বাজিমাত পোষ্ট। এক পোষ্টে কয়েকশত প্রশ্ন উওর। ১০০ % কমনের নিশ্চয়তা।
(((#শেয়ার করে নিজের জন্য রেখেদিন)))
(((#শেয়ার করে নিজের জন্য রেখেদিন)))
১. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম.?= ২১ তম
২.বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কততম.?= ১৪ তম
৩.বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?= সৈয়দ মাহমুদ হোসেন ২২ তম
৪.বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম.? =কে এম নুরুল হুদা ১৬ তম
৫.বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম কি.? = শিরীন শারমিন চৌধুরী , ১০ম সংসদ
৬.বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম.? =ফজলে কবির , ১১ তম
৭.বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান কে? = মোশাররফ হোসেন ভূঁইয়া
৮.নতুন আইজিপির নাম কি? = মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
৯.বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব কে?= মুসলিম চৌধুরী
১০.বর্তমানে ঢাবির উপাচার্য কে? = অধ্যাপক মো. আখতারুজ্জামান ২৮
রাজধানীঃ
★ এশিয়া
# আফগানিস্তান-কাবুল
# আর্মেনিয়া-ইয়েরেভান
# আজারবাইজান-বাকু
# ইয়েমেন-সানা
# ইন্দোনেশিয়া-জাকার্তা
# ইরান-তেহরান
# ইরাক-বাগদাদ
# ইসরায়েল-জেরুজালেম
# উত্তর কোরিয়া-পিয়ংইয়ং
# উজবেকিস্তান-তাশখন্দ
# ওমান-মুসকাট
# কাজাখস্তান-আস্তানা
# কিরগিজস্তান-বিশবেক
# কম্বোডিয়া-নমপেন
# কুয়েত-কুয়েত সিটি
# কাতার-দোহা
# চীন-বেইজিং
# জর্দান-আম্মান
# জর্জিয়া-বিলিস
# জাপান-টোকিও
# তাইওয়ান-তাইপে
# তাজিকিস্তান-দুশানবে
# তুর্কমেনিস্তান-আশগাবাত
# তুরস্ক-আঙ্কারা
# থাইল্যান্ড-ব্যাংকক
# দক্ষিণ কোরিয়া-সিউল
# নেপাল-কাঠমুণ্ডু
# পাকিস্তান-ইসলামাবাদ
# পূর্ব তিমুর-দিলি
# ফিলিপাইন-ম্যানিলা
# ফিলিস্তিন-জেরুজালেম
# বাংলাদেশ-ঢাকা
# বাহরাইন-মানামা
# ব্রুনেই-বন্দর শের-ই-বেগাওয়ান
# ভূটান-থিম্পু
# ভারত-নয়াদিল্লি
# ভিয়েতনাম-হ্যানয়
# মালয়েশিয়া-কুয়ালালামপুর
# মালদ্বীপ-মালে
# মায়ানমার-নেপিদো
# মঙ্গোলিয়া-উলানবাটোর
# রাশিয়া-মস্কো
# লাওস-ভিয়েনতিয়েন
# লেবানন-বৈরুত
# শ্রীলঙ্কা-কলম্বো
# সাইপ্রাস-নিকোশিয়া
# সিরিয়া-দামেস্ক
# সৌদি আরব-রিয়াদ
# সিঙ্গাপুর-সিঙ্গাপুর
# সংযুক্ত আরব আমিরাত-দুবাই
© টপ নিউজঃ
---------------------------
১. ২১ তম রাশিয়া বিশ্বকপে বিশ্বকাপ প্রথম (দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ড) পায়--- বোয়েটাং, জার্মানি (বিশ্বকাপে সপ্তম জার্মান খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখেন তিনি)।
২. ২১ তম রাশিয়া বিশ্বকাপে টানা কত ম্যাচে গোলের রেকর্ড হয়--- ২৯ ম্যাচে, ২৩ জুন ২০১৮ পর্যন্ত (১৯৫৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের টানা ২৬
ম্যাচে গোল হওয়ার রেকর্ড ছিল)।
