১৬তম_নিবন্ধন_পরীক্ষার_প্রস্তুতি

১৬তম_নিবন্ধন_পরীক্ষার_প্রস্তুতি


বিগত সালের পরীক্ষায় আসা বাছায়কৃত প্রশ্ন থেকে প্রশ্নোত্তর পর্ব-১
০১)"মন না মতি" বাগধারার অর্থ কী?
®__অস্থির মানব মন
০২)"আমন্ত্রণ" শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
®__প্রত্যাবান
(সমার্থক আহ্বান,নিমন্ত্রণ,আবাহন)
০৩)"অম্বু"শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
®__পানি
(অম্বর অর্থ আকাশ)
০৪)"মহকুমা"কোন ভাষার শব্দ?
®__আরবি
(কলম,উকিল,গোসল ইত্যাদিও আরবি শব্দ)
০৫)কোনটি "নিপাতনে সিদ্ধ" প্রত্যয়যুক্ত শব্দ?
®__সৌর
( সূর্য+ষ্ণ=সৌর)
০৬)অর্থ্যানুসারে "হরিণ"কোন ধরনের শব্দ?
®__রূঢ়ি
(হস্তি,বাঁশি,তৈল,প্রবীন ইত্যাদিও রূঢ়ি শব্দ)
০৭)বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কতটি?
®__৩২টি/৮টি/১০টি
০৮)উদ্ধরণ চিহ্নের পূর্বে কোন চিহ্ন বসে?
®__কমা
০৯)"হ্ম" এর যুক্ত বর্ণ হবে?
®__হ্-ম
(ত্র---ত্+র-ফলা, ক্ষ--ক্+ষ)
১০)"Apenthesis" অর্থ কী?
®__অপিনিহিতি
১১)"চক্ষুদান করা"বাগধারাটির অর্থ?
®__চুরি করা
→পক্ষপাতিত্ব(একচোখা)
→সৌভাগ্য লাভ(কপাল ফেরা)
→ছিনিমিনি খেলা(নষ্ট করা)
১২)গুণ ও বৃদ্ধি বলা হয়?
®__কৃৎ প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে।
১৩)"His behaviour surprised me (passive)
®__I was surprised at his behaviour.
®__Note by Ramjan
১৪)The word"Camouflage" means?
®__disguise(ছদ্মবেশ)
১৫)Anybody can apply for the post.here"Anybody"IS___?
®__Indefinite pronoun
(all,one,none,anyone, some ইত্যাদি)
১৬)"Once in a blue moon"means __?
®__very rarely(কদাচিৎ)
১৭)"Get rid of"means?
®__to be free from(মুক্তি পাওয়া)
১৮)"Homogeneous"means?
®__of the same kind(সমজাতীয়)
১৯)"এমন দেশটি কোথাও খোঁজে পাবে নাকো তুমি।"শুদ্ধ অনুবাদ হবে?
®__Nowhere will you find such a county.
২০) Who is calling me?(passive)
®__By whome am I being called?
২১)A speech full of too many words is---?
®__A verbose speech(কথাপূর্ণ বক্তব্য)
২২)The adjective form the word "Study"is?
®__studious(অধ্যয়নশীল)
২৩) The verb of the word" economy"is___?
®__economize(মিতব্যয়ী হওয়া)
২৪) A person whose head is in the clouds is---?
®__a day dreamer(আকাশ কুসুম কল্পনাকারী বা দিবাস্বপ্ন দেখা ব্যক্তি)
২৫) শব্দটি কেটে দাও(অনুবাদ)
®__Pen through the word.

No comments:

Post a Comment