Recent General Knowledge in BD

# এই_মাসের_কারেন্ট_অফেয়ার্স থেকে বাছায়কৃত ৫৫টি প্রশ্নোত্তর......

০১| বর্তমানে বাংলাদেশ কতটি দেশে GSP সুবিধা পাচ্ছে?
®__৩৮টি দেশে
০২| বর্তমানে কতটি জেলায় জাতীয় মহাসড়ক নেই?
®__১০টি জেলায়
০৩| বর্তমানে দেশে বাণিজ্যিকভাবে কত প্রকারের ফল উৎপাদিত হয়?
®__৪৫ প্রকারের
০৪| দেশে প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোথায়?
®__বাগেরহাটের মোংলা পৌরসভায়
০৫| বাংলাদেশ শিপিং কর্পোরেশনে(BSC) যুক্ত হওয়া সর্বশেষ জাহাজের নাম কী?
®__এমটি বাংলার অগ্রগতি
০৬| দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কী?
®__সাইদা খানম
০৭| দেশের প্রথম স্থায়ী EPI টিকাকেন্দ্র কবে, কোথায় চালু হয়?
®__১৩ জুন ২০১৯, রংপুর শহরে
০৮| শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর বর্তমান নাম কী?
®__শীতলক্ষ্যা সেতু
০৯| মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ কার্যকর হয়েছে কবে?
®__১জুলাই ২০১৯।৪টি স্তর
১০| ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?
®__নির্মলা সীতারমণ
১১| উইনেস্কো ঘোষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী কোনটি?
®__রিও ডি জেনিরো, ব্রাজিল ২০২০
১২| লিচু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®__চীন
১৩| বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি?
®__সিরিয়া
১৪| বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
®__তুরস্ক
®__নোট রমজান
১৫| "Underwater Cultural Heritage" ঘোষণা করে কোন সংস্থা?
®__ইউনেস্কো
১৬| হংকং এর আইন পরিষদের নাম কী?
®__LegCo
১৭| ১৪তম G20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®__২৮-২৯জুন ২০১৯ জাপানের ওসাকা
১৮| ৩৪তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®__২০-২৩ জুন ২০১৯,ব্যাংককে
১৯| বর্তমানে দেশে পিটিআই কতটি?
®__৬৮টি(বেসরকারি ১টি,ময়মনসিংহে)
২০| মাধবকুণ্ড ইকোপার্ক কোথায় অবস্থিত?
®__বড়লেখা,মৌলভীবাজারে
২১| দেশে প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়?
®__হাকিমপুর,দিনাজপুরে
২২| ২০১৯ এ ঘোষিত বাজেট দেশের কততম বাজেট?
®__৪৯তম(অন্তর্বতীকালীনসহ)
২৩| ঘোষিত বাজেটের পরিমাণ কত?
®__৫ কোটি ২৩ লক্ষ ১৯০ হাজার কোটি টাকা
®__মাথাপিছু আয় ১৯০৯ মা.ড.
২৪| ধান ও মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ময়মনসিংহ
২৫| গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ঠাকুরগাঁও
২৬| চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__মৌলভীবাজার
২৭| পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ফরিদপুর
২৮| আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__মুন্সিগঞ্জ
২৯| আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__রাজশাহী
৩০| তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
®__ঝিনাইদহ