৩. বিশ্বে একমাত্র কোন দেশ, যেখানে নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ ছিল এবং সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেয়--- সৌদিআরব (২৪ জুন ২০১৮ থেকে আনুষ্ঠানিকভাবে গাড়ি চালাতে পারছেন তারা)।
৪. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটারের নাম--- ‘মিশিগান মাইক্রো মোট’ (বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার তৈরির দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এ ডিভাইসটির আকার মাত্র দশমিক তিন মিলিমিটার)।
৫. ২৩ শে জুন--- ঐতিহাসিক পলাশীযুদ্ধ দিবস (১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়)।।
# Engr_Sohag
# বিভিন্ন_সূচকে_বাংলাদেশের_অবস্থান :
১.জাতিসংঘ শান্তিরক্ষা সূচকে-২য়(শীর্ষ-
ইথিওপিয়া)
২.দুষিত বায়ুর সূচকে-২য়(শীর্ষ -নেপাল)
৩.সংখ্যার দিক থেকে বাল্য বিবাহে-২য়(শীর্ষ -ভারত)
৪.বাল্য বিবাহের হারের সূচকে-৪র্থ( শীর্ষ -নাইজার)
৫.প্রবাসী হওয়ার সূচকে-৫ম(শীর্ষ -ভারত)
৬.বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে -৬ষ্ট( শীর্ষ -হন্ডুরাস)
৭.জনসংখ্যার ঘনত্ব সূচকে -৭ম
৮.জনসংখ্যায় বিশ্বে- ৮ম
৯.জিডিপিতে প্রবাসী আয়ের অবদান সূচকে-৯ম(ভারত)
১০.ইসলামিক অর্থৈনতিক সূচকে-১৫ তম
১১.দুর্নীতি ধারণ সূচকে(নিম্নক্রম) -১৭ তম
১২.অস্ত্র আমদানি সূচকে-১৯ তম( শীর্ষ -ভারত)
১৩.কমনওয়েলথ উদ্ভবনী সূচকে-২৪ তম(শীর্ষ-যুক্তরাষ্ট্র)
১৪.বিশ্ব অর্থনীতির ৪২ তম দেশ
১৫.সামরিক শক্তি সূচকে -৫৭ তম (শীর্ষ-যুক্তরাষ্ট্র)
১৬.শান্তি সূচকে - ৮৪ তম (শীর্ষ - আইসল্যান্ড)
১৭.শিশু অধিকার সূচকে -৮৭ তম (শীর্ষ -পর্তুগাল)
১৮.ক্ষুধা সূচকে - ৮৮ তম
১৯.গনতন্ত্র সূচকে - ৯২ তম( শীর্ষ -নরওয়ে)
২০.পাসপোর্ট মূল্যয়ন সূচকে -৯৭ তম (শীর্ষ -জাপান)
২১.বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে-৯৯ তম
২২.বৈশ্বিক অর্থনৈতিক সূচকে-১০৬ তম
২৩.মানব সম্পদ সূচকে -১১১ তম
২৪.উন্নত সড়ক ব্যবস্থায় -১১৩ তম( শী:আরব আমিরত)
২৫.বৈশ্বিক উদ্ভাবনী সূচকে - ১১৪ তম
২৬. সুখি দেশের সূচকে -১১৫ তম (শীর্ষ -ফিনল্যান্ড)
২৭.এসডিজি সূচকে -১২০ তম (শীর্ষ -সুইডেন)
২৮.মোবাইলের ইন্টারনেট গতিতে -১২০ তম
২৯.বাণিজ্য সক্ষমতা সূচকে - ১২৩ তম
৩০.অর্থনৈতিক স্বাধীনতা সূচকে -১২৮ তম( শীর্ষ- হংকং)
৩১.মানব উন্নয়ন সূচকে -১৩৯ তম (শীর্ষ -নরওয়ে)
৩২.দুর্নীতি ধারণ সূচকে(উচ্চক্রম)-১৪৩ তম(শীর্ষ-সোমালিয়া)
৩৩.সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে-১৪৬ তম(শীর্ষ -নরওয়ে)
৩৪.আইসিটি উন্নয়ন সূচকে -১৪৭ তম
৩৫.ডুয়িং বিজনেস সূচকে-১৭৭ তম (শীর্ষ -নিউজিল্যান্ড)
৩৬.ফিফা রেংকিং সূচকে -১৯৪ তম।
# ভুল_ত্রুটি_মার্জনীয়
- Avijit Gosswami
# আপডেট_তথ্য :
.
১) দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা – ১০৩ টি ( নতুন অনুমোদ ২ টি)
.
২) দেশের প্রথম তরল পেট্রোলিয়াম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে – কুয়াকাটা, পটুয়াখালি
.
