫কে ৯দিয়ে ভাগ করে ৫ দিয়ে গুন করলে ২৫ হয়।
অপরদিকে, ৪৫ কে ৯ দিয়ে ভাগ করে ৪দিয়ে গুন করলে হয় ২০।
এখন ২৫ এর সাথে একটি শুন্য (০) এবং ২০ এর সাথে একটি শুন্য (০) বসিয়ে দিলেই--- কেল্লাফতে!!!!!
উত্তর হবে:- ২৫০:২০০।
এখনো না বুঝলে, আরেকবার পড়ুন।
সমস্যা ০২:
১০০০ কে ২:৩:৫ অনুপাতে ভাগ করুন ।
টেকনিক:
(সমস্যা:-১ এর মতই)
প্রথমে মনে মনে ১০০০ এর একটি শুন্য রেখে, বাকি দুইটা বাদ দিন। তারপর (২+৩+৫) করলে ১০ হবে।
১০ কে ১০ দিয়ে ভাগ,দুই দিয়ে গুন করলে ২ হবে।
১০ কে ১০ দিয়ে ভাগ,তিন দিয়ে গুন করলে ৩ হবে।
১০ কে ১০ দিয়ে ভাগ,পাঁচ দিয়ে গুন করলে ৫ হবে ।
[[ বলে রাখা ভাল, এখানে ১ম ১০ হলো ১০০০ থেকে দুটি শুন্য বাদ দেয়া ১০। আর ২য় ১০ হলো ২+৩+৫ যোগ করা ১০ ]]
এখন, ২,৩,৫ এর সাথে দুটি করে শুন্য (০) বসিয়ে দিলেই কাজ শেষ!!!
উত্তর: ২০০:৩০০:৫০০

No comments:

Post a Comment