৩১| দেশবরেণ্য নাট্যকার,অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও ভাষাসৈনিক মমতাজ উদদীন আহমদ কবে মারা যায়?
®___২ জুন ২০১৯
(জন্ম ১৮ জানুয়ারি ১৯৩৫। কী চাহ শঙ্খ চিল ও রাজা অনুস্বারের পালা তাঁর রচিত বিখ্যাত দুটি নাটক।
৩২| বিশ্ব পরিবেশ ও ঐতিহাসিক ছয় দফা দিবস কবে?
®___৫ ও ৭ জুনে।
৩৩| প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রকাশিত গ্রন্থের নাম কী?
®___আমাদের ছোট রাসেল সোনা
৩৪| 0IC'র ১৪তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®___মক্কা,সৌদি আরব(৩১ মে ২০১৯)
৩৫| ১৪তম G20 সম্মেলনের আয়োজন করা হয় কোথায়?
®___জাপানের ওসাকায়(২৮-২৯ জুন) পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ২১-২২ নভেম্বর ২০২০ রিয়াদে।
৩৬| থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
®___৩৪তম(২০-২৩ জুনে)
৩৭| কবে e-passport যুগে প্রবেশ করে বাংলাদেশ?
®___ ১ জুলাই ২০১৯
(বিশ্বের ১১৯তম দেশ হিসেবে)
৩৮| বিশ্বের সর্বোচ্চ সবুজ পোশাক কারখানা রয়েছে কোন দেশে?
®___বাংলাদেশে
৩৯| আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
®___২৩ জুন ১৯৪৯ সালে।
(১ম সভাপতি মাওলানা ভাসানী)
৪০| আওয়ামী মুসলিম লীগ থেকে কবে "মুসলিম"শব্দটি বাদ দেওয়া হয়?
®___১৯৫৫ সালে(২১-২৩ অক্টোবরে)
৪১| দেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
®___১২টি(সর্বশেষ ময়মনসিংহ)
৪২| দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় নির্মিত হচ্ছে?
®___বাগেরহাটের মোংলায়
(দেশে প্রথম সৌরবিদ্যুৎ নরসিংদীতে)
৪৩| বাংলাদেশে প্রাপ্ত প্রথম লোহার খনি কোথায়?
®___দিনাজপুরে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে(উপজেলা থেকে ১১ কি.মি দূরে)
৪৪| বর্তমানে BRRI উদ্ভাবিত মোট ধানের জাত কতটি?
®___৯২টি
৪৫| চীন এক দেশ দুই নীতি মেনে চলে কেন?
®___হংকংয়ের কারণে
®___নোট রমজান
৪৬| কত সালে হংকং ব্রিটেন উপনিবেশ থেকে চীনের অধীনস্থ হয়?
®___১৯৯৭ সালে(মেয়াদ ২০৪৭)
৪৭| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
®___২৮ জুন ১৯১৯ সালে
(জাতিসংঘের সদস্য ১৯৪৬ সালে)
৪৮| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) এর সদরদপ্তর ও বর্তমান সদস্য দেশ কতটি?
®___প্রথম সদরদপ্তর ছিল লন্ডনে। ১৯২০ সালে জেনেভায়।
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ২৯টি বর্তমানে সদস্য ১৮৭টি(সর্বশেষ টোঙ্গা ২০১৬)
৪৯| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
®___১৯৬৯ সালে
৫০| বর্তমানে কত শতাংশ জনগণ বিদ্যুতের আওতায়?
®___৯৩%
৫১| বর্তমানে দেশের চাহিদার কত শতাংশ ঔষুধ দেশেই উৎপাদিত হয়?
®___৯৮%
(টিকা গ্রহণকারী শিশু ৮৫%)
৫২| বাংলাদেশে বর্তমানে কতটি EPZ আছে?
®___৮টি
৫৩| প্রথমবারের মতো কত সালে কমিউনিটি ক্লিনিক সেবা চালু হয়?
®___১৯৯৮ সালে।
৫৪| শেখ হাসিনা নকশি পল্লী কোথায় অবস্থিত?
®___জামালপুরে।
৫৫| কাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
®___সুন্দরবনকে।
(আয়তন ৬০১৭ বর্গকিলোমিটার)