৩) সি ১২২২১, সি ২৫৯৩, সি ১২০৩৩, সি ৩৪৭৩ হলো নতুন জাতের – পাট
.
৪) দেশে শ্রম আদালত রয়েছে – ৭ টি
.
৫) “ বাংলাদেশ ভবন “ উদ্বোধন করা হয় – ২৫ মে ২০১৮ সালে
.
৬) দেশের প্রথম LNG টার্মিনাল তৈরি হয়েছে – মহেশখালী, কক্সবাজারে
.
৭) প্রথম বাংলাদেশি হিসেবে যিনি যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছেন – শেখ মোজাহিদুর রহমান
.
৮) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপন করা হয় – ১১ মে ২০১৮ সালে
.
৯) এটি নির্মান করে ফ্যান্সের – থেলেস অ্যালেনিয়া স্পেস
.
১০) এটি উৎক্ষেপন করে যুক্তরাষ্ট্রের – স্পেস এক্স
.
১১) স্যাটেলাইট পরিচালনা করবে – BCSCL
.
১২) এই স্যাটেলাইটের জন্য দেশে তৈরি করা হয়ে – ২ টি গ্রাউন্ড স্টেশন
.
১৩) এতে টান্সপন্ডার রয়েছে – ৪০ টি
.
১৪) এই স্যাটেলাইট উৎক্ষেপনের স্লোগান – “ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “
.
১৫) এই স্যাটেলাইট মহাকাশে বহনকারী রকেটের নাম – ফ্যালকন ৯
.
১৬) এটি মহাকাশে অবস্থান করবে – ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়
.
১৭) এই স্যাটেলাইটের ওজন – ৩৬০০ কেজি
.
১৮) এটির মেয়াদ – ১৫ বছর
.
১৯) এটির মোট ব্যয় – ২ ৭৬৫ কোটি টাকা
.
২০) রবীন্দ্র পদক ২০১৮ পেয়েছেন – আবুল মোমেন ও ফাহিম হোসেন চৌধুরী
.
২১) “ ভাওয়াইয়ার রাজপুত্র “ উপাধি দেয়া দেয় – মুস্তফা জামান আব্বাসীকে
.
২২) এশিয়ার বর্ষীয়ান নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান - ৪র্থ, ৭০ বছর
.
২৩) স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার সূচকে বাংলাদেশের অবস্থান – ১৩৩ তম
.
২৪) এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের অবস্থান – ১৮ তম
.
২৫) WHO এর প্রতিবেদন ২০১৮ তে বায়ুদূষণে ঢাকার অবস্থান - ৩য় ( ৪৩০০ শহরের মধ্যে)
.
২৬) প্রাণিজগতে নতুন ২ টি অমেরুদন্ডী প্রাণীর সন্ধান দেন নোবিপ্রবি এর মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক – ড. মো.বেলাল হোসেন
একনজরে
বাজেটের সারাংশ...
☆ অর্থবছরঃ 2018-19
☆ দেশের 47 তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ 48 তম বাজেট)
☆ আওয়ামীলীগ সরকারের 18 তম বাজেট
☆ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের 12 তম এবং টানা দশম বাজেট এটি।
☆ বাজেটের মোট আকার 4 লাখ 64 হাজার 573 কোটি টাকা।
☆ আয় 3 লাখ 43 হাজার 331 কোটি টাকা।
☆ ঘাটতি 1 লাখ 21 হাজার 242 কোটি টাকা।
☆ ব্যয় 4 লাখ 64 হাজার 573 কোটি টাকা।
☆ সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে 67 হাজার 944 কোটি টাকা।
☆ দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবহণ ও যোগাযোগ খাতে 55 হাজার 405 কোটি টাকা।
☆ কৃষি খাতে বরাদ্দ 17 হাজার 259 কোটি টাকা।
☆ জিডিপি প্রবৃদ্ধি 7.80%
☆ মূল্যস্ফীতি 5.6%
☆ ঘাটতি পূরণ হবে-
-->● বৈদেশিক ঋণ- 50,016 কোটি টাকা
-->● দেশের ব্যাংক থেকে ঋণ- 42,029 কোটি টাকা
-->● দেশের ব্যাংকের বাইরে থেকে ঋণ- 29,197 কোটি টাকা।
☆ উন্নয়ন বাজেট- 1 লাখ 79 হাজার 669 কোটি টাকা।
☆ অনুন্নয়ন বাজেট- 2 লাখ 51 হাজার 668 কোটি টাকা।
☆ বাজেটে যে খাত থেকে সবচেয়ে বেশি আয় হবে- মূল্য সংযোজন কর(ভ্যাট) থেকে 1 লাখ 10 হাজার 555 কোটি টাকা আয় হবে।
© বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কি নামে ডাকতেন.?
