৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১।1 KB = কত বাইট ?
1024 Byte.
২।IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার
- -Intel 4004
৩।কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -
৪ প্রকার
৪।কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
-৩ ধরনের
৫।Find কমান্ড থাকে কোন মেনুতে?
-Edit
৬।পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
মাল্টিমিডিয়া
৭। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ
হয়ে যায়? -
File মেনুর Close কমান্ড দিলে
৮।কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -
-ড. স্টিবিজ
৯। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?-
স্প্রেডশিট
১০।চন্দ্রাবতী হলো- -
বাংলা ফন্টের নাম
১১।কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?-
=এক্সেল
১২।কম্পিউটার মাউস কে তৈরী করেন?
-উইলিয়াম ইংলিস
১৩। M.S Excel –এ কতটি রো আছে?-
৬৫,৫৩৬টি
১৪।M.S Excel –এ কতটি কলাম আছে?
-২৫৬টি
১৫।M.S Excel –এ কতটি Cell আছে? -
১,৬৭,৭৭,২১৬টি
১৬।বেসিক ভাষা উদ্বোধন করেন?
-জন কেমিনি ও টমাস কাটর্জ
১৭।একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে?-
৬৪টি।
১৮। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?
- ডেনিস রিচি
১৯।সুপার কম্পিউটার কে আবিস্কার করেন?
– সেয়মোর ক্রো
২০।ইউপিএস কত প্রকার? -
-২ প্রকার।
২১।Quick Heal কী? –
এন্টিভাইরাস সফ্টওয়ার
২২।Zeus (জিয়ুজ) , Melissa, Mydoom Worm কী? –
কম্পিউটার ভাইরাস।
২৩।গুগলের ছবি Upload করার সাইটের নাম কী?
-Picasa
২৪।কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?
-রমের মেমোরি
২৫।কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? –
ROM
২৬।পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে?
-২০০০ সালে।
২৭।কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট
এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?
-ব্লাক হ্যাট হ্যাকার।
২৮।বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কী?
উঃ ENIAC
২৯। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কী?
উঃ UNIVAC
৩০। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
উঃ Mark-1
৩১।কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
উঃ ADA
৩২। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ
করা হয়?
উঃ- I/O
৩৩। ’টেড হফ’ কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর
মডেল তৈরি করেন?
উঃ- ১৯৭০ সালে
No comments:
Post a Comment