---------------------------------------------------------

01. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি
=> ২১তম
02. বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী
=> ১৪তম
03. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম
=> সৈয়দ মাহমুদ হোসেন, ২২তম
04. বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম
=> কে এম নুরুল হুদা, ১৬তম
05. বাংলাদেশের বর্তমান স্পিকার
=> শিরীন শারমিন চৌধুরী
06. বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম
=> ফজলে কবির , ১১ তম
07. বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান
=> মোশাররফ হোসেন ভূঁইয়া
08. নতুন আইজিপির নাম
=> মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
09. বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব
=> মুসলিম চৌধুরী
10. বর্তমানে ঢাবির উপাচার্য
=> অধ্যাপক মো. আখতারুজ্জামান
-----------------------------------------------------
11. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটারের নাম
=> ‘মিশিগান মাইক্রো মোট’ (আকার মাত্র দশমিক তিন মিলিমিটার)
12. জাতিসংঘ শান্তিরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান
=> ২য় (শীর্ষ- ইথিওপিয়া)
13. দুষিত বায়ুর সূচকে বাংলাদেশের অবস্থান
=> ২য় (শীর্ষ -নেপাল)
14. .প্রবাসী হওয়ার সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৫ম (শীর্ষ -ভারত)
15. বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৬ষ্ট (শীর্ষ -হন্ডুরাস)
16. জনসংখ্যার ঘনত্ব সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৭ম
17. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান
=> ৮ম
18. বিশ্ব অর্থনীতির বাংলাদেশের অবস্থান
=> ৪১তম
19. সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৫৭ তম (শীর্ষ-যুক্তরাষ্ট্র)
20. শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৮৪ তম (শীর্ষ - আইসল্যান্ড)
--------------------------------------------------------
21. গনতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৮৮ তম( শীর্ষ -নরওয়ে)
22.পাসপোর্ট মূল্যয়ন সূচকে বাংলাদেশের অবস্থান
=> ৯৭ তম (শীর্ষ -জাপান)
23. বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১০৩তম
24. সুখী দেশের সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১২৫ তম (শীর্ষ -ফিনল্যান্ড)
25. মোবাইলের ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান
=> ১২০ তম
26. বাণিজ্য সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১২৩ তম
27. ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১৭৬ তম (শীর্ষ -নিউজিল্যান্ড)
28. ফিফা র্যাংকিং সূচকে বাংলাদেশের অবস্থান
=> ১৯৪ তম।
29. দেশের প্রথম তরল পেট্রোলিয়াম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে
=> কুয়াকাটা, পটুয়াখালি
30. “বাংলাদেশ ভবন“ উদ্বোধন করা হয়
=> ২৫ মে, ২০১৮
fb/BDCareerGuide
------------------------------------------------------
31. দেশের প্রথম LNG টার্মিনাল তৈরি হয়েছে
=> মহেশখালী, কক্সবাজারে
32. দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপন করা হয় বাংলাদেশ সময়
=> ১১ মে, ২০১৮ সালে
33. এটি নির্মান করে ফ্রান্সের
=> থেলেস অ্যালেনিয়া স্পেস
34. স্যাটেলাইট পরিচালনা করবে
=> BCSCL
35. এই স্যাটেলাইট মহাকাশে বহনকারী রকেটের নাম
=> ফ্যালকন ৯
36. এটি মহাকাশে অবস্থান করবে
=> ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়
37. এটির মেয়াদ
=> ১৫ বছর
38. এটির মোট ব্যয়
=> ২,৭৬৫ কোটি টাকা
39. “ভাওয়াইয়ার রাজপুত্র“ উপাধি দেয়া দেয়
=> মুস্তফা জামান আব্বাসীকে
40. এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের অবস্থান
=> ১৮ তম
-------------------------------------------------------
41. প্রাণিজগতে নতুন ২ টি অমেরুদন্ডী প্রাণীর সন্ধান দেন নোবিপ্রবি এর মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক
=> ড. মো.বেলাল হোসেন
42. নতুন উদ্ভাবিত "গৌড়মতি" কিসের নাম
=> আম
43. ইন্টারনেট সার্চ ইঞ্জিন "ইয়াহুর" বর্তমান নাম
=> আলতাব
44. ১৫ আগস্ট ১৯৭৫ কি বার ছিল
=> শুক্রবার
45. বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক হলো
=> বিমানবন্দর থেকে কাকলি
46. বাংলাদেশের কোন স্থল বন্দরটিকে
"পোর্ট অব কল" বলা হয়
=> আশুগঞ্জ।
47. দেশের প্রথম "অপেরা হাউজ" গড়ে তোলা হচ্ছে
=> হাতিরঝিল
48. "দি টাইগার অব বাইসাইকেল" নামে পরিচিত দেশ
=> ভিয়েতনাম
49. অলিম্পিক যাদুঘর
=> সুইজারল্যান্ড

No comments:

Post a Comment