_____হাসু।
–
© নতুন উদ্ভাবিত "গৌড়মতি" কিসের নাম.?
_____আম।
–
© "স্মৃতি চিরন্তন" ভাস্কর্যটি কোথার অবস্থিত.?
_____ভিসি চত্বর।
–
© ইন্টারনেট সার্চ ইঞ্জিন "ইয়াহুর" বর্তমান নাম.?
_____আলতাবা।
–
© ১৫ আগস্ট ১৯৭৫ কি বার ছিল.?
_____শুক্রবার।
–
© মুক্তিযুদ্ধের খলিফা বলা হয় কতজন কে.?
_____৪ জন।
–
© মতিউর রহমানের ছিনতাইকৃত বিমানের ছদ্মনাম
কী.?
_____ব্লু বার্ড।
–
© বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক হলো.?
_____বিমানবন্দর থেকে কাকলি।
–
© বাংলাদেশের কোন স্থল বন্দরটিকে
"পোর্ট অব কল" বলা হয়.?
_____আশুগঞ্জ।
–
© দেশের প্রথম "অপেরা হাউজ" গড়ে তোলা
হচ্ছে কোথায়.?
_____হাতিরঝিল।
Tapas Das
বাংলাদেশের কোন শহরে রিক্সা নাই?
উঃ রাঙ্গামাটি
-
পৃথিবীর যে অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে?
উঃ সাইবেরিয়া
-
বিশ্বের কোন নদীতে মাছ নাই?
উঃ জর্ডান নদীতে
-
বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
উঃ নিউইয়র্ক
-
‘আল-জাজিরা’ কোন দেশভিত্তিক
স্যাটেলাইট চ্যানেল?
উঃ কাতার
-
দি টাইগার অব বাইসাইকেল' নামে পরিচিত কোন দেশ?
উঃ ভিয়েতনাম
-
অলিম্পিক যাদুঘর কোথায় অবস্থিত?
উঃ সুইজারল্যান্ডে
-
এশিয়া মাইনর বা আনাতোলিয়া হিসেবে পরিচিত কোন দেশ?
উঃ তুরস্ক
-
বিশ্বের কোন দেশের রাষ্ট্রপ্রধানের পদবি সম্রাট?
উঃ জাপান
254. Lioyd's List এর তথ্য মতে বিশ্বের শীর্ষ বন্দর--- সাংহাই, চীন।
255. 'অপারেশন ক্লিয়ারেন্স' --- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
256. 'টাটামাডো' --- মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
257. '৯৬৯' -- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
258. 'মা বা থা' --- মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন। ধর্মগুরু -- আশিন উইরাথু ।
259. হার্ভে , মারিয়া -- সাম্প্রতিক সময়ে সংগঠিত শক্তিশালী ঘূর্ণিঝড় / হারিকেন এর নাম
260. বিশ্বে শীর্ষ পাম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ -- ইন্দোনেশিয়া।
261. সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট --- হালিমা ইয়াকুব।
262. ট্রান্সফার ফি বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব -- ম্যানচেস্টার সিটি ।
263. ২০১৭ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন--- রাফায়েল নাদাল (স্পেন ) । মহিলা এককে চ্যাম্পিয়ন -- স্লোয়ানে স্টিফেন্স ( যুক্তরাষ্ট্র)।
264. রাশিয়ার বিমান সংস্থার নাম কী? উত্তর : এরোফ্লোঁ।
265. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে? উত্তর : ২২ মে।
266. প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম কী? উত্তর : ডিপিই।
267. বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? উত্তর : এস এস হুইলার।
268. ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে? উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
269. থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়? উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।
270. সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়? উত্তর :ভাদ্র- আশ্বিন-কার্তিক মাসে।
271. * চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ? -- BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
272. পাকিস্তানের অন্তর্বর্তীকালী
ন প্রধানমন্ত্রী -- শহীদ খাকান আব্বাসি ।
273. বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ ----
*পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান -- দ্বিতীয় । ( প্রথম -- চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ? -- চীন । ( বাংলাদেশ -- ষষ্ঠ)
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি বস্ত্র আমদানি করে-- যুক্তরাষ্ট্র ।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি কৃষিপণ্য আমদানি ও রপ্তানি করে -- যুক্তরাষ্ট্র ।
* সার্বিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বে রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ --যুক্তরাষ্ট্র ।
274. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি কে? = বর্তমান প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান ।
275. BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন --বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
276. কন্ঠসৈনিক আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন --৩০ আগস্ট , ২০১৭ ।
আব্দুল জব্বারের গাওয়া তিনটি বিখ্যাত গান
১৷ ওরে নীল দরিয়া.....
