বার" বের করার কৌশল
বার কোড-ঃ
-শনিবার=১,
-রবিবার=২,
-সোমবার=৩,
-মঙ্গলবার=৪,
-বুধবার=৫,
-বৃহস্পতিবার=৬,
-শুক্রবার=০,
সুত্র=(A+B+C) ÷ 7
A=সালটির শেষের দুই ডিজিট।
B=আপনি যে দিনটি বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দীতে যে কয়টা লিপ ইয়ার ছিল।
C=যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ বছরে মোট যতো দিন।
----------------------------------------------------
২০১৮, ২৮ নভেম্বর কি বার??/// A=18,B=5 (2000,2004,2008,2012,2016) আপনি যে বছরের দিন বের করবেন সেই বছর যদি লিপইয়ার হয় তাহলে সেই লিপইয়ার কাউন্ট করা যাবে না।
C=31+29+31+30+31+30+31+31+30+31+28)=333///(A+B+C)÷7////(18+5+333)÷7,355÷7 (ভাগশেষ ৫ থাকে) তাই দিনটি বুধবার✔✔✔✔
#সাথেই থাকুন 😊
No comments:
Post a Comment