২৷ সালাম সালাম হাজার সালাম.....
৩৷ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়....
277. কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে – বাংলাদেশ
278. সবকটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ৪র্থ বোলার --সাকিব আল হাসান ।
279. সম্প্রতি জি-২০ এর ১২তম শীর্ষ সম্মেলনকোথায় অনুষ্ঠিত হয় ? =জার্মানির হামবুর্গে (৭-৮ জুলাই )
280. ‘কটকা সমুদ্র সৈকত' কোথায় অবস্থিত ?= সুন্দরবনে।
281. 'ফার্স্টবয়দের দেশ' বইটির রচয়িতা কে? = অধ্যাপক অমর্ত্য সেন
282. টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান কার ?=তামিম ইকবালের
283. নবম(BRICS)সম্মেলন অনুষ্ঠিত হবে?=৩-৫ সেপ্টেম্বর ২০১৭(স্থান,,জিয়ামিন"চীন")
284. সম্প্রতি ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী হিসেবে বিচারপতি হয়েছেন-- আখলাকুর রহমান চৌধুরী
285. রোহিঙ্গা বিবিধ
- রাখাইন যে ভাষার শব্দ: পালি
- মিয়ানমারের সামরিক জান্তা ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিক অধিকার হরণ করে
- ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের ফলে রোহিঙ্গারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হন। তারা সরকারি অনুমতি ছাড়া ভ্রমণ করতে পারে না,জমির মালিক হতে পারে না এবং দুইটির বেশি সন্তান না নেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়।
-রাখাইন রাজ্যের রাজধানীর নাম হলো সিত্তেত
- অং সান সুচি শান্তিতে নোবেল পান ১৯৯১ সালে
286. ★২৯ - ৩০ জুলাই ২০১৭ 'পানি সম্মেলন' অনুষ্ঠিত হয় -- ঢাকা , বাংলাদেশ ।
287. BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় -- কাঠমান্ডু, নেপাল ।
288. জাপানের রাজধানী টোকিওতে ৩২তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে-- -২০২০ সালে ।
289. আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) এর বাংলাদেশস্হ কার্যালয় -- আগারগাঁও ।
290. দেশে নৌ থানা সংখ্যা -- ১৭টি ।
291. মিগ-৩৫ কী? = 4G+ যুদ্ধবিমান ( বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে কিনতে আগ্রহী)
292. ২৭ আগস্ট ২০১৭ চীনের হংকং ও ম্যাকাওয়ে আঘাতহানা শক্তিশালী টাইফুন নাম কী ? = পাখার
293. বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) দেশের সংখ্যা কত ? = ৪৭ টি । সর্বদেশ সদস্য > দক্ষিণ সুদান ,
294. সম্প্রতি বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় > নিরক্ষীয় গিনি)
295. সম্প্রতি উ. কোরিয়ার উপর জাতিসংঘ কয় দফা আরোপ করেছে ? = ৬ দফা
296. বিশ্ব বিখ্যাত পত্রিকা " ওয়াশিংটন পোস্ট" কিনে নেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস
297. এসডিজি'র এক নম্বর লক্ষ্য হল: সকল প্রকার দারিদ্র্য দূরীকরন
298. বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ? উত্তর : ২৮তম।
299. বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর : ১৯২২ সালে।
300. প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর : ১৯৫২ সালে।
---------------------------------------------
------
[ সংগ্রহে এবং সম্পাদনায়ঃ শেষ কক্ষপথের প্রোটন ]
---------------------------------------
# Current_Affairs_Q
# GK_Q
# সাম্প্রতিক
.
১।সম্প্রতি চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন কে ?
= হাসনা জসীমউদ্দীন মওদুদ । মার্চ , ২০১৭
২। হাসনা জসীমউদ্দীন মওদুদ কর্তৃক ইংরেজিতে অনূদিত চর্যাপদের নাম কী ?
=মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ
৩। সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
=১৪৬ । শীর্ষ > নরওয়ে
৪। দক্ষিণ এশীয় উপগ্রহ কোন দেশ উৎক্ষেপন করে?
= ভারত । মে , ২০১৭ ।
৫। বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ?
= সান ম্যারিনো
৬ । হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ বাংলাদেশের সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় কবে ?
= ৫মে , ২০১৬ ।
৭ ।বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৭ অনুযায়ী বাংলাদেশে কোন খাতে সর্বাধিক বিনিয়োগ করা হয়েছে ?
= টেলিকমিনিউকেশন
৮। বর্তমান বিশ্বের জিরো পপুলেশনের একমাত্র মুসলিম দেশ কোনটি ?
= আলবেনিয়া
৯ । সম্প্রতি নির্বাচিত প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ভারতের কততম প্রেসিডেন্ট ?
=১৪তম
১০ । বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে এখন পর্যন্ত কতজনের ফাঁসি কার্যকর হয়েছে ?
=৬ ।( কাদের মোল্লা, কামারুজ্জামান, সাকা ও মুজাহিদ ,মতিউর রহমান নিজামীর , মীর কাশেম আলীর সর্বশেষ সেপ্ট, ২০১৬
# HOT_GK
2018 ফুটবল বিশ্বকাপের প্রথম গোলদাতা রাশিয়ার Y. Gazinskiy। ১২ মিনিটের সময় তিনি গোল সৌদি আরবের বিপক্ষে।
© টপ ৩ নিউজঃ
--------------------------------
১. রাশিয়া বিশ্বকাপের প্রথম গোল করেন--- ইউরি গাজিনস্কিয়ি (রাশিয়া)
২. রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়--- রাশিয়া vs সৌদিআরব।
৩. বেসরকারি স্কুল–কলেজে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স--- ৩৫ বছর।
# আপডেট
FIFA (Member -211) World cup - 2026
★★১৩ জুন মস্কোতে অনুষ্ঠিত ফিফার ৬৮ তম সভায় ভোটাভোটির মাধ্যমে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই তিন দেশ যৌথভাবে ২৩ তম ফুটবল বিশ্বকাপ আয়োজনের এই দায়িত্ব পায়। মোট ২০০ ভোটের মধ্যে যৌথভাবে তারা পায় ১৩৪ ভোট ও একমাত্র প্রতিদ্বন্দ্বী মরক্কো পায় ৬৫ ভোট।
★৪৮ দলের ১ ম বিশ্বকাপ
★ ভ্যানু ১৬টি (১৬ টি শহরে)
★গ্রুপ ১৬ টি ( ১৬*৩)
>ম্যাচ হবে ৮০ টি
>যুক্তরাষ্ট্র - ৬০ টি (১৯৯৪ এর আয়োজক ১৫ তম)
>মেক্সিকো - ১০টি (১৯৭০ ও ১৯৮৬ এর আয়োজক ৯ ম ও ১৩ তম)
>কানাডা- ১০টি (প্রথম বারের মত)
আয়োজকসহ ৬ টা কনফেডারেশন (AFC,CAF,CONCACAF,CONMEBOL,OFC,UEFA) থেকে ৪৬ টি+ প্লে- অফ ২ টি - ৪৮ টি
//
কার্টেসী- Rajib
১. ২১ শে পদক পেয়েছেন কতজন?
২১ জন
২. বর্তমানে জাতিসংঘ মানবাধিকার প্রধান কে?
জেইল রাদ আল হুসেইন
৩. দেশের ৩১ তম সেনানিবাস কোথাম এবং নাম কি?
লেবুখালি পটুয়াখালী, শেখ হাসিনা সেনানিবাস
৪. Polar Silk Road এর প্রবক্তা কে?
শিং জিং পিং
৫. সার্কের বর্তমান চেয়ারপার্সন কে?
শের বাহাদুর দেউবা (নেপাল)
৬. সবচেয়ে কম বয়সী বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখকের নাম কি?
সৈয়দ সামসুল হক
৭. ২০১৮ সালের G77
ের চেয়ারপার্সন কোন দেশে?
Egypt
৮. বর্তমানে কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশ কত তম?
24
৯. মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উইন মিন্ট
১০
সোয়াজিল্যান্ডের বর্তমান নাম কি?
ইসওয়াতিনি।
১।২০১৮ সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না?
- সাহিত্যে।
২।বাংলাদের অর্থায়নে
"বাংলাদেশ ভবন"নির্মিত হবে কোথায়?
-রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।
৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়?
-পশ্চিমবঙ্গের আসানসোলের "কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
৪। বিশ্বের প্রথম ভাসমান পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের?
-রাশিয়ার। (নাম Akademik Lomonosov)
৫। দেশে প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস(LNG) টার্মিনাল কোথায় অবস্থিত?
-মহেশখালী, কক্সবাজার।
৬।প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক হিসেবে কে যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছেন?
-শেখ মোজাহিদুর রহমান।
৭। ২০১৯ সালে একদিনের আন্তর্জাতিক Cricket world cup অনুষ্ঠিত হবে
-England & Wales
৮। ২০২০ সালে T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
- অস্ট্রেলিয়া
৯। ২০২২ সালে FIFA World Cup (Men) অনুষ্ঠিত হবে
-কাতারে
১০। ২০১৯ সালে FIFA world Cup (women) অনুষ্ঠিত হবে-- ফ্রান্সে (বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট)
১১। ২০১৭ সালে Wimbledon Championship পুরুষ এককে জয়ী
- রজার ফেদেরার এবং মহিলা এককে জয়ী--গারভিনা মুগুরুজা
১২। ২০১৮ সালে Asian games অনুষ্ঠিত হবে
-- ইন্দোনেশিয়ার জার্কাতায় (২০২২ সালে হবে চিনে)
১৩। ২০১৯ সালে South Asian Games অনুষ্ঠিত হবে-- নেপালের কাঠমন্ডুতে
১৪। সাম্প্রতিক দক্ষিন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বর্ণপদক লাভ করে-- ৬টি
১৫। ২০১৭ সালে 'ম্যান বুকার আন্তর্জাতিক' পুরষ্কার পান-- জর্জ সান্ডারস
১৬। ২০১৭ সালে Pulitzer prize (মিউজিক) লাভ করেন- এঞ্জেলস বর্ন
১৭। ২০১৮ সালে Cannes film festival-- ৭১তম
১৮। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে দামী ব্যান্ড-- গুগল
১৯। 2018 সালে সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান-৭৩তম
২০। ICC ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অবস্থান-- Test-৮তম, ODI-৭তম, T20-১০ম
২১। সম্প্রতি আলোচিত " তুমব্রু " সীমান্তবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত?
- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
২২। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাচিত নতুন পরিচালকের নাম কি?
- মিনহাজ মান্নান
২৩। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
- মেঘে ঢাকা
২৪। প্রথমবারের মতো বাংলাদেশের যে কিশোরী ' বাংলা চ্যানেল ' জয় করেন-
- মিতু আখতার
২৫। জাতিসংঘের সাধারন অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি মিলবে কত সালে?
- ২০২৪
২৬। সম্প্রতি দেশে প্রথমবারের মতো চালু হওয়া 'বাংলাদেশের পেপাল সেবা ' হিসেবে পরিচিত ব্যাংকের বাইরে ব্যাংকের অর্থ লেনদেন ব্যবস্থার নাম কি?
- আইপে
২৭। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?
- জয়েন্ট রেসপন্স প্ল্যান
২৮। সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হবে?
- ইউনিক স্মার্টকার্ড
২৯। বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?
- আহমেদ জামাল
৩০। ২০১৮ সালে মোট একুশে পদ পায়--২১ জন
৩১। অানুষ্ঠানিক ভাবে বাংলাদেশে 4G সেবা চালু হয়--১৯ ফেব্রুয়ারি ২০১৮
৩২। বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট--ব্র্যাক অন্বেষা (মহাকাশে উৎক্ষেপন ৩ জুন ২০১৭)
৩৩। বাংলাদেশের প্রথম Geostationary Communication Satellite-- বঙ্গবন্ধু-১ (মহাকাশে উৎক্ষেপন করা হয়--১১-১২ মে ২০১৮)
৩৪। ২০১৮ সালে FIFA World Cup এর মাসকট-- জাভিবাকা
৩৫। ২০২২ সালে commenwealth games অনুষ্ঠিত হবে--ইংল্যান্ডে
No comments:
Post